Post# 1600530722

19-Sep-2020 9:52 pm


এখন পর্যন্ত আমি বলবো সব দিক থেকেই আলহামদুলিল্লাহ ঘটনা প্রবাহ ভালো হিসাবে দেখা যায়। কিন্তু ভবিষ্যতের আশংকা সব সময় থাকে।

দ্বিন যা শিখেছি সব শিখেছি তাদের থেকে। তাই একটা মায়া আছে। অন্তরের গভির থেকে একটা টান আছে। একটা সম্মান শ্রদ্ধা আছে উনাদের সবার উপর।

সে না করে যদি নিজে নিজে দ্বিন বুঝতে যেতাম তবে নিশ্চিৎ প্রতি বছর আমি বলতাম "গত বছর আমি ভুল বুঝেছিলাম যেহেতু সেটা জানা ছিলো না, বা সেটা ভুল বুঝেছিলাম -- আসলে সঠিক এটা।" পরের বছর আবার নতুন কিছু সঠিক।

বা worst case এ আল্লাহ না করুক, নিজেই নতুন কোনো "ফিরকা" খুলে বসতাম। এখন যেমন অহরহ ঘটছে।

আমার নিজের পথভ্রষ্টতার সম্ভাবনা শেষ হয়ে যায় নি। কিন্তু আল্লাহ তায়ালা যাদের ব্যখ্যা দিয়ে এতদিন আমাকে দ্বিন বুঝিয়েছেন।

19-Sep-2020 9:52 pm

Published
19-Sep-2020