Post# 1600445064

18-Sep-2020 10:04 pm


হাটহাজারি মাদ্রাসায় জানাজা কালকে জোহরের পরে। দাফনও মাদ্রাসার গোরোস্থানে।

উনি সেই ৮৬ সাল থেকে প্রিন্সিপ্যাল ছিলেন। এর মাঝে কয়েকবার মাদ্রাসায় গিয়েছি। চিনতাম না কারন ১৩ সালের আগে উনি পরিচিত কেউ ছিলেন না।

বিপরিত পক্ষ "এর বিচার চাই" দাবি তুলে শ্লোগান তুলেছে হাসপাতালে। কালকে জানাজা দাফনের পর বুঝা যাবে ঘটনা কোন দিকে যাচ্ছে।

মাদ্রাসার গেইট বন্ধ রাখার আর উপায় নেই। দুই পক্ষই এখন ঢুকতে পারবে।
সরকারি ভাবে মাদ্রাসা বন্ধ। খুলার সম্ভাবনা কমে আসছে।

সামনের কয়েকদিনে ঘটনা কোন দিকে যাবে কোনো ধারনা নেই।
সেই "ভবিষ্যৎ অজানা" সময়ের পয়েন্টে আবার।

18-Sep-2020 10:04 pm

Published
18-Sep-2020