প্রসংগ : নতুন পিটানির ভিডিও ভাইরাল।
অন্য দিকে একজনের কথা : "<এত> সাল থেকে বড় হুজুর আমাদের মাদ্রাসায় পিটানি বন্ধ করে দিয়েছেন"
তাই <এত> সালের আগে যান। তখন দেশ ছিলো ভিন্ন রকম। এটা মাত্র ৫ বছর আগের কথা।
তখন প্রশ্ন করেন, "মাদ্রাসা স্টাইলের পিটানি কি ভালো?"
আলেমদের কাছে যান। বলবে "ভালো"।
মুফতির কাছে যান, বলবে "ভালো"।
মাদ্রাসার ফতোয়া বিভাগে যান, বলবে "ভালো।"
তবে সঠিকটা জানবেন কি করে?
নিজের অন্তর থেকে।
আলেমদের থেকে ইলম পাবেন।
আখলাক শিখতে হয় আখলাক ওয়ালাদের কাছ থেকে।
আখলাক ওয়ালা আলেম হতে পারে। আলেম নাও হতে পারে।
যে যেই ব্যপারে এক্সপার্ট।
আখলাক শেখার জন্য আমি আলেম খুজবো না।