"নিজে আমল না করে, দাওয়াহ?"
চার বন্ধু বসে আড্ডা দিচ্ছে বিকালে। মাগরিবের আজান।
একজন বললো : "দোস্ত আমাদের নামাজ পড়া উচিৎ। আমরা পড়ি না।"
দাওয়াহ। যদিও সে নামাজ পড়ে না। কিন্তু অনুশোচনা -- ঠিক আছে।
বা সে বললো : "চল যাই নামাজ পড়ি আজকে সবাই"
যদিও আমল করে না, কিন্তু করবে তাই দাওয়াহ দিচ্ছে -- ঠিক আছে।
বললো : "ওই তোরা সবাই যা, নামাজ পইড়া আয়। যা যাহ!"
নিজে আমল না করে অন্যকে দাওয়াহ দিচ্ছে -- ঠিক নেই।
বুঝার বিষয় যে : সবজায়গায় "নিজে আমল না করে আরেক জনকে বলস কেন?" বলার সুযোগ নেই।
কিন্তু এটা কমন সেন্স। যে বুঝে সে বুঝে।
যে এক দিকে ঝুকে তর্ক করে, তাকে বললেও বুঝবে না।