Post# 1599902803

12-Sep-2020 3:26 pm


"নিজে আমল না করে, দাওয়াহ?"

চার বন্ধু বসে আড্ডা দিচ্ছে বিকালে। মাগরিবের আজান।

একজন বললো : "দোস্ত আমাদের নামাজ পড়া উচিৎ। আমরা পড়ি না।"

দাওয়াহ। যদিও সে নামাজ পড়ে না। কিন্তু অনুশোচনা -- ঠিক আছে।

বা সে বললো : "চল যাই নামাজ পড়ি আজকে সবাই"

যদিও আমল করে না, কিন্তু করবে তাই দাওয়াহ দিচ্ছে -- ঠিক আছে।

বললো : "ওই তোরা সবাই যা, নামাজ পইড়া আয়। যা যাহ!"

নিজে আমল না করে অন্যকে দাওয়াহ দিচ্ছে -- ঠিক নেই।

বুঝার বিষয় যে : সবজায়গায় "নিজে আমল না করে আরেক জনকে বলস কেন?" বলার সুযোগ নেই।

কিন্তু এটা কমন সেন্স। যে বুঝে সে বুঝে।
যে এক দিকে ঝুকে তর্ক করে, তাকে বললেও বুঝবে না।

12-Sep-2020 3:26 pm

Published
12-Sep-2020