Post# 1599208842

4-Sep-2020 2:40 pm


"না" বলা :

মিথ্যা বলে সবচেয়ে সহজে করা যায়। কিন্তু এটা "মিথ্যা"।

সত্য বলে বলা যায়। কিন্তু সে "কষ্ট" পাবে।

সত্য মিথ্যা কোনোটাই না বলে, দুই তিন শব্দে শেষ করা। তবে "অহংকারী"।

অনেক কথা বলে প্রথমে সিমপেথি দেখান, এর পর বলেন "না"। তবে "মুনাফেকি"। "কথায় সে খুব সুন্দর বলে কিন্তু অন্তর কালো"।

একটা হাদিসে পড়েছিলাম : তুমি মানুষকে দিয়ে খুশি করতে পারবে না, তাই ভালো ব্যবহার দিয়ে করো।

    Comments:
  • As always.

4-Sep-2020 2:40 pm

Published
4-Sep-2020