Facebook Posts - April 2019

1-Apr-2019 12:33 pm


ওয়াজ করতে হলে এখন সরকারি লাইসেন্স লাগবে।
লাইসেন্স ছাড়া কেউ ওয়াজ করতে পারবে না।

খবর কমেন্টে।

1-Apr-2019 12:33 pm

1-Apr-2019 2:24 pm


১৫ জন, যাদের ওয়াজ সরকার ব্যন করছে বলে খবরে এসেছে :

মুফতি ফয়জুল করিম - পীর সাহেব চরমোনাই।
আল্লামা মামুনুল হক - একটিভিস্ট। নেটে সবাই যাকে চিনেনে।
মুফতি মাহমুদুল হাসান - আযাদ মসজিদের খতিব না সম্ভবতঃ। অন্য কেউ।
মুফতি সাখাওয়াত হোসাইন - চেনা নেই।
আবদুর রাজ্জাক বিন ইউসূফ - বিখ্যাত। আহলে হাদিস।
মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী - হাসি তামাসা করেন।
মুজাফফর বিন বিন মুহসিন - আহলে হাদিস।
মতিউর রহমান মাদানী - সালাফি। নেটে সবাই যাকে চিনেন।
মাওলানা আমীর হামজা - ওয়াজির।
মাওলানা সিফাত হাসান - চেনা নেই।
দেওয়ানবাগী পীর - বিখ্যত।
মাওলানা আরিফ বিল্লাহ - চেনা নেই।
মাওলানা ফয়সাল আহমদ হেলাল - চেনা নেই।
মোহাম্মদ রাক্বিব ইবনে সিরাজ - চেনা নেই।

উনারা ওয়াজের লাইসেন্স পাবেন না।

1-Apr-2019 2:24 pm

1-Apr-2019 4:19 pm


খবর : ডেমরা ফায়ার সার্ভিসের দালানে ভয়াবহ আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পথচারীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ছুটে আসেন।

1-Apr-2019 4:19 pm

1-Apr-2019 5:41 pm


আমি : "...এফ আর টাওয়ারে আগুনে আটকায় আছে এক জন। মইরা যাইবো - তাও মরার আগে নিজের সেলফি তুইলা ফেসবুকে আপলোডায়। লাইক পাওয়ার জন্য ! ! হায়রে সেলফি..."

পরের দিন খবর : "আগুন লাগার পরে দেশের বাড়িতে মায়ের সাথে কথা বলছিলাম। দালান থেকে বের হবার কোনো রাস্তা ছিলো ছিলো না। মা কান্না করতে করতে জ্ঞান হারায়। বিকাল চারটার দিকে মা বলে মরার আগে তোর চেহারাটা একটু দেখতে চাই। তাই সেলফি আপলোড করেছিলাম। ভাইরাল হবার জন্য না।"

ওহ!

তাইলে আমার জন্য আপলোডায় নাই।

কিন্তু আমি ধরেই নিয়েছিলাম : ফেসবুকে যে যা আপলোডায় সব কেবল মাত্র আমার জন্যই আপলোডায়।

তাই কমেন্ট না করে থাকতে পারি নাই।

1-Apr-2019 5:41 pm

1-Apr-2019 6:00 pm


Erdogan losing his power in Turkey.
Seculars winning city corp election.

Bad sign.
Next Presidential election in 2023.

This comes over its financial bubble going burst. Forbes news in comment.

    Comments:
  • https://www.forbes.com/sites/jessecolombo/2019/03/31/turkeys-bubble-is-bursting/
  • বুফে খাবার না হলে, সে নিজের কিনা খাবার নষ্ট করেছে। আর এখন দামি রেষ্টুরেন্টেগুলোতে কেউ খাবার টেবিলে ফেলে রাখে না। যা খাওয়ার খেয়ে বলে "বাকিটা পেকেট করে দাও।"

    তৃতীয় কথা হলো। টেবিলে খাবার রেখে চলে গেলে এটা নষ্ট করা হলো না। নষ্ট করবে হোটেল কর্তৃপক্ষ যদি ফেলে রাখা খাবার গরিবদের না দিয়ে পানি ময়লার সাথে মিশিয়ে ডাষ্টবিনে ফেলে দেয়।

1-Apr-2019 6:00 pm

1-Apr-2019 10:55 pm


দোয়া :

আবু উমামা রা: বলেন,
রাসুলুল্লাহ ﷺ একবার দেখেন আমি ঠোট নাড়িয়ে কিছু পড়ছি।
উনি বললেন,
"ঠোট নাড়িয়ে তুমি কি পড়ছো আবি উমামা?"
"আল্লাহর জিকির করছি ইয়া রাসুলুল্লাহ" ﷺ
"তুমি দিন রাত জিকির করার থেকে বেশি সোয়াবের দোয়া কি আমি তোমাকে শিখাবো না?"
"বলুন"

পড়বে :

سبحان اللهِ عدَدَ ما خلق
سبحان اللهِ مِلْءَ ما خلَق
سبحان اللهِ عدَدَ ما في الأرضِ والسماءِ
سبحان اللهِ مِلْءَ ما في الأرضِ والسماءِ
سبحان اللهِ عدَدَ ما أحصى كتابُه
سبحان اللهِ مِلْءَ ما أحصى كتابُه
سبحان الله ِعددَ كلِّ شيءٍ
سبحانَ اللهِ مِلْءَ كلِّ شيءٍ

الحمدُ للهِ عددَ ما خلق
الحمدُ لله مِلْءَ ماخلَق
الحمدُ لله عدَدَ ما في الأرضِ والسماءِ
الحمدُ لله مِلْءَ ما في الأرضِ والسماءِ
الحمدُ للهِ عدَدَ ما أحصى كتابُه
والحمدُ لله مِلْءَ ما أحصى كتابُه
والحمدُ للهِ عدَدَ كلِّ شيءٍ
والحمدُ للهِ مِلْءَ كلِّ شيءٍ

এর পর বললেন : "এটা তুমি তোমার পরবর্তিতে যারা আসবে তাদেরকেও শিখিয়ে দিও।"

- নাসাঈ, ইবনে খুজাইমা, তাবরানি।

আরবি বর্ননা কমেন্টে।

সংক্ষেপে মনে রাখার জন্য এতটুকু জানলেই হবে।

[ سبحان اللهِ | الحمدُ للهِ ] [ عدَدَ | مِلْءَ ] [ ما خلق | ما في الأرضِ والسماءِ | ما أحصى كتابُه | كلِّ شيءٍ ]

#HabibDua

1-Apr-2019 10:55 pm

2-Apr-2019 10:53 am


عن الحريق في هذه المدينة :

ليس ذلك اكثر من ما اقلها "الطبيعي".

كل اليوم بعض البنايات في مديننا تشتعل الحريق ،
ولكنه ليس كان الخبر

و بعد الحريق في "بناني" الأخيرة ، كل الحريق في مديننا يحصل في الأخبار.
لذالك نحن نعتقد كثر الحريق هنا.

    Comments:
  • প্রথম মাল্টিলাইন এরাবিক পোষ্ট। :-)
  • FAQ : "আপনার আরবিতে তো শত ভুল!"
    উত্তর : আপনার ইংরেজিতেও আমি শত ভুল ধরতে পারবো। :-)

2-Apr-2019 10:53 am

2-Apr-2019 12:02 pm


আখিরুজ্জামান :

এর সমস্যা হলো এই সব বিষয়ে কথা কোন লিমিটের মাঝে গিয়ে থেমে যেতে হবে বুঝা টাফ। এবং কথা আরম্ভ করার পরে একটা লুপে পড়ে তার নিজের কথার উপর তার বিশ্বাস বাড়তেই থাকে বাড়তেই থাকে। আর কথাও বাড়তে থাকে। যার অধিকাংশ ফলবে না।

"যদি একেবারে না বলি?"

ক্ষতি নেই। কিন্তু আরেকজন বলে কেন তাই তাকে গিয়ে যদি বলতে থাকেন "ভাই, বলবেন না। বলবেন না" তবে ক্ষতি আছে।

যেমন ধরেন "গোলাপি" রং আপনি পছন্দ করেন না ক্ষতি নেই। কিন্তু আরেকজন পছন্দ করে কেন সেটা নিয়ে যদি তার সাথে ঝগড়া আরম্ভ করেন তবে ক্ষতি আছে।

2-Apr-2019 12:02 pm

2-Apr-2019 9:32 pm


"পাইপ বালক নাঈম" :

দুর্বলদের আপনি কোনো ভাবে সাহায্য করতে পারবেন না।

কোনো ভাবেই না।

সবলরা নিয়ে নেবে।

এর থেকে তাদেরকে নিয়ে পলিটিক্স করা ভালো।

"কেউ যদি বলে আমি দুর্বলদের সাহায্য করি! বহু করেছি। এবং এটা সম্ভব!"

তবে সে নিজে পলিটিশিয়ান। পলিটিক্স করছে।

2-Apr-2019 9:32 pm

3-Apr-2019 10:52 am


"April fool" seems to have lost the appeal it once had on net.

Remember at one time every site had to come up with a prank or fake news of its own. Like, slashdot posting 20 news, and every one fake.

Now we don't even notice when the day pass.

3-Apr-2019 10:52 am

3-Apr-2019 11:34 am


বলছিলাম :

- আমাদের জি*দিদের ফিকাহ আলাদা। মূলধারার কারো সাথে মিলে না।

- তারা বলে আব্দুল মালেক সাহেব তাদের পক্ষে সবচেয়ে বড় রেফারেন্স। আসলে উনি তাদের বিপক্ষে। কিন্তু স্পষ্ট করে বলেন না বলে এই শুন্যতাকে জি*রা নিজেদের পক্ষে বলে প্রচার করে।

- তারা বলে "আলেমরা ভয়ে কিছু বলে না" কিন্তু ভেতর ভেতর সবাই তাদের পক্ষে। কিন্তু ভয়ে যদি আলেমরা চুপ থাকে তবে জি*দের ভয়েই তাদের বিপক্ষে বলা থেকে চুপ থাকে। সরকারের ভয়ে না, যেমন কিনা আমাদের জি*রা দাবি করে।

- এর বাইরে আমি জি*দ এর ব্যপারে আমার নিজের যে অবস্থান বলেছিলাম, এটাই কম বেশি মালেক সাহেবের অবস্থান। এগুলো আমি "চিন্তা" করে বের করি নি। কিন্তু "কোনো ব্যখ্যা ছাড়া" আসলে কে কি বলতে চায় সেটা শুনে উপলব্ধি করা যায়। আর ব্যখ্যা-উপহাস-চ্যলেঞ্জ দিয়ে যে কারো কথা আপনি বদলিয়ে আপনার মনের মতো করতে পারেন।

- মালেক সাহেবের কথায় যদি এত ভুল ব্যখ্যার সুযোগ আমাদের এক গ্রুপ তৈরি করে, তবে কোরআনের ব্যখ্যায় তারা কত সুযোগ পায় সেটা বিবেচনার বিষয়।

- তাই দলিল বাদ দিন। অধিকাংশ আলেমের অবস্থান বুঝে সেটা অনুসরন করেন। কেউ ভিন্ন বুঝে? তার ব্যপার।

    Comments:
  • https://www.facebook.com/jafortoyyar/posts/124206318735456

3-Apr-2019 11:34 am

3-Apr-2019 10:27 pm


জি**দি চ্যপ্টারও ক্লোজ করে দিচ্ছি, তবলিগি চ্যাপ্টারের মতো।
আর কিছু দেখার নেই। এগুলো আর ফলো না করার চেষ্টা করবো।

বলা হয়েছে : "মানুষ তার বন্ধুর দ্বিনের উপর থাকে"।
তাই এটা দেখার বিষয় কাকে আমি ফ্রেন্ড করছি।

সাধারনতঃ দ্বিনি বন্ধুরা একে অন্যকে উৎসাহ দেয়,
কমপিটিশন করে, পথ দেখায়, নিষেধ করে।

কিন্তু ফিতনার সময়।
কে দলের স্বার্থ নিয়ে আসছে, কে দ্বিনের, বুঝা কঠিন।

3-Apr-2019 10:27 pm

4-Apr-2019 12:51 am


News: Turkey must choose between NATO and S-400, says US Vice President.

Along with Brexit, we might get ready for a similar show called Turixit. The choice is clear, Erdogan was about to be removed through a coup planned and backed by USA. He didn't forget.

We probably would be seeing a lot of things going upside down in Turkey within the next few years.

    Comments:
  • রাশিয়া।

4-Apr-2019 12:51 am

4-Apr-2019 6:43 am


"Windmill causes cancer."

- when your country is ran by a conspiracy theorist.

4-Apr-2019 6:43 am

4-Apr-2019 12:42 pm


Reminder :

Quantum mechanics doesn't say the cat "might" be alive or dead. Rather says the cat is "both" alive and dead at the same time.

Here in lies the difference between classical and quantum mechanics.

    Comments:
  • FAQ : "একজন সো কলড কোয়ানটাম এক্সপার্ট..."
    উত্তর : হুজুর আবার আইছেন?

    "আপনার এই সব আমি এসব সহ্য করতে পারি না। আমার গা জ্বলতে থাকে। অস্থির হইয়া যাই।"
    তবে নিজের টাইমলাইনে আমার মুখোশ উন্মোচন করে পোষ্ট দেন। গা জ্বালা কমবো। তবে এখানে আবার তার লিংক পোষ্ট কইরেন না।

4-Apr-2019 12:42 pm

4-Apr-2019 4:17 pm


কেউ একজন আগুন লাগাচ্ছে।
  • হয় সবগুলো লাগািয়েছে
  • নয়তো কিছু আগুন এমনি এমনি লাগার পরে সে এখন সুযোগ নিচ্ছে।
  • নয়তো কনসপাইরেসি। কোনো পার্টি প্লেন করে এরকম করছে।

    https://www.youtube.com/watch?v=QJrujDrAV7E

    https://www.youtube.com/watch?v=QJrujDrAV7E

    4-Apr-2019 4:17 pm

  • 5-Apr-2019 12:35 am


    পরের ফেইজে আমি অপেক্ষা করছি দেখতে এর পর কওমি-দেওবন্দি ধারায় বিভক্তি দেখা যায় কিনা।

    অনেক আঘাত সহ্য করে এটা এখনো টিকে আছে। সেই ৫ই মে, সেই ৫ই নভেম্বর, সনদ-স্বিকৃতি, আনাস-মাদানি, তবলিগওয়ালাদের বিরোধিতা।

    এখনো এক হয়ে টিকে আছে হাইরারকির জন্য। "মুরুব্বিদের বিরোধিতা করবে না" "নিজের বুঝ মতো নতুন ধারা তৈরি করবে না"। আলেমদের ডেডিকেশন।

    সমস্যা যে নেই, তাও না। টাকার হিল্লা, মারধর-হত্যা অনেক অভিযোগ।

    কিন্তু সমস্যা সব জায়গায় আছে। দোষ না থাকলে এক মানুষ অন্য মানুষকে আসমানি ফিরিস্তা মনে করতো। আবার ভালোও সব দলে আছে। কম আর বেশি।

    ভালোটা যদি এত বেশি হয় যে মন্দটা আল্লাহ তায়ালা ক্ষমা করে দিয়েছেন। তবে টিকে যাবে। কোনো বিভক্তি দেখা যাবে না।

    যদি মন্দদের সংখ্যা বেশি হয় তবে ফিতনা দেখা যাবে। সে থেকে বিভক্তি। ভালো একদিকে যাবে, মন্দ আরেক দিকে। জিনিসটা কষ্টকর হলেও সার্জারি। দরকারে।

    কবুলিয়াত কতটুকু, সেটা দিয়ে প্রশ্ন।

    এরা যদি টিকে যায় তবে এরাই ইনশাল্লাহ সেই শেষ জামাতের সাথে মিলবে।

    Just my thought.

    5-Apr-2019 12:35 am

    5-Apr-2019 2:10 pm


    In last Feb's confrontation between IN and PK, both sides claimed destruction of other side's Fighter Jets. And both sides denied their own loss. It's typical in warfare.

    Now if some side DID lose some assets in an engagement that they denied, how do they account for the loss later? Generally they arrange a fake accident within a month of the loss, and show that those were lost in that accident.

    An example might be the mission against OBL, most of all the commandoes engaged in that raid were killed in an accident 40 days later, with their chopper downed.

    Therefore I was watching how IN and PK report their post engagement losses. And surely within a month IN reported some of their Jets lost, in accidents. The crash photo of which doesn't show any impact onsite, indicating the parts might have been moved. But there might be too much conspiracy theory involved in this analysis.

    Now what about PK's side? India claimed they downed one of PK's F-16s.

    Today's news : US has counted and accounted for all its F-16s delivered to PK and found those intact.

    5-Apr-2019 2:10 pm

    5-Apr-2019 2:55 pm


    Stick with what you believe in and hold your ground.

    কিছুদিন পরে আপনার সমালোচনাকারীরা হারিয়ে যাবে। ফেসবুকে তাদের আইডি থাকবে না। আপনার আশেপাশেও তাদের খুজে পাওয়া যাবে না। কিন্তু আপনার কাজটা রয়ে যাবে।

    আপনার উপদেশকারীরাও ঢেউয়ের মতো আসবে যাবে। কিছু দিন পরেই তারা বলবে "আমরা কখনোই আপনাকে এই উপদেশ দেই নি। মিথ্যা বলেন কেন?" যদিও তাদের উপদেশে আপনি আপনার জীবন শেষ করে দিয়েছেন।

    যতটুকু জানেন তার উপর আমল করতে থাকেন। কেউ "সব কিছু জানে" না। যে বেশি জানে দাবি করছে সেও আপনার থেকে বেশি জানে না। কিন্তু তার কনফিডেন্স অনেক বেশি আপনার থেকে, এটাই পার্থক্য।

    হাশরের মাঠে একা দাড়াতে হবে।
    বিচার আরম্ভ হবে "স্পষ্ট" বিষয়গুলো নিয়ে। ফিকাহর "সুক্ষ্ম" গুলো নিয়ে না।

    সুক্ষ্ম কিছু নিয়ে যদি বিচার হয়, তবে সেটা আমার "অন্তর"।
    অন্তরের সুক্ষ্ম বিষয়ের জন্যও আমার সব আমল বাতিল হয়ে যেতে পারে।

    আল্লাহ তায়ালা ঐ দিনের জন্য যেন আমাদের তৈরি করেন।

      Comments:
    • শেষে : "আল্লাহ তায়ালা ঐ দিনের জন্য যেন আমাদের তৈরি করেন।" বলতে চাচ্ছিলাম কিন্তু এই শেষ লাইনটা দিলাম না কারন কমেন্টে অনেক "আমিন" পড়বে সেই ভয়ে।

    5-Apr-2019 2:55 pm

    5-Apr-2019 3:47 pm


    The oil economy and Dollar as global reserve currency. Both are related because Saudi willfully relates both.

    Today's Reuters news : "Saudi Arabia threatens to ditch dollar oil trades to stop 'NOPEC'"

    NOPEC is a law that USA might pass banning price control of OPEC. And Saudi is using the dollar trade as its Nuclear option to prevent it from being passed.

    Note that post 2018 USA is now a oil exporting country instead of being the major importer.

    NOPEC might never pass. But that Saudi is using dollar as a weapon is the real news here.

    As another Saudi insider source put it in another post : "Khashoggi was CIA's man and they are gunning for MBS. If the King dies there will be a civil war. Power is in the hands of the tribes many of whom are against MBS. The monarchy may not last."

    Watch for the Monarch's health.

    5-Apr-2019 3:47 pm

    5-Apr-2019 5:45 pm


    আজকে সন্ধায় সৌদিতে শাবান মাসের চাদ দেখতে পারার সম্ভাবনা ৪০%, মানে না দেখার সম্ভাবনা বেশি।

    সৌদিতে দেখার উপর বাংলায় চাদ দেখার ঘোষনা আসবে কালকে। যদিও ম্যপে দেখাচ্ছে বাংলা থেকে স্পষ্টতঃই দেখা যাবে। কিন্তু এটা আকাশ পরিষ্কার থাকার উপর, আর দেখার ব্যপারে আশাবাদিতার উপর।

    সামারি :
    বেশি সম্ভাবনা, মানে ৬০% :
    সৌদিতে কালকে সন্ধা থেকে শাবান।
    বাংলায় পরশু সন্ধা থেকে। অর্থাৎ সোমবার শাবানের ১ তারিখ।

    কম সম্ভাবনা, মানে ৪০% :
    সৌদিতে আজকে সন্ধা থেকে শাবান।
    বাংলায় কালকে সন্ধা থেকে। অর্থাৎ রোববার শাবানের ১ তারিখ।

    Visibility scan কমেন্টে।

    সৌদিতে দেখা গিয়েছে কিনা জানতে পারবো বাংলাদেশ সময় রাত ১০ টায়। কারন তখন সৌদিতে সন্ধা হবে। এর আগে না। জানার জন্য টুইটারে চোখ রাখতে পারেন।

      Comments:
    • https://habibur.com/moon/1440-08/
    • প্রোগ্রামার লাগবে। এদের চালাতে গেলে বুঝবেন ঠেলা কাকে বলে।
    • ভেন্ডর থেকে নেয়ার পরে ইন্টিগ্রেট করতে হবে সবগুলো সিসটেম। তখন ভেন্ডরের প্রোগ্রামারদের ডাকতে হবে।

    5-Apr-2019 5:45 pm

    5-Apr-2019 7:51 pm


    Chigo 1 ton Split AC 21,000 taka তে।

    যাদের ৫০ থেকে ৮০ হাজার টাকায় এসি না কিনলে ভালো লাগে না তাদের জন্য। মূলদাম যদিও ২৪ হাজার দেয়া আছে কিন্তু করনারে স্টিকারে দেয়া আছে ২১ হাজার কোড ইউজ করলে।

    5-Apr-2019 7:51 pm

    5-Apr-2019 11:07 pm


    "অস্থির"


    দুই প্রান্তে দুই সেনা দল মুখোমুখি। এর পর্যায়ে এক দল চিৎকার করে ঘোড়ায় চড়ে ছুটে আসছে। অন্য দল তীর নিযে দাড়িয়ে আছে।

    কিন্তু সেনাপতি তীরন্দাজদের তীর মারতে দিচ্ছে না। ঘোড় সওয়াররা কাছিয়ে আসছে তাও তীর মারার অনুমতি নেই।

    "কাপুরুষ?" "ভীতু?" "পলাতে চাচ্ছে?"

    না। বরং সময় হয় নি।

    "সময় না হবার কি আছে? সেনাপতি কি শত্রুপক্ষের দালাল?"

    অনেক দূরে শত্রু থাকলে তীর মারলে তাদের গায়ে লাগবে না। তীর নষ্ট হবে। আবার অনেক কাছে চলে আসলে তীর মারার সময় থাকবে না। সেনা পতি জানে কখন সঠিক সময়।

    কিন্তু তরুন সেনারা "অস্থির"।

    5-Apr-2019 11:07 pm

    6-Apr-2019 12:23 am


    OK. First tried Debian on my new ThinkPad. That didn't work. Next Ubuntu. Worked 90% of what's supposed to work. Today deleted that and installed Fedora linux and it works 100%.

    No surprise. The redhat team uses ThinkPads as their development laptop and tried their best to make it all work.

    Default desktop currently is Gnome. Trying my best to have a grok on it. But my best guess is that I would be able to ditch my Macbook within a week.

    Current spec : 8GB, 500GB, Core i5 Gen 8 Quad core. Posting it from my new laptop.

      Comments:
    • No idea what elementary or deepin are.
    • OK. Shall check. But the distribution probably will stay Fedora. I can change the UI later if needed.

    6-Apr-2019 12:23 am

    6-Apr-2019 2:43 am


    Fedora-Thinkpad :

    Two finger scrolling : just as smooth as in macbook.

    Close the lid to sleep and open to resume : works as intended. Though it takes a few seconds to wake up.

    Real time spell checker and suggestion : works like in MacOS.

    Browser : Firefox. Youtube plays full screen.

    Hotkeys and laptop system key : works like in Macbook.

    So far so good.

    6-Apr-2019 2:43 am

    6-Apr-2019 3:53 am


    The crescent wasn't sighted in Saudi today. Therefore tomorrow is 30th Rajab. And Shaban starts on Sunday.

    Bangladesh most likely will follow the next day. i.e. Shaban starts on Monday.

    Moon sighting attempt for Shaban will be performed today, at sun set.

      Comments:
    • https://www.facebook.com/AJA.HKJordan/photos/a.983723855075831/2169105476537657/?type=3&theater
    • Equal to that of a Macbook. But Thinkpad has double HD size and double cores.
    • It has got SSD. Pricing in BD is equal to that of USA when you count Tk100 per dollar.

    6-Apr-2019 3:53 am

    6-Apr-2019 4:49 pm


    How to Moonwalk.
    Craze from the 80s.
    MJ.
      Comments:
    • Close the front door 20 minutes before you are closed. So that those that "made it" have enough time to finish their business.

    6-Apr-2019 4:49 pm

    6-Apr-2019 9:25 pm


    শাবান মাসের চাদ,

    ভারতে : দেখা গিয়েছে।
    পাকিস্তানে : দেখা গিয়েছে।
    বাংলাদেশে : ইসলামি ফাউন্ডেশন : দেখা যায় নি।
    অন্যরা : দেখা গিয়েছে। চট্রগ্রাম ফটিকছড়ি থেকে।

    যেমন বলছিলাম এই দেশে চাদ দেখা যায় "দেখতে পাবার আশাবাদিতার" উপর। গতকাল সৌদিতে দেখা যায় নি? তবে "আর দেইহা কি করবি, আজকে উঠবো না" attitude.

    দুনিযার "প্রত্যেকটা" দেশে শাবান মাস কালকে থেকে।
    "একমাত্র" বাংলাদেশ ছাড়া।

    লিংক কমেন্টে।

      Comments:
    • https://www.facebook.com/noore.julfikar.3/posts/2371160839769618

    6-Apr-2019 9:25 pm

    6-Apr-2019 10:53 pm


    Ditched the old Macbook and now completely on new Linux-Thinkpad.

    "What did you do with the Macbook?"

    Gave it to my mom.

    Not everything is ready on the new machine though. The major thing missing is a Bengali keyboard. The Linux installation comes with a default called Provat. But the key layout isn't what I am used to.

    I have to write my own keyboard layout which isn't tough on Linux. But will suck up another 4 hours of my precious time.

    But so far so good.

    6-Apr-2019 10:53 pm

    7-Apr-2019 12:41 pm


    Apparently ourislam24.com hits are still half of what habibur.com receives. Even though the former is a news site.

    I plan to rework on habibur.com in this upcoming Ramadan.

    Recently receiving sudden spike of interest in kitab Fitan from multiple persons. Don't know what caused it. Have to restructure everything and remove dust.

    7-Apr-2019 12:41 pm

    7-Apr-2019 2:05 pm


    News Titled : "Here is a list of everyone that are boycotting Brunei".

    Was hoping to see a big list of countries that severed diplomatic ties.

    Found it contains only a bunch of TV stations and Ad agency names.

    That's the whole list?

    7-Apr-2019 2:05 pm

    7-Apr-2019 9:34 pm


    Ever seen the confused looking ones? The introverts? The weak ones? Not knowing if he should speak to someone, or if he should ask someone for help?

    The good thing is : he isn't here to rob anyone, not to harm anyone. But he is confused in a world that requires more strength to survive.

    Hadith : You get your rijk [food and cloth] because of the weak ones within you.

    This world will surely end, but the next one is forever.

    7-Apr-2019 9:34 pm

    7-Apr-2019 10:46 pm


    War and Peace :

    1
    Yesterday : PM said "We don't want war with Burma"
    Me thinking : so who asked for any war with Burma?

    Today's news : "BD sends border guards to St. Martins islands" fearing Burma might take it over.

    2
    One PK minister today reports that intelligence says IN planning a second attack into PK by mid of this month. Just as their election starts.

    7-Apr-2019 10:46 pm

    8-Apr-2019 12:17 am


    News : Maw. Habibur Rahman Rezvi arrested.

    I had been watching his lectures for the past two months and was most impressed by his speech when I really wanted to know about the "majari sunni" sect in Islam.

    The offending speech was there on the net for months until someone saw it, made it viral, which lead to an uproar and finally his arrest.

    My job was to take the amusement from his logic, as like the rest of other high-steak-logic.

    The good? it wasn't me who made it viral. Though it could just as easily have been me. It would have created too much guilt for causing someone this much trouble.

    8-Apr-2019 12:17 am

    8-Apr-2019 8:30 am


    You need to enjoy the journey to reach your destination. Don't rush.
      Comments:
    • //self call

    8-Apr-2019 8:30 am

    8-Apr-2019 11:10 am


    Life of Travelers :

    It's tempting to see all the pictures in FB and Instagram of happy people frequently travelling around the globe, and you start thinking you are missing something.

    It's not. Rather the travelers are missing something. It's called a family. And family bonding takes time, settlement and commitment.

    You might think that its not one or the other, and you can have it both. But reality differs. In your prime time you can have so much time to earn, grow your family and look at your parents. The more time you are willing to spend behind travelling, the more you have to cut from family and parents.

    This is one of the things that the Europeans are getting hurt most. Their generations are travelling so much that they don't have time for growing a family. Says the NZ shooters manifesto.

    Therefore be grateful for what God has given you. Which includes those that He hasn't given you so that you can receive the better alternate.

    But we are so much hard focused on what the Europeans do, that we fail to realize all the good things that we have and they don't.

    May He forgive us all, for our sins.

    8-Apr-2019 11:10 am

    8-Apr-2019 11:38 am


    Linux self reminder :

    The first thing you need to do is turn off "selinux".

    Don't try to be the perfectionist and try to fix it with permission settings.

    8-Apr-2019 11:38 am

    8-Apr-2019 2:15 pm


    Men that can't do 10 push ups are in significant risk of heart attack. News says.

    Can do 20 to 30? Risk reduced by 75%.

    And those that can do more than 40 have their risks reduced by 97%.

    They say it's a better indicator than a treadmill test. Which is common in BD for measuring heart condition.

    8-Apr-2019 2:15 pm

    8-Apr-2019 3:55 pm


    অকে। বাংলা কি বোর্ড চালু। হুবহু ম্যাকের বাংলা কি বোর্ডের লেআউট কপি করে লিনাক্সের জন্য একটা তৈরি করে নিয়েছি। তাই লারনিং কার্ভ নেই। এই এক কি বোর্ডে এত বছরের প্রেকটিশ যেহেতু।

    এখন সব স্টেটাস আর ইংরেজিতে দেয়ার প্রয়োজন নেই :-)

      Comments:
    • "র‌্যব" লিখা যায়। অনেক কি বোর্ডে র‌্যব লিখলে হয়ে যায় "র্যব"। zero width non joiner ব্যবহার করতে হয়। এই কি বোর্ডে এটা এড করে দিয়েছি একটা কিতে।
    • Fedora.

    8-Apr-2019 3:55 pm

    9-Apr-2019 10:53 am


    খবর : "চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত ভুল!"

    "এরপর রাত ১১ টা ১ মিনিটে ফোনে ডিসি আমাদেরকে জানান, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বিদেশে তাই তিনি সচিবকে জানিয়েছেন, হাতিমুড়া থেকে তার কাছে চাঁদ দেখার খবর এসেছে। তখন সচিবও তাকে বলেন খবরটি আমরা পেয়েছি। তবে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে সেহেতু এখন আর কিছু করা যাবে না। "

    http://mzamin.com/article.php?mzamin=167429

    9-Apr-2019 10:53 am

    9-Apr-2019 11:14 am


    737 MAX :

    NYT Article which says while other modern planes display the problem on screen if one arise, 737 MAX required the pilots to go through printed books manuals, with no visual feed back.

    The reason Boeing decided NOT to add it was intentional. That would have required pilots to take extra training on the display which Boeing wanted to avoid.

    Plus this one, even though is touted as "Most Modern Airplane" isn't a fly-by-wire plane. Rather the controls are connected to the plane mechanically like how it was done 60 years back.

    9-Apr-2019 11:14 am

    9-Apr-2019 12:56 pm


    এই শাবান মাস সারা পৃথিবীতে এক দিনে আরম্ভ হয়েছে। মানে ভারত-পাকিস্তান-সৌদি আরব সব এক দিনে আরম্ভ। বাংলাদেশ ছাড়া কারন আমরা সৌদির এক দিন পরে আরম্ভ করে অভ্যস্ত।

    সামনের রমজানেও কি এরকম হবে?

    রমজান আরম্ভ হবে সৌদিতে আগের দিন। ভরত-পাকিস্তা-বাংলায় পরের দিন।

    কিন্তু রোজার ঈদে এই সমস্যা আবার আসবে। এবার সারা দুনিয়া সম্ভবতঃ এক দিনে রোজার ঈদ করবে। বাংলাদেশ সৌদির পরের দিন। কারন ঐ মাসেও চাদের কন্ডিশন হবে হুবহু এই শাবান মাসের চাদের মতো।

    দেখা যাক কি হয়।

    9-Apr-2019 12:56 pm

    9-Apr-2019 6:16 pm


    রজব মাস ত্রিশ দিন হওয়ায় আরেকটা বিশেষত্ব হলো পর পর চার মাস ৩০ দিনে হলো।

    পর পর ৩ মাস ৩০ দিনে হওয়া স্বাভাবিক ধরা হয়। পর পর ৪ মাস হলে ধরে নেয়া হয় প্রথম বা শেষ মাসের চাদ দেখায় ভুল হয়েছিলো।

    তবে মানতে হবে যেটা দেখা গিয়েছে বা ঘোষনা করা হয়েছে সেভাবেই। ধারনার উপর না।

    9-Apr-2019 6:16 pm

    9-Apr-2019 7:27 pm


    Trade war : Trump declares $11B tariff on EU imports. EU declares retaliatory measures.

    The thing to note here is that US influence over global commerce and politics is rapidly decreasing over these measures. Other countries respected US because of its economic impact. But when you cut all these ties and take a stand against world trade as what Trump is doing now, you lose this influence.

    That's where the world is leading to, right now. A weakened top leader. Which is a ripe time for someone from the second line to kick him out trying to take his place. Historically wars started like this, whenever the leader got weak and created a power imbalance.

    9-Apr-2019 7:27 pm

    9-Apr-2019 9:18 pm


    নিষিদ্ধ ১৫ জনের মাঝে টপ দ্বিতীয় জনের নাম "মাহমুদুল হাসান"। আমি ধারনা করেছিলাম উনি তবলিগের মাঝে মেডিয়েটর এবং আজাদ মসজিদের খতিব মাহমুদুল হাসান সাহেব।

    এর পর একজন বললো উনি না বরং মোহাম্মদপুরের আরেকজন আলেম মাহমুদুল হাসান সাহেব। লিষ্টেও সেই ঠিকানা দেয়া ছিলো।

    এর পরের দিনের খবর লিষ্ট যারা তৈরি করেছে তারাই নাকি ভুল করেছে। আরেক মাহমুদুল হাসান সাহেবের নাম দিতে চেয়েছিলো ভুলে যাত্রাবাড়ির কোনো এক বড় হুজুরের নাম ঠিকানা সহ দিয়ে দিয়েছে।

    তবে কোন মাহমুদুল হাসান? পুরো নাম "মাহমুদুল হাসান গুনবী"। অনেক জ্বালাময়ী বক্তিতা করেন। এবং মূলতঃ খৃষ্টান মিশনারিদের বিপক্ষে। কিন্তু ফেসবুকে উনি জনপ্রীয় ছিলেন না কারন মুসলিমদের মাঝে অন্তরদন্ধের কোনো বিষয় না হলে ফেসবুকে জনপ্রীয় হওয়া যায় না। "খৃষ্টান মিশনারীদের বিরুদ্ধে তারা কাজ করছে, এটা ভালো কাজ। করুক" টাইপের এটিচিউড।

    যাই হোক, এর ফলশ্রতিতে উনি এখন ফেসবুকে জনপ্রীয় হচ্ছেন। নিষিদ্ধ সব কিছুর দিকে আমাদের আকর্ষন বেশি যেহেতু, এবং উনি নিষিদ্ধ তাই।

    আমিও বাদ না।

    9-Apr-2019 9:18 pm

    9-Apr-2019 10:15 pm


    Trump has black listed Iran's military as terror org. Big step. Right now Iran has warned US ships not to approach its vessels. But threats like these had been delivered previously. Without much fruit.

    At one point Iran will have nothing to lose. Things might change then. How far that might be is anyone's guess. But steps like these are pushing it to that back-on-wall point.

    9-Apr-2019 10:15 pm

    9-Apr-2019 11:23 pm


    Japan loses one F-35 mid air over the Pacific. Has grounded remaining 15.

    It's news because it's F-35. One shouldn't go down mid air in a peaceful flight.

    Waiting for the next news update. The reason.

    9-Apr-2019 11:23 pm

    9-Apr-2019 11:54 pm


    Leonard Cohen's "You want it darker" :

    If you are the dealer, I'm out of the game
    If you are the healer, it means I'm broken and lame
    If thine is the glory then mine must be the shame
    You want it darker
    We kill the flame
    Magnified, sanctified, be thy holy name
    A million candles burning for the help that never came
    You want it darker

    Hineni, hineni
    I'm ready, my lord
    There's a lullaby for suffering
    And a paradox to blame
    But it's written in the scriptures
    And it's not some idle claim
    You want it darker
    We kill the flame

    They're lining up the prisoners
    And the guards are taking aim
    I didn't know I had permission to murder and to maim
    You want it darker
    Hineni, hineni
    I'm ready, my lord.
    _______
    Note:
    A few lines trimmed. If I have time, might write some insight in the challenge. in.

    9-Apr-2019 11:54 pm

    10-Apr-2019 7:39 am


    Expecting as usual Netanyahu to win today's Israel election and Modi zi to win tomorrow's Indian election.

    Things can only go one way -- the worse.

    Cheer up.

    10-Apr-2019 7:39 am

    10-Apr-2019 8:36 am


    প্রসংগ : "গা ঘেষে দাড়াবেন না"

    আমাদের নারিবাদিদের শিক্ষা হলো সম অধিকার। নারি পুরুষে কোনো পার্থক্য নেই। সকলকেই সমান ভাবে দেখতে হবে।

    তাই বাসে যদি কেউ-কারো গা ঘেষে না দাড়ায়, তবে ঠিক আছে।

    যদি এত ভিড় যে গা ঘেষা ঘেষি করে দাড়াতে হবে, তবে নারিদের জন্য জায়গা খালি রেখে পুরুষরা নিজেরা গা ঘেষা ঘেষি করে দাড়াবে এটা বৈষম্য।

    নারিবাদিদের শিক্ষার বিপরিত।

    10-Apr-2019 8:36 am

    10-Apr-2019 8:57 am


    In case Mizanur Rahman Azahari apologizes for his six pack remark, he will lose his respect in my eyes.

    Stick with what you believe is right. That's the only thing that matters to me in this non-issue issue.

    I ain't listening to any of the debates. Just wake me up if he breaks down.

    10-Apr-2019 8:57 am

    10-Apr-2019 3:16 pm


    ইমাম সুয়ুতির লিখা কিতাব যার টাইটেলের অর্থ "রাসুলুল্লাহ ﷺ এর পিতা মাতা জান্নাতি"। আরবি কিতাবের লিংক নিচে দেয়া। ইমাম সুয়ুতি শাফি মাজহাবের ইমাম। ৯০০ হিজরির দিকে ছিলেন।

    কিন্তু অন্য সহি হাদিসে আছে উনি ﷺ বলেছেন "আমার আর তোমার পিতা আগুনে"।

    আর এই কিতাবে ইমাম সুয়ুতি মূলতঃ বলেছেন উনার ﷺ পিতা মাতাকে আল্লাহ তায়ালা আবার জীবিত করেছেন উনারা ঈমান এনেছে এর পর সংগে সংগে আবার মারা গিয়েছেন গোরোস্তানেই -- এর রেফারেন্স।

    আমার অবস্থান ইমাম সুয়ুতির মতো। কিন্তু কেউ যদি সহি হাদিসে যেটা আছে সেটায় বিশ্বাস করে আগুনে বিশ্বাস করে তবুও আমি আপত্তি দেখি না। এই ব্যপারে আমাদের আখিরাতে জিজ্ঞাসা করা হবে না।

    শেয়ার করলাম কারন পোষ্টটা একটা আরবি ফোরামে পেলাম।

    http://ia800500.us.archive.org/5/items/Ta3dimWaAlMina/Ta3dimWaAlMina.pdf

    10-Apr-2019 3:16 pm

    10-Apr-2019 7:15 pm


    "Light Speed" :

    If I could travel as fast as light, then travelling to a planet on any star, would seem to me instantaneous. Like I had a blink, and the next moment I opened my eyes to find myself on a new planet some 20 light years away.

    But reaching there I would also observe that 20 years have passed on that planet after that single blink. And in that time people on earth have been watching me traveling for 20 years to reach it.

    Finally follows a page that shows how frustratingly slow "light speed" actually is. [ it doesn't explain what I wrote above ]

    https://www.businessinsider.com/how-fast-speed-light-travels-earth-moon-mars-nasa-2019-1?

    10-Apr-2019 7:15 pm

    10-Apr-2019 10:19 pm


    লিনাক্স ডেক্স টপে ১ সপ্তাহ চালানোর পর :

    সুবিধাগুলো :


    ম্যকে বাংলা টাইপ করা বেশ ঝামেলা ছিলো। অনেক বছর আগে হয়তো ঠিক মতো চলতো। কিন্তু এর পর একটা আপডেট দেয়ার পরে ফেসবুকে বাংলা টাইপ করলে লিংক-হসন্ত আসে না। এটা ঠিক করে নতুন আপডেট দেয়ার পরে দেখা যায় ফেসবুকে ঠিক কিন্তু অন্য জায়গায় লিংক-হসন্ত চাপ দিলে দুটো হসন্ত আসে। একটা মুছ ফেলে এর পর টাইপ করতে হতো।

    লিনাক্সে এই সমস্যা নেই।


    ম্যকের ওয়ার্ড কোনো ভাবেই বাংলা আসে না। আসে কিন্তু "কি" লিখলে হয়ে যায় " ক ি" এই রকম। অফিসের কোনো এপে বাংলা কাজ করতো না। লিনাক্স Libre Office এ এই ঝামেলা গুলো নেই। বাংলা সুন্দর আসে।


    কি বোর্ড ZWNJ [zero width non joiner] ছিলো না বলে র‌্যব লিখা যেতো না। লিনাক্সে এখন লিখা যায়।


    ম্যকে আমেরিকার ঠিকানা দিয়ে ক্রেডিট কার্ড নম্বর দিয়ে একাউন্ট খুললে এর পর এপ স্টোর থেকে ডাউনলোড করতে দিতো। এর পরও বার বর ভ্যরিফিকেশন। আমেরিকা থেকে আমেরিকার ফোন নম্বরে কল করে কনফার্ম করতে হতো সব ঠিক। হাজার ঝামেলা।

    এখান এর কিছু নেই।


    "পাইরেটেড সফটওয়ার" ব্যবহারের কোনো মাথাব্যথা নেই।
    এখানে সব ফ্রি।

    কোনো শেয়ারওয়ার-ন্যগওয়ার নেই। সব ফুল ভার্শন।

      Comments:
    • কাকে?

    10-Apr-2019 10:19 pm

    10-Apr-2019 11:46 pm


    As my news feed gets overwhelmed with the recently released picture of a real blackhole, my feeling is more like getting the answer "42" in Hitchhiker's Guide to Galaxy.

    Anyway here's the best meme so far. Others might follow.

    10-Apr-2019 11:46 pm

    11-Apr-2019 7:07 am


    হিজবুত তাওহিদ : ভেতরের কাহিনি

    (collected)

    আমি হেজবুত তাওহীদের সাবেক সদস্য,
    আমি আল্লাহর কসম করে বলছি-
    মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী আজ থেকে ১২০ বছর আগে নিজেকে মাহদী এবং ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছিলো।

    বায়াজিদ খান পন্নীও নিজেকে ইমামুজ্জামান বলে ঘোষণা দিয়েছিলো। অথচ হেজবুত তাওহীদের অনেকেই জানেনা ইমামুজ্জামান শব্দটা হাদিসে ইমাম মাহদীর জন্য ব্যবহার করা হয়েছে। সেও ভন্ড নবী আর মাহদীর মত ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছে।

    শুধু তাইনা এরা রমজান মাসে রোজা রাখতোনা এদের মহিলা সদস্যরা ছিলো বেপর্দা দলের ভেতরে ঢুকলে আস্তে আস্তে পন্নীর দু একটা স্বপ্নের কথা বয়ান করে যেখানে স্পষ্টতই তাকে মাহদী হিসেবে জাহির করা হতো।

    এদের আলাদা সমাজ। পন্নীর মেয়ে রুফায়দার সাথে বিয়ে হয় তারই একান্ত শিষ্য সেলিমের যে কিনা বর্তমান নেতা।
    ওদের কথা বার্তা একদম চামারের মতো। বর্তমান আওয়ামী সরকারের সাথে ঘনিষ্ঠ সখ্যতা গড়ে উঠেছে ওদের।

    এদের কথা বার্তায় নুন্যতম শালীনতা নাই, অনেকটা হিংস্র বিচ্ছিন্যতাবাদীদের মতো। এদের ভেতরে ঢুকলে বোঝা যায় এরা মানুষকে ব্ল্যাকমেইল করে হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা চুষে নেই। একজন লোকের কথা আমার আজও মনে পড়ে- ধান বিক্রির সমস্ত টাকা তার কাছ থেকে চাপ দিয়ে আদায় করা হয়েছিলো।

    আরেকটা কথা এরা আলেমদের কাফের, তাগুত বলে। এদের সমাজের কেউ কোরআন পড়তে পারে কিনা আমার জানা নেই। মহিলাদের তাদের স্বামীকে তালাক দিতে বাধ্য করায় এরা। এরপর নিজেদের কোনো সদস্যের সাথে বিয়ে দেয়।

    ''আল্লাহর মোজেজা হেজবুত তাওহীদের বিজয় ঘোষণা'' বইটা পড়ে আমি হেদায়েতের আলো ফিরে পাই। কোনো নাস্তিক ও আল্লাহর সাথে কোরানের সাথে এত্ত বেয়াদবী এবং মিথ্যাচার করে নাই যা পন্নী এই বইতে করেছে। উক্ত বইটা পড়ার পর তাওবা করে মসজিদের ইমাম সাহেবের কাছে কালেমা পড়ে আবার ইসলাম এ ফিরে আসি, মুসলমান হই ... আলহামদুলিল্লাহ!

    11-Apr-2019 7:07 am

    11-Apr-2019 8:25 am


    Today I learned :

    Bobby Farrell, died suddenly and unexpectedly :

  • wearing a costume of Rasputin
  • in exactly the same city that Rasputin died.
  • and on exactly the same date that Rasputin died.

    And he was the male singer of bonny m's hit song "Rasputin".
    Lesson?
    Don't mock Rasputin. :- )

    11-Apr-2019 8:25 am

  • 11-Apr-2019 11:31 am


    Boeing crash :

    Instead of writing :
    IF AOA > 15 AND AOA < 25 THEN RUNAWAY_TRIM();

    They wrote :
    IF AOA > 15 THEN RUNAWAY_TRIM();

    And 500 lives lost.

    https://philip.greenspun.com/blog/2019/04/08/boeing-737-max-crash-and-the-rejection-of-ridiculous-data/

      Comments:
    • // that wasn't the literal cause, or the only cause per se.

    11-Apr-2019 11:31 am

    11-Apr-2019 5:38 pm


    আজকের আরেক খবর : "চট্রগ্রামে মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার"। লিংক দিলাম না কারন আওয়ার ইসলাম ওয়ালারা আবার ঝুলন্ত লাশের ছবি দিয়ে দিয়েছে।

    খবর : "আজ দুপুরের দিকে মর্গের সামনে তার পিতা গনমাধ্যমকে জানান, চার দিন আগে হাবিবুরকে মাদরাসার শিক্ষক তারেক আহমেদ মারধর করেন। এ কারণে হাবিবুর মাদরাসা থেকে বাসায় চলে আসে। পরদিন বুঝিয়ে-শুনিয়ে ফের তাকে মাদ্রাসায় পাঠানো হয়।"

    আমি এখানে সত্যি উস্তাদের কোনো দোষ দেখছি না। এখানে খুনি হলো তার বাপ মা যারা সন্তানকে হত্যার দিকে ঠেলে দিয়েছে।

      Comments:
    • আজকের খবর? কারন আগে পড়েছিলাম অপারেশনের পরে সুস্থ আছেন।
    • For that you need a "designer" that works with the marketing.

    11-Apr-2019 5:38 pm

    12-Apr-2019 4:52 pm


    খবর : "৩০ বছরে পা রাখছে মঙ্গল শোভাযাত্রা"

    মানে এই পহেলা বৈশাখ উদযাপন আরম্ভ হয়েছে ১৯৯০ এর দিক থেকে।

    যখন আমি বলি ৮০ এর দিকে এই সব শোভা-পহেলা-আনন্দ-উৎসব কিছু ছিলো না, শহরের মানুষ খবরই রাখতো না কখন ১লা বৈশাখ আসলো আর গেলো -- তখন নতুন জেনারেশনের পাবলিক মনে করে আমি "হাজার বছরের" সংস্কৃতি নিয়ে মিথ্যাচার করছি, ইতিহাস বিকৃতি করছি।

    হাজার বছরের ঐতিহ্য চালু করেছে চারুকলা ইন্সটিটিউট এই ৩০ বছর আগে। সাথে পান্তা ইলিশ। ৯০ এর আগে এগুলো কিছু ছিলো না।

    তাই ইতিহাস দেখতে থাকেন।

    12-Apr-2019 4:52 pm

    13-Apr-2019 12:40 pm


    নামাজের সময় সূচি দেখে কত সময় আছে সেটা বের করার একটা ঝামেলা হলো।

    - সময় সূচি দেখতে হয়।

  • ঘড়ি দেখতে হয়।
  • মনে মনে যোগ বিয়োগ করে বের করতে হয় "আর কতক্ষন আছে সময়"

    সমাধানে আমি বাসায় talking clock ব্যবহার করি। যেটা জানিয়ে দেয় ওয়াক্ত শেষ হতে আর কতক্ষন আছে। কোন ওয়াক্ত আরম্ভ হলো।

    যেমন ইফতারির আগে কাউন্ট ডাউন দেয়। "আর পাচ মিনিট" "দুই মিনিট"। তাতে বার বার ঘড়ি দেখতে হয় না। সুর্য উঠার আগেও। তাতে বাসার মহিলারা জানতে পারে কখন নামাজ পড়তে পারবে কখন ইশরাক হলো।

    এটাই একটু ঝাড়-মুছ করে ওয়েবে দিয়ে দিয়েছি। শুধু মাত্র বাংলাদেশের সময় সূচি যেটা বাংলায় দেয়া আছে সেখানে লিংক। প্রতি পাতার নামাজের সময়ের পাশে "Clock" নামে। ক্লিক করলে এই রকম একটা উইনডো খুলবে। এবং ঐ ওয়াক্ত আর কতক্ষন আছে জানানোর সাথে সাথে ভয়েসে জানাবে কখন সূর্য উঠছে, ডুবে যাচ্ছে বা আজান।

    ভয়েস আমার নিজের তাই অত "কমারশিয়াল" না : -)

    habibur.com এর নামাজের সময় সুচি, যেমন ঢাকার এখানে :
    https://habibur.com/salat/districts/dhaka/

    কর্নারে লিংক "Clock" এ ক্লিক করলে উইনডো খুলবে।

    On Test. Bug পেলে fix করে যাবো ইনশাল্লাহ। আজকে যেহেতু ওয়েবে দেয়া হলো।

    লেপটপে এটা খুলে রাখলে ভয়েসে বলতে থাকবে কিছুক্ষন পর পর। মোবাইলে খুললে কাজ হবে কিনা এখনো দেখি নি। প্লাস মোবাইল কিছুক্ষন পর স্লিপে চলে যাবে। যতক্ষন পেইজটা খুলা ততক্ষন স্লিপে যেনো না যায় তার কাজ করতে হবে। Pending.

      Comments:
    • // জোহর শেষ শাফি মাজহাব অনুযায়ি। হানাফিতে আসর পর্যন্ত জোহর থাকে।
    • For now. যেহেতু বাংলায়।

    13-Apr-2019 12:40 pm

  • 13-Apr-2019 9:32 pm


    With so much misogyny going on in the Internet, it doesn't make sense to not join them. So here I am jumping on the bandwagon.

    As the story goes :
    Suppose a team of scientists hire a lady into their team, cause an all gents team sounds like sexist. And no one wants to be called sexist.

    Next suppose they discover something large. Say large as in galactic scale.

    Now who among the scientists gets all the credit?
    Right! The lady!

    Who will be be interviewed by the press? The lady.

    And who did 100% of the work?
    You got that right too.

    13-Apr-2019 9:32 pm

    14-Apr-2019 5:58 am


    মোবাইলে এড সহ এপ আমি ইন্সটল করি না।

    অপরিচিত বা ছোট খাটো কম্পানির এপও কখনো ইন্সটল করি না।

    একদম প্রয়োজনীয় না হলে কোনো এপ ইন্সটল করি না।

    এখন অধিকাংশ এড সাপোরটেড এপ ভাইরাসের মতো কাজ করে। এড্রেসবুক আপলোড থেকে আরম্ভ করে অনেক কিছু।

    পারমিশন বন্ধ করে বন্ধ করা যায়, কিন্তু তখন অন্য ফিয়েচার কাজ করবে না।

    14-Apr-2019 5:58 am

    14-Apr-2019 6:40 am


    ঢাকার পাশে মুনশিগঞ্জ থেকেও চাদ দেখে কয়েকজন হাজির হয়েছে। খাগড়াছড়ি থেকে ২০ জন এসেছে যারা বলছে তারা চাদ দেখেছে। কিন্তা তাদের সাথে কথা বলা হয় নি, যদিও ডাকা হয়েছিলো এই বলে যে "যারা দেখেছে সবাই যেন হাজির হয়।"

    যাই হোক মাও: আব্দুল মালেক সাহেবকে নিয়ে কমিটি তৈরি। উনি আল কাওসারের মালেক সাহেব নাকি অন্য কেউ সেটা জানি না যদিও।

    শেষে সরকারি স্বিদ্ধান্ত যেটা হয় সেটাই। এখানে "ব্যক্তিগত ভাবে" ফলো করার মতো কোনো মত নেই।

      Comments:
    • http://mzamin.com/article.php?mzamin=168208

    14-Apr-2019 6:40 am

    14-Apr-2019 7:08 am


    যে মেয়েকে পুড়িয়ে মারা হলো :

    সরকার তাকেই দোষি করবে যাকে দোষি করলে সরকারের সুবিধা।

    সেই খবরই পত্রিকায় প্রকাশ করবে যেটা বানালে শত্রুর মুখ কালো হয়।

    এবং তার সাথে তার সম্পর্ক দেখাবে যার সাথে যার সম্পর্ক দেখালে সরকার শেষ হাসি দিতে পারবে।

    মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে। এটা আশাবাদিতা। ভালো।

    সত্য? হাশরে। আল্লাহর কাছে সঞ্চিত।

    14-Apr-2019 7:08 am

    14-Apr-2019 2:06 pm


    "habibur.com এর মোবাইল এপ তৈরি করছেন না কেন?"

    কারন এটা অবসরে করি। কমার্শিয়াল ইন্টারেষ্ট ছাড়া। মোবাইলে গেলে অনেক পরিশ্রম তৈরি মেইন্টেইন সাপোর্ট এই সবে।

    "এড দিবেন তবে খরচ উঠে যাবে।"

    তাতে কাজ আরো বাড়বে। কমবে না।

    "কিন্তু খরচ তো উঠে আসবে।"

    না আসবে না। কারন আমার সময়ের খরচ বেশি। এডের টাকা দিয়েও ঐ খরচ পোষাবে না।

    "তবে কি হলো?"

    ওয়েব সাইট হলো। কেবল মাত্র।

      Comments:
    • না নেই। যেগুলো দেয়ার জন্য সময় পেয়েছি দিয়েছি। রি ওয়ার্ক করার পরে মোটামুটি সবগুলো থাকবে আশা করছি ইনশাল্লাহ।

    14-Apr-2019 2:06 pm

    14-Apr-2019 2:20 pm


    "দোয়ায় জের জবর দেন না কেন?"

    দোয়াগুলো পাই বইয়ে। এর পর ফেসবুকে দেয়ার সময় আরবিটা নিজে টাইপ করি না। বরং নেটে সার্চ করে আরবিটা কালেকট করি। যেগুলোর আরবিতে জের জবর থাকে না সেগুলো জের জবর ছাড়াই দেই।

    "জের জবর ছাড়া দেবেন না।"

    তবে জের জবর ছাড়া যে দোয়াগুলো পোষ্ট করেছি সেগুলো মুছে ফেললেই "ছাড়া দেয়া হবে না"। কিন্তু এতে লাভ নেই ক্ষতি। যারা জের জবর ছাড়া পড়তে পারে তারা ঐ দোয়াগুলো মিস করবে।

    "আপনি নিজে জের জবর টাইপ করে বসিয়ে দেবেন।"

    সমস্যা হলো। সময় নেই। বা ঐ দোয়াটা শুধু মাত্র যারা আরবি জানে তাদের জন্য, কারন অর্থ বুঝে না পড়লে লাভ নেই। কারন ঐ দোয়ার অর্থটাই আসল। আর যারা আরবি পারে তারা হয়তো জের জবর ছাড়াই পড়তে পারবে।

    তাই স্কিপ করে যান। বা বই থেকে খুজে নিন।

    "বইয়ের নাম দিন।"

    সময় নেই :- ) বা প্রতিটা দোয়ার সাথে বইয়ের নাম দেয়া আছে।

    "সারাদিন ফেসবুক করার সময় পান, কিন্তু রেফারেন্স দেবার সময় পান না?"

    কাজ করতে করতে কাহিল হয় গেলে ফেসবুক করি।
    ফেসবুক কাজ বাড়ালে উল্টো ইফেক্ট হলো। :- )

      Comments:
    • Correctrd. Jajakallah.

    14-Apr-2019 2:20 pm

    14-Apr-2019 7:17 pm


    হটাৎ করে আখিরুজ্জামানের ব্যপারে ইন্টারেষ্ট হু হু করে বেটে গিয়েছে। আমি বলবো গত দুই সপ্তাহে। কি হয়েছে জানি না।

    কি ভাবে বুঝলাম? আল ফিতান বইয়ের ব্যপারে বহু রিকুয়েষ্ট আসছে, এটা দেখে।

    কারন কি চিন্তা করছি। হতে পারে পাবলিক এত দিন শায়েখ ইমরান নজর হোসেনের প্রেডিকশন নিয়ে ব্যস্ত ছিলো। উনার টাইমলাইন পার হয়ে যাবার পর যখন কিছু হলো না তখন এবার মুফতি কাজি ইব্রাহিম সাহেবকে ফলো করছেন।

    বা বিখ্যাত কোনো সেলিব্রিতি সাইটটার নাম নিয়েছে সে কারনে অনুসারিগন এখন সাইটে আসছে।

    সংগে আনেকের আনেক প্রশ্ন। বিস্তারিত জবাব দেবার সময় নাও হতে পারে। তাই সংক্ষেপে বলছি :

    যে কারো টাইমলাইন হবার সম্ভাবনা ২০% এর বেশি না। ১৪০০ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ১০০% লোক যারা কোনো টাইমলাইন দিয়েছে তাদের সবার কথাই ভুল প্রমানিত হয়েছে। এর অর্থ এই না যে সামনেও সবার কথা ভুল হবে। কিন্তু কার কথা ঠিক হবে সেটা নিশ্চিৎ না।

    তাই অনিশ্চিৎ এটা জেনেই চলবেন।

    "জানতে চাই। ইন্টারেস্টেড" -- এটা কমন প্রশ্ন।

    কমন উত্তর হলো বই পড়েন।

    কোন বই?

    লাইব্রেরিতে গিয়ে ঘেটে দেখেন এই বিষয়ের উপর কি বই আছে এর যে কোনো একটা বই কিনে নিন। বইয়ের নাম আমার জানা নেই। কারন আমি সরা সরি হাদিস থেকে পড়ি।

    "কোন হাদিস?" "হাদিসের বই কোথায় পাবো?" "পিটিএফ আছে?" "হাদিসগুলোর ব্যখ্যার বই আছে?" "এই হাদিসগুলো কি সহি?" "তাহকিক করার উপায় আছে?"

    সব কিছুর উত্তর হলো : জানা নেই।

    14-Apr-2019 7:17 pm

    14-Apr-2019 10:43 pm


    একটা সময়ে আমি অনেক কম জানতাম।
    মুসলিমদের সবাইকে ভালোবাসতাম।
    যে যেই দলই করুক না কেন।
    এই দশ বছর আগেও এমন ছিলাম।

    এখন আমি অনেক বেশি জানি।
    সব দলের দোষগুলো জানি।
    এবং সবাইকে মন্দ জানি।

    জ্ঞান আমার কি উপকার করেছে
    আমি এখনো জানি না।

    14-Apr-2019 10:43 pm

    14-Apr-2019 10:52 pm


    এবছর পহেলা বৈশাখের একটা বৈশিষ্ঠ হলো, এ বছর প্রথম এই উৎসব পালন অংশ গ্রহন গত বছর থেকে কম হয়েছে। হয়তো অনেক কম। হতে পারে এটা ডিসম্বরের নির্বাচন পরবর্তি যে মন্দা-হতাশা যাচ্ছে জনমনে তার প্রতিফল।

    বা সত্যি সত্যি মানুষ এর থেকে ফিরে আসছে।
    সামনের বছর বুঝা যাবে, ইনশাল্লাহ।

    14-Apr-2019 10:52 pm

    15-Apr-2019 7:14 pm


    রাজারবাগের পীর সাহেব যখন চাদ দেখার জন্য নতুন কমিটি তৈরি করেন তখন ধারনা করছিলাম একটা গন্ডগোল লাগবে যখন তাদের দেখা আর ইফার দেখা মিলবে না।

    কয়েক বছর পর্যন্ত মিলেই এসেছে -- এর পর এই মাসে মিলছে না। এখন? ইফার শালিশ পার হয়ে, তদন্ত কমিটি তৈরি হয়ে, আজকে আদালতে উঠছে। এর পর?

    ব্যসিক প্রশ্ন হলো : যদি দুটো কমিটি থাকে তবে সব সময় দুই কমিটি একমত হলে দুটো আলাদা কমিটির দরকার কি? একটা থাকলেই হলো। আর যদি কখনো দুটোর মত ভিন্ন হয়, তখন কে কোনটা অনুসরন করবে? হিন্ট : হানাফি মাজহাবে এই সময়ে সবচেয়ে "সহি"-টা অনুসরনের হুকুম না। বরং সবচেয়ে "জনপ্রীয়"-টা দেখতে হবে। ফতোয়ায় আলমগিরিতে দেখে নিতে পারেন কি আছে।

    গ্লোবাল পন্থিদের ঈদের জামাত বন্ধ হয়ে গিয়েছে লোকাল পন্থিদের আন্দোলন প্রতিবাদে। এখন লোকাল পন্থিরা যদি আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায় এর পর কি? এটা হতে পারে যদি সামনে ঈদের চাদ নিয়ে এই রকম আবার দ্বিমত হয়।

    ঈদের চাদ নিয়ে দ্বিমত হবার সম্ভাবনা বাড়বে, যদি দেখা যায় এই মাসের চাদ দেখা নিয়ে দুই পক্ষ শক্ত অবস্থান নিয়ে এক-অপরকে শত্রু জ্ঞান করে দুই মেরুতে চলে গিয়েছে তবে। এই মেরুকরন আরম্ভ এই মাস থেকে, যদি সে দিকেই ঘটনা যায়।

    15-Apr-2019 7:14 pm

    15-Apr-2019 7:52 pm


    ক্যাডমিয়াম। রূপার মতো দেখতে ধাতু। বিদেশে আগে রূপার সাথে মিশিয়ে গয়না তৈরি হতো। যখন প্রচার পেয়েছে ক্যাডমিয়াম স্বাস্থের জন্য খারাপ [কিডনির জন্য] তখন গয়নায় ক্যাডমিয়াম ব্যন করে দেয়া হয়েছে।

    বাংলাদেশে রূপা যা বিক্রি হয় সব "ক্যাডমিয়াম রুপা" মানে এগুলোতে রূপা নেই। শুধু ক্যাডমিয়াম, বা খুবই সামান্য রূপা থাকলেও থাকতে পারে। যদি বিক্রেতা বেক্কেল হয়।

    তাই ক্যাডমিয়াম রূপার দাম ১০০০ টাকা ভরি ধরে জাকাতের নিসাব হিসাব করলে হবে কিনা সন্দেহ। কারন এটা ক্যাডমিয়ামের দাম, রূপার না। বাংলাদেশে খাটি রূপার বাজার নেই।

    একারনে বিদেশের রেট দেখা ছাড়া উপায় দেখছি না।

    15-Apr-2019 7:52 pm

    16-Apr-2019 12:00 am


    কারেন্ট চলে যাবার পাচ সেকেন্ড পরে আধা সেকেন্ডের জন্য জেনারেটরের সুইচটা চাপ দিতে হবে। এর জন্য একটা ডেডিকেটেড আরডুইনো। আর কোনো টাইমার সার্কিট এর থেকে কম খরচে পেলাম না।

    আরডুইনো ৫০০/= + রিলে ২০০ টাকা।

    16-Apr-2019 12:00 am

    16-Apr-2019 12:21 am


    Notre dame cathedral on fire. It's tallest and iconic main dome has collapsed.

    16-Apr-2019 12:21 am

    16-Apr-2019 6:16 am


    "তবে?"

    "তবে কি?"

    "রাসুলুল্লাহ ‌‌ﷺ এর জন্মের সময় ইরানের অগ্নি উপাসকদের হাজার বছর ধরে জ্বলতে থাকা শিখা-চিরন্তন নিভে গিয়েছিলো।"

      Comments:
    • অপরিনত বয়স্কদের কমেন্ট মুছে দেয়া হবে। Grow up.
    • "The prosecutors' office said late Monday they have ruled out arson in Monday's fire, including possible terror-related motives for starting the blaze."

    16-Apr-2019 6:16 am

    16-Apr-2019 11:42 am


    "Fire in Al Aqsa Mosque yard due to electrical problems. The situation is under control."

    No arson there too. As might one suspect. All are accidents.

    বাকিটা বাংলায় ‌লিখছি, কারন বিদেশি ফ্রেন্ডরা পড়লে সমস্যা :

    এগুলো দেখে আমাদের তালি বাজানোর কিছু নেই। সামনের কিছু বছরের মাঝে কাবা শরিফ ধ্বংশ হয় যাবে এমন ভাবে যে এর প্রতিটা পাথর ভেঙ্গে ছিটকে পড়বে। কোনো একটা পাথরও জায়গা মতো থাকবে না। এর পর আবার নতুন করে কাবা শরিফ তৈরি করা হবে। হজ্জ বন্ধ হবে না।

    এই হাদিসটা আছে মুসান্নাফ ইবনে আবি শায়বা-তে।
    তাই বগল বাজাই কম। রেডি থাকি বেশি।

    16-Apr-2019 11:42 am

    16-Apr-2019 1:02 pm


    যে কথাটা আমার কাছে "ভালোবাসার প্রকাশ" সেটাই আরেকজনের কাছে "বেয়াদবি" অসম্মান করা। যখন বিষয়টা ধর্মিয়।

    একসময় চলতি ভাষায় কোরআন শরিফের অনুবাদ করা ছিলো বেয়াদবি, শান নষ্ট করা। সবসময় সাধু ভাষায় করতে হবে। সেই যুগটা আমি দেখে এসেছি।

    এরও আগে বাংলা ভাষায় কোরআন শরিফ প্রকাশ ছিলো অবাঞ্চিত। উর্দুতে রাখতে হবে।

    মানুষের আবেগের আমি দোষ দেই না।
    কিন্তু তাদের আবেগের ক্ষতি থেকে নিজে বাচার চেষ্টা করি।

    কারন আমার আবেগ যদি তাদের সাথে না মিলে তবে তাদের আবেগ অনুসরনে আমার জন্য আখিরাতে কোনো সোয়াব নেই।

    16-Apr-2019 1:02 pm

    16-Apr-2019 4:50 pm


    There is no relation with "I Pet Goat 2" the short animated clip with anything. That's just a random clip that doesn't mean anything. And I had seen it since it first came out.

    16-Apr-2019 4:50 pm

    16-Apr-2019 5:59 pm


    বিয়ের সম্পর্ক তৈরির ক্ষেত্রে দেখার বিষয় :

    যদি দেখেন ছেলে, বা মেয়ের বাপ :

    "পাচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে"

    ছেলে বা ফেমিলি ইসলামিষ্ট। কোন ধারার সেটা জেনে নিন।

    "পাচ ওয়াক্ত নামাজ বাসায় পড়ে"

    তবে পাচ ওয়াক্ত পড়ে না। ভালো লাগলে মাঝে মাঝে পড়ে। এটা মাথায় রেখে এপ্রোচ করেন। পরে "বিস্মিত" হতে হবে না।

    "জুম্মার নামাজ পড়ে রেগুলার"

    ছেলে দুনিয়াদার। টাকা ও কাজ পাগল। কিন্তু মুসলিম। দ্বিন ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না।

    "জুম্মার নামাজও পড়ে না। ঈদের নামাজও না।"

    ছেলে নাস্তিক। ইসলামি বিদ্বেষি। প্রকাশ করুক বা না করুক। এবং ইসলামের বিরুদ্ধে বহু যুক্তি জানে। এবং ঐ যুক্তিগুলো সে সারা দিন খুজে ফিরে। সাফা কবিরের মতো "যা দেখি না, বিশ্বাস করি না।" এবং ধর্মিয় এথিকসের শুন্যতাকে পুর্ন করে "চেতনা" দিয়ে। ফেমিলি সংস্কৃতি প্রেমি।

    জেনারেলাইজ করে বললাম। যেহেতু আসল "তথ্য" এই সময় অনুপস্থিত বা ভুল হতে পারে।

    16-Apr-2019 5:59 pm

    16-Apr-2019 11:19 pm


    I remember years back. Probably at 2010. There were a bunch of air crashes. All airbuses. And Boeing coming out with news articles describing how their plane would never had crashed like this, as it has got those automated systems and design decisions.

    Then the phrase spread : "If it's not boeing, I ain't flying."

    10 years. How quickly the table turned. Now Boeing in such a deep hole, that even the US president can hardly save it.

    The phrase has changed : "if it's a boeing, I ain't flying."

      Comments:
    • https://www.reddit.com/r/videos/comments/bdfqm4/the_real_reason_boeings_new_plane_crashed_twice/ekyyd9g/
    • ٣
    • This is a repost of an article from 2017.

    16-Apr-2019 11:19 pm

    17-Apr-2019 8:06 am


    "সো কলড সুফি" মুডে আবার যেতে চাচ্ছি। তাই আমাদের "সো কলড" ভাইয়েরা যারা এগুলো সহ্য করতে পারেন না তারা কেটে পড়লে ভালো। নচেৎ জ্বালা বাড়বে।

    ব্লক করে দেয়ার পরেও কেউ বাকি থাকলে আওয়াজ দিতে পারেন।

    17-Apr-2019 8:06 am

    17-Apr-2019 1:57 pm


    রেসিডেন্সিয়াল মাদ্রাসায় না দিয়ে, মানে "রাতে মাদ্রাসায় থাকে" এরকম না করে স্কুল ষ্টাইলে যদি দিনে যায় ক্লাস শেষে ফিরে আসে এভাবে করতে পারেন, তবে মাদ্রাসা সংশ্লিষ্ঠ অধিকাংশ সমস্যা থেকে আপনি বেচে থাকতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে আপনার ছেলে যদি হয় ছোট।

    "কিন্তু হাফেজি পড়তে হলে মাদ্রাসায় থেকে পড়তে হবে।"
    না থেকে পড়ার উপায় বের করতে হবে।

    যারা নিজেদের সন্তানদের পড়ানোর জন্য রেসিডেন্সিয়াল মাদ্রাসা খুজছেন তারা সাবধানতার জন্য "কোরেশমুন্সি যাদবপুর" দিয়ে গুগুল করে রিসেন্ট ঘটনা দেখতে পারেন, সমস্যা কি। বাকিদের এগুলো জানার দরকার নেই।

    সন্তানকে বড় করার দায়িত্ব পিতা মাতার। এই দায়িত্ব পালন না করে যদি "বড় হুজুরের" পা চুমু দিয়ে বলেন "আমার সন্তানকে আপনি মানুষ করেন কারন আপনি আল্লাহ ওয়ালা এবং আপনার উপর আমার অন্ধ বিশ্বাস আছে" তবে দ্বিন দুনিয়া আখিরাত সন্তান সবই হারাবেন।

    নিজের রেসপনসিবিলিটি নিতে শিখতে হবে। আপনার পরিবার আপনার থেকে এতটুকু আশা করে।

    17-Apr-2019 1:57 pm

    17-Apr-2019 9:07 pm


    Reminder :

    দুনিয়ায় যে আগুনে পুড়ে মারা গেলো তাকে আল্লাহ তায়ালা আখিরাতে দ্বিতীয়বার আগুনের শাস্তি দেবেন না।

    দুনিয়াতে যে আগুনে পুড়ে আত্মহত্যা করলো, তাকে আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত আগুনে পুড়িয়ে শাস্তি দিতে থাকবে।

    যত কষ্ট আসে সব পরিক্ষা। আত্মহত্যা করা মানে পরিক্ষার খাতা ছিড়ে হল থেকে বেরিয়ে যাওয়া। এর পর পাশের প্রশ্ন থাকে না।

    ইনসানের পরিক্ষা একবারই। দ্বিতীয়বার দেয়ার সুযোগ নেই।

    17-Apr-2019 9:07 pm

    18-Apr-2019 5:47 am


    North Korea conducts new guided missile test.

    Showing that Trump is as much a failure in containing the problem, as was his predecessors.

    18-Apr-2019 5:47 am

    18-Apr-2019 6:54 am


    ইফাতে চাদ দেখার সাক্ষি দিতে হাজির হয়েছে ২০ জন। ইফা বললো "একজন একজন করে সাক্ষি নিবো।"

    তারা বলে "না। আমরা এক সাথে এসেছি, এক সাথে সাক্ষি দিবো।" মার্কেটের সিড়িতে দাড়িয়ে থাকে। ইফা বেশ কয়েকবার তাদের ডাকা ডাকি করে না পেয়ে খবর ছাপায় : "সাক্ষি পাওয়া যায় নি।"

    তারা পাল্টা খবর ছাপায় : "আমাদের সাক্ষি নেয়া হয় নি।"

    "কিন্তু জেরা-সাক্ষি তো এক জন এক জন করেই নেয়। তারা সত্য বলছে নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য। কথার কনট্রাডিকশন থাকলে বের করার জন্য।"

    "না, তারা গ্রাম দেশের সাধারন মানুষ। কি প্রশ্ন করে কি উত্তর নিয়ে তার কি ব্যখ্যা ইফা দেয় অনিশ্চয়তা আছে। তাই এক সাথে সবাই সাক্ষি দেবে।"

    "কেউ যদি এত দুর্বল হয় যে একা সাক্ষি দেয়ারও সামর্থ নেই। তবে তার সাক্ষির দাম কতটুকু? ২০ জন মিলে যদি এক লিডারের আন্ডারে সাক্ষি দেয়, তবে ঐ ২০ জনকে জিজ্ঞাসা করার দরকার কি? তাদের লিডারকে জিজ্ঞাসা করলেই তো হলো। সে ক্ষেত্রে এক জনের সাক্ষি হলো। ঐ লিডার। ২০ জনের সাক্ষির কোনো দাম নেই।"

    শেষে : রাজারবাগিরা আলাদা শবে বরাত করবে আগের দিন। এটাই প্রচার পাচ্ছে। ছুন্নি জামাত থেকে আর কারা কারা তাদের সাথে যোগ দেয় দেখার অপেক্ষায়।

    18-Apr-2019 6:54 am

    18-Apr-2019 7:29 am


    ইফা এবার চাদ দেখার ব্যপারে আগে থেকে এতটাই নিশ্চিৎ ছিলো "চাদ দেখা যাবে না কারন আগের দিন সৌদিতে দেখা যায় নি", যে নিজেদের টিমের সাক্ষিদের কথা শুনার জন্য অপেক্ষা করার প্রয়োজন বোধ করে নি।

    বৈঠক শুরুর ১০ মিনিটের মাঝে ঘোষনা দিয়ে খালাস। মাগরিবের নামাজ শেষ হয় ছয়টা পঞ্চাশে। সাতটা দশের মাঝে মিডিয়াতে ঘোষনা চলে গিয়েছে "চাদ দেখা যায় নি"।

    যে কারনে বলছিলাম এই দেশ চাদ দেখা নির্ভর করে আগের দিন সৌদিতে দেখা গিয়েছিলো কিনা সেটার উপর।

    18-Apr-2019 7:29 am

    18-Apr-2019 8:24 am


    নিজের একটা বড় পরিবর্তন এক বছর আগে আর এখন। আগে সব মাজহাব-মানহাজ এর কুফরি ফতোয়া থেকে বাচার জন্য চেষ্টা চালাতাম। সব দিক যেন রক্ষা হয়।

    এখন আর করি না। দলগুলোর কুফরি ফতোয়া সাদরে গ্রহন করি, এবং ইগনোর করি। এড়ানোর চেষ্টা করি না, বা তার ফতোয়ার ভয় করি না।

    জীবনের নেগেটিভ এলিমেন্টগুলো কেটে ফেলতে হবে। দুই দল আকিদা নিয়ে যুদ্ধ করছে এখানে কাউকে খুশি করার দায়িত্ব আমার না। তাদের ব্যপার।

    যদি বেশি বিরক্ত করে? তবে ব্লক করে দিতে হবে। কারন "জীবনের নেগেটিভ এলিমেন্টগুলো কেটে ফেলতে হবে।"

    18-Apr-2019 8:24 am

    18-Apr-2019 3:41 pm


    Self Reminder :

    মানুষের সমালোচনার কারনে আল্লাহ তায়ালা তার সম্মান-প্রভাব বাড়িয়ে দেন। এটা তিক্ত ঔষুধ যেটা শেষে উপকার করে কিন্তু সবাই অপছন্দ করে।

    "সিক্স প্যাকের" পরে উপকার কি হয়েছে?

    বাংগালি এখন জানে সিক্স প্যাক কি। অনেকে এর পেছনে ছুটছে। এটা পজিটিভ।

    মিজানুর রহমান আযহারি সাহেবের অতীত জীবনের গুনাহ মাফ হয়েছে। এবং উনি আল্লাহর দিকে আরো বেশি ঝুকেছেন আগের থেকে।

    এবং শেষে উনার সম্মান-প্রভাব আল্লাহ তায়ালা বাড়িছেন।

    18-Apr-2019 3:41 pm

    18-Apr-2019 11:58 pm


    More bad news for USA fire power. F-35 that crashed in Japan had been facing technical problems since delivery and the plane made two emergency landings before the crash in two years. The whole fleet of F35s are still grounded and most of all the planes had problems.

    Now the news source is Russian news. May be problems like that are normal for fighter jets. Maybe not.

    But the outlook looks gloom. Gone are to days when Iraq had been the war machine showcase. Even the news media from that time "CNN" itself is being treated like a villain now a days by the president.

    Lots have changed.

    18-Apr-2019 11:58 pm

    19-Apr-2019 11:50 am


    Logic level mosfet লাগবে switching এর জন্য। এগুলোর নম্বর আরম্ভ হয় "IRL" দিয়ে। শেষের L মানে লজিক লেভেল। আরডুইনো দিয়ে অপটিমেলি অন অফ হবে। আর "IRF" দিয়ে যে মসফেট সেগুলোর জন্য 10V দিতে হয় গেইটে। আরডুইনো-পাই এর 3.3V-5V এ অপটিমেলি চলবে না।

    কিন্তু দেশের অনলাইনের কোনো শপেই logic level mosfet নেই।
    তবে এতদিন মানুষ কি দিয়ে চালিয়ে এসেছে?

    19-Apr-2019 11:50 am

    19-Apr-2019 12:17 pm


    Japan has launched its first home built airplane MRJ90. A 90 seater airliner with 2000 km range. This comes white China built its own airliner. And both India and Pakistan have built their own fighter jets and trying to sell those elsewhere.

    The market is getting disrupted. Fall of USA tech and rise of Asian. Though USA is still at the top when it comes to software and AI.

    19-Apr-2019 12:17 pm

    19-Apr-2019 2:11 pm


    একটা গাড়ি/বাস ১০০ কিলোমিটার স্পিডে যাচ্ছে। এর সিটে বসে যদি আপনার কোলের একটা বই দুই হাতে ধরে উপরের দিকে মানে গাড়ির ছাদের দিকে কিছুটা ছুড়ে মারেন তবে কোনটা হবে?

    ১। বইটা ১০০ মাইল বেগে গাড়ির পেছনের কাচের দিকে ছুটে যাবে। এবং পেছনের কাচে ধাক্কা খাবে বা কাচ ভেঙ্গে রাস্তায় পড়ে যাবে।

    ২। বইটা সোজা উপরে উঠে আবার সোজা নিচে নেমে আপনার কোলে ফিরে আসবে।

    এর উত্তর ২ নং টা।

      Comments:
    • it's speed walking. not running.

    19-Apr-2019 2:11 pm

    19-Apr-2019 2:42 pm


    ইসলামের কোনো বিতর্কিত বিষয়ে "সঠিক কোনটা?" এই প্রশ্ন আমাকে করে লাভ নেই।

    আপনার দল-মত জানালে আমি বলতে পারবো আপনার দলের মতে কোনটা সঠিক।

    এর বাইরে প্রকৃত "সঠিকটা কি" সেটা জানার কোনো ইচ্ছে আমার নেই। কারন আমি "অধিকাংশ আলেমের মত" অনুসরন করি। সেটা সঠিক না ভুল সে ব্যপারে স্বেচ্ছায় "অজ্ঞ" থেকে, এবং "সঠিক" টা জানতে না চেয়ে।

    তাই আমার কাছে গ্রহনযোগ্য যুক্তি হলো : "অধিকাংশের মত এই।"

    অগ্রহনযোগ্য যুক্তি : "অধিকাংশের মত যাই হোক না কেন, সঠিকটা হলো ঐ, কারন কোরআন হাদিসে তাই আছে।"

    কোরআন হাদিস পড়ে আপনার বুঝ আর অধিকাংশের বুঝ মিলে না -- এতটুকুই যথেষ্ট আপনার কথা প্রত্যাখান করার জন্য - কোরআন হাদিসে যাই থাকুক না কেন, সেটা না পড়েই।

    এটা আমার অবস্থান।

      Comments:
    • প্ররবর্তি প্রশ্ন হতে পারে : অধিকাংশ হানাফি আলেম? নাকি অধিকাংশ দেওবন্দি আলেম?

    19-Apr-2019 2:42 pm

    19-Apr-2019 6:14 pm


    Quote : "Long ago there was a joke that in the future planes would fly themselves, and the only thing in the cockpit would be a pilot and a dog. The pilot’s job was to make the passengers comfortable that someone was up front. The dog’s job was to bite the pilot if he tried to touch anything."

    That believe was there in the 2000s. Now after this MAX saga, pilot automation seems almost dead. Same goes for car automation. After Uber's automated car killed a pedestrian, self driving cars look like far beyond.

    Even though just a few years back, automation level 5 seemed to be arriving within a year. When a car won't need a driver be present on the seat.

    19-Apr-2019 6:14 pm

    19-Apr-2019 7:56 pm


    ইসলামের সাম্যতার উদাহরন দেয়া হতো মসজিদে সবার সমান কাতার দিয়ে।

    এখন আর এমন নেই।

    মহল্লার এলিট ক্লাস এখন চেয়ারে বসে নামাজ পড়ে।
    _______

    গির্জা আর মসজিদের মাঝে পার্থক্য : একটায় সারি সারি চেয়ার থাকে। আন্যটায় মানুষ মাটিতে বসে।

    এখন সে পার্থক্য নেই।
    ________

    চেয়ারে বসলে পাপ নেই।

    আফসো শুধু তার জন্য যে ইয়ংকালে এত ব্যস্ত ছিলো যে মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা দেয়ার সময় হয় নি।

    বৃদ্ধ বয়সে রিটায়ার্ড। এখন নামাজ পড়ে।
    কিন্তু মাটিতে কপাল না ঠেকিয়ে।

    19-Apr-2019 7:56 pm

    19-Apr-2019 9:25 pm


    শবে বরাত আছে। এর পর নেই। এখন আবার আছে।

    https://www.facebook.com/mizan.harun/videos/2382663525296452/

    বস্তুতঃ এটা সৌদি সরকারের অফিসিয়াল পজিশন "সালাফিয়াহ" থেকে "হাম্বলি" তে যাওয়ার চলতি ট্রেন্ডের অংশ।

    ব্যসিক্যলি সৌদি সরকার চলে গিয়েছে "মডারেট" পজিশনে। উলামারা দেখছেন "সরকারি বাধ্যবদকতা" এখন আর নেই। তাই যে যার মাজহাবে ফিরে যাচ্ছেন স্বাধিন ভাবে।

    আফসোস লাগে যখন দেখি "৬০০০ আয়াত আর লক্ষ হাদিস" এর মাঝে একটা আয়াতও গত হাজার বছরে বাড়ে-কমে নি। একটা হাদিসও নতুন আবিষ্কার হয় নি। এর পরও হাজার বছর পরে মানুষ এর থেকে নতুন হুকুম কি করে বের করে যেটা গত হাজার বছর ধরে হুবহু একই কিতাব পড়ে অন্য কেউ পায় নি।

    ১শ বছর আগে কোন হাদিসটা ছিলো, যে তখন শবে বরাত ছিলো?
    ৫০ বছর আগে কোনটা ছিলো না, যে তখন শবে বরাত ছিলো না?
    আর এখন কোনটা নতুন এসেছে যে শবে বরাত আবার ফিরে আসছে?

    19-Apr-2019 9:25 pm

    19-Apr-2019 10:08 pm


    মিজান হারুন ভাইয়ের ষ্টেটাস থেকে আরেকটা জিনিস জানা গেলো যে সৌদিতে শুক্রবার দিবাগত রাতে শবেবরাত।

    মিশরে শনিবার দিবাগত রাতে শবেবরাত।

    বাংলাদেশে রবিবার দিবাগত রাতে শবেবরাত।

    মানে এই মাসে আমরা সৌদির ২ দিন পরে চাদ দেখেছি।

      Comments:
    • ঠিক করলে ভারতের জন্য ভুল হয়ে যাবে। সেখানের জন্য ঠিক আছে।

    19-Apr-2019 10:08 pm

    19-Apr-2019 10:44 pm


    Excellent article on the business status of AI.

    Basically it's saying : the library building is done. It's all open source. Everyone uses it, even large companies. And almost no new algo is coming up.

    But building an AI system still needs a lot of helping hand. There are non-AI parts that boosts up the performance that needs to be coded. And AI is mostly "supervised" learning. Therefore someone should be there to supervise.

    And before you build something on AI, there are two risks : someone else might come up with a similar solution and open source it.

    And second, someone else might develop a more automated solution making your one obsolete.

    19-Apr-2019 10:44 pm

    20-Apr-2019 7:48 am


    সহজ সরল মানুষ ধর্মিয় বা চেতনার অনেক কিছুতে আপত্তি পায়। উত্তেজিত হয়ে যায়। অন্যকেও উত্তেজিত করে তুলতে চায়, কারন সে একা কেবল উত্তেজিত হবে নাকি? "এটা জানা এবং প্রতিবাদ করা সবার দায়িত্ব"।

    যারা এগুলো দেখে উত্তেজিত হয় না, তাদেরকে সে মনে করে "দালাল" "এজেন্ট"। এর সাথে সাথে সে কম্পেয়ার করতে ভালো বাসে "ঐ বিষয় নিয়ে তো তখন আপনি সেই বলেছিলেন, এখন এইটা নিয়ে চুপ কেন?"

    সহজ সরল মানুষদের সাথে তর্ক করে লাভ নেই।

    তার আক্রমন গন্ডির মাঝে আমি না পড়লেই হলো।
    দুরত্ব রাখতে হবে।

      Comments:
    • FAQ : "আপনি কি তাহলে জটিল মানুষ নাকি?" "ঐ দেখ কইথথে এক ইনটিলেকচুয়াল আইছে।"
    • গতকাল হয়ে গিয়েছে।

    20-Apr-2019 7:48 am

    20-Apr-2019 2:14 pm


    ভাতৃপ্রেমী অভিনেতা অভিনেত্রী যারা ঐ পারে ছিলো সবাই ফিরে আসছে। নায়ক ফিরদৌস দিয়ে আরম্ভ।

    ব্যসিক্যলি সনাতন হতে হলে পূর্ন সনাতন হতে হবে।
    মেসেজ এটাই।

    20-Apr-2019 2:14 pm

    20-Apr-2019 11:57 pm


    F-35's "B" variant has vertical takeoff and landing capabilities. Like the harrier jump jets from 1980s. Doesn't need a runway, and can take off vertically.

    I doubt it's much useful in the battle field, though. This usually comes with a big sacrifice on firepower and other capabilities.

    20-Apr-2019 11:57 pm

    21-Apr-2019 6:53 am


    খবর : শামিম উসমান ঘোষনা দিলে উনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

    আমাদের রাজনিতিবিদদের সবারই সময় হয়ে এসেছে। ক্ষমতার শির্ষে পৌছে গিয়েছে। উপরে বলে আর কিছু নেই। কোনো বিরোধি দলও নেই যে তাদের পিটিয়ে সময় কাটাবে। তিন পুরুষের জন্য যথেষ্ট সঞ্চয় হয়ে গিয়েছে। জীবনে আর কিছু পাওয়ার বাকি নেই।

    কিন্তু ইতিমধ্যে তারা বয়সেরও শেষ প্রান্তে পৌছে গিয়েছে সবাই।
    এর পর আর জীবনও বাকি নেই।

    21-Apr-2019 6:53 am

    21-Apr-2019 12:10 pm



    যখন ছোট ছিলাম তখন শবে বরাত আসলে এযুগে থারটি ফার্সট নাইটে যেরকম বারুদ দিয়ে আলোক উৎসব করে সেরকম চলতো শবে বরাতের সারা রাত। সংগে পটকা, বোমা আওয়াজ-উৎসব করার জন্য।

    এগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে।

    সালাফিদের আমরা যত পছন্দ বা অপছন্দ করি না কেন, তাদের কাজে সমাজ থেকে অনেক বিদায়াত দূর হয়েছে। এটা তাদের ভালো দিক। যেভাবে সমাজে প্রতিটা দলের ভালো দিক আছে।


    তবে শবে বরাতের ব্যপারে মূল ফতোয়া হলো : শবে বরাতের রাতে এই রাত উপলক্ষে কম বা বেশি নফল নামাজ পড়লে "সোয়াব" হবে নাকি "গুনাহ" হবে? সেটা।

    এটাই শেষ প্রশ্ন যেটা সবাই জানতে চায়। "দলিল" দেয়া আর এই প্রশ্নের সরাসরি "জবাব" দেয়া - দুটো এক না।

    21-Apr-2019 12:10 pm

    21-Apr-2019 1:01 pm


    Sri lanka bombing. 160 dead. 400 wounded. 3 churches and 3 hotels hit simultaneously. On their easter day.

    Wondering who's behind this. If any muslim connection is found, life of general muslims in Sri-lanka [ probably 5% of the population ] will turn to hell.

    Update : 184 now reported dead.

    Now after two new blasts [7th and 8th] death above 200. This is a war like situation in Sri Lanka. More like how the 64 district blasts in BD looked like in the 2000s.

    Srilanka declares nation wide curfew starting from 6pm.
    Then changed it to immediate curfew after the 8th blast.

    The attackers were muslims. Mostly confirmed.

    Now the fallout.

    All social media and chatting apps have been blocked.

    21-Apr-2019 1:01 pm

    21-Apr-2019 8:08 pm


    The Mueller report. Someone ran an ML/AI on it and replaced the redacted lines with what most likely was there before deletion.

    https://twitter.com/spdustin/status/1119135698550788096

    https://twitter.com/spdustin/status/1119135698550788096

    21-Apr-2019 8:08 pm

    21-Apr-2019 11:15 pm


    Talking about cell phone networks :

    4G's broadcast range was about 20 km.
    When it comes to 5G, that's down to only 200 meters.

    Therefore rolling out 5G will need an antenna at every house, every corner and every electric post.

    by the way, it works at 30 GHz wave length.

    21-Apr-2019 11:15 pm

    22-Apr-2019 6:14 am


    From Yasir Qadi's presentation on "Salafism". The major point that I get is that salafism is more about "politics and rulers" in the Arab world, and "jurisdiction and faith" in this sub-continent.

    We living here can't grok what main stream salafis in the middle east are really busy with.

    22-Apr-2019 6:14 am

    22-Apr-2019 6:25 am


    Final toll in Sri Lanka now stands at 262 dead and 450 wounded.

    Can easily assume this was carried out by a group bound with middle east. And if we take lessons from recent history : these people will now be rejected by their own muslim communities. As a result their war will pretty soon extend against the local muslims too.

    This is what you finally end up with when you build your own ji_adi team.

    22-Apr-2019 6:25 am

    22-Apr-2019 7:00 am


    প্রথম শবে বরাত :

    কোনো বাসা থেকে রুটি হালুয়া পাঠালো না।
    কারো বাসায় নিজেরাও পাঠালাম না।
    রাস্তায় বাসায় বাসায় গিয়ে হালুয়া রুটি কালেকট করার মতো কোনো ফকির মিসকিন নেই।
    বেকারিগুলোতে শবে বরাত উপলক্ষে কিনে বিতরনের জন্য স্পেশাল কোনো রুটি বিক্রি নেই।

    কালচারটাই সম্ভবতঃ ডেড।

    একজনের কথা -- "ভালো হইছে। আগে হালুয়া রুটি তৈরি করতে করতে রাত পার হয়ে যেতো। নামাজ পড়ার মতো আর শক্তি থাকতো না।"

    এবং সন্ধা থেকে ফজর - একটা পটকার শব্দও শুনলাম না।
    যেখানে আগে সারা রাতে প্রতি মিনিটে কয়েকটা করে ফুটতো।

    #HabibTrend

    22-Apr-2019 7:00 am

    22-Apr-2019 4:06 pm


    "এক মাত্র আল্লাহর শক্তি ব্যতিত অন্য কোনো শক্তি মারুফ করখী নিজের মাঝে দেখতে পেতেন না। উনার আমিত্ব বলতে কিছু ছিলোনা। কেউ গালি দিলে বা মারলে রাগ করতেন না। মনে করতেন আল্লাহর পক্ষ হতে এই ব্যবহার উনার উপর এসেছে। তবে এটা শুধু তার জন্য শোভা পায় যে ঐ অবস্থায় পৌছেছে।"

    - কিমিয়া/গাজ্জালি।

    #SelfCalledSufi

    22-Apr-2019 4:06 pm

    22-Apr-2019 9:06 pm


    Earthquakes :

    There had been a lot of earthquakes in BD in the last decade, which mysteriously stopped after the large Nepal quake.

    Indicating that the smaller ones most likely where foreshocks before the large Nepal one.

    Reminder that the whole country of BD had been turning anti clockwise for the last two decades, and the movement is now about a foot. And this builds up stress, which had to be released somehow some year with a mega quake.

    The last mega quake in this region occurred about 200 years ago and created the large rivers that we are familiar with.

    22-Apr-2019 9:06 pm

    22-Apr-2019 10:50 pm


    Today's main news was Trump ends waivers for Iran's oil export.

    Impacts :

    - Iran issued warning that if its oil export is blocked, it will close Hormuz channel, through which Saudi, Iraq and large portion of world oil supply is transported. Will it carry on with its threat? My guess : Unlikely.

    - Main importers were China and India. Will they disobey US sanctions? My guess : Unlikely.

    - Impact on world oil supply. Probably not much. Price increase is still bellow 3%.

    I think USA will walk away with what it wants this time too.

    If something doesn't go as expected, that will create news. But that's for the future.

      Comments:
    • OK. This isn't supposed to take effect before May 1st. And a lot can change before May 1st. Look at Brexit.

    22-Apr-2019 10:50 pm

    23-Apr-2019 12:57 am


    Astronomers found a second galaxy with no dark matter. The first one was found last year.

    But the catch here is these galaxies are sparse of stars. Have very few stars and those are extremely bright.

    Therefore whether these count as galaxy or not might be a new question.

    Regardless, "no dark matter galaxies" are quite interesting. Generally galaxies consists of 99% dark matter.

      Comments:
    • Upload on youtube. "মোডালিটি" মানে কি "মোরালিটি"?
    • how many minutes can it fly is the main question here. I doubt its more than 20 minutes before needing a recharge.

    23-Apr-2019 12:57 am

    23-Apr-2019 2:02 pm


    Age old culture of prescribing antibiotics for viral fever is having its toll on BD.

    News: 80% of the people that die in ICUs in BD die from antibiotic-resistant-bacteria. also known as super-bugs.

    23-Apr-2019 2:02 pm

    24-Apr-2019 6:55 am


    There was a spy plane called SR-71 in the 80s. The fastest jet ever, with cruise speed at mach 3.5. That's "cruise" speed not max. And it could out run any missile fired at it.

    It was estimated that the fleet faced at least 4,000 missile fires in its entire life time run. And it outran each and every one of them.

    What happened next is that this plane was retired by 2000. The reason being Russia's S-300 missile. This one was capable of bringing the SR-71 down.

    24-Apr-2019 6:55 am

    24-Apr-2019 6:59 am


    Interesting to see the game Mortal Kombat is now at its release 11. The version I played was 4.

    There were a lot of cries when it was released in the 90s for its depicted blood and gore. But after the first shock, everything was norm.

    24-Apr-2019 6:59 am

    24-Apr-2019 12:16 pm


    With a generic mail address like habibur@gmail, I get so much legit and classified mails which someone probably is trying to send to a person named "habibur" whom he knows, including pictures, passport scans, company financial reports, salary sheet or internal correspondences -- that sometimes I am scared whether I get caught in a spy film like situation. Where someone falls in a crossfire for seeing something that he isn't supposed to see, and therefore has to be "exterminated".

    "Secrets are not my concern, keeping them is." - Serenity.

    24-Apr-2019 12:16 pm

    24-Apr-2019 2:10 pm


    Srilanka had their own preacher like our "Jasimuddin Rahmani". He was called "Zahran Hashim". And youtube is full of his lectures in their local language. And they had their own local group that needed some foreign training and materials and was ready to go. Like our J*B.

    Seen that, been there. And we know the consequences.

    The lesson?

    Anyone can preach anything from the Quran. There's no shortage of logic. Or shortage of attempts in bringing up 40 pages of explanation from a single word from Quran. You only need determination, a high pitched tone, a bully personality and just be plain psychopath. Youngs will rally around you in herds. They love fights like how communists and socialists in the 60s and 70s loved fights. In the name of something good. You only need to tell them "that's for a good cause."

    Our country have been there, seen it.
    And sri lanka death now stands at 360.

    No one is a winner. No one. Not even the young that have given up their life believing they are about to enter paradise.

    Reminder once again : The Prophet ﷺ warned us about them, and informed us that these people will be at the bottom of hell.

    Their logic and reasoning ends with their death.
    And may God save us from misguidance.

    24-Apr-2019 2:10 pm

    24-Apr-2019 4:25 pm


    কইছিলাম "বাংলিশে" লিখে বলে আমরা সবাই বুঝতে পারি। এটা নিয়েই আমাদের খুশি থাকা উচিৎ।

    কিন্তু পাবলিকের এগুলো পছন্দ না। তাদের হুকুম, "হয় পুরো বাংলায় লিখেন, নয়তো চোস্ত ইংরেজিতে।"

    অকে। এর পর সর্বশেষ MeToo এর আলোচনা পোলাপাইন চালালো পুরো ইংরেজিতে।

    পাবলিকের এখন মাথা গরম। "ইংরেজিতে কেন?" "এরা বাংলা পারে না?" "নিজেরা এলিট প্রমান করার জন্য ইংরেজিতে?"

    Feeling like : আমাকে এখন থেকে আরবীতে স্টেটাস দিতে হপে।

    যাই হোক, মূল বিষয়টার উপর আমার মত :

    A sexual predator is a predator. And they have their own charming personalities to convince others that they are nice men.

    Ayman Sadiq isn't experienced enough to identify them and take a strong stand. Come on, he still is a kid just growing up. Therefore I don't blame him. He himself was also a victim of manipulation of the manipulator. And it takes a lot of effort to break out of such relation.

    Congratulations that he did.

    Blame the criminal. Not the victim.

      Comments:
    • https://www.facebook.com/aymansadiq10/posts/874849219518734

    24-Apr-2019 4:25 pm

    24-Apr-2019 6:15 pm


    MbS vision was to diversify investment. Therefore created an investment bank called SoftBank from the oil fund. Along with with Gulf governments. This one was heavily investing in tech stocks in silicon valley. Boosting up prices of all tech stocks single handed.

    Today's news : SoftBank is in trouble.

    - CFO has quit the company.

    - Founder lost $130M in bitcoin investment. He purchased at its peak, and valuation of the coins are now at 15% of what it was at that time.

    - $333M investment on Uber's autonomous vehicle, now gone. After the Uber accident.

    24-Apr-2019 6:15 pm

    25-Apr-2019 8:59 am


    Report : Boeing has fixed its MAX and the next thing they are after is to regain passenger trust with in the next 3 months.

    Wondering how that might happen. Report also says 50%+ of US flyers will never ride a 737 MAX even if it has been proven safe. The rest of the world outside USA should be even more reluctant.

    But anyway it would be interesting to watch how they approach. Should be a good insight into corporate strategy.

    25-Apr-2019 8:59 am

    25-Apr-2019 3:26 pm


    This is exactly how I feel about the changes that're sweeping over the Qawmi Madrasas. Link in comment.

    Whole of "The 8-rules" [usul hastagana] sounded like it was designed to keep the worldly benefits off the religious scholars. So that they don't get sunk up in the evil that accompany wealth.

    Until we are passing the era when all these walls have fallen down. And we are doing it in the name of "8-rules".

    None of these were like this just even 5 years back. And yes, things change, for the better or for worse.

    And time should say, which field we end up on.

    Reminder : The teaching will get carried on. From generation to generation. By someone. If not by them, then by someone else. Humans will get lost, generations will, races will.

    But the teaching won't. That's what history tells us. Look at the Tatars.

      Comments:
    • https://www.facebook.com/mizan.harun/posts/2386248721604599
    • This man probably have died or wounded. The hit from the iron cover should be hard.

    25-Apr-2019 3:26 pm

    25-Apr-2019 5:56 pm


    এই বছরের অবস্থান হলো :

    "শবে বরাতের রাতে কেউ যদি ঘুমায় তবে আল্লাহ তায়ালা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কিন্তু না ঘুমিয়ে কেউ যদি নামাজ পড়ে, তবে সে জাহান্নামি।"

    faq :

    "কিন্তু তাদের তো যুক্তি আছে!"

    আছে। এবং শুনেছি। ব্যখ্যাও শুনেছি অনেক। কিন্তু আমার আকলে ধরে না।

    "আপনার আকল তো আর দলিল না। দলিল হলো ..."

    Indeed.

    "শুনেন, আপনাদের মতো এই সব আহলে রায়, ইলমুল কালাম, আর আধা শিক্ষিতরা ইসলামকে শেষ করে দিলো"

    25-Apr-2019 5:56 pm

    25-Apr-2019 9:35 pm


    বিরিয়ানি :


    খিলগাও আহলে হাদিস জামে মসজিদ।
    পাশে একটা বিরিয়ানির দোকান। "ঈশারা"।
    দুই মাস পরে পাশে ৪ গুন বড় বিরিয়ানির দোকান খুলে : "মুক্তা"
    দুই মাস পরে এর পাশে আরো ৪ গুন বড় দোকান : "আর-রহমানিয়া"
    দুই মাস পরে এর পাশে খুলে আরেকটা : "মামুন"
    ঈশারা ওয়ালারা আর ব্যবসা চালাতে পারে না। দোকান বিক্রি করে দেয়।
    দুই মাস পরে ঐ দোকান কিনে আরেক বিরানির দোকান : "কামাল"।

    কোনটা বেশি চলছে? শেষটা "কামাল"।

    অথচ আমি মনে করেছিলাম এই কম্পিটিশনে যে এই দোকান কিনবে সেই লস খাবে। এক বছরের মাঝে এত দোকান খুলেছে বলে।


    FoodPanda নামে অনলাইনে অর্ডার দিয়ে খাবার কিনা যায়। তারা আপনার পছন্দের মতো হোটেল থেকে কিনে বাসায় ডেলিভার করবে।

    আজকে অর্ডার করতে গিয়ে দেখি লিখা : "অতিরিক্ত অর্ডার পড়ায় আমাদের ডেলিভারি ম্যন সবাই ব্যস্ত। দুঃখিত আর নিতে পারছি না।"

    ভালো।


    বাড়ির মহিলারা তবে কি করে? তারা আর রান্না বান্না করে না? ওয়েল, এটা আমার মাথা ব্যথা না। কে কি করলো তার ব্যপার।

    তাই নিজেই সরাসরি হোটেলে গেলাম খাবার কিনতে।

    এবং গিয়ে দেখি -- সবগুলো হোটেলের অধিকাংশ টেবিল মহিলাদের দখলে।

    ভালো।

    25-Apr-2019 9:35 pm

    25-Apr-2019 10:26 pm


    নিউজ ফিডের জন্য এই সাইট দেখি। একদম ডানে বাংলা নিউজ। মোবাইলে দেখলে একদম নিচে।

    আরো অনেক বাংলা নিউজ সাইট দেয়া যেতো। কিন্তু সবগুলোর নিউজ প্রায় এক থাকে।

    ঘন্টায় ঘন্টায় ফিড আপডেট হয়। নিজে নিজে।

    আগে বাংলা নিউজের জন্য শুধু টাইটেল দেখাতো। আমি নিজে লগইন থাকলে পুরো ছবি, আর নিউজ সামারি।

    আজকে সবার জন্য ওপেন করে দিয়েছি।

    https://news.habibur.com/

    https://news.habibur.com/

      Comments:
    • কেন? উনার মূল বক্তব্য কি ভিন্ন?

    25-Apr-2019 10:26 pm

    26-Apr-2019 2:44 am


    Tesla in trouble. It's cars aren't selling. Stocks are piling up. And price cut.

    While just a few years back, sales were limited by number of cars it can produce.

    Lesson? Don't smoke weed in public. :- )

      Comments:
    • https://www.extremetech.com/extreme/290231-tesla-loses-702-million-as-sales-fall-to-earth
    • আপনি যা বলেছেন আমি তার সম্পুর্ন উল্টো শুনেছি। যে ৪০-৫০ জন সালাফিদের সাথে কথা বলেছি তাদের প্রত্যেকের কাছ থেকে। এবং কোনো এক্সেপশন ছাড়া।

    26-Apr-2019 2:44 am

    26-Apr-2019 3:34 pm


    Microsoft is the third company to hit $1T valuation mark. Previously Apple and Amazon hit that.

    Interestingly Amazon's retail section doesn't make a profit. Which is why it doesn't pay taxes. And the main profit making part of Amazon is AWS. Which it started as "garbage sale" of its excess capacity.

    MS, likewise is making profit from its cloud hosting, which is boosting up the price.

    In the 80s trillion dollar companies were telecoms. And before that, oil companies in the 40s.

      Comments:
    • Unless, you don't have more important thing to do, then yes.
    • Doesn't matter. whatever you are comfortable with.
    • Depends on the market you are exploring. Local, foreign, moving abroad, outsource, freelance, local company work... everyone's requirement is different.
    • ^ I should have put it in the FAQ.

    26-Apr-2019 3:34 pm

    26-Apr-2019 8:15 pm


    Himaloy Himu. Fought for the execution of some people he disliked in Shahbag. Then fought to save some people he liked in Rana plaza.

    Then he met the end, that nullifies everything in his life.

    Lesson? The world is a tough place. You can't survive without ethics and lessons.

    Neither can you make up your own.

    26-Apr-2019 8:15 pm

    26-Apr-2019 10:40 pm


    It's a tough world.

    The other day I was reading about 3 million hafiz in BD fighting to get a Tarawi post in 300,000 mosques in BD. Obviously not everyone will get one, and 80% won't. And that's a "problem".

    If getting appointed in a mosque was the main intention in being a Hafiz, then the market is over saturated for that. And the future generation should note it before travelling this line.

    That wasn't your mission? Then why fight for these posts?
    ___

    The world is a tough place and you need to be the "best" in your field to survive, or lead a comfortable life.

    And to be the best you need to choose a career path that you "love". It doesn't matter whether it has a high future demand. As long as you love your work, your skills will top.

    And when you are the best skilled in your job, you won't be starved of work.

      Comments:
    • Inshallah.
    • FAQ :
      "Apple is no longer a trillion dollar company"
      "Amazon do make profit. Though it's razor thin"
      "Amazon do pay taxes, though not as high."
      "AWS wasn't 'garbage sales' rather sales of excess capacity"
      "And telecoms weren't trillion dollar company, neither were oil companies."

    26-Apr-2019 10:40 pm

    27-Apr-2019 9:10 am


    যুক্তি - পাল্টা যুক্তি :


    মাজারিদের কবর পুজার যারা বিরোধিতা করে তারা কি হিন্দুদের মূর্তি পুজা চোখে দেখে না? এই সব কানাদের কোনো দিন দেখেছেন মূর্তি পুজার বিরোধিতা করতে? কিন্তু মুসলিমদের কবর পুজা করতে দেখলেই এরা ফেসবুক ভাসিয়ে ফেলে প্রতিবাদে।

    বস্তুতঃ এরা ছুপা। হিন্দুদের দালাল। তাই নিজের গুরুদের কাজের কোনো প্রতিবাদ করে না। আর হিন্দুদের থেকে টাকা খেয়ে এরা উল্টো মুসলিমদের কবর পুজার প্রতিবাদ করে।


    উপরের যুক্তিটা এবসার্ড মনে হচ্ছে? নিচেরটা কেমন?

    আচ্ছা, যে সকল বেজন্মা মুসলিমরা শ্রীলংকার ঘটনার প্রতিবাদ করে, তারা কি আমেরিকার বোমা হামলায় কত মুসলিম মারা যায়, সেটা দেখে না?

    27-Apr-2019 9:10 am

    27-Apr-2019 2:51 pm


    শিবিরের কেন্দ্রীয় নেতা মঞ্জু দল থেকে বের হয়ে নতুন পার্টি তৈরি করেছেন। নাম "জন আকাংখার বাংলাদেশ"। বৈশিষ্ঠ, এটা সেকুলার পার্টি। ইসলামি দল না।

    এর পর ঘটনা কোন দিকে যায় দেখার বিষয়।

    দেশে এই মুুহুর্তে রাজনিতির কোনো প্রয়োজন বা মাঠ নেই। এর পরও যদি এই শিক্ষায় আমি বিশ্বাসি হই যে "দ্বিনের মূল অংশ রাষ্ট্র পরিচালনা, বাকি সব এর সহায়ক" তবে আমাকে রাজনিতি করতেই হবে। নয়তো দ্বিন থাকবে না।

    যেমন কিনা যদি বিশ্বাস করি "দ্বিনের মূল অংশ দাওয়াহ" তবে তবলিগ করে যেতেই হবে। যত বিভাজন মারা মারি লাগুক না কেন। কারন এ ছাড়া আমার কাছে দ্বিনের পরিচয় শূন্য।

    যেমন কিনা যদি আমি বিশ্বাস করি "দ্বিনের মূল অংশ জিহাদ"। তবে করে যেতেই হবে এর ডাক থাকুক বা না খাকুক। কারন আমার কাছে দ্বিনের পরিচয় এটাই।

    "মূল" এর দিকে ফিরে আসা।
    যে যেটাকে "মূল" বলে দলিল প্রমান দিয়ে মানুষকে বিশ্বাস করাতে পারে।

    27-Apr-2019 2:51 pm

    27-Apr-2019 4:29 pm


    Doing business :

    Slack reports $140M in loss over $400M revenue. And I thought it should be extremely profitable because of all its high profile paid corporate clients.

    Uber lost $8 B over its 8 years of service. And analyst are doubtful if it can ever be profitable. And I thought it should be at least 20% profitable over its 30% cut on fares. Come on, how much can it cost to host a few servers and internet bandwidth?

    Doing business is tough. It's a illusion when people believes that most can earn money doing business.

    "Give a man a fish, and you feed him for a day. Teach a man to fish, and you feed him for a lifetime." -- not necessarily. Teach him to fish and you open up ways for him to lose more money than he could ever from eating fish.

    Some people can do it. They are called businessmen. And are generally a bit more ruthless than the average. Most others can't.

      Comments:
    • ^ Conventional বিশ্বাস যেটা। শাহাদাহ, নামাজ, রোজা, হজ্জ, জাকাত।

    27-Apr-2019 4:29 pm

    28-Apr-2019 12:33 am


    "আইলো !!!" :

    ছোট বেলার meme ছিলো এটা। "আইলো" বললে যদি কেউ দৌড় দেয় তবে সে ভিতু। কি আইলো সেটাও শুনার দরকার নেই।

    এখন বড় বেলার কাহিনি। সংক্ষেপে বলছি কারন "নাম বললে চাকরি থাকবে না।"

    https://www.youtube.com/watch?v=sTrcvknM9wU

    আল-মুরসালাত শুধু নশিদ ছাড়ে। তারা কাজ শেষে নতুন এক নশিদের বাংলা অনুবাদ ছাড়বে। ফলোয়ারদের জন্য এড দেয়, "শিগ্রি আসিতেছে ইনশাল্লাহ..."।

    টাইমস অফ ইন্ডিয়া এই পোষ্ট দেখে খবর করে : বাংলাদেশ আর ভারতে হামলার হুমকি দিলো আইএ_। আবার আসছে।

    https://timesofindia.indiatimes.com/city/kolkata/coming-soon-says-is-poster-in-bengali/articleshow/69066123.cms
    সেই খবর কপি করে ছাপায় দেশের সব বাংলা পত্রিকা : "আইএ_ আসিতেছে আবার বাংলাদেশে।"

    https://www.banglanews24.com/international/news/bd/713580.details

    "আইলো" ছাড়া আর কিছু বলার দরকার হয় নি। কান্না করতে করতে ভয়ে সবার অবস্থা শেষ।

    http://mzamin.com/article.php?mzamin=170045

      Comments:
    • then i don't see the point in using Avro, if it's "phonetic" one is looking for.

    28-Apr-2019 12:33 am

    28-Apr-2019 9:51 am


    Population Fact :

    If you are worried about over population, and as a solution kill half the population with a finger snap, know that the population will grow exactly to that number again in the next 50 years.

    You will need a snap every 50 years, to keep it under control.

    28-Apr-2019 9:51 am

    28-Apr-2019 12:47 pm


    #ব্যবসা

    এনজিওতে চাকরি করা যাবে? সুদের ব্যবসা করে? -- না।
    ব্যংকে চাকরি করা যাবে? -- না।
    বিমাতে চাকরি করা যাবে? -- না।
    শেয়ার মার্কেটের বেচা বিক্রি -- না।

    তবে করবোটা কি?

    সুলায়মান আ: ছিলেন সারা দুনিয়ার বাদশাহ। এর পরও উনি নিজের খাবারের টাকার জন্য নিজের হাতে পরিশ্রম করে বিক্রি করে সেই উপার্জন দিয়ে খাবার কিনে খেতেন।

    প্রডাকটিভ কিছু করেন। যেটা দিয়ে মানুষের উপকার হয়।

    ট্যক্স আদায় করা : কোনো প্রডাকটিভ কাজ না।
    রাস্তা বন্ধ করে টোল তুলা প্রডাকটিভ কাজ না।
    ঘাট ইজারা নিয়ে চাদা আদায় করা : প্রডাকটিভ কাজ না।
    বিক্রেতার থেকে কমিশন খাওয়ার দালালি করা প্রডাকটিভ কাজ না।

    এক হাদিসে পেয়েছি গ্রামের লোক যখন শহরে আসে বিক্রি করার জন্য তখন শহরের লোক যেন তাদের দামাদামিতে সাহায্য না করে। কেন? কারন এরা দালাল।

    প্রডাকটিভ কাজ খুজতে হবে। যদিও এখানে প্রফিট কম। পরিশ্রম বেশি।

    কিন্তু এসব কাজে বরকত আছে। কামাইয়ে বরকত আছে।
    শান্তিতে জীবন যাপন করা যায়।

    ড্রাগ ব্যবসায়িরা দিনে লক্ষ টাকা কামাই করে। কিন্তু বরকত থাকে না ব্যবসা ছেড়ে দিলে দেউলিয়া হয়ে যায়।

      Comments:
    • হানাফি মাজহাব মতে "দালালি" বর্তমান যুগের জন্য জায়জ করা আছে। কিন্তু এখানে "বরকতের" আলোচনায় "না" হয়েছে। জায়েজ না জায়েজ নিজ নিজ মাজহাব-মানহাজের আলেমের কথা থেকে জেনে নিবেন।
    • ^ নেটে সার্চ দিয়ে জেনে নিতে হবে কোনটা কতটুকু কোন ক্ষেত্রে কার জন্য জায়েজ আবার কোন ক্ষেত্রে নাজায়েজ। কার মতে কি। "কোরআন হাদিস" মতে মত চান নাকি "হানাফি মাজহাব" মতে -- অনেক ইশু আছে।

      নেটে সার্চ দিয়ে বের করে নিন।

      আর এগুলো শুধু বলার বিষয় না। "দলিল" দেবার বিষয়। দলিল আমার কাছে নেই।

    • ^ খুজে দেখতে হবে। জানা নেই।

    28-Apr-2019 12:47 pm

    28-Apr-2019 3:06 pm


    They attack, and they flee.

    And the rest of the population has to carry the burden of their sin for ever.

    That's what happned in BD. That's what happening in Sri Lanka.

    The Jehadis would never be here to *defend* anyone.
    Its not in their job.

      Comments:
    • খারাপ কি? কুমিল্লা যেতে পরবেন ৩ ঘন্টায়। নরমালি গাড়িতে লাগে ৪ ঘন্টা। যদি কপাল ভালো হয়।

    28-Apr-2019 3:06 pm

    28-Apr-2019 9:06 pm


    There is a reason why I like Trump.

    And the rest of you can go suck your fingers.

    Speech from 27th April, 2019/ Just yesterday.

    This post had an attachment, which is now missing
      Comments:
    • - ^ The blind faith that God has the best solution.

    28-Apr-2019 9:06 pm

    28-Apr-2019 11:46 pm


    Machine learning ML/AI books.

    http://www.datastuff.tech/data-science/3-machine-learning-books-that-helped-me-level-up-as-a-data-scientist/

    http://www.datastuff.tech/data-science/3-machine-learning-books-that-helped-me-level-up-as-a-data-scientist/

    28-Apr-2019 11:46 pm

    29-Apr-2019 12:33 am


    New discovery in Astro physics today is that scientist figured out from a new observation & measurement that universe is indeed expanding at an accelerated rate. And therefore the time of big bang which was calculated assuming a predictable speed had happened earlier than we thought.

    That makes a 10% difference though. Not much. Therefore a 13 billion year old universe might be 11 billion.

    The main point is that scientist have stumbled on another big thing that they can't understand or explain, and doesn't match their theoretical calculation.

    https://www.cbc.ca/news/technology/expanding-young-universe-1.5112992

    29-Apr-2019 12:33 am

    29-Apr-2019 1:24 am


    How does the Nigerian scam read in Arabic?

    Here's one that I received first. Short and sweet. Al-Waleed Bin Talal to hand out 5 million dollars and I am the lucky one selected. :- )

    بناء على طلب الأمير الوليد بن طلال الذي تبرع إلى مؤسست الوليد بن طلال الخيريه . قد فإنه مبلغ 5.000.000 دولار أمريكى، وانت من ضمن آلاف الأشخاص المختارين . نرجوا منك ارسال اسمك. عنوانك .رقم هاتف

    29-Apr-2019 1:24 am

    29-Apr-2019 8:28 am


    আখিরুজ্জামানের ব্যপারে ইন্টারেষ্টিং টাইমলাইন আর তথ্যের ভিডিও কমেন্টে।

    এই টাইমলাইনের মাষ্টার মাইন্ড কে জানতে ইচ্ছে করছে। কাজি ইব্রাহিম সাহেব নিশ্চই এগুলো বলেন না? নযর হোসেনের অনুসারিরা এখন বের করেছে সেটাও মনে হয় না।

      Comments:
    • https://www.youtube.com/watch?v=fd_CEHl96B0

    29-Apr-2019 8:28 am

    29-Apr-2019 12:45 pm


    Looks like a cyclone approaching. It might take weeks to be here. But for some reason, most of these far off cyclones end up on the BD coast and not elsewhere.

      Comments:
    • LIve view
      https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=-264.08,13.27,412

    29-Apr-2019 12:45 pm

    29-Apr-2019 1:58 pm


    Today's news : "Burkina Faso church attack: At least five killed including priest"

    That comes after yesterdays Synagogue attack.

    Now its all Church, Synagogue and Mosque shootings.

    There is a reason why Islam forbids :

    - Church attack.

  • Verbal attack on others Gods.
  • or, Engage in religious debates.

    That fires back. No gainers. No winners.

    But events don't flow the way of the "best path". Therefore it makes sense in knowing the events as it occurs "as is". Without sugar coating it. That's the reality of the world.

    There is a difference between what I wish should happen. And what actually happens. My strategy is to accept the reality as is, and find a safe way out.

    Don't engage. Because everyone that engages in this situation is a loser, no matter what.

    29-Apr-2019 1:58 pm

  • 29-Apr-2019 3:22 pm


    খবর : সুবির নন্দিকে সিংগাপুর নেয় হচ্ছে এয়ার এম্বুলেন্সে।

    নাম পরিচিত। ৮০ এর দশকের। কিন্তু কেন বিখ্যাত মনে নেই। ইউটুবে সার্চ দিলাম। পেলাম গানের জন্য। গানের কথা :

    "এই রাত যেন কভু শেষ না হয়,
    জীবন বেলার শেষ প্রান্তে।"

    আমাদের ছোটবেলায় যারা সেলিব্রিতি ছিলেন সবার এখন সন্ধা।
    এর পর পরই আমাদের জেনারেশন আসবে এই লাইনে।

    দুনিয়ার সব কিছু শেষ হয়ে যায়।
    এ জন্য এর স্থায়িত্বের দোয়া করে লাভ নেই। কবুল হবে না।

    তবে জন্নাতের প্রথম সকাল কখনো গড়িয়ে দুপুর হবে না।
    তাই আমরা সবাই ছুটছি ঐ দিকে।

    29-Apr-2019 3:22 pm

    29-Apr-2019 7:13 pm


    "তার চার সন্তান ছিলো। ঘটনায় তিন জন একসাথে মারা গিয়েছে। এখন আছে একজন।"

    "মাসে দশ হাজার তার বেতন। কোনো মাসে লক্ষ টাকা পেয়েছিলো। কিন্তু বাসায় আনার পরে টাকা হারিয়ে গিয়েছে।"

    "চাকরিটা হবে এটা তার প্রচন্ড বিশ্বাস ছিলো। কিন্তু তার অন্তর ভেঙ্গে দিয়ে হয় নি।"

    আমার যা পাওয়ার তার পুরোটাই আমার কাছে আসবে। কিছু কম আসবে না। কিন্তু এর থেকে বেশি যা আছে সেটা আমার কাছে এসে চলে যাবে।

    এর কষ্ট হলো "বিচ্ছেদ"। কিন্তু প্রতিটা কষ্টের জন্য আখিরাতে পুরষ্কার আছে।

    তাকে আল্লাহ তায়ালা শুধু এক সন্তানই দিতে পারতেন। কিন্তু কষ্ট দেয়ার জন্য আরো তিন সন্তান দিয়েছিলেন। যাদেরকে উনি নিয়ে গিয়েছেন।

    সে ধর্য্য ধরবে। আখিরাতে এর বিনিময় পাবে।

    এই ধর্য্য আল্লাহ ইবাদত। জান্নাত এর পুরস্কার।

    29-Apr-2019 7:13 pm

    30-Apr-2019 6:10 am


    Video of Al-Baghdadi resurfaced. But before watching that, what would your assumption be?
    1. He should have got thinner by now. Because of all the starving, running and fighting for life.

    2. He should have got fatter.

    Well, he got fatter.

    30-Apr-2019 6:10 am

    30-Apr-2019 2:15 pm


    শিক্ষা :

    ফেসবুকে দানের জন্য কালেক্ট করাটা বিপদজনক। আপনি হয়তো সৎ, কিন্তু আশে পাশে আরো চোর বাটপার দানের টাকা কালেক্ট করছে। তাদের কাজের দায়ভারও আপনাকে নিতে হবে কারন আপনি একই পথের পথিক। আহসান হাবিব পিয়ার দ্রষ্টব্য।

    যে আপনার সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবে সে আপনাকে প্রতারিত করতে চায়। গড়পড়তার থেকে বেশি ভালো ব্যবহার না করলে আপনি তাকে বিশ্বাস করবেন কেন? তার ব্যবহারে ভালো মানুষরাও তার প্রশংসা করতে পারে। কিন্তু সে predator, হাসি মুখে আপনাকে প্রতারিত করবে। আয়মান সাদিকের ঘটনা দ্রষ্টব্য।

    ইয়ংদের জন্য সাবধানতা : বিপদে পড়ে যদি কেউ আপনার কাছে টাকা চায় তবে সে চিটার। কারন প্রায় সব মানুষের জানা শুনা কাছের আত্মিয় স্বজন থাকে যারা তার বিপদে তাকে সাহায্য করবে। আপনার মতো স্বল্প পরিচিত লোকের কাছে "অল্প কিছু টাকা, অল্প দিনের জন্য" সাহায্য চাচ্ছে কারন তার কাছের লোকেরা জানে সে চিটার। তারা দেবে না। আপনি দেবেন।

    বড়দের জন্য সাবধানতা : আপনার ভালো কাজের জন্য অনলাইনের অপরিচিত বা স্বল্প পরিচিত কেউ টাকা সাধলেও নিবেন না। সেটা আরেক ফাদ। পরে পস্তাবেন। এই বয়সে এতটুকু কথা থেকে আপনার বাকিটা বুঝতে পারা উচিৎ।

    30-Apr-2019 2:15 pm

    30-Apr-2019 4:51 pm


    কাউকে দেখতে খুবই বুজর্গ মনে হলে তার পেছনে ঘুর ঘুর না করে নিজের আত্মসম্মান নিয়ে থাকেন।

    হুজুর দেখে "নিজের সর্বস্ব বিলিয়ে দিলে" প্রতারিত হবেন। এটা ভারত উপমহাদেশের লোকদের একটা দোষ। আবুল হাসান নদভি লিখেছিলেন। এই উপমহাদেশে ইসলাম আসার আগে সবাই ব্যক্তি পুজায় ব্যস্ত ছিলো। মুসলিমরা এসে দেখে তাদেরকে ইসলাম শেখানোর পরেও ব্যক্তি পুজা থেকে তাদের ফিরানো যায় না। কিছু দিন হয়তো ঠিক থাকে। এর পর "ভালো মানুষ" দেখলেই "দেবতা" জ্ঞানে তাকে অনুসরন করা আরম্ভ হয়ে যায়।

    "তবে দ্বিন শিখবো কার কাছ থেকে?"

    আলেমদের কাছ থেকে। তাদেরকে আমাদের মতো দোষ গুনের মানুষ ধরে নিয়ে। তাদের মাঝেও চোর বাটপার লোভি আছে এই ব্যপারে সাবধান থেকে। যার আকিদা যত সৎ হোক না কেন। সার্টিফিকেট থাকলেও।

    কমেন্টে প্রসংগের পোষ্ট।

      Comments:
    • https://www.facebook.com/photo.php?fbid=414773659352539
    • মূল হোতার ছবি এখানে। যে ফোনে বলেছে "আমি এয়ারপোর্টে"। এখানে ভুল বুঝার সুযোগ নেই। "ক্রসে পড়ে ধরা খেয়েছে সে তাদের সাথে ছিলো না" এমন সম্ভাবনা নেই।

      ছবি দিলাম বুঝার জন্য কত বুজুর্গ চেহারার লোক এই কাজ করতে পারে সেটা যেন বুঝেন।

    30-Apr-2019 4:51 pm

    30-Apr-2019 6:11 pm


    "বড় ভাই"

    "বড় ভাই" : ভার্সিটির সিনিয়র ইয়ারের ছেলে পেলে। যারা হলে থেকে লেখা পড়া করেছেন তারা জানেন। সাধারন ছেলে পেলেদের অধিকাংশ স্কুল কলেজে থাকা কালিন দ্বিন সম্পর্কে গাফেল থাকে। ভার্সিটির হলে এসে বড় ভাইদের সংস্পর্শে এস দ্বিন শেখে।

    এটা পজিটিভ। এবং দ্বিন শেখানোর জন্য তাদের অবদান অনস্বিকার্য।

    খারাপ হলো : তারা প্রত্যেকেই কোনো না কোনো দলের পক্ষে কাজ করে। তাই ছোট ভাই হিসাবে তারা আপনাকে বাকি সব দল সম্পর্কে বিষিয়ে দেবে। যেন অন্য দিকে না যান। অন্য দিকে না টানে।

    এটাকে বলে গ্যংগ কালচার। সার্কেল। ভার্সিটিতে থাকলে তাদের সংগেই থাকতে হবে। নিষেধ করি না। কিন্তু চলে আসার পরে আপনাকে বুঝতে হবে তারা অন্যদের যত খারাপ বলতো অন্যরা তত খারাপ না।

    ফেসবুকের বড় ভাইদের ব্যপারেও একই কথা। আগে ভার্সিটির বড় ভাইরারাই এখন ফেসবুকের বড় ভাই।

    এটা প্রথম সমস্যার। পরে পরেরগুলো ইনশাল্লাহ।

    30-Apr-2019 6:11 pm