Post# 1555137612

13-Apr-2019 12:40 pm


নামাজের সময় সূচি দেখে কত সময় আছে সেটা বের করার একটা ঝামেলা হলো।

- সময় সূচি দেখতে হয়।

  • ঘড়ি দেখতে হয়।
  • মনে মনে যোগ বিয়োগ করে বের করতে হয় "আর কতক্ষন আছে সময়"

    সমাধানে আমি বাসায় talking clock ব্যবহার করি। যেটা জানিয়ে দেয় ওয়াক্ত শেষ হতে আর কতক্ষন আছে। কোন ওয়াক্ত আরম্ভ হলো।

    যেমন ইফতারির আগে কাউন্ট ডাউন দেয়। "আর পাচ মিনিট" "দুই মিনিট"। তাতে বার বার ঘড়ি দেখতে হয় না। সুর্য উঠার আগেও। তাতে বাসার মহিলারা জানতে পারে কখন নামাজ পড়তে পারবে কখন ইশরাক হলো।

    এটাই একটু ঝাড়-মুছ করে ওয়েবে দিয়ে দিয়েছি। শুধু মাত্র বাংলাদেশের সময় সূচি যেটা বাংলায় দেয়া আছে সেখানে লিংক। প্রতি পাতার নামাজের সময়ের পাশে "Clock" নামে। ক্লিক করলে এই রকম একটা উইনডো খুলবে। এবং ঐ ওয়াক্ত আর কতক্ষন আছে জানানোর সাথে সাথে ভয়েসে জানাবে কখন সূর্য উঠছে, ডুবে যাচ্ছে বা আজান।

    ভয়েস আমার নিজের তাই অত "কমারশিয়াল" না : -)

    habibur.com এর নামাজের সময় সুচি, যেমন ঢাকার এখানে :
    https://habibur.com/salat/districts/dhaka/

    কর্নারে লিংক "Clock" এ ক্লিক করলে উইনডো খুলবে।

    On Test. Bug পেলে fix করে যাবো ইনশাল্লাহ। আজকে যেহেতু ওয়েবে দেয়া হলো।

    লেপটপে এটা খুলে রাখলে ভয়েসে বলতে থাকবে কিছুক্ষন পর পর। মোবাইলে খুললে কাজ হবে কিনা এখনো দেখি নি। প্লাস মোবাইল কিছুক্ষন পর স্লিপে চলে যাবে। যতক্ষন পেইজটা খুলা ততক্ষন স্লিপে যেনো না যায় তার কাজ করতে হবে। Pending.

      Comments:
    • // জোহর শেষ শাফি মাজহাব অনুযায়ি। হানাফিতে আসর পর্যন্ত জোহর থাকে।
    • For now. যেহেতু বাংলায়।

    13-Apr-2019 12:40 pm

  • Published
    13-Apr-2019