Post# 1554184976

2-Apr-2019 12:02 pm


আখিরুজ্জামান :

এর সমস্যা হলো এই সব বিষয়ে কথা কোন লিমিটের মাঝে গিয়ে থেমে যেতে হবে বুঝা টাফ। এবং কথা আরম্ভ করার পরে একটা লুপে পড়ে তার নিজের কথার উপর তার বিশ্বাস বাড়তেই থাকে বাড়তেই থাকে। আর কথাও বাড়তে থাকে। যার অধিকাংশ ফলবে না।

"যদি একেবারে না বলি?"

ক্ষতি নেই। কিন্তু আরেকজন বলে কেন তাই তাকে গিয়ে যদি বলতে থাকেন "ভাই, বলবেন না। বলবেন না" তবে ক্ষতি আছে।

যেমন ধরেন "গোলাপি" রং আপনি পছন্দ করেন না ক্ষতি নেই। কিন্তু আরেকজন পছন্দ করে কেন সেটা নিয়ে যদি তার সাথে ঝগড়া আরম্ভ করেন তবে ক্ষতি আছে।

2-Apr-2019 12:02 pm

Published
2-Apr-2019