Post# 1555894815

22-Apr-2019 7:00 am


প্রথম শবে বরাত :

কোনো বাসা থেকে রুটি হালুয়া পাঠালো না।
কারো বাসায় নিজেরাও পাঠালাম না।
রাস্তায় বাসায় বাসায় গিয়ে হালুয়া রুটি কালেকট করার মতো কোনো ফকির মিসকিন নেই।
বেকারিগুলোতে শবে বরাত উপলক্ষে কিনে বিতরনের জন্য স্পেশাল কোনো রুটি বিক্রি নেই।

কালচারটাই সম্ভবতঃ ডেড।

একজনের কথা -- "ভালো হইছে। আগে হালুয়া রুটি তৈরি করতে করতে রাত পার হয়ে যেতো। নামাজ পড়ার মতো আর শক্তি থাকতো না।"

এবং সন্ধা থেকে ফজর - একটা পটকার শব্দও শুনলাম না।
যেখানে আগে সারা রাতে প্রতি মিনিটে কয়েকটা করে ফুটতো।

#HabibTrend

22-Apr-2019 7:00 am

Published
22-Apr-2019