Post# 1554484074

5-Apr-2019 11:07 pm


"অস্থির"


দুই প্রান্তে দুই সেনা দল মুখোমুখি। এর পর্যায়ে এক দল চিৎকার করে ঘোড়ায় চড়ে ছুটে আসছে। অন্য দল তীর নিযে দাড়িয়ে আছে।

কিন্তু সেনাপতি তীরন্দাজদের তীর মারতে দিচ্ছে না। ঘোড় সওয়াররা কাছিয়ে আসছে তাও তীর মারার অনুমতি নেই।

"কাপুরুষ?" "ভীতু?" "পলাতে চাচ্ছে?"

না। বরং সময় হয় নি।

"সময় না হবার কি আছে? সেনাপতি কি শত্রুপক্ষের দালাল?"

অনেক দূরে শত্রু থাকলে তীর মারলে তাদের গায়ে লাগবে না। তীর নষ্ট হবে। আবার অনেক কাছে চলে আসলে তীর মারার সময় থাকবে না। সেনা পতি জানে কখন সঠিক সময়।

কিন্তু তরুন সেনারা "অস্থির"।

5-Apr-2019 11:07 pm

Published
5-Apr-2019