Post# 1555336356

15-Apr-2019 7:52 pm


ক্যাডমিয়াম। রূপার মতো দেখতে ধাতু। বিদেশে আগে রূপার সাথে মিশিয়ে গয়না তৈরি হতো। যখন প্রচার পেয়েছে ক্যাডমিয়াম স্বাস্থের জন্য খারাপ [কিডনির জন্য] তখন গয়নায় ক্যাডমিয়াম ব্যন করে দেয়া হয়েছে।

বাংলাদেশে রূপা যা বিক্রি হয় সব "ক্যাডমিয়াম রুপা" মানে এগুলোতে রূপা নেই। শুধু ক্যাডমিয়াম, বা খুবই সামান্য রূপা থাকলেও থাকতে পারে। যদি বিক্রেতা বেক্কেল হয়।

তাই ক্যাডমিয়াম রূপার দাম ১০০০ টাকা ভরি ধরে জাকাতের নিসাব হিসাব করলে হবে কিনা সন্দেহ। কারন এটা ক্যাডমিয়ামের দাম, রূপার না। বাংলাদেশে খাটি রূপার বাজার নেই।

একারনে বিদেশের রেট দেখা ছাড়া উপায় দেখছি না।

15-Apr-2019 7:52 pm

Published
15-Apr-2019