Post# 1556621515

30-Apr-2019 4:51 pm


কাউকে দেখতে খুবই বুজর্গ মনে হলে তার পেছনে ঘুর ঘুর না করে নিজের আত্মসম্মান নিয়ে থাকেন।

হুজুর দেখে "নিজের সর্বস্ব বিলিয়ে দিলে" প্রতারিত হবেন। এটা ভারত উপমহাদেশের লোকদের একটা দোষ। আবুল হাসান নদভি লিখেছিলেন। এই উপমহাদেশে ইসলাম আসার আগে সবাই ব্যক্তি পুজায় ব্যস্ত ছিলো। মুসলিমরা এসে দেখে তাদেরকে ইসলাম শেখানোর পরেও ব্যক্তি পুজা থেকে তাদের ফিরানো যায় না। কিছু দিন হয়তো ঠিক থাকে। এর পর "ভালো মানুষ" দেখলেই "দেবতা" জ্ঞানে তাকে অনুসরন করা আরম্ভ হয়ে যায়।

"তবে দ্বিন শিখবো কার কাছ থেকে?"

আলেমদের কাছ থেকে। তাদেরকে আমাদের মতো দোষ গুনের মানুষ ধরে নিয়ে। তাদের মাঝেও চোর বাটপার লোভি আছে এই ব্যপারে সাবধান থেকে। যার আকিদা যত সৎ হোক না কেন। সার্টিফিকেট থাকলেও।

কমেন্টে প্রসংগের পোষ্ট।

    Comments:
  • https://www.facebook.com/photo.php?fbid=414773659352539
  • মূল হোতার ছবি এখানে। যে ফোনে বলেছে "আমি এয়ারপোর্টে"। এখানে ভুল বুঝার সুযোগ নেই। "ক্রসে পড়ে ধরা খেয়েছে সে তাদের সাথে ছিলো না" এমন সম্ভাবনা নেই।

    ছবি দিলাম বুঝার জন্য কত বুজুর্গ চেহারার লোক এই কাজ করতে পারে সেটা যেন বুঝেন।

30-Apr-2019 4:51 pm

Published
30-Apr-2019