Post# 1556355061

27-Apr-2019 2:51 pm


শিবিরের কেন্দ্রীয় নেতা মঞ্জু দল থেকে বের হয়ে নতুন পার্টি তৈরি করেছেন। নাম "জন আকাংখার বাংলাদেশ"। বৈশিষ্ঠ, এটা সেকুলার পার্টি। ইসলামি দল না।

এর পর ঘটনা কোন দিকে যায় দেখার বিষয়।

দেশে এই মুুহুর্তে রাজনিতির কোনো প্রয়োজন বা মাঠ নেই। এর পরও যদি এই শিক্ষায় আমি বিশ্বাসি হই যে "দ্বিনের মূল অংশ রাষ্ট্র পরিচালনা, বাকি সব এর সহায়ক" তবে আমাকে রাজনিতি করতেই হবে। নয়তো দ্বিন থাকবে না।

যেমন কিনা যদি বিশ্বাস করি "দ্বিনের মূল অংশ দাওয়াহ" তবে তবলিগ করে যেতেই হবে। যত বিভাজন মারা মারি লাগুক না কেন। কারন এ ছাড়া আমার কাছে দ্বিনের পরিচয় শূন্য।

যেমন কিনা যদি আমি বিশ্বাস করি "দ্বিনের মূল অংশ জিহাদ"। তবে করে যেতেই হবে এর ডাক থাকুক বা না খাকুক। কারন আমার কাছে দ্বিনের পরিচয় এটাই।

"মূল" এর দিকে ফিরে আসা।
যে যেটাকে "মূল" বলে দলিল প্রমান দিয়ে মানুষকে বিশ্বাস করাতে পারে।

27-Apr-2019 2:51 pm

Published
27-Apr-2019