Post# 1556612126

30-Apr-2019 2:15 pm


শিক্ষা :

ফেসবুকে দানের জন্য কালেক্ট করাটা বিপদজনক। আপনি হয়তো সৎ, কিন্তু আশে পাশে আরো চোর বাটপার দানের টাকা কালেক্ট করছে। তাদের কাজের দায়ভারও আপনাকে নিতে হবে কারন আপনি একই পথের পথিক। আহসান হাবিব পিয়ার দ্রষ্টব্য।

যে আপনার সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবে সে আপনাকে প্রতারিত করতে চায়। গড়পড়তার থেকে বেশি ভালো ব্যবহার না করলে আপনি তাকে বিশ্বাস করবেন কেন? তার ব্যবহারে ভালো মানুষরাও তার প্রশংসা করতে পারে। কিন্তু সে predator, হাসি মুখে আপনাকে প্রতারিত করবে। আয়মান সাদিকের ঘটনা দ্রষ্টব্য।

ইয়ংদের জন্য সাবধানতা : বিপদে পড়ে যদি কেউ আপনার কাছে টাকা চায় তবে সে চিটার। কারন প্রায় সব মানুষের জানা শুনা কাছের আত্মিয় স্বজন থাকে যারা তার বিপদে তাকে সাহায্য করবে। আপনার মতো স্বল্প পরিচিত লোকের কাছে "অল্প কিছু টাকা, অল্প দিনের জন্য" সাহায্য চাচ্ছে কারন তার কাছের লোকেরা জানে সে চিটার। তারা দেবে না। আপনি দেবেন।

বড়দের জন্য সাবধানতা : আপনার ভালো কাজের জন্য অনলাইনের অপরিচিত বা স্বল্প পরিচিত কেউ টাকা সাধলেও নিবেন না। সেটা আরেক ফাদ। পরে পস্তাবেন। এই বয়সে এতটুকু কথা থেকে আপনার বাকিটা বুঝতে পারা উচিৎ।

30-Apr-2019 2:15 pm

Published
30-Apr-2019