Post# 1554793006

9-Apr-2019 12:56 pm


এই শাবান মাস সারা পৃথিবীতে এক দিনে আরম্ভ হয়েছে। মানে ভারত-পাকিস্তান-সৌদি আরব সব এক দিনে আরম্ভ। বাংলাদেশ ছাড়া কারন আমরা সৌদির এক দিন পরে আরম্ভ করে অভ্যস্ত।

সামনের রমজানেও কি এরকম হবে?

রমজান আরম্ভ হবে সৌদিতে আগের দিন। ভরত-পাকিস্তা-বাংলায় পরের দিন।

কিন্তু রোজার ঈদে এই সমস্যা আবার আসবে। এবার সারা দুনিয়া সম্ভবতঃ এক দিনে রোজার ঈদ করবে। বাংলাদেশ সৌদির পরের দিন। কারন ঐ মাসেও চাদের কন্ডিশন হবে হুবহু এই শাবান মাসের চাদের মতো।

দেখা যাক কি হয়।

9-Apr-2019 12:56 pm

Published
9-Apr-2019