Post# 1554887814

10-Apr-2019 3:16 pm


ইমাম সুয়ুতির লিখা কিতাব যার টাইটেলের অর্থ "রাসুলুল্লাহ ﷺ এর পিতা মাতা জান্নাতি"। আরবি কিতাবের লিংক নিচে দেয়া। ইমাম সুয়ুতি শাফি মাজহাবের ইমাম। ৯০০ হিজরির দিকে ছিলেন।

কিন্তু অন্য সহি হাদিসে আছে উনি ﷺ বলেছেন "আমার আর তোমার পিতা আগুনে"।

আর এই কিতাবে ইমাম সুয়ুতি মূলতঃ বলেছেন উনার ﷺ পিতা মাতাকে আল্লাহ তায়ালা আবার জীবিত করেছেন উনারা ঈমান এনেছে এর পর সংগে সংগে আবার মারা গিয়েছেন গোরোস্তানেই -- এর রেফারেন্স।

আমার অবস্থান ইমাম সুয়ুতির মতো। কিন্তু কেউ যদি সহি হাদিসে যেটা আছে সেটায় বিশ্বাস করে আগুনে বিশ্বাস করে তবুও আমি আপত্তি দেখি না। এই ব্যপারে আমাদের আখিরাতে জিজ্ঞাসা করা হবে না।

শেয়ার করলাম কারন পোষ্টটা একটা আরবি ফোরামে পেলাম।

http://ia800500.us.archive.org/5/items/Ta3dimWaAlMina/Ta3dimWaAlMina.pdf

10-Apr-2019 3:16 pm

Published
10-Apr-2019