"আইলো !!!" :
ছোট বেলার meme ছিলো এটা। "আইলো" বললে যদি কেউ দৌড় দেয় তবে সে ভিতু। কি আইলো সেটাও শুনার দরকার নেই।
এখন বড় বেলার কাহিনি। সংক্ষেপে বলছি কারন "নাম বললে চাকরি থাকবে না।"
https://www.youtube.com/watch?v=sTrcvknM9wU
আল-মুরসালাত শুধু নশিদ ছাড়ে। তারা কাজ শেষে নতুন এক নশিদের বাংলা অনুবাদ ছাড়বে। ফলোয়ারদের জন্য এড দেয়, "শিগ্রি আসিতেছে ইনশাল্লাহ..."।
টাইমস অফ ইন্ডিয়া এই পোষ্ট দেখে খবর করে : বাংলাদেশ আর ভারতে হামলার হুমকি দিলো আইএ_। আবার আসছে।
https://timesofindia.indiatimes.com/city/kolkata/coming-soon-says-is-poster-in-bengali/articleshow/69066123.cms
সেই খবর কপি করে ছাপায় দেশের সব বাংলা পত্রিকা : "আইএ_ আসিতেছে আবার বাংলাদেশে।"
https://www.banglanews24.com/international/news/bd/713580.details
"আইলো" ছাড়া আর কিছু বলার দরকার হয় নি। কান্না করতে করতে ভয়ে সবার অবস্থা শেষ।
http://mzamin.com/article.php?mzamin=170045
- Comments:
- then i don't see the point in using Avro, if it's "phonetic" one is looking for.