"দোয়ায় জের জবর দেন না কেন?"
দোয়াগুলো পাই বইয়ে। এর পর ফেসবুকে দেয়ার সময় আরবিটা নিজে টাইপ করি না। বরং নেটে সার্চ করে আরবিটা কালেকট করি। যেগুলোর আরবিতে জের জবর থাকে না সেগুলো জের জবর ছাড়াই দেই।
"জের জবর ছাড়া দেবেন না।"
তবে জের জবর ছাড়া যে দোয়াগুলো পোষ্ট করেছি সেগুলো মুছে ফেললেই "ছাড়া দেয়া হবে না"। কিন্তু এতে লাভ নেই ক্ষতি। যারা জের জবর ছাড়া পড়তে পারে তারা ঐ দোয়াগুলো মিস করবে।
"আপনি নিজে জের জবর টাইপ করে বসিয়ে দেবেন।"
সমস্যা হলো। সময় নেই। বা ঐ দোয়াটা শুধু মাত্র যারা আরবি জানে তাদের জন্য, কারন অর্থ বুঝে না পড়লে লাভ নেই। কারন ঐ দোয়ার অর্থটাই আসল। আর যারা আরবি পারে তারা হয়তো জের জবর ছাড়াই পড়তে পারবে।
তাই স্কিপ করে যান। বা বই থেকে খুজে নিন।
"বইয়ের নাম দিন।"
সময় নেই :- ) বা প্রতিটা দোয়ার সাথে বইয়ের নাম দেয়া আছে।
"সারাদিন ফেসবুক করার সময় পান, কিন্তু রেফারেন্স দেবার সময় পান না?"
কাজ করতে করতে কাহিল হয় গেলে ফেসবুক করি।
ফেসবুক কাজ বাড়ালে উল্টো ইফেক্ট হলো। :- )
- Comments:
- Correctrd. Jajakallah.