বলছিলাম :
- আমাদের জি*দিদের ফিকাহ আলাদা। মূলধারার কারো সাথে মিলে না।
- তারা বলে আব্দুল মালেক সাহেব তাদের পক্ষে সবচেয়ে বড় রেফারেন্স। আসলে উনি তাদের বিপক্ষে। কিন্তু স্পষ্ট করে বলেন না বলে এই শুন্যতাকে জি*রা নিজেদের পক্ষে বলে প্রচার করে।
- তারা বলে "আলেমরা ভয়ে কিছু বলে না" কিন্তু ভেতর ভেতর সবাই তাদের পক্ষে। কিন্তু ভয়ে যদি আলেমরা চুপ থাকে তবে জি*দের ভয়েই তাদের বিপক্ষে বলা থেকে চুপ থাকে। সরকারের ভয়ে না, যেমন কিনা আমাদের জি*রা দাবি করে।
- এর বাইরে আমি জি*দ এর ব্যপারে আমার নিজের যে অবস্থান বলেছিলাম, এটাই কম বেশি মালেক সাহেবের অবস্থান। এগুলো আমি "চিন্তা" করে বের করি নি। কিন্তু "কোনো ব্যখ্যা ছাড়া" আসলে কে কি বলতে চায় সেটা শুনে উপলব্ধি করা যায়। আর ব্যখ্যা-উপহাস-চ্যলেঞ্জ দিয়ে যে কারো কথা আপনি বদলিয়ে আপনার মনের মতো করতে পারেন।
- মালেক সাহেবের কথায় যদি এত ভুল ব্যখ্যার সুযোগ আমাদের এক গ্রুপ তৈরি করে, তবে কোরআনের ব্যখ্যায় তারা কত সুযোগ পায় সেটা বিবেচনার বিষয়।
- তাই দলিল বাদ দিন। অধিকাংশ আলেমের অবস্থান বুঝে সেটা অনুসরন করেন। কেউ ভিন্ন বুঝে? তার ব্যপার।
- Comments:
- https://www.facebook.com/jafortoyyar/posts/124206318735456