Post# 1556626294

30-Apr-2019 6:11 pm


"বড় ভাই"

"বড় ভাই" : ভার্সিটির সিনিয়র ইয়ারের ছেলে পেলে। যারা হলে থেকে লেখা পড়া করেছেন তারা জানেন। সাধারন ছেলে পেলেদের অধিকাংশ স্কুল কলেজে থাকা কালিন দ্বিন সম্পর্কে গাফেল থাকে। ভার্সিটির হলে এসে বড় ভাইদের সংস্পর্শে এস দ্বিন শেখে।

এটা পজিটিভ। এবং দ্বিন শেখানোর জন্য তাদের অবদান অনস্বিকার্য।

খারাপ হলো : তারা প্রত্যেকেই কোনো না কোনো দলের পক্ষে কাজ করে। তাই ছোট ভাই হিসাবে তারা আপনাকে বাকি সব দল সম্পর্কে বিষিয়ে দেবে। যেন অন্য দিকে না যান। অন্য দিকে না টানে।

এটাকে বলে গ্যংগ কালচার। সার্কেল। ভার্সিটিতে থাকলে তাদের সংগেই থাকতে হবে। নিষেধ করি না। কিন্তু চলে আসার পরে আপনাকে বুঝতে হবে তারা অন্যদের যত খারাপ বলতো অন্যরা তত খারাপ না।

ফেসবুকের বড় ভাইদের ব্যপারেও একই কথা। আগে ভার্সিটির বড় ভাইরারাই এখন ফেসবুকের বড় ভাই।

এটা প্রথম সমস্যার। পরে পরেরগুলো ইনশাল্লাহ।

30-Apr-2019 6:11 pm

Published
30-Apr-2019