Post# 1556434077

28-Apr-2019 12:47 pm


#ব্যবসা

এনজিওতে চাকরি করা যাবে? সুদের ব্যবসা করে? -- না।
ব্যংকে চাকরি করা যাবে? -- না।
বিমাতে চাকরি করা যাবে? -- না।
শেয়ার মার্কেটের বেচা বিক্রি -- না।

তবে করবোটা কি?

সুলায়মান আ: ছিলেন সারা দুনিয়ার বাদশাহ। এর পরও উনি নিজের খাবারের টাকার জন্য নিজের হাতে পরিশ্রম করে বিক্রি করে সেই উপার্জন দিয়ে খাবার কিনে খেতেন।

প্রডাকটিভ কিছু করেন। যেটা দিয়ে মানুষের উপকার হয়।

ট্যক্স আদায় করা : কোনো প্রডাকটিভ কাজ না।
রাস্তা বন্ধ করে টোল তুলা প্রডাকটিভ কাজ না।
ঘাট ইজারা নিয়ে চাদা আদায় করা : প্রডাকটিভ কাজ না।
বিক্রেতার থেকে কমিশন খাওয়ার দালালি করা প্রডাকটিভ কাজ না।

এক হাদিসে পেয়েছি গ্রামের লোক যখন শহরে আসে বিক্রি করার জন্য তখন শহরের লোক যেন তাদের দামাদামিতে সাহায্য না করে। কেন? কারন এরা দালাল।

প্রডাকটিভ কাজ খুজতে হবে। যদিও এখানে প্রফিট কম। পরিশ্রম বেশি।

কিন্তু এসব কাজে বরকত আছে। কামাইয়ে বরকত আছে।
শান্তিতে জীবন যাপন করা যায়।

ড্রাগ ব্যবসায়িরা দিনে লক্ষ টাকা কামাই করে। কিন্তু বরকত থাকে না ব্যবসা ছেড়ে দিলে দেউলিয়া হয়ে যায়।

    Comments:
  • হানাফি মাজহাব মতে "দালালি" বর্তমান যুগের জন্য জায়জ করা আছে। কিন্তু এখানে "বরকতের" আলোচনায় "না" হয়েছে। জায়েজ না জায়েজ নিজ নিজ মাজহাব-মানহাজের আলেমের কথা থেকে জেনে নিবেন।
  • ^ নেটে সার্চ দিয়ে জেনে নিতে হবে কোনটা কতটুকু কোন ক্ষেত্রে কার জন্য জায়েজ আবার কোন ক্ষেত্রে নাজায়েজ। কার মতে কি। "কোরআন হাদিস" মতে মত চান নাকি "হানাফি মাজহাব" মতে -- অনেক ইশু আছে।

    নেটে সার্চ দিয়ে বের করে নিন।

    আর এগুলো শুধু বলার বিষয় না। "দলিল" দেবার বিষয়। দলিল আমার কাছে নেই।

  • ^ খুজে দেখতে হবে। জানা নেই।

28-Apr-2019 12:47 pm

Published
28-Apr-2019