আমি : "...এফ আর টাওয়ারে আগুনে আটকায় আছে এক জন। মইরা যাইবো - তাও মরার আগে নিজের সেলফি তুইলা ফেসবুকে আপলোডায়। লাইক পাওয়ার জন্য ! ! হায়রে সেলফি..."
পরের দিন খবর : "আগুন লাগার পরে দেশের বাড়িতে মায়ের সাথে কথা বলছিলাম। দালান থেকে বের হবার কোনো রাস্তা ছিলো ছিলো না। মা কান্না করতে করতে জ্ঞান হারায়। বিকাল চারটার দিকে মা বলে মরার আগে তোর চেহারাটা একটু দেখতে চাই। তাই সেলফি আপলোড করেছিলাম। ভাইরাল হবার জন্য না।"
ওহ!
তাইলে আমার জন্য আপলোডায় নাই।
কিন্তু আমি ধরেই নিয়েছিলাম : ফেসবুকে যে যা আপলোডায় সব কেবল মাত্র আমার জন্যই আপলোডায়।
তাই কমেন্ট না করে থাকতে পারি নাই।