Post# 1555247875

14-Apr-2019 7:17 pm


হটাৎ করে আখিরুজ্জামানের ব্যপারে ইন্টারেষ্ট হু হু করে বেটে গিয়েছে। আমি বলবো গত দুই সপ্তাহে। কি হয়েছে জানি না।

কি ভাবে বুঝলাম? আল ফিতান বইয়ের ব্যপারে বহু রিকুয়েষ্ট আসছে, এটা দেখে।

কারন কি চিন্তা করছি। হতে পারে পাবলিক এত দিন শায়েখ ইমরান নজর হোসেনের প্রেডিকশন নিয়ে ব্যস্ত ছিলো। উনার টাইমলাইন পার হয়ে যাবার পর যখন কিছু হলো না তখন এবার মুফতি কাজি ইব্রাহিম সাহেবকে ফলো করছেন।

বা বিখ্যাত কোনো সেলিব্রিতি সাইটটার নাম নিয়েছে সে কারনে অনুসারিগন এখন সাইটে আসছে।

সংগে আনেকের আনেক প্রশ্ন। বিস্তারিত জবাব দেবার সময় নাও হতে পারে। তাই সংক্ষেপে বলছি :

যে কারো টাইমলাইন হবার সম্ভাবনা ২০% এর বেশি না। ১৪০০ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ১০০% লোক যারা কোনো টাইমলাইন দিয়েছে তাদের সবার কথাই ভুল প্রমানিত হয়েছে। এর অর্থ এই না যে সামনেও সবার কথা ভুল হবে। কিন্তু কার কথা ঠিক হবে সেটা নিশ্চিৎ না।

তাই অনিশ্চিৎ এটা জেনেই চলবেন।

"জানতে চাই। ইন্টারেস্টেড" -- এটা কমন প্রশ্ন।

কমন উত্তর হলো বই পড়েন।

কোন বই?

লাইব্রেরিতে গিয়ে ঘেটে দেখেন এই বিষয়ের উপর কি বই আছে এর যে কোনো একটা বই কিনে নিন। বইয়ের নাম আমার জানা নেই। কারন আমি সরা সরি হাদিস থেকে পড়ি।

"কোন হাদিস?" "হাদিসের বই কোথায় পাবো?" "পিটিএফ আছে?" "হাদিসগুলোর ব্যখ্যার বই আছে?" "এই হাদিসগুলো কি সহি?" "তাহকিক করার উপায় আছে?"

সব কিছুর উত্তর হলো : জানা নেই।

14-Apr-2019 7:17 pm

Published
14-Apr-2019