পরের ফেইজে আমি অপেক্ষা করছি দেখতে এর পর কওমি-দেওবন্দি ধারায় বিভক্তি দেখা যায় কিনা।
অনেক আঘাত সহ্য করে এটা এখনো টিকে আছে। সেই ৫ই মে, সেই ৫ই নভেম্বর, সনদ-স্বিকৃতি, আনাস-মাদানি, তবলিগওয়ালাদের বিরোধিতা।
এখনো এক হয়ে টিকে আছে হাইরারকির জন্য। "মুরুব্বিদের বিরোধিতা করবে না" "নিজের বুঝ মতো নতুন ধারা তৈরি করবে না"। আলেমদের ডেডিকেশন।
সমস্যা যে নেই, তাও না। টাকার হিল্লা, মারধর-হত্যা অনেক অভিযোগ।
কিন্তু সমস্যা সব জায়গায় আছে। দোষ না থাকলে এক মানুষ অন্য মানুষকে আসমানি ফিরিস্তা মনে করতো। আবার ভালোও সব দলে আছে। কম আর বেশি।
ভালোটা যদি এত বেশি হয় যে মন্দটা আল্লাহ তায়ালা ক্ষমা করে দিয়েছেন। তবে টিকে যাবে। কোনো বিভক্তি দেখা যাবে না।
যদি মন্দদের সংখ্যা বেশি হয় তবে ফিতনা দেখা যাবে। সে থেকে বিভক্তি। ভালো একদিকে যাবে, মন্দ আরেক দিকে। জিনিসটা কষ্টকর হলেও সার্জারি। দরকারে।
কবুলিয়াত কতটুকু, সেটা দিয়ে প্রশ্ন।
এরা যদি টিকে যায় তবে এরাই ইনশাল্লাহ সেই শেষ জামাতের সাথে মিলবে।
Just my thought.