Post# 1555513671

17-Apr-2019 9:07 pm


Reminder :

দুনিয়ায় যে আগুনে পুড়ে মারা গেলো তাকে আল্লাহ তায়ালা আখিরাতে দ্বিতীয়বার আগুনের শাস্তি দেবেন না।

দুনিয়াতে যে আগুনে পুড়ে আত্মহত্যা করলো, তাকে আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত আগুনে পুড়িয়ে শাস্তি দিতে থাকবে।

যত কষ্ট আসে সব পরিক্ষা। আত্মহত্যা করা মানে পরিক্ষার খাতা ছিড়ে হল থেকে বেরিয়ে যাওয়া। এর পর পাশের প্রশ্ন থাকে না।

ইনসানের পরিক্ষা একবারই। দ্বিতীয়বার দেয়ার সুযোগ নেই।

17-Apr-2019 9:07 pm

Published
17-Apr-2019