Post# 1554913149

10-Apr-2019 10:19 pm


লিনাক্স ডেক্স টপে ১ সপ্তাহ চালানোর পর :

সুবিধাগুলো :


ম্যকে বাংলা টাইপ করা বেশ ঝামেলা ছিলো। অনেক বছর আগে হয়তো ঠিক মতো চলতো। কিন্তু এর পর একটা আপডেট দেয়ার পরে ফেসবুকে বাংলা টাইপ করলে লিংক-হসন্ত আসে না। এটা ঠিক করে নতুন আপডেট দেয়ার পরে দেখা যায় ফেসবুকে ঠিক কিন্তু অন্য জায়গায় লিংক-হসন্ত চাপ দিলে দুটো হসন্ত আসে। একটা মুছ ফেলে এর পর টাইপ করতে হতো।

লিনাক্সে এই সমস্যা নেই।


ম্যকের ওয়ার্ড কোনো ভাবেই বাংলা আসে না। আসে কিন্তু "কি" লিখলে হয়ে যায় " ক ি" এই রকম। অফিসের কোনো এপে বাংলা কাজ করতো না। লিনাক্স Libre Office এ এই ঝামেলা গুলো নেই। বাংলা সুন্দর আসে।


কি বোর্ড ZWNJ [zero width non joiner] ছিলো না বলে র‌্যব লিখা যেতো না। লিনাক্সে এখন লিখা যায়।


ম্যকে আমেরিকার ঠিকানা দিয়ে ক্রেডিট কার্ড নম্বর দিয়ে একাউন্ট খুললে এর পর এপ স্টোর থেকে ডাউনলোড করতে দিতো। এর পরও বার বর ভ্যরিফিকেশন। আমেরিকা থেকে আমেরিকার ফোন নম্বরে কল করে কনফার্ম করতে হতো সব ঠিক। হাজার ঝামেলা।

এখান এর কিছু নেই।


"পাইরেটেড সফটওয়ার" ব্যবহারের কোনো মাথাব্যথা নেই।
এখানে সব ফ্রি।

কোনো শেয়ারওয়ার-ন্যগওয়ার নেই। সব ফুল ভার্শন।

    Comments:
  • কাকে?

10-Apr-2019 10:19 pm

Published
10-Apr-2019