বিয়ের সম্পর্ক তৈরির ক্ষেত্রে দেখার বিষয় :
যদি দেখেন ছেলে, বা মেয়ের বাপ :
"পাচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে"
ছেলে বা ফেমিলি ইসলামিষ্ট। কোন ধারার সেটা জেনে নিন।
"পাচ ওয়াক্ত নামাজ বাসায় পড়ে"
তবে পাচ ওয়াক্ত পড়ে না। ভালো লাগলে মাঝে মাঝে পড়ে। এটা মাথায় রেখে এপ্রোচ করেন। পরে "বিস্মিত" হতে হবে না।
"জুম্মার নামাজ পড়ে রেগুলার"
ছেলে দুনিয়াদার। টাকা ও কাজ পাগল। কিন্তু মুসলিম। দ্বিন ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না।
"জুম্মার নামাজও পড়ে না। ঈদের নামাজও না।"
ছেলে নাস্তিক। ইসলামি বিদ্বেষি। প্রকাশ করুক বা না করুক। এবং ইসলামের বিরুদ্ধে বহু যুক্তি জানে। এবং ঐ যুক্তিগুলো সে সারা দিন খুজে ফিরে। সাফা কবিরের মতো "যা দেখি না, বিশ্বাস করি না।" এবং ধর্মিয় এথিকসের শুন্যতাকে পুর্ন করে "চেতনা" দিয়ে। ফেমিলি সংস্কৃতি প্রেমি।
জেনারেলাইজ করে বললাম। যেহেতু আসল "তথ্য" এই সময় অনুপস্থিত বা ভুল হতে পারে।