রেসিডেন্সিয়াল মাদ্রাসায় না দিয়ে, মানে "রাতে মাদ্রাসায় থাকে" এরকম না করে স্কুল ষ্টাইলে যদি দিনে যায় ক্লাস শেষে ফিরে আসে এভাবে করতে পারেন, তবে মাদ্রাসা সংশ্লিষ্ঠ অধিকাংশ সমস্যা থেকে আপনি বেচে থাকতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে আপনার ছেলে যদি হয় ছোট।
"কিন্তু হাফেজি পড়তে হলে মাদ্রাসায় থেকে পড়তে হবে।"
না থেকে পড়ার উপায় বের করতে হবে।
যারা নিজেদের সন্তানদের পড়ানোর জন্য রেসিডেন্সিয়াল মাদ্রাসা খুজছেন তারা সাবধানতার জন্য "কোরেশমুন্সি যাদবপুর" দিয়ে গুগুল করে রিসেন্ট ঘটনা দেখতে পারেন, সমস্যা কি। বাকিদের এগুলো জানার দরকার নেই।
সন্তানকে বড় করার দায়িত্ব পিতা মাতার। এই দায়িত্ব পালন না করে যদি "বড় হুজুরের" পা চুমু দিয়ে বলেন "আমার সন্তানকে আপনি মানুষ করেন কারন আপনি আল্লাহ ওয়ালা এবং আপনার উপর আমার অন্ধ বিশ্বাস আছে" তবে দ্বিন দুনিয়া আখিরাত সন্তান সবই হারাবেন।
নিজের রেসপনসিবিলিটি নিতে শিখতে হবে। আপনার পরিবার আপনার থেকে এতটুকু আশা করে।