Post# 1555827009

21-Apr-2019 12:10 pm



যখন ছোট ছিলাম তখন শবে বরাত আসলে এযুগে থারটি ফার্সট নাইটে যেরকম বারুদ দিয়ে আলোক উৎসব করে সেরকম চলতো শবে বরাতের সারা রাত। সংগে পটকা, বোমা আওয়াজ-উৎসব করার জন্য।

এগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে।

সালাফিদের আমরা যত পছন্দ বা অপছন্দ করি না কেন, তাদের কাজে সমাজ থেকে অনেক বিদায়াত দূর হয়েছে। এটা তাদের ভালো দিক। যেভাবে সমাজে প্রতিটা দলের ভালো দিক আছে।


তবে শবে বরাতের ব্যপারে মূল ফতোয়া হলো : শবে বরাতের রাতে এই রাত উপলক্ষে কম বা বেশি নফল নামাজ পড়লে "সোয়াব" হবে নাকি "গুনাহ" হবে? সেটা।

এটাই শেষ প্রশ্ন যেটা সবাই জানতে চায়। "দলিল" দেয়া আর এই প্রশ্নের সরাসরি "জবাব" দেয়া - দুটো এক না।

21-Apr-2019 12:10 pm

Published
21-Apr-2019