"তার চার সন্তান ছিলো। ঘটনায় তিন জন একসাথে মারা গিয়েছে। এখন আছে একজন।"
"মাসে দশ হাজার তার বেতন। কোনো মাসে লক্ষ টাকা পেয়েছিলো। কিন্তু বাসায় আনার পরে টাকা হারিয়ে গিয়েছে।"
"চাকরিটা হবে এটা তার প্রচন্ড বিশ্বাস ছিলো। কিন্তু তার অন্তর ভেঙ্গে দিয়ে হয় নি।"
আমার যা পাওয়ার তার পুরোটাই আমার কাছে আসবে। কিছু কম আসবে না। কিন্তু এর থেকে বেশি যা আছে সেটা আমার কাছে এসে চলে যাবে।
এর কষ্ট হলো "বিচ্ছেদ"। কিন্তু প্রতিটা কষ্টের জন্য আখিরাতে পুরষ্কার আছে।
তাকে আল্লাহ তায়ালা শুধু এক সন্তানই দিতে পারতেন। কিন্তু কষ্ট দেয়ার জন্য আরো তিন সন্তান দিয়েছিলেন। যাদেরকে উনি নিয়ে গিয়েছেন।
সে ধর্য্য ধরবে। আখিরাতে এর বিনিময় পাবে।
এই ধর্য্য আল্লাহ ইবাদত। জান্নাত এর পুরস্কার।