নিজের একটা বড় পরিবর্তন এক বছর আগে আর এখন। আগে সব মাজহাব-মানহাজ এর কুফরি ফতোয়া থেকে বাচার জন্য চেষ্টা চালাতাম। সব দিক যেন রক্ষা হয়।
এখন আর করি না। দলগুলোর কুফরি ফতোয়া সাদরে গ্রহন করি, এবং ইগনোর করি। এড়ানোর চেষ্টা করি না, বা তার ফতোয়ার ভয় করি না।
জীবনের নেগেটিভ এলিমেন্টগুলো কেটে ফেলতে হবে। দুই দল আকিদা নিয়ে যুদ্ধ করছে এখানে কাউকে খুশি করার দায়িত্ব আমার না। তাদের ব্যপার।
যদি বেশি বিরক্ত করে? তবে ব্লক করে দিতে হবে। কারন "জীবনের নেগেটিভ এলিমেন্টগুলো কেটে ফেলতে হবে।"