Post# 1555663325

19-Apr-2019 2:42 pm


ইসলামের কোনো বিতর্কিত বিষয়ে "সঠিক কোনটা?" এই প্রশ্ন আমাকে করে লাভ নেই।

আপনার দল-মত জানালে আমি বলতে পারবো আপনার দলের মতে কোনটা সঠিক।

এর বাইরে প্রকৃত "সঠিকটা কি" সেটা জানার কোনো ইচ্ছে আমার নেই। কারন আমি "অধিকাংশ আলেমের মত" অনুসরন করি। সেটা সঠিক না ভুল সে ব্যপারে স্বেচ্ছায় "অজ্ঞ" থেকে, এবং "সঠিক" টা জানতে না চেয়ে।

তাই আমার কাছে গ্রহনযোগ্য যুক্তি হলো : "অধিকাংশের মত এই।"

অগ্রহনযোগ্য যুক্তি : "অধিকাংশের মত যাই হোক না কেন, সঠিকটা হলো ঐ, কারন কোরআন হাদিসে তাই আছে।"

কোরআন হাদিস পড়ে আপনার বুঝ আর অধিকাংশের বুঝ মিলে না -- এতটুকুই যথেষ্ট আপনার কথা প্রত্যাখান করার জন্য - কোরআন হাদিসে যাই থাকুক না কেন, সেটা না পড়েই।

এটা আমার অবস্থান।

    Comments:
  • প্ররবর্তি প্রশ্ন হতে পারে : অধিকাংশ হানাফি আলেম? নাকি অধিকাংশ দেওবন্দি আলেম?

19-Apr-2019 2:42 pm

Published
19-Apr-2019