অকে। বাংলা কি বোর্ড চালু। হুবহু ম্যাকের বাংলা কি বোর্ডের লেআউট কপি করে লিনাক্সের জন্য একটা তৈরি করে নিয়েছি। তাই লারনিং কার্ভ নেই। এই এক কি বোর্ডে এত বছরের প্রেকটিশ যেহেতু।
এখন সব স্টেটাস আর ইংরেজিতে দেয়ার প্রয়োজন নেই :-)
- Comments:
- "র্যব" লিখা যায়। অনেক কি বোর্ডে র্যব লিখলে হয়ে যায় "র্যব"। zero width non joiner ব্যবহার করতে হয়। এই কি বোর্ডে এটা এড করে দিয়েছি একটা কিতে।
- Fedora.