Post# 1554454510

5-Apr-2019 2:55 pm


Stick with what you believe in and hold your ground.

কিছুদিন পরে আপনার সমালোচনাকারীরা হারিয়ে যাবে। ফেসবুকে তাদের আইডি থাকবে না। আপনার আশেপাশেও তাদের খুজে পাওয়া যাবে না। কিন্তু আপনার কাজটা রয়ে যাবে।

আপনার উপদেশকারীরাও ঢেউয়ের মতো আসবে যাবে। কিছু দিন পরেই তারা বলবে "আমরা কখনোই আপনাকে এই উপদেশ দেই নি। মিথ্যা বলেন কেন?" যদিও তাদের উপদেশে আপনি আপনার জীবন শেষ করে দিয়েছেন।

যতটুকু জানেন তার উপর আমল করতে থাকেন। কেউ "সব কিছু জানে" না। যে বেশি জানে দাবি করছে সেও আপনার থেকে বেশি জানে না। কিন্তু তার কনফিডেন্স অনেক বেশি আপনার থেকে, এটাই পার্থক্য।

হাশরের মাঠে একা দাড়াতে হবে।
বিচার আরম্ভ হবে "স্পষ্ট" বিষয়গুলো নিয়ে। ফিকাহর "সুক্ষ্ম" গুলো নিয়ে না।

সুক্ষ্ম কিছু নিয়ে যদি বিচার হয়, তবে সেটা আমার "অন্তর"।
অন্তরের সুক্ষ্ম বিষয়ের জন্যও আমার সব আমল বাতিল হয়ে যেতে পারে।

আল্লাহ তায়ালা ঐ দিনের জন্য যেন আমাদের তৈরি করেন।

    Comments:
  • শেষে : "আল্লাহ তায়ালা ঐ দিনের জন্য যেন আমাদের তৈরি করেন।" বলতে চাচ্ছিলাম কিন্তু এই শেষ লাইনটা দিলাম না কারন কমেন্টে অনেক "আমিন" পড়বে সেই ভয়ে।

5-Apr-2019 2:55 pm

Published
5-Apr-2019