সহজ সরল মানুষ ধর্মিয় বা চেতনার অনেক কিছুতে আপত্তি পায়। উত্তেজিত হয়ে যায়। অন্যকেও উত্তেজিত করে তুলতে চায়, কারন সে একা কেবল উত্তেজিত হবে নাকি? "এটা জানা এবং প্রতিবাদ করা সবার দায়িত্ব"।
যারা এগুলো দেখে উত্তেজিত হয় না, তাদেরকে সে মনে করে "দালাল" "এজেন্ট"। এর সাথে সাথে সে কম্পেয়ার করতে ভালো বাসে "ঐ বিষয় নিয়ে তো তখন আপনি সেই বলেছিলেন, এখন এইটা নিয়ে চুপ কেন?"
সহজ সরল মানুষদের সাথে তর্ক করে লাভ নেই।
তার আক্রমন গন্ডির মাঝে আমি না পড়লেই হলো।
দুরত্ব রাখতে হবে।
- Comments:
- FAQ : "আপনি কি তাহলে জটিল মানুষ নাকি?" "ঐ দেখ কইথথে এক ইনটিলেকচুয়াল আইছে।"
- গতকাল হয়ে গিয়েছে।