Logic level mosfet লাগবে switching এর জন্য। এগুলোর নম্বর আরম্ভ হয় "IRL" দিয়ে। শেষের L মানে লজিক লেভেল। আরডুইনো দিয়ে অপটিমেলি অন অফ হবে। আর "IRF" দিয়ে যে মসফেট সেগুলোর জন্য 10V দিতে হয় গেইটে। আরডুইনো-পাই এর 3.3V-5V এ অপটিমেলি চলবে না।
কিন্তু দেশের অনলাইনের কোনো শপেই logic level mosfet নেই।
তবে এতদিন মানুষ কি দিয়ে চালিয়ে এসেছে?