ইসলামের সাম্যতার উদাহরন দেয়া হতো মসজিদে সবার সমান কাতার দিয়ে।
এখন আর এমন নেই।
মহল্লার এলিট ক্লাস এখন চেয়ারে বসে নামাজ পড়ে।
_______
গির্জা আর মসজিদের মাঝে পার্থক্য : একটায় সারি সারি চেয়ার থাকে। আন্যটায় মানুষ মাটিতে বসে।
এখন সে পার্থক্য নেই।
________
চেয়ারে বসলে পাপ নেই।
আফসো শুধু তার জন্য যে ইয়ংকালে এত ব্যস্ত ছিলো যে মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা দেয়ার সময় হয় নি।
বৃদ্ধ বয়সে রিটায়ার্ড। এখন নামাজ পড়ে।
কিন্তু মাটিতে কপাল না ঠেকিয়ে।