Post# 1555548893

18-Apr-2019 6:54 am


ইফাতে চাদ দেখার সাক্ষি দিতে হাজির হয়েছে ২০ জন। ইফা বললো "একজন একজন করে সাক্ষি নিবো।"

তারা বলে "না। আমরা এক সাথে এসেছি, এক সাথে সাক্ষি দিবো।" মার্কেটের সিড়িতে দাড়িয়ে থাকে। ইফা বেশ কয়েকবার তাদের ডাকা ডাকি করে না পেয়ে খবর ছাপায় : "সাক্ষি পাওয়া যায় নি।"

তারা পাল্টা খবর ছাপায় : "আমাদের সাক্ষি নেয়া হয় নি।"

"কিন্তু জেরা-সাক্ষি তো এক জন এক জন করেই নেয়। তারা সত্য বলছে নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য। কথার কনট্রাডিকশন থাকলে বের করার জন্য।"

"না, তারা গ্রাম দেশের সাধারন মানুষ। কি প্রশ্ন করে কি উত্তর নিয়ে তার কি ব্যখ্যা ইফা দেয় অনিশ্চয়তা আছে। তাই এক সাথে সবাই সাক্ষি দেবে।"

"কেউ যদি এত দুর্বল হয় যে একা সাক্ষি দেয়ারও সামর্থ নেই। তবে তার সাক্ষির দাম কতটুকু? ২০ জন মিলে যদি এক লিডারের আন্ডারে সাক্ষি দেয়, তবে ঐ ২০ জনকে জিজ্ঞাসা করার দরকার কি? তাদের লিডারকে জিজ্ঞাসা করলেই তো হলো। সে ক্ষেত্রে এক জনের সাক্ষি হলো। ঐ লিডার। ২০ জনের সাক্ষির কোনো দাম নেই।"

শেষে : রাজারবাগিরা আলাদা শবে বরাত করবে আগের দিন। এটাই প্রচার পাচ্ছে। ছুন্নি জামাত থেকে আর কারা কারা তাদের সাথে যোগ দেয় দেখার অপেক্ষায়।

18-Apr-2019 6:54 am

Published
18-Apr-2019