Post# 1555066332

12-Apr-2019 4:52 pm


খবর : "৩০ বছরে পা রাখছে মঙ্গল শোভাযাত্রা"

মানে এই পহেলা বৈশাখ উদযাপন আরম্ভ হয়েছে ১৯৯০ এর দিক থেকে।

যখন আমি বলি ৮০ এর দিকে এই সব শোভা-পহেলা-আনন্দ-উৎসব কিছু ছিলো না, শহরের মানুষ খবরই রাখতো না কখন ১লা বৈশাখ আসলো আর গেলো -- তখন নতুন জেনারেশনের পাবলিক মনে করে আমি "হাজার বছরের" সংস্কৃতি নিয়ে মিথ্যাচার করছি, ইতিহাস বিকৃতি করছি।

হাজার বছরের ঐতিহ্য চালু করেছে চারুকলা ইন্সটিটিউট এই ৩০ বছর আগে। সাথে পান্তা ইলিশ। ৯০ এর আগে এগুলো কিছু ছিলো না।

তাই ইতিহাস দেখতে থাকেন।

12-Apr-2019 4:52 pm

Published
12-Apr-2019