Post# 1555687523

19-Apr-2019 9:25 pm


শবে বরাত আছে। এর পর নেই। এখন আবার আছে।

https://www.facebook.com/mizan.harun/videos/2382663525296452/

বস্তুতঃ এটা সৌদি সরকারের অফিসিয়াল পজিশন "সালাফিয়াহ" থেকে "হাম্বলি" তে যাওয়ার চলতি ট্রেন্ডের অংশ।

ব্যসিক্যলি সৌদি সরকার চলে গিয়েছে "মডারেট" পজিশনে। উলামারা দেখছেন "সরকারি বাধ্যবদকতা" এখন আর নেই। তাই যে যার মাজহাবে ফিরে যাচ্ছেন স্বাধিন ভাবে।

আফসোস লাগে যখন দেখি "৬০০০ আয়াত আর লক্ষ হাদিস" এর মাঝে একটা আয়াতও গত হাজার বছরে বাড়ে-কমে নি। একটা হাদিসও নতুন আবিষ্কার হয় নি। এর পরও হাজার বছর পরে মানুষ এর থেকে নতুন হুকুম কি করে বের করে যেটা গত হাজার বছর ধরে হুবহু একই কিতাব পড়ে অন্য কেউ পায় নি।

১শ বছর আগে কোন হাদিসটা ছিলো, যে তখন শবে বরাত ছিলো?
৫০ বছর আগে কোনটা ছিলো না, যে তখন শবে বরাত ছিলো না?
আর এখন কোনটা নতুন এসেছে যে শবে বরাত আবার ফিরে আসছে?

19-Apr-2019 9:25 pm

Published
19-Apr-2019