Facebook Posts - September 2016

1-Sep-2016 3:18 am


habibur.com/ এর ফ্রন্ট পেজটা রিডিজাইন করা আরম্ভ করেছি।

এখনো "রেসপন্সিভ" না। এটা করতে হবে।

1-Sep-2016 3:18 am

1-Sep-2016 6:11 am


"আমি অনুরোধ করে গেলাম তুমি আমার জানাজা পড়াবে" -- এই ধরনের আবেগ ধর্মি কথার কোনো দাম নেই।

শরিয়তে বলা আছে কে জানাজা পড়াবে এবং সেভাবেই পড়ানো হবে। মৃত ব্যক্তি যাই বলে যাক না কেন।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • মাগরিবের পর ইশা পর্যন্তু সময় থাকে দেড় ঘন্টা।

1-Sep-2016 6:11 am

1-Sep-2016 2:28 pm


Today's partial solar eclipse is visible from Mecca.

1-Sep-2016 2:28 pm

1-Sep-2016 7:04 pm


নিচের পোস্টটা অনেকে শেয়ার করছেন। এটা ভুয়া কথা।

এবং ফেসবুকে নতুন যা কিছু শুনবেন, যা এর আগে কখনো শুনেন নি, তার ৯৯% ই হলো ভুয়া -- যেগুলো পোলাপানরা মজা করার জন্য ছড়ায়।
______
সৌদি আরবে ৭০ জন উলামা ফোনে *"হ্যালো"* বলা
হারাম করে দিয়েছেন।
কারণ, *"হেল্"* অর্থ *"জাহান্নাম"*,
আর *"হ্যালো"* অর্থ *"জাহান্নামী"*।
যদিও *ইংরেজ*'রা নিজে ফোন করে *"হাই"* এবং
পিক করে *"ইয়েস্"* বলে।
তাই, সব সময় ফোনে বলুন *"আসসালামু আলাইকুম"*।
অণুগ্রহ করে, সকল *মুসলিমকে* শেয়ার করুণ।
হতে পারে, আপনার শেয়ার করার কারণে সে হয়তো
*"হ্যালো"* বলার পরিবর্তে *"আসসালামু আলাইকুম"*
বলবে।
*"নেকির দাওয়াত্ দেওয়ায়; নেকি কারীর সমান
সওয়াব হয়"।*
'

1-Sep-2016 7:04 pm

1-Sep-2016 8:01 pm


যে কারনে ফেসবুকে এখন আর "নিজস্ব মত" ব্যক্ত করি না (Y)
________

(copied from কাউসার আলম)
কে আলম নামে জনৈক নিরীহ ভদ্র শান্তশিষ্ট সরল সচ্চরিত্রবান তরুন একদিন ফেসবুকে একটা পোস্ট দিলো, "বদনার রঙ নীল!"
তৎক্ষণাৎ কমেন্টের ঝড় বইতে শুরু করলো...
.
কমেন্ট-এক: হায়রে! ফেসবুক এখন মূর্খদের দখলে। দিনে দিনে আরো কতো কী দেখবো! আজকাল বদনা নিয়েও স্ট্যাটাস দিতে হয়! আমরা যখন ফেসবুক ইউজ করতাম, আমরা বালতি নিয়ে পোস্ট দিয়েছি, কিন্তু এসব বদনা টদনা নিয়ে জীবনেও পোস্ট দেই নি।
.
কমেন্ট-দুই: ভাই, রহস্যের গন্ধ পাচ্ছি! নতুন ফ্যামিলি স্টার্ট করতেছেন নাকি? বালতি বদনা সব কিনতেছেন! দাওয়াত দিয়েন প্লিজ!
.
কমেন্ট-তিন: ভাই, বানান নিয়ে তো বহু লেকচার দেন, আজকে তো নিজেই ধরা খাইলেন। "রঙ" না, এটা "রং" হবে! আগে নিজে ঠিক হন, পরে অন্যরে ঠিক করতে আইসেন!
.
কমেন্ট-চার:(মেয়ে) ভাইয়ায়ায়ায়ায়া, নীল আপনার প্রিয় রঙ নাকি? নীল আমারও খুব প্রিয়। আমার সাবেক বিএফের নাম নিলয়, আমার নাম নীলিমা, আমার পোষা বিড়ালের নাম নিলু। আমার প্রিয় উপন্যাস নীলদর্পণ। আমি ব্লু-বেরি মোবাইল ইউজ করি। আমার দাদার দাদা ইংরেজ আমলে নীল চাষ করতেন।
ভাইয়া, ইনবক্সে আমার নীল রঙের জামার ছবিটা পাঠিয়েছি। দেখুন তো কেমন হলো! প্লিজ, ভাইয়ায়ায়ায়া, রিপ্লাই দিবেন!
.
কমেন্ট-পাঁচ: কিছু ভালো লেখা পড়ার জন্যে আপনাকে ফলো করতাম। আজকাল কী সব আবোলতাবোল লেখেন! আনফলো করলাম!
.
কমেন্ট-ছয়: সুন্দরবন নিয়া তো বহুত লাফালাফি করছেন। পরিবেশ নষ্ট হবে, এটা হবে সেটা হবে! আজ নিজেই প্লাস্টিকের বদনা ইউজ করেন। প্লাস্টিক কি পরিবেশের ক্ষতি করে না? এতই যদি দেশপ্রেমিক হতেন, তাহলে পাটের বদনা ইউজ করতেন!
.
কমেন্ট-সাত: এখনও যে মানুষ বদনা ব্যাবহার করে, তা জানতামই না। থ্যাংক্স!
.
কমেন্ট-আট: দেশীয় মেয়ে অলিম্পিক জিতলে সেটা নিয়ে কোনো পোস্ট দেন না, মুস্তাফিজ সুস্থ হয়ে দেশে ফিরলো তা নিয়েও কোনো পোস্ট দিলেন না, পোস্ট দিলেন বদনা নিয়ে। আপনাদের মতো মানুষের জন্যেই দেশের এই অবস্থা!
.
কমেন্ট-নয়: ভাইয়েরা, ছাগুটাকে ব্লক মারেন। সে নীল রঙের বদনা নিয়ে পোস্ট দিয়ে বুঝাতে চায়, এই সরকারের আমলে দেশের মানুষ খুব কষ্টে আছে, গরীব হয়ে যাচ্ছে। তাদের এলুমিনিয়ামের বদনা কেনার টাকা নাই, তাই কম দামী প্লাস্টিকের বদনা কিনে!
কিরে, তোদের বিএনপি জামায়াতের আমলে কি মানুষ স্বর্ণের বদনা ইউজ করতো? পাকি দালাল কোথাকার!
.
কমেন্ট- দশ: বিশ্বাস করলাম না। পারলে লিংক দেন। নাহয় স্ক্রিনশট দেন।
.
কে আলম ফেসবুকে ঢুকে কমেন্ট পড়ে অবাক হলো। পরে বুঝলো, সে বানান ভুল করেছে। আসলে সে লিখতে চেয়েছিলো, "বেদনার রঙ নীল"! ভুল করে এ-কারটা দেওয়া হয় নি!

    Comments:
  • এই কাউসার আলম ভাই নারী বিদ্বেষী হিসাবে পরিচিত। তাই চার নম্বরে এ রকম বানোয়াট কথা লিখেছেন। সত্যি সত্যি এরকম হয় না। Asif Imran

    আর কৌতুকটা পুরানো। উনি রিরাইট করেছেন।

1-Sep-2016 8:01 pm

1-Sep-2016 11:34 pm


Trends:


বর্তমানে উচ্চ শিক্ষিতরা বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেবের মুরিদ হচ্ছেন। আর স্বল্প শিক্ষিতরা চরমোনাইয়ের পীর সাহবের।

চরমোনাইয়ের মুরিদরা তবলিগে জামাতের মত মসজিদে তালিম ৩ দিনের জামাত বের হওয়া আরম্ভ করেছে এই বছর থেকে। এলাকার মসজিদে তাদের জামাত এসে ৩ দিন থেকে গেলো।

চরমোনাইয়ের তালিমের বইয়ের নাম "ফাজায়েলে তালিম"। এখানে শরিয়তের মাসলা মাসায়েল নিয়ে আলোচনা আছে। এটা পজিটিভ।


দ্বীনি উচু লেভেল থেকে পতনের দুটো পথ আছে:

এক: যৌক্তিক এবং সঠিক কারনে নির্বাচন এবং রাজনীতিতে নামা।
দুই: রাসুলুল্লাহ ﷺ এর প্রতি প্রচন্ড মহববত থাকার কারনে বেরলভি শিক্ষার দিকে চলে যাওয়া।

যে কোন একটার দিকে গেলে ধরে নেই পতন আরম্ভ হয়েছে।


অসংখ্য দল আর মানুষকে আমি এই দুই পথে যেতে দেখেছি। এদের অনেককে প্রথম প্রথম দেখে আমি বুঝতে পারি নি তারা কিছু দিন পর এই দিকে যাবে।

    Comments:
  • তবলিগের মত। বিকালে গাস্ত করে।
  • চরমোনাইয়ের কারো লিখা। লিখকের নাম মনে নেই। উনাদের পীর সাহেবের নিজের লিখা না।

1-Sep-2016 11:34 pm

1-Sep-2016 11:59 pm


SpaceX, fire destroyed the rocket with its payload i.e. all the satellites it was supposed to put in orbit.

Hope things get better with time and experience. Things like this happen and it's not first such case.

https://youtu.be/_BgJEXQkjNQ?t=1m11s

1-Sep-2016 11:59 pm

2-Sep-2016 6:51 am



পরিচিতদের সাথে দেখা হলে এখন কথোপকথন এই দিকে যায়:

- আচ্ছা তুমি যে ফেসবুকে লিখেছ .... "এটা কি সত্যি?" "কারন কি?" "কি বুঝাতে চাচ্ছিলে?" "আমি জানি কোরআন শরিফে/হাদিস এই এই আছে" ....

I don't budge. তার প্রশ্নের জবাব দেই না। শুধু তার দিকে তাকিয়ে হাসতে থাকি।

শেষে আর কোনো কথা বের করতে পারবে না বুঝে উপদেশে চলে যায়: এই সব লিখো না, দেশের এই সময় পরিস্থিতি....


এই কথোপকথন এত বেশি বার রিপিট হয়েছে যে, এখন কথা উঠলেই দ্রুত ফিনিশিংটা নিজেই দিয়ে দেই।

কেউ বললো...

  • আচ্ছা তুমি যে ফেসবুকে.....

    আমি, "এই সব লিখা উচিৎ না... দেশের পরিস্থিতি ভালো না..... দরকার কি রিস্ক নিয়ে?"

    সে: "ঠিক...."

    কথা শেষ। :-D

    2-Sep-2016 6:51 am

  • 2-Sep-2016 2:48 pm


    Trends:


    ৯০ দশকে আহলে হাদিস মসজিদগুলোতে সুরা ফাতেহা পড়ার পর ইমাম সাহবে বেশ অনেকক্ষন চুপ করে থাকতেন। মুক্তাদিদের সময় দিতেন সুরা ফাতিহা পড়ে নিতে, এবং এই সময়ে মুক্তাদিগন কিছু আওয়াজ করে পড়ে নিতো।

    এর কারন ছিলো "সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না" হাদিসটা।

    ২০০০ এর পরেও হারাম শরিফের কিছু ইমাম এরকম করতেন।

    বর্তমানে এটা আর কোথাও দেখা যায় না। সব মসজিদেই ইমাম সাহবে সুরা ফাতিহার পরই অন্য সুরায় চলে যান।


    ১৯০০ সালের মাঝামাঝি সময় মাইক দিয়ে নামাজ পড়ালে নামাজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে। ভারত/পাকিস্তানের উলামারা প্রথমে কনক্লুশনে আসে মাইক দিয়ে জামাত পড়ালে হবে না।

    এর কারন ছিলো মাইকের আওয়াজ "ধ্বনি না, বরং প্রতিধ্বনি"।

    ২০০০ সাল পূর্ব পর্যন্ত বিশ্ব ইজতমাতেও মাইকে নামাজ পড়ানো হতো না।

    বর্তমানে সব জায়গায় মাইকেই পড়ানো হয়।

    2-Sep-2016 2:48 pm

    2-Sep-2016 3:18 pm


    Trend:


    একযুগে ঢাকাতে এসি মসজিদ দেখেছিলাম একটাই। এলিফেন্ট রোডের এরোপ্লেন মসজিদ। ওয়ালের এক সাইডে একটা বক্স-এসি বসানো ছিলো। তাতে রুম যতটুকু ঠান্ডা হয়।

    গত দুই বছরে ঢাকার সব মসজিদ এসি করা হয়ে গিয়েছে। এমন কি চিপা গলির টেম্পরারি মসজিদগুলোও।

    2-Sep-2016 3:18 pm

    3-Sep-2016 1:16 pm


    হজ্জ বা উমরা করার জন্য এখন সৌদি সরকারকে ২০০০ রিয়াল বা ৪০ হাজার টাকা ট্যক্স দিতে হবে। শুধু প্রথমবার যে যাচ্ছে তার জন্য এটা মাফ।

    হজ্জের পথে ট্যক্স কালেকশন অনেক পুরানো সমস্যা। পুরানো মাসলার কিতাবে এটা নিয়ে আলোচনা আছে। যদি হজ্জে যাবার পথে ট্যক্স দিতে হয় তবে কি হজ্জে যাবে নাকি যাবে না?

    উত্তরে আলোচনা করা হয়েছে ট্যক্স দিলে জালেমকে সাহায্য করা হয়, তাই এটা নিষেধ। শেষে কংক্লুশন: কারো যদি হজ্জ ফরজ হয় তবে ট্যক্স দিয়ে হলেও সে হজ্জে যাবে।

    কিন্তু আগেও তো সৌদি সরকার ট্যক্স নিতো?

    না এর আগে নিতো না। যে ফিসটা নিতো এটা "মুয়াল্লেম ফি"। মানে মিনার, আরাফার তাবুর খরচ, মক্কা-মদিনা যাতায়াতের বাস ভাড়া এই সব বাবদ।

    তাহলে নতুন এই ট্যক্সে কারন? গভার্মেন্টের ফান্ড বাড়ানো। তেলের দাম কমে যাওয়ায় সরকার টানে আছে।

    সৌদি সরকারকে ভালো ইসলামি সরকার বলতাম এর একটা কারন তারা জনগন থেকে ট্যক্স আদায় করতো না।

    সময় বদলাচ্ছে।

    3-Sep-2016 1:16 pm

    3-Sep-2016 4:06 pm


    BBC posted a breaking news alert in Bengali in its international section. People were alarmed that it got hacked. The story became the most popular story of the day. Until BBC denied it got hacked and attributed it to human error.

    Twist: the story was about police raid against islamic militant group. The very same people who possibly could have hacked it. :-D

    http://www.independent.co.uk/news/uk/home-news/bbc-bengali-denies-hacking-breaking-news-alert-website-a7222801.html?cmpid=facebook-post

      Comments:
    • একটা এপার্টমেন্টের ছাদ থেকে। নামটা মনে নেই।

    3-Sep-2016 4:06 pm

    3-Sep-2016 8:12 pm


    OK. Trump was losing his ratings. Then he fired his two PR officers. And hired two hardline advisors.

    I was wondering how he was doing now. And surprise! He is back into the race :-D (Y) Just a few points behind Hillary.

    It might have to do with Hillary's slipping popularity due to those email scandals. But whatever.

    Fortune favours the bold!

    Trump for President 2016!!!
    Make America Great Again! (Y)

      Comments:
    • গ্রেট হলে আপনাদের সমস্যা কি? Mohammed Tawsif Salam
    • OK (Y) সমমনা আরেকজন পাওয়া গেলো।
      আমার প্রোট্রাম্প পোস্ট দেখে রিয়েল লাইফে পাবলিক আমার কান ঝালাপালা করে ফেলছে এন্টি ট্রাম্প প্রোপাগান্ডা দিয়ে। :-P

    3-Sep-2016 8:12 pm

    3-Sep-2016 9:16 pm


    habibur.com এর আপডেটস:


    আল বিদায়ার ১ম-১০ম খন্ড অটোমেটিক OCR চলছে এখনো। গড়ে ডেইলি ১ খন্ড করে এখন পর্যন্ত ৬ খন্ড শেষ। বাকিটা আগামি ৪ দিনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
    http://habibur.com/kitab/bidaya1/


    ১১ খন্ড থেকে অনুবাদের কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় ২০ পেইজ অনুবাদ করে আপলোড করা হয়েছে। পেইড অনুবাদ এটা। জানাশোনা আনুবাদক থাকলে যোগাযোগ করুন। অনুবাদের জন্য এখন রেট বাড়িয়ে দিয়েছি।
    http://habibur.com/kitab/bidaya/


    Feedback/Contact Us ফর্ম এড করে দিয়েছি একটা। মেইল আকারে আমার কাছে চলে আসবে কমেন্টগুলো। সাইটেও শো করবে।
    http://habibur.com/contact/


    আরবী Flash Card সেকশনটা ফ্রন্ট পেইজে দিয়ে দিয়েছি। এখন এটাকে লগইনের সাথে ইন্টিগ্রেট করে প্রোগ্রেস সেইভ করে রাখতে হবে। যারা আরবী শিখছেন তাদের ভোকাবুলারী প্রেকটিস।
    http://habibur.com/arabic/


    আপডেট/নোটিশের জন্য আলাদা সেকশন। সর্বশেষ আপডেটগুলো ফ্রন্টপেইজেও শো করবে।
    http://habibur.com/notice/

    3-Sep-2016 9:16 pm

    4-Sep-2016 8:57 am


    The latest video making the rounds on social media.

    // সহজ সরল মানুষ।

    https://www.youtube.com/watch?v=6kIr6ItP_7E

    4-Sep-2016 8:57 am

    4-Sep-2016 2:17 pm


    পাগল:

    (collected from সাইমুম সাদী ভাই)
    মালয়েশিয়ায় এল আর টি রেল স্টেশন মসজিদ জামেক এ অল্প সময়ের জন্য দাড়িয়েছি। শাহ আলম এরিয়ায় যাব।

    এসময় এগিয়ে এলেন এক বাংলাদেশি। জানালেন ত্রিশ বছর যাবত মালয়েশিয়া আছেন। এই দীর্ঘ সময়ে একবারও দেশে যাননি। কিন্তু দেশের খোজ খবর রাখেন নিয়মতই।

    বললাম, খবর রাখেন অথচ জাননি কেনো?

    বললেন, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন।

    বললাম, বলুন।

    বললেন, বাংলাদেশে মূলধারার রাজনীতি করে এমন পাগলের সংখ্যা কত? আমি হতভম্ব! এরা পাগল হবে কেনো?

    কিছু বুঝার বা বলার আগেই ব্যাগ থেকে একটি! 100 plus এর ক্যান বের করে হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন আরেক বাংলাদেশির কাছে।

    একজন জানালো এই লোক প্রতিদিন এভাবে যাকে পায় তাকেই জিজ্ঞেস করে একই প্রশ্ন। এবং গিফট হিসেবে একটা 100 plus পানীয়র ক্যান।

    ট্রেন ছেড়ে দিল। বসে আছি জানালার পাশে। ভাবছি লোকটা পাগল নাকি আমি?

    4-Sep-2016 2:17 pm

    4-Sep-2016 3:10 pm


    কোরবানীর ব্যপারে হাম্বলী/সালাফী মাজহাবের সাথে হানাফি মাজহাবের কিছু পার্থক্য।

    হাম্বলি/সালাফি মাজহাব বলতে সৌদি আলেমগন যে মাজহাব অনুসরন করেন সেটা বুঝাচ্ছি। এদেশের আহলে হাদিসদের মতও প্রায় সব ক্ষেত্রেই এক।

    এটা দিচ্ছি এই কারনে যে প্রশ্নগুলো প্রায়ই আমাকে করা হয়, "আমরা যে এটা করি ওটা নাকি ঠিক না?"

    তখন আমাকে বার বার বুঝিয়ে বলতে হয় এই মাজহাবে মত এটা, আর ঐ মাজহাবে মত ওটা। সবগুলোই মতই কোরআন হাদিস থেকে এসেছে। তাই আপনি কোন মাজহাব অনুসরন করবেন সেটা আপনার ব্যপার। আর যদি ফান্ডামেন্টালি কোনো মাজহাবকে ভুল মনে করেন তবে তর্কটা গোড়ায়। শাখাপ্রশাখা নিয়ে তর্ক করে লাভ নেই।

    পার্থক্যগুলো দিয়ে দিচ্ছি যেন একটা অনুসরন করতে চেয়ে অন্যটার কথা শুনে বিভ্রান্ত হয়ে কেউ গুলিয়ে না ফেলে।

    #HabibDiff

    4-Sep-2016 3:10 pm

    4-Sep-2016 3:23 pm


    কোরবানীর ব্যপারে হাম্বলী/সালাফী মাজহাবের সাথে হানাফি মাজহাবের কিছু পার্থক্য।

    হাম্বলি/সালাফি মাজহাব বলতে সৌদি আলেমগন যে মাজহাব অনুসরন করেন সেটা বুঝাচ্ছি। এদেশের আহলে হাদিসদের মতও প্রায় সব ক্ষেত্রেই এক।

    এটা দিচ্ছি কারন আমাকে প্রায়ই প্রশ্ন করা হয় "আমরা এরকম করি এটা নাকি ঠিক না?" তখন আমাকে ব্যখ্যা করতে হয় এই মাজহাবে এই নিয়ম ঐ মাজহাবে ঐ নিয়ম। যে যারটা অনুসরন করবে।

    কোরবানীর ব্যপারে দুটো পার্থক্য আমার নজরে পড়েছে:


    হাম্বলি মাজহাবে কোরবানী সুন্নাহ। শাফেয়ি মাজহাবেও সুন্নাহ। তবে হানাফি মাজহাবে ওয়াজিব।


    হাম্বলি/সালাফি আলেমদের একটা বড় অংশের ফতোয়া হলো এক পরিবারে এক পশু কোরবানী দিতে হবে। এটা উট হোক বা ছাগল। এখানে সাত ভাগ, সাত নাম এসব করা যাবে না। পুরো পরিবারের তরফ থেকে এক কোরবানী।

    আর হানাফি মাজহাবে যার নিসাব পরিমান সম্পদ আছে তাদের সবাইকে আলাদা আলাদা নামে ভাগ বা পশু কোরবানী দিতে হবে।

    #HabibDiff

      Comments:
    • মানুষ নেই। হরতাল নাকি?

    4-Sep-2016 3:23 pm

    5-Sep-2016 1:54 am


    No stair case near the plane. No red carpet for the president. Shouting at the reporters at the airport. "This is our Country, our Airport." And allowing only one reporter to cover the presidential meeting.

    Obama's China visit is yet another reminder that the glorious days of the USA is waning.

    5-Sep-2016 1:54 am

    5-Sep-2016 3:17 pm


    ফেইক ব্লাডগ্রুপ রিপোর্ট জেনেরেটর। তোমরা যারা নিজেদের ব্লাড গ্রুপ জানো কিন্তু কাগজে ছাপানো রিপোর্ট নেই, এবং এই ধরনের রিপোর্ট কোথাও জমা দিতে হবে, তাদের জন্য উপকারী।

    ফিল্ড গুলো পূর্ন করে সাবমিট করুন। একটা ব্লাড গ্রুপ রিপোর্ট তৈরি করে PDF করে দেবে। PDF টা প্রিন্ট করে নিন। নিজের প্রিন্টার না থাকলে পেন ড্রাইভে কপি করে পাশের দোকান থেকে প্রিন্ট করিয়ে আনুন। Done.

    Disclaimer: এটা শুধুমাত্র fun & educational পারপাজে ব্যবহারের জন্য :-P

    http://habibur.com/blood/

      Comments:
    • ওয়াশিংটনের ছবি কৈ?

    5-Sep-2016 3:17 pm

    5-Sep-2016 9:07 pm


    নুয়াইম বিন হাম্মাদের এর বর্ননা কারা কারা গ্রহন করেছেন এবং উনার গ্রহনযোগ্যতার উপর আর্টিক্যেল।

    উপসংহার: "অধিকাংশ মুাহাদ্দিস উনাকে নির্ভরযোগ্য বলেছেন। স্বল্প কিছু উনার সমালোচনা করেছেন। অধিকাংশ মুহাদ্দিস নির্ভরযোগ্য বললে স্বল্পদের সমালোচনা অগ্রহনযোগ্য।"

    http://habibur.com/page/reliability-of-nuaim-bin-hammad/

    http://habibur.com/page/reliability-of-nuaim-bin-hammad/

    5-Sep-2016 9:07 pm

    6-Sep-2016 9:12 am


    On Philippines president's name calling Obama, and its crime fighting crisis:

    I have a fear that Philippines might be joining the failed state list in a few years, if this goes on.

    Have a problem with the justice system? Go fix it. Go for lawyer less courts or anything with less bureaucracy and red tapes.

    But don't short cut the justice system and turn police into a triple role player judge, jury and executioner as in Dredd. That's calling for dystopia.

    Worst: Call in vigilantes believing "the system doesn't work" -- and you won't have an active state left, after a while.

    6-Sep-2016 9:12 am

    6-Sep-2016 2:03 pm


    ফেসবুকে যারা গালি দেয়, তাদেরকে আমরা সবাই অভার এস্টিমেট করি (Y)

    Copied form সাইমুম সাদী ভাই_______

    এই লোক আমার পাশেই থাকেন জানতামনা। ফেসবুকে সুযোগ পেলেই কমেন্ট করতে গিয়ে আমার চৌদ্দগুষ্টি তো উদ্ধার করেনই, সাথে দেশ জাতি কাউকেই ছাড়েন না।
    গালি খেতে খেতে আমি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। কয়েকদিন যাবত উনার গালি স্টপ দেখে ইনবক্সে নক করলাম। বললাম, ভাই গালি খাওয়াইয়া, আসক্ত বানাইয়া এইভাবে অকুল সাগরে ভাসাইয়া চলিয়া যাইতে পারেন না।

    জানালেন, আপনাকে আজ সকালে কাচা বাজারে তরকারী কিনতে দেখেছি।
    আশ্চর্য হলাম। তার মানে উনি আমার কাছাকাছিই থাকেন। বললাম, দেখলেন তো আওয়াজ দিলেননা কেনো? কিছু তরকারি ভাবীর জন্য হাদিয়া পাঠাতাম।

    জানালেন, ভাবী নাই, মেসে থাকি, দেখা হলে বলব।

    আজ দেখা হবে? প্রশ্ন করলাম।

    বাদ মাগরিব একটি জায়গার কথা জানালেন। ওখানে দেখা হবে।

    প্রেমিকার সাথে ডেটিং এ যাওয়ার সময় মানুষ সেজে গুজে যায়। যদিও সেই অভিজ্ঞতা একেবারেই নেই। কিন্তু একজন গালিবাজ ভাইয়ের সাথে দেখা করতে যাব, যেমন তেমন হলে হবেনা। মোটামুটি সুন্দর কাপড় চোপড় পরে প্রস্তুত হয়েই উদ্দিষ্ট স্থানে গিয়ে পৌছুলাম।

    এক পিচ্চি আমার জামার আস্তিন ধরে বলল, আব্বু ডাকছেন আপনাকে। তাকিয়ে দেখি এক নব দম্পতি দাঁড়িয়ে আছেন অদুরে।
    এগিয়ে গেলাম। সুদর্শন মানুষ। হাত বাড়িয়ে দিলেন। বললেন, আপনাকে মিথ্যে বলেছি। আমি বিবাহিত এবং এই আমার বউ ও বাচ্চা। কেন মিথ্যা বললাম পরে বলছি।

    উনি জোর করেই একটা রেস্টুরেন্ট এ নিয়ে গেলেন। খাওয়া দাওয়াও ভালই হল। ফেসবুকে হেইট স্পীচ নিয়ে কথা হল অনেক। বেচারার আচরণ দেখে যারপরনাই আশ্চর্য হলাম। এত ভদ্রলোক গোছের মানুষ কিভাবে গালি দেয়। গালির কোয়ালিটি কিন্তু যেনতেন নয়, রীতিমত আন্তর্জাতিক মানের।

    আমি কি ভাবছি ব্যাপারটা তিনি ধরতে পারলেন। বললেন সামনা সামনি অনেক কিছুই বলা যায়না। গালিও দেয়া যায়না। ফেসবুকে দেয়া যায়, তাই দেই।

    আলোচনার এই পর্যায়ে উনার স্ত্রী বললেন, সামনা সামনি উনি গালিও দিতে পারেননা, আই লাভ ইউ ও বলতে পারেন না। বলদটা বিয়ের আগে খালি পিছু পিছু ঘুরত কিন্তু বলতে পারতনা। আমি মনে করতাম বখাটে। পরে বুঝলাম ভীরু। চোখে চোখ রেখে কথা বলার সাহসও তার নেই।

    6-Sep-2016 2:03 pm

    6-Sep-2016 2:53 pm


    The 70s: Nostalgic memories from the past.
    Grew up watching this replayed on TV.

    https://www.youtube.com/watch?v=aQmexk4-aEY&feature=youtu.be&t=1m10s

    6-Sep-2016 2:53 pm

    6-Sep-2016 4:21 pm



    ইসলামি আইনে জেলখানা, কারাদন্ড নেই। আছে পিটিয়ে ছেড়ে দেয়া বা হাত কাটা।

    আমার কাছে এটাই এথিক্যল। জেল হলো জুলুম।


    ইসলামি আইনে শাস্তি হিসাবে অর্থিক "জরিমানা" নেই। ক্ষতি করলে ক্ষতিপূরন আদায় করে ক্ষতিগ্রস্থকে সব টাকা দিয়ে দিতে হবে। সরকার রাখতে পারবে না।

    আমার কাছে এটাই এথিক্যল। আর্থিক জরিমানা জুলুম।


    ইসালমি আইনে, বাজারে ন্যয্য মূল্য নির্ধারন করে দেয়া নেই। যে যত দামে ইচ্ছে বিক্রি করতে পারবে। ১০ টাকার মাল ১ লক্ষ টাকায়।

    আমার কাছে এটাই এথিক্যল। মূল্য নির্ধারন জুলুম।


    ইসলামি আইনে রাস্তা ঘাট করার জন্য ট্যক্স আদায় নেই।

    আমার কাছে এটাই এথিক্যল। ট্যক্স হলো জুলুম।


    ইসলামি আইনে ফাসি নেই। তলোয়ার দিয়ে গলা কাটা আছে।

    আমার কাছে এটাই এথিক্যল। ফাসি হলো জুলুম।

      Comments:
    • তবে যারা গালি দেয় তাদের মাঝে খারাপ লোকের পার্সেন্টেইজ বেশি। যারা দেয় না তাদের মাঝে খারাপ লোকের পার্সেন্টেজ কম। ব্যতিক্রম সব জায়গায় আছে। তবে ব্যতিক্রমকে উদাহরন ধরে নিয়ম ঠিক করা হয় না। হানিফ বিন সোহরাব

    6-Sep-2016 4:21 pm

    6-Sep-2016 5:38 pm


    ফিতনার হাদিসগুলো পড়ে যা বুঝলাম,

    এত এত হাদিস পড়েও খারাপ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন বা যুদ্ধ করার উৎসাহ দিয়ে কোনো হাদিস খুজে পেলাম না। অথচ এক কালে জালেম সরকার বিরোধি আন্দোলন না করলে আমাদের ঈমান থাকবে না এটা আমাদের শিখানো হতো।

    বরং আছে তাদের জুলুম নিরবে সহ্য করে যাওয়ার কথা। আর তাদের খারাপ কাজকে অপছন্দ করার কথা। এতটুকু কাজ জনগনের অধিকাংশই করছে।

    জালেম সরকারের সামনে "হক কথা" বলার উৎসাহের কথা আছে। এই হক কথা বর্তমানের "বিবৃতি" দেয়ার সাথে মিলে। বিবৃতি আর প্রতিবাদে পার্থক্য আছে। একটাতে কথা বলেই খালাছ, অন্যটাতে একশনে যাওয়া বুঝায়।

    তাহলে একশনে যাবার পক্ষে কি কোনো হাদিস নেই? আমি এখনো পাই নি। খুজছি অনেক বছর ধরে। অনেকদিন পর একবার একজনের স্টেটাসে এক হাদিসে "যে প্রতিবাদ করবে সে মুক্তি পাবে" লাইনটা দেখে উৎসাহ ভরে মূল হাদিসটা বের করলাম। এই বার পাওয়া গেলো! দেখলাম আরবী শব্দটার অর্থ "প্রতিবাদ" না, বরং "অপছন্দ"। "যে সেই কাজ অপছন্দ করবে সে মুক্তি পাবে"। Back to square one.

    মোটামুটি দেখা হয়ে গিয়েছে। এক পক্ষে আছে শত শত স্পস্ট ভাষায় হাদিস। অন্য পক্ষে এর বিপরিতে লম্বা লম্বা ব্যক্তিগত ব্যখ্যা। কোনটা ঠিক সেটা আমার কাছে এখন স্পস্ট।

    আল্লাহ তায়ালা যেন এই ফিতনার সময় আমাকে সিরাতিল মুস্তাকিমের উপর রাখেন।

      Comments:
    • ইসলামিক পলিটিক্যেল এক্টিভিস্টরা যে ব্যখ্যা নিয়ে আসে সেগুলো। @আশরাফু মাখলুকাত।
    • আমাদের বাসায় বসে ইবাদত করে যেতে হবে। ইসলামের মূল ভিত্তি পাচটি। এবং জান্নাতে যাওয়ার জন্য শর্ত এতটুকু। @আশরাফুল মাখলুকাত
    • বের হলে আমরা জানবো ইনশাল্লাহ। এখনো বের হয় নি। Mahfuj Robi
    • ফিতনা কিছু পরে পরে একটার পর একটা আসতে থাকবে। এটা হদিসে বলা আছে। ফিতনা সবসময় ছিলো আমরা ইতিহাসে দেখেছি।
      তাই ফিতনার কমন হাদিসগুলো সব সময়কেই ইংগিত করছে, এটা ধরে নেবো।

      এরপর স্পেশাল সিচুয়েশনের হাদিসগুলো বর্ননা পড়ে যদি মনে হয় এটা শুধু মাত্র ঐ স্পেশাল সিচুয়েশনের জন্য বলা হয়েছে, তাহলে আলাদা করে নেবো।

      আমি এটা ফলো করি। Abu Hamza

    • জিহাদ হলো মুসলিমদের সরকার বনাম কাফেরদের যুদ্ধ।
      ফিতনা হলো মুসলিমদের সরকার বনাম জনগনের যুদ্ধ।

      Mahfuj Robi

    • মুসলিমদের ইতিহাসে শত শত সরকার ছিলো। এর মাঝে ৬-৭ জন ছাড়া আর কাউকে "সত্যিকারের ইসলামি সরকার" হিসাব ঐ যুগের জনগন স্বীকৃতি দেয় নি।

      তাই এই ব্যপারটা ইসলামের ইতিহাসে নতুন কিছু না। এবং সেই সময়ে ঐ খারাপ সরকারের সংগি হয়েই জিহাদ করতে হবে এটা ও হাদিস বলা আছে। "খারাপ" কথাটা এক্সপ্লিসিটলি বলে, যেন এর পর আর এটা নিয়ে কেউ প্রশ্ন না তুলতে পারে। Abu Hamza

    6-Sep-2016 5:38 pm

    6-Sep-2016 11:54 pm


    তর্কে কোরআন শরিফের কোনো আয়াত দলিল হিসাবে পেশ করলে আমি চুপ করে যাই:


    রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
    তোমরা কোরআন নিয়ে তর্ক করো না, এটা নিয়ে তর্ক করা কুফরি।

  • জামে সগির ৯৭৩০ [সহি]


    রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
    কোরআন নিয়ে তোমরা [একে অন্যের সাথে] তর্ক করো না। আল্লাহর কিতাবের এক অংশ দিয়ে অন্য অংশকে মিথ্যা বলো না। ওয়াল্লাহ! মু'মিন কোরআন নিয়ে তর্কে হেরে যাবে, আর মুনাফিক কোরআন নিয়ে তর্কে জিতে যাবে।

  • সিলসিলা আহাদিস আস-সহি ৩৪৪৭ [সহি]


    রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি যে তোমাদের মাঝে কোনো লোক এত বেশি কোরআন পড়বে যে তার চেহারায় এর প্রভাব দেখা যাবে। সে মাশাল্লাহ ইসলামের জন্য বর্ম হয়ে যাবে।

    এর পর সে কোরআনকে ছেড়ে দিবে, এবং কোরআনকে পেছনে ফেলে দিবে। এর পর তার প্রতিবেশির দিকে সে দৌড়ে যাবে নিজের তলোয়ার নিয়ে। তার প্রতিবেশিকে সে শিরকের দোষে দোষারোপ করবে।

    একজন জিজ্ঞাসা করলেন: ইয়া নবী আল্লাহ ﷺ, এদের মাঝে কে শিরক করেছে? অভিযোগকারী নাকি অভিযুক্ত?

    উনি ﷺ বললেন: অভিযোগকারী।

    - ইবনে হিব্বান ৮১ [সহিহ]

    6-Sep-2016 11:54 pm

  • 7-Sep-2016 12:14 am


    দিনের শেষ খবর: মুফতি কাজী ইব্রাহীম সাহবে গ্রেফতার।

    এই খবর নিয়ে ঘুমাতে গেলাম।
    আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।

      Comments:
    • তর্কে না গিয়ে ইলম অর্জন করা ভালো। হাজার হাজার রিসোর্স আছে এখন সবার হাতের নাগালে। পড়তে থাকেন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।

      মানুষের কথা অধিকাংশ ক্ষেত্রে হয় ফিল্টারড। @আশরাফুল মখলুকাত

    • এখন সময় নিয়ে এই "অধিকাংশ" এর যেই আয়াতগুলো দিলেন এগুলো তফসিরের সবগুলো কিতাবে ঘেটে দেখেন তফসিরকারীরা কি বলেছে।

      যদি "আধিকাংশ বলতে এখানে আধিকাংশ মসুলিমদের বুঝাচ্ছে" এই রকম কোনো কথা কোনো তফসিরের বইয়ে না পান, তবে ধরে নেন আপনাকে একটা ক্ষুদ্র দল ভুল বুঝাচ্ছে।

      একেবারে সিম্পল।

      @আশরাফুল মাখলুকাত

    • "এখানে অধিকাংশ বলতে মুসলিম ও অমুসলিম উভয়কেই বোঝায়!" <-- এটা কি আপনার তফসির?
    • //I habe no deep knowledge!// এজন্য বলছি সময়টা ইলম অর্জনে ব্যয় করতে। তর্কে লাভ নেই।

      এবং তর্কে জিতার জন্য যে ইলম অর্জন করলো তার ব্যপারেও হুশিয়ারি আছে। @আশরাফূল মখলুকাত।

    • ৩ নম্বরটা হলো কোরআন শরিফ পড়ে সে প্রথমে অনেক ভালো হয়ে যাবে।

      এর পর সে সবাইকে কাফের বলতে থাকবে যারা ঐ রকম ভালো না, বা কোরআনের হুকুম মত চলে না।

      এর পর যাদেরকে সে কাফের মনে করে, তাদেরকে হত্যায় নামবে।

      তখন সে নিজেই কুফরিতে পড়ে যাবে অন্য মুসলিমকে হত্যার জন্য, বা অন্য মুসলিমকে কাফের বলার জন্য।

    7-Sep-2016 12:14 am

    7-Sep-2016 2:46 pm


    বড় ভাই:

    ফেসবুকিস্টরা আমাকে ভাই ডাকবে নাকি চাচা ডাকবে এটা নিয়ে কনফিউশন আছে। বয়সে আমি এত বড় যে অধিকাংশের ভাইয়ের রেঞ্জে পড়ি না আবার চাচা ডাকলেও টাক মাথা সাদা দাড়ি কোনো ভদ্রলোকের কথা মনে পড়ে। আমি তো আর টাক মাথা... oops :-P ... সরি! ভুলে যান। :-P


    আজকে RAB এর বানী: "বড়-ভাই যদি ইসলামি প্রচার করতে আসে, তাহলে আমাদেরকে খবর দিন।" ভাইয়েরা আমার! আমি কারো বড় ভাই না!! আমাকে বরং দাদাই ডাকুন। :-P


    "...দাদা বলে ডাকো যদি গলা দেবো টিপে"
    হুম! তাহলে আর কোনো পথ খোলা আছে?

    7-Sep-2016 2:46 pm

    7-Sep-2016 3:27 pm


    কোরআন শরিফ থেক যতটুকু মুখস্ত করবেন ততটুকুই জীবনে কাজে আসবে। মুখস্ত করার জন্য নির্দিস্ট কোনো বয়স নেই। সাহাবা কিরামগন সবাই বয়স্ক হয়েই হাফেজ হয়েছেন।

    জীবনে যা কিছু শিখেছি তার খুব কমই কাজে এসেছে।

    তবে সবচেয়ে বেশি কাজে এসেছে কোরআন শরিফ থেকে যা মুখস্ত করেছি সেটা।

    আল্লাহ তায়ালা যেন আমাদের উত্তম কাজে বেশী সময় দেয়ার তৌফিক দেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    7-Sep-2016 3:27 pm

    7-Sep-2016 3:59 pm


    একটা dilemma তে পড়েছি। এই আইডি থেকে আমি কোনো তর্ক চালাতে চাচ্ছি না।

    যে যার আইডলজি-মত-পথ-ব্যক্তিকে অনুসরন করলে আমার কোনো আপত্তি নেই। তর্কের প্রয়োজন দেখছি না।

    এখানে তর্ক চলতে দিলে আরো তর্কবাগিশ জমে যাবে।
    এর পর গালা-গালি রিপোর্টিং আরম্ভ হয়ে যাবে।

    বিরোধিদের সাথে মত বিনিময় আমার উদ্দ্যেশ্য না।
    পরিচিতদের সাথে মত বিনিময় আমার উদ্যেশ্য।

    তাই বিরোধি মতের সবাইকে ব্লক করে দেবো কিনা চিন্তা করছি।

      Comments:
    • অপরিচিত কেউ ফ্রেন্ড লিস্টে নেই। এবং ফ্রেন্ড লিস্টে ১০০ জনেরও কম।
      তাই কমেন্ট রেসট্রিকটেড করা এই অবস্থায় আমার জন্য ঠিক প্রেকটিক্যল না। :-) করলে অনেককে ফ্রেন্ডলিস্টে আনতে হবে শুধু মাত্র কমেন্টে এক্সেস দেবার জন্য।
    • Ashraful Alam, তর্ক শেষ কারন আমি তর্কে রিপ্লাই দেই নি। এখন এই কমেন্টগুলো ধরে সবগুলো ডিলিট করে আইডিগুলো ব্লক করে দেবো কিনা সেটা চিন্তা করছি।
    • করে দিয়েছি :-P
    • আপনি আমেরিকার দলে।

    7-Sep-2016 3:59 pm

    7-Sep-2016 10:48 pm


    Nostalgic 70s: This one was also one of the videos that I remember being repeatedly played on TV when I was young.

    Later learnt that it was the famous hall meeting, when Saddam suddenly declared his coup, and came to power in Iraq.

    https://www.youtube.com/watch?v=iYcNx_ysnj4

    7-Sep-2016 10:48 pm

    8-Sep-2016 2:38 pm


    "গরু কেনাটা সবচেয়ে বড় চ্যলেঞ্জ না। বরং গরু জিতে কিনা এবং প্রতিবেশিদের সাথে কম্পিটিশনে নামা কে সবচেয়ে বেশি জিতে গরু কিনেছে এটা হলো বড় চ্যলেঞ্জ।
    ঠকে গরু কিনলে এলাকায় মুখ দেখাবো কিভাবে?" ~ জনৈক। :-P
    _____
    আমার টিপস:

    - গরু কেনার সময় জিতে কিনা কে টার্গেট করবো না। অসুস্থ গরু জুটতে পারে যেটা ব্যপারি ছেড়ে দেবে, অথবা ঘুরতে ঘুরতে শেষে কোনো গরুই কিনতে পারবো না।

    - শেষের দিকে দাম কমে যাবে, এই আশায় দেরি করবো না। আগেই বাজারের দামে কিনে নেবো, ইনশাল্লাহ। ব্যপারিরা শেষে লস খেলে, এটা আমার কোনো আনন্দের বিষয় না।

    - বাজেট নির্দিষ্ট রেখে সাদা গরু কিনলে যে সাইজ পাবো, লাল গরু কিনলে তার থেকে ছোট সাইজ পাবো। হাশরের মাঠে সাইজটা আমার বেশি উপকারে আসবে নাকি কালার সেটা হলো প্রশ্ন।

    8-Sep-2016 2:38 pm

    8-Sep-2016 4:40 pm


    মৃত্যুর তিন দিন আগে এই স্টেটাস দিয়েছিলেন। আমরা অল্লাহর কাছে ফিরে যাবো।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    8-Sep-2016 4:40 pm

    9-Sep-2016 12:34 am


    Life abroad isn't what it used to be.

    Being hated in a foreign land makes you far more emotionally upset than in your own land.

    By the end of the day, we all shall return to Him, no matter in which land we are living.

    This post had an attachment, which is now missing

    9-Sep-2016 12:34 am

    9-Sep-2016 5:07 am


    Dearest creature in creation
    Studying English pronunciation,
    I will teach you in my verse
    Sounds like corpse, corps, horse and worse.

    I will keep you, Susy, busy,
    Make your head with heat grow dizzy;
    Tear in eye, your dress you'll tear;
    Queer, fair seer, hear my prayer.

    Pray, console your loving poet,
    Make my coat look new, dear, sew it!
    Just compare heart, hear and heard,
    Dies and diet, lord and word.

    Sword and sward, retain and Britain
    (Mind the latter how it's written).
    Made has not the sound of bade,
    Say-said, pay-paid, laid but plaid.

    Now I surely will not plague you
    With such words as vague and ague,
    But be careful how you speak,
    Say: gush, bush, steak, streak, break, bleak ,

    Previous, precious, fuchsia, via
    Recipe, pipe, studding-sail, choir;
    Woven, oven, how and low,
    Script, receipt, shoe, poem, toe.

    Say, expecting fraud and trickery:
    Daughter, laughter and Terpsichore,
    Branch, ranch, measles, topsails, aisles,
    Missiles, similes, reviles.

    Wholly, holly, signal, signing,
    Same, examining, but mining,
    Scholar, vicar, and cigar,
    Solar, mica, war and far.

    From "desire": desirable-admirable from "admire",
    Lumber, plumber, bier, but brier,
    Topsham, brougham, renown, but known,
    Knowledge, done, lone, gone, none, tone,

    One, anemone, Balmoral,
    Kitchen, lichen, laundry, laurel.
    Gertrude, German, wind and wind,
    Beau, kind, kindred, queue, mankind,

    Tortoise, turquoise, chamois-leather,
    Reading, Reading, heathen, heather.
    This phonetic labyrinth
    Gives moss, gross, brook, brooch, ninth, plinth.

    Have you ever yet endeavoured
    To pronounce revered and severed,
    Demon, lemon, ghoul, foul, soul,
    Peter, petrol and patrol?

    Billet does not end like ballet;
    Bouquet, wallet, mallet, chalet.
    Blood and flood are not like food,
    Nor is mould like should and would.

    Banquet is not nearly parquet,
    Which exactly rhymes with khaki.
    Discount, viscount, load and broad,
    Toward, to forward, to reward,

    Ricocheted and crocheting, croquet?
    Right! Your pronunciation's OK.
    Rounded, wounded, grieve and sieve,
    Friend and fiend, alive and live.

    Is your r correct in higher?
    Keats asserts it rhymes Thalia.
    Hugh, but hug, and hood, but hoot,
    Buoyant, minute, but minute.

    Say abscission with precision,
    Now: position and transition;
    Would it tally with my rhyme
    If I mentioned paradigm?

    Twopence, threepence, tease are easy,
    But cease, crease, grease and greasy?
    Cornice, nice, valise, revise,
    Rabies, but lullabies.

    Of such puzzling words as nauseous,
    Rhyming well with cautious, tortious,
    You'll envelop lists, I hope,
    In a linen envelope.

    Would you like some more? You'll have it!
    Affidavit, David, davit.
    To abjure, to perjure. Sheik
    Does not sound like Czech but ache.

    Liberty, library, heave and heaven,
    Rachel, loch, moustache, eleven.
    We say hallowed, but allowed,
    People, leopard, towed but vowed.

    Mark the difference, moreover,
    Between mover, plover, Dover.
    Leeches, breeches, wise, precise,
    Chalice, but police and lice,

    Camel, constable, unstable,
    Principle, disciple, label.
    Petal, penal, and canal,
    Wait, surmise, plait, promise, pal,

    Suit, suite, ruin. Circuit, conduit
    Rhyme with "shirk it" and "beyond it",
    But it is not hard to tell
    Why it's pall, mall, but Pall Mall.

    Muscle, muscular, gaol, iron,
    Timber, climber, bullion, lion,
    Worm and storm, chaise, chaos, chair,
    Senator, spectator, mayor,

    Ivy, privy, famous; clamour
    Has the a of drachm and hammer.
    Pussy, hussy and possess,
    Desert, but desert, address.

    Golf, wolf, countenance, lieutenants
    Hoist in lieu of flags left pennants.
    Courier, courtier, tomb, bomb, comb,
    Cow, but Cowper, some and home.

    "Solder, soldier! Blood is thicker",
    Quoth he, "than liqueur or liquor",
    Making, it is sad but true,
    In bravado, much ado.

    Stranger does not rhyme with anger,
    Neither does devour with clangour.
    Pilot, pivot, gaunt, but aunt,
    Font, front, wont, want, grand and grant.

    Arsenic, specific, scenic,
    Relic, rhetoric, hygienic.
    Gooseberry, goose, and close, but close,
    Paradise, rise, rose, and dose.

    Say inveigh, neigh, but inveigle,
    Make the latter rhyme with eagle.
    Mind! Meandering but mean,
    Valentine and magazine.

    And I bet you, dear, a penny,
    You say mani-(fold) like many,
    Which is wrong. Say rapier, pier,
    Tier (one who ties), but tier.

    Arch, archangel; pray, does erring
    Rhyme with herring or with stirring?
    Prison, bison, treasure trove,
    Treason, hover, cover, cove,

    Perseverance, severance. Ribald
    Rhymes (but piebald doesn't) with nibbled.
    Phaeton, paean, gnat, ghat, gnaw,
    Lien, psychic, shone, bone, pshaw.

    Don't be down, my own, but rough it,
    And distinguish buffet, buffet;
    Brood, stood, roof, rook, school, wool, boon,
    Worcester, Boleyn, to impugn.

    Say in sounds correct and sterling
    Hearse, hear, hearken, year and yearling.
    Evil, devil, mezzotint,
    Mind the z! (A gentle hint.)

    Now you need not pay attention
    To such sounds as I don't mention,
    Sounds like pores, pause, pours and paws,
    Rhyming with the pronoun yours;

    Nor are proper names included,
    Though I often heard, as you did,
    Funny rhymes to unicorn,
    Yes, you know them, Vaughan and Strachan.

    No, my maiden, coy and comely,
    I don't want to speak of Cholmondeley.
    No. Yet Froude compared with proud
    Is no better than McLeod.

    But mind trivial and vial,
    Tripod, menial, denial,
    Troll and trolley, realm and ream,
    Schedule, mischief, schism, and scheme.

    Argil, gill, Argyll, gill. Surely
    May be made to rhyme with Raleigh,
    But you're not supposed to say
    Piquet rhymes with sobriquet.

    Had this invalid invalid
    Worthless documents? How pallid,
    How uncouth he, couchant, looked,
    When for Portsmouth I had booked!

    Zeus, Thebes, Thales, Aphrodite,
    Paramour, enamoured, flighty,
    Episodes, antipodes,
    Acquiesce, and obsequies.

    Please don't monkey with the geyser,
    Don't peel 'taters with my razor,
    Rather say in accents pure:
    Nature, stature and mature.

    Pious, impious, limb, climb, glumly,
    Worsted, worsted, crumbly, dumbly,
    Conquer, conquest, vase, phase, fan,
    Wan, sedan and artisan.

    The th will surely trouble you
    More than r, ch or w.
    Say then these phonetic gems:
    Thomas, thyme, Theresa, Thames.

    Thompson, Chatham, Waltham, Streatham,
    There are more but I forget 'em-
    Wait! I've got it: Anthony,
    Lighten your anxiety.

    The archaic word albeit
    Does not rhyme with eight-you see it;
    With and forthwith, one has voice,
    One has not, you make your choice.

    Shoes, goes, does *. Now first say: finger;
    Then say: singer, ginger, linger.
    Real, zeal, mauve, gauze and gauge,
    Marriage, foliage, mirage, age,

    Hero, heron, query, very,
    Parry, tarry fury, bury,
    Dost, lost, post, and doth, cloth, loth,
    Job, Job, blossom, bosom, oath.

    Faugh, oppugnant, keen oppugners,
    Bowing, bowing, banjo-tuners
    Holm you know, but noes, canoes,
    Puisne, truism, use, to use?

    Though the difference seems little,
    We say actual, but victual,
    Seat, sweat, chaste, caste, Leigh, eight, height,
    Put, nut, granite, and unite.

    Reefer does not rhyme with deafer,
    Feoffer does, and zephyr, heifer.
    Dull, bull, Geoffrey, George, ate, late,
    Hint, pint, senate, but sedate.

    Gaelic, Arabic, pacific,
    Science, conscience, scientific;
    Tour, but our, dour, succour, four,
    Gas, alas, and Arkansas.

    Say manoeuvre, yacht and vomit,
    Next omit, which differs from it
    Bona fide, alibi
    Gyrate, dowry and awry.

    Sea, idea, guinea, area,
    Psalm, Maria, but malaria.
    Youth, south, southern, cleanse and clean,
    Doctrine, turpentine, marine.

    Compare alien with Italian,
    Dandelion with battalion,
    Rally with ally; yea, ye,
    Eye, I, ay, aye, whey, key, quay!

    Say aver, but ever, fever,
    Neither, leisure, skein, receiver.
    Never guess-it is not safe,
    We say calves, valves, half, but Ralf.

    Starry, granary, canary,
    Crevice, but device, and eyrie,
    Face, but preface, then grimace,
    Phlegm, phlegmatic, ass, glass, bass.

    Bass, large, target, gin, give, verging,
    Ought, oust, joust, and scour, but scourging;
    Ear, but earn; and ere and tear
    Do not rhyme with here but heir.

    Mind the o of off and often
    Which may be pronounced as orphan,
    With the sound of saw and sauce;
    Also soft, lost, cloth and cross.

    Pudding, puddle, putting. Putting?
    Yes: at golf it rhymes with shutting.
    Respite, spite, consent, resent.
    Liable, but Parliament.

    Seven is right, but so is even,
    Hyphen, roughen, nephew, Stephen,
    Monkey, donkey, clerk and jerk,
    Asp, grasp, wasp, demesne, cork, work.

    A of valour, vapid vapour,
    S of news (compare newspaper),
    G of gibbet, gibbon, gist,
    I of antichrist and grist,

    Differ like diverse and divers,
    Rivers, strivers, shivers, fivers.
    Once, but nonce, toll, doll, but roll,
    Polish, Polish, poll and poll.

    Pronunciation-think of Psyche!-
    Is a paling, stout and spiky.
    Won't it make you lose your wits
    Writing groats and saying "grits"?

    It's a dark abyss or tunnel
    Strewn with stones like rowlock, gunwale,
    Islington, and Isle of Wight,
    Housewife, verdict and indict.

    Don't you think so, reader, rather,
    Saying lather, bather, father?
    Finally, which rhymes with enough,
    Though, through, bough, cough, hough, sough, tough??

    Hiccough has the sound of sup...
    My advice is: GIVE IT UP!

    - The Chaos

      Comments:
    • I gave up after reading about 15 lines.
      As usual, Youtube at rescue. :-D

      https://youtu.be/1edPxKqiptw?t=28s

    • মনে হচ্ছে তারা কোরবানী দিতে যাবে।

    9-Sep-2016 5:07 am

    9-Sep-2016 3:38 pm


    নির্বাচনে দাড়ানো এবং পোস্ট চাওয়া প্রসংগে দুটো হাদিস:

    আবূ বাকর ইবনু আবূ শায়বা ও মুহাম্মাদ ইবনু আলা (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন:

    আমি এবং আমার দু'চাচাত ভাই নাবী ﷺ এর নিকট উপস্থিত হলাম। ঐ দুই ব্যক্তির একজন বললো,
    : ইয়া রাসুলাল্লাহ! মহান আল্লাহ আপনাকে যে সমস্ত রাজ্যের কর্তৃত্ব প্রদান করেছেন তার কিছু অংশে আমাদেরকে আমীর নিযুক্ত করুন।

    অপরজনও অনুরূপ বললো।
    তখন তিনি বললেন,
    : আল্লাহর কসম! আমরা এমন কাউকে নের্তৃত্বে আসীন করিনা, যে তার জন্য প্রার্থী হয় এবং যে তার জন্য লালায়িত হয়।
    [ সহীহ মুসলিম - ৪৫৬৬ ]

    শায়বান ইবনু ফাররুখ (রহঃ) ... আবদুর রাহমান ইবনু সামূরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
    রাসুলুল্লাহ ﷺ আমাকে লক্ষ্য করে বললেন,

    : হে, আবদুর রাহমান! তুমি শাসন ক্ষমতা চাইবে না। কেননা, যদি তুমি তোমার চাওয়ার মাধ্যমে তা প্রাপ্ত হও, তবে তার দায়িত্ব তোমার উপর বার্তাবে। আর যদি তুমি চাওয়া ব্যতীত তা প্রাপ্ত হও, তবে এ ব্যাপারে তুমি (আল্লাহর তরফ থেকে) সাহায্য প্রাপ্ত হবে।
    [ সহীহ মুসলিম - ৪৫৬৪ ]

      Comments:
    • জনৈকরা গনতন্ত্রের বিরোধিতা করে বাই ফোর্স নিজেরা ক্ষমতা দখল করতে চায়। ঘুরে ফিরে ঐ ক্ষমতা চাওয়া।

    9-Sep-2016 3:38 pm

    9-Sep-2016 6:58 pm


    ফিতনার হাদিস সরকার বিরোধি আন্দোলনের পক্ষে কোনো হাদিস পাই নি বলে একজন বললো ফিতনার হাদিস না পড়ে সহিহ মুসলিমের "কিতাবুল ইমারাহ" বা "রাষ্ট্রক্ষমতা ও প্রশাসন" অধ্যায়টা পড়তে।

    http://habibur.com/kitab/hadith/book.muslim/part.134/?page=3

    9-Sep-2016 6:58 pm

    9-Sep-2016 7:26 pm


    এক জীবন পাড়ি দিয়েছি
    বহু পথ হেটে এসেছি
    সাক্ষাতের আশায়।

    তপ্ত মরুতে হেটেছি
    পাহাড় পেড়িয়ে এসেছি
    সাক্ষাতের আশায়।

    বয়সের ছাপ পড়েছে
    দাড়ি সাদা হয়েছে
    সাক্ষাতের আশায়।

    আমার কামাই, পিঠের বোঝা
    তবুও সাক্ষাতের আশা।

    ছিলো ভয়, ছিলো ভালোবাসা
    এর পরও সাক্ষাতের আশা।

    না কোনো দাবী, না আগুনের ভয়
    শুধু আছি সাক্ষাতের আশায়।

    9-Sep-2016 7:26 pm

    9-Sep-2016 9:22 pm


    মক্কায় হাজ্জীরা সবাই আজ সন্ধার পর থেকে মিনায় রওনা দেয়া আরম্ভ করবে ইনশাল্লাহ।

    সুন্নাহ হলো কালকে ফজরের নামাজ মক্কায় পড়ে। এশরাকের পর ইহরাম বেধে রওনা দিয়ে জোহরের আগে মিনায় পৌছে মিনায় জোহরের নামাজ পড়া। কিন্তু ভীড়ের কারনে আজ রাত থেকেই নেয়া আরম্ভ হয়।

    কালকে সকালে হেটে যেতে চাইলে, মারওয়া পাহাড় থেকে কিছু দূরে, দুটো টানেল আছে অন্য এক পাহাড়ের ভেতর দিয়ে। এটা দিয়ে হেটে ১ ঘন্টায় মিনা যাওয়া যায়। তবে কোনো অপরিচিত জায়গার ম্যপ দেখে গন্তব্য খুজে পাবার প্রেকটিশ না থাকতে এটা করা অনুচিৎ হবে।

    9-Sep-2016 9:22 pm

    10-Sep-2016 12:43 pm


    হজ্জে মিনার প্রথম দিন যে সমস্যা গুলো হয়, এবং সমাধান:

    সমস্যা: বাথরুমে বিশাল লাইন!

    সমাধান: নামাজের আগে বাথরুমে না গিয়ে নামাজের পরে যেতে হবে। নামাজের অগে প্রতি দরজায় ৬ জন করে থাকলে পরে ১ জনও থাকে না। আর এই ভীড় দেখে ভয় পাবার কিছু নেই। ভিড় শুধু প্রথম দিন থাকে। এর পর আর দেখা যায় না।

    সমস্যা: ছেলে-মেয়ে এক তাবুতে ঢুকিয়ে দিয়েছে কারন এজেন্সির লোক পর্দা বুঝে না। অথবা কোনো এক ফেমিলি তাবুতে ঢুকে আর কাউকে ঢুকতে দেবে না, কারন ভেতরে মহিলা আছে।

    সমাধান: সাধারনতঃ কিছুক্ষন অপেক্ষা করলেই এই সমস্যা সমাধান হয়ে যায়। ছেলে মেয়ে আলাদা তাবুতে ভাগ হয়ে যাবে। এর আগে চেচামেচি হয়, কিন্তু আমাকে চুপ করে সাইডে বসে থাকতে হবে। লা জিদারা ফিল হজ্জ -- হজ্জে ঝগড়া ঝাটি নেই।

    সমস্যা: নামাজ ২ রাকাত নাকি ৪ রাকাত পড়তে হবে এটা নিযে গন্ডোগোল। সালাফিদের মতে ২ রাকাত। হানাফিদের মতে ৪ রাকাত। শেষে আলাদা আলাদা জামাত।

    সমাধান: ইমাম সাহেব যত রাকাত পড়বেন, আমিও তত রাকাত।

    সমস্যা: বিকাল ৪ টা হয়ে যাচ্ছে, সবার পেট চু চু করছে। অন্য সব তাবুতে খাবার দিয়ে দিয়েছে, অমাদের কাফেলার খাবারের খবর নেই।

    সমাধান: না খেয়ে লম্বা সময় থাকার অভ্যাস করে আসতে হয়। ধর্য্য ধরে সবর করতে হয়। আগে থেকে কিছু খাবার সংগে রাখতে হয়।

    সমস্যা: মোবাইলের চার্জ দেবার সকেট একটা, মোবাই কয়েকশ।
    সমাধান: হজ্জে যাবার আগে ১০ গজ তারের একটা মাল্টিপিন কানেকটর বানিয়ে নিয়ে যেতে হবে। নিজেও ব্যবহার করতে পারবো, অন্য হাজ্জিদেরও উপকার হবে।

    সমস্যা: বিভিন্ন সমস্যা সমাধানের আন্দোলনে কেন শরিক হচ্ছি না, এটা নিয়ে ধমকা ধমকি। :-P "আপনারা বসে থাকলে তো হবে না!"

    সমাধান: ধমক খেয়েও হাসি মুখে চুপ করে বসে থাকতে হবে :-D কাজ করার জন্য কাফেলার লোক আছে।

    সমস্যা: প্রত্যেক তাবুতে মাইক লাগিয়ে এমন লম্বা বয়ান, দোয়া চলছে যে ঘুমাতে পারছি না। "ভাই জরুরী কথা! কেউ ঘুমাবেন না"

    সমাধান: :-D

    #HabibHajj

    10-Sep-2016 12:43 pm

    10-Sep-2016 7:49 pm


    আজকে ইশার পর থেকে হাজ্জিদের আরাফার মাঠে নেয়া আরম্ভ হবে। নিয়ম হলো কালকে ফজরের পর রওনা হওয়া। কিন্তু ভীড়ের কারনে রাত থেকেই নেয়া আরম্ভ হয়।

    রাতে আরাফায় গেলে সমস্যাগুলো:
    রাতে না ঘুমিয়ে বাসের জন্য রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করতে হবে। একটা বাস আসছে, ধাক্কাধাক্কি। আবার এর পরেরটার জন্য অপেক্ষা। এরকম।

    আরাফার মাঠে পৌছলেও রাতে ঘুমাতে পারবো না মশার জন্য। আরাফার মাঠে মশা আছে "নিম গাছ" আছে বলে। মিনাতে মশা নেই।

    টয়লেট আরাফায় আরো কম, স্বল্প সময় থাকতে হয় বলে।

    সমাধান,
    মুয়াল্লেমের লোকদের [এরা আরব] বলতে হবে: বরং কালকে সকালে আমি হেটে যাবো। বলে তাবুতে শুয়ে থাকতে হবে। ফজরের সময় নামাজ পড়ে, দেখবেন সব চলে গিয়েছে একটা বাস দাড়িয়ে আছে ফজরের পরের লাস্ট ব্যচ নিয়ে যাবে বলে। এরকম গোয়ার পাবলিক আরো দুচার জন থাকে :-) এদের সাথে চড়ে বসতে হবে।

    বাস না পাওয়া গেলে হেটে যেতে হবে। তাই হেটে আরাফায় যাবার মত সাহস, শক্তি, মানসিকতা না থাকলে এটা করা নিষেধ।

    এই সময়টা খুবই ইমোশোনাল সময়। বহু কস্ট করে বহু দূর থেকে আল্লাহ তায়ালা এই পর্যন্ত নিযে এসেছেন। এখন এই শেষ ২০ কিলোমিটার নিয়ে গেলেই হজ্জ হবে, ইনশাল্লাহ।

    এই পর্যন্ত এসেও আল্লাহ তায়ালা কিছু লোককে ফিরিয়ে দেন। এক দম্পতি মিনার প্রথম দিনের কস্ট দেখে, "আমরা হজ্জ করবো না, টাকা আছে পরে আবার আসবো" বলে মক্কায় ফিরে গিয়েছে। তাদেরকে "আর সামান্য একটু গেলেই হজ্জ হয়ে যাবে" বলে আটকানো যায় নি।

    কবুলিয়াত উনার হাতে।
    যাকে ডাকেন, সে লাব্বায়েক বলে হাজির হয়।
    উনি স্রষ্টা যা ইচ্ছে করেন। আমরা দাস।

    #HabibHajj

    10-Sep-2016 7:49 pm

    10-Sep-2016 11:12 pm


    habibur.com এর আপডেটস:

    আল বিদায়া ওয়ান্নিহায়ার ১ম থেকে ১০ খন্ডের ইফা অনুবাদকৃত ৬০০০ পৃষ্ঠার সবগুলো আপলোড করে সুচি দিয়ে ভাগ করে দেয়া হয়েছে।
    এর পরের কাজ হবে এগুলো প্রথমে যতটুকু পারা যায় অটো কারেক্ট করা। এর পর ম্যনুয়ালি কারেক্ট করা
    http://habibur.com/kitab/bidaya1/

    নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান এ আরো ২০০ হাদিসের অনুবাদ দেয়া হয়েছে। এখন শুধুমাত্র ৪০ টার মত বাকি আছে।
    http://habibur.com/kitab/nuaim/

    এর পর কোন বই দেয়া যায় সেটা চিন্তা করছি। বইয়ের কপিরাইট থাকলে এগুলো দেয়া উচিৎ হবে না। মাসলা মাসায়েল আর শরিয়ার বইগুলো দেয়ার প্রয়োজন বোধ করছি।

    "ফতোয়ায়ে আলমগিরী" দিতে পারলে ভালো হতো কিন্তু কপিরাইটওয়ালারা আপত্তি করবে। ইফার হিদায়ার চার খন্ড এর পরিবর্তে দিতে পারি। বেহেস্তি জেওরের অনেক পুরানো কোনো অনুবাদ থাকলে সেটাও দেয়া যায় যেটার কপিরাইট এখন আর নেই।

    10-Sep-2016 11:12 pm

    11-Sep-2016 10:38 am


    at গরুর হাট's




    11-Sep-2016 10:38 am

    11-Sep-2016 2:35 pm


    আরাফার দিনের টিপস:

    - রোজা না রাখলেও এই দিন রাসুলুল্লাহ ﷺ সারা দিন প্রায় কিছু খান নি। প্রচুর খাবার বিতরন করা হয়, কিন্তু বেশি খেলে বার বার টয়লেটে যেতে হবে।

    - তাবুতে বসে থাকলে হজ্জের খুতবা শুনা যাবে না। তাই ট্রেকার জেনারেশনের উচিৎ জোহরের আগে মসজিদে নামিরার কাছে গিয়ে খুতবা শুনে জোহর-আসর একসাথে পড়ে নেয়া। মোবাইলে GPS ট্রেকিং জানা না থাকলে হারিয়ে যেতে হবে।

    - প্রচন্ড গরমের কারনে এইদিন বেশি আবেগ অনুভুতি না আসলেও চিন্তিত হবার কারন নেই। হাজিরা আর দোয়া করাটা মুখ্য। হজ্জের অনুভুতির ধাক্কা আসে হজ্জ শেষ হবার পরে।

    - জোহরের সময়ে রোদের জন্য তাবুতে বসে থাকতে হয়। রাসুলুল্লাহ ﷺ আসরের পর বেরিয়ে গিয়ে টিলার উপর উঠে দোয়া করেছিলেন।

    _______
    Trackers Only: পায়ে হেটে হজ্জ।

    মিনা থেকে পায়ে হেটে রওনা দিতে হবে আজকে ইশরাকের পর। আরাফার মাঠ চার ঘন্টার রাস্তা। তবে বাংগালিরা যেখানে তাবু নেয় সেখান থেকে আরাফার দূরত্ব আড়াই ঘন্টা এবং সেখান থেকে মিনা দেড় ঘন্টা।

    সংগে একটা ছাতা, মাদুর আর দুই লিটার পানি ও কিছু খাবার নিতে হবে। পথে লক্ষ লক্ষ লোক লাব্বাইক বলতে বলতে যেতে থাকবে। তাই দুরত্বের কোনো কস্ট লাগবে না ইনশাল্লাহ। হাটার রাস্তা আর গাড়ির রাস্তা আলাদা। তাই রাস্তায় কোনো গাড়ি থাকবে না, সাবই হাটছে।

    সকাল ১০-১১ টার দিকে আরাফায় পৌছে মাঠের বাইরে বিশ্রাম নিতে পারেন। রাসুলুল্লাহ ﷺ জোহরের নামাজ আরাফার বাইরে পড়ে, এর পর আরাফার মাঠে ঢুকেছিলেন।

    মসজিদে নমিরায় ঢুকে যেতে হবে। গেটে প্রচন্ড ভীড় দেখে ঘাবড়ানোর দরকার নেই। সামনে হাটতে থাকলে দেখা যাবে ভীড় শেষ হয়ে বিশাল এলাকা খালি পড়ে আছে।

    মসজিদে নামিরার সামনের অর্ধেক হলো আরাফার বর্ডারের বাইরে। এখানে অপেক্ষা করতে হবে নামাজের জন্য। নামাজের আগে অজু লাগলে বোতলের আধাগ্লাস পানি দিয়ে ওজু করে নিতে হবে। ইউটুবে আছে কিভাবে আধাগ্লাস পানি দিয়ে ওজু করতে হয়।

    খুতবার পর জোহর-আসর একসাথে পড়াবে। এর পর সবাই বেরুনো আরম্ভ করবে। কিন্তু এখন বের হতে গেলে প্রচন্ড ভীড়ে পড়তে হবে দরজায়, রাস্তায়, সব জায়গায়।

    বরং মসজিদের পেছনে আরাফার-অংশে চলে আসতে হবে। এখানে দুপুরটা কাটিয়ে ভীড় আর সূর্যের তাপ একটু কমে গেলে বাইরে বের হয়ে দোয়া। সন্ধ্যা পর্যন্ত।।

    #HabibHajj

    11-Sep-2016 2:35 pm

    11-Sep-2016 11:48 pm


    Joke:

    এক লোক গেছে ড্রাইভিং লাইসেন্স আনতে।

    তারে দেখানো হলো জেব্রা ক্রসিংয়ের ছবি,গিয়ারবক্স, রোড সাইন এগুলো।
    সে বলল- কিছুই চিনি না।

    পরিদর্শক বললেন, ‘তোমার তো বেসিকই নাই, লাইসেন্স দেয়া হবে না… ইনাদের কে চিনো?’

    লোকটি বলল, ‘চিনিঃ একজন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, আরেকজন নৌ মন্ত্রী শাজাহান খান।’

    পরিদর্শক লিখে দিলেন, ‘লাইসেন্স দেয়া যেতে পারে। কারন মন্ত্রী বলেছেন গরু ছাগল চিনলে লাইসেন্স দেয়া যাবে’…..!

    11-Sep-2016 11:48 pm

    12-Sep-2016 6:02 am


    Clinton "faints" in 9/11 memorial. Diagnosed with pneumonia. Her rating slipped in crucial swing states, and now it's very likely that Trump might actually win the election. :-D

    Never forget!
    Make America great again.
    Trump for President, 2016!

    12-Sep-2016 6:02 am

    12-Sep-2016 3:04 pm


    প্রথমে কিছু খারাপ টিপস:

    পাশের কেউ বড় গরু কোরবানী দিচ্ছে? তাকে ডিসক্রেডিট করার দুটো টিপস: :-P

    [ টিপসগুলো কমন। অন্যান্য ক্ষেত্রেও অপছন্দের টার্গেটের উপর প্রয়োগ করা যায়। কোরবানীতে কিভাবে প্রয়োগ করবেন সেটা এখানে: :-D ]

    ১। প্রথমে, তার নিয়ত নিয়ে প্রশ্ন তুলতে হবে:
    উদাহরন:
    "কোরবানী তো গোস্ত খাওযার জন্য না।"
    "কাউকে দেখাবার জন্য নাম-জশ কামানোর জন্য কোরবানী না।"
    "আপনার নিয়ত খালেস কিনা পরখ করে দেখুন।"

    ২। দ্বিতীয়তঃ তার খারাপ কাজগুলোকে নিয়ে এসে তার ভালো কাজকে ডিসক্রেডিট করতে হবে। খারাপ গুলো সে করেছে কিনা নিশ্চিৎ হবার দরকার নেই। "সম্ভাব্য" হলেই চলে।
    উদাহরন:
    "লাখ টাকা জাকাত ফরজ হয়ে আছে তার খবর নেই, ৫-৬ লাখ টাকা দিয়ে কোরবানী"
    "ফরজ নামাজের খবর নেই, কুরবানির সুন্নাহ নিয়ে টানা টানি"

    __________
    এইবার নিজর জন্য কিছু ভালো টিপস: :-P
    ১। কার নিয়ত কি, সেটা আল্লাহ জানেন। নিয়ত অন্তরের ব্যপারে। অন্যের নিয়ত যাচাই করার দায়িত্ব বা ক্ষমতা আল্লাহ তায়ালা আমাকে দেন নি।

    ২। হাশরের ময়দানে আমার জবাব আমাকে দিতে হবে। মানুষের পাপের জবাব আমাকে দিতে হবে না। তাই উপদেশ সর্বপ্রথম নিজের গুনাহকে লক্ষ্য করে দিতে হয়, অন্যের গুনাহকে না।

    12-Sep-2016 3:04 pm

    12-Sep-2016 4:05 pm


    তোমরা যারা শাহবাগী আছো। তোমাদের মাওলানা সাহেবের ফতোয়া চলে এসেছে।
    ব্যসিক্যলি: "মনের পর্দাই বড় পর্দা।"

    sarcasm aside. পুরোটা পড়লাম। He was stuttering in the interview. মনে হলো উনি কোন পক্ষে কথা বলবেন বুঝে উঠে পারছিলেন না। একবার এই পক্ষে আরেকবার অন্য পক্ষে।

    Not surprisingly উনাকে কেন্দ্র করেই আল্লাহ তায়ালা এখন কওমি উলামাদের দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন।

    http://www.kalerkantho.com/online/lifestyle/2016/09/12/404824

      Comments:
    • "Once you realize what a joke everything is, being the Comedian is the only thing that makes sense." - The Watchmen. :-D

      That being said, এটা সিরিয়াস টোন নিযে লিখাগুলো লিখতে পারি। But then these will start to gain more attention than needed.

    • তাহলে কি করবো ভাইজান? আপনি বরং একটা পথ বাতলে দেন।
    • কি করলে গিট্টু লাগবে না সেটা বলতে হবে।
    • মানে আপনি বলছেন আমাকে অন্যান্য ফেসবুক ইসলামিস্টদের সাথে পাল্লা দিতে হপে?
    • মানে ফেসবুক ছেড়ে দিতে বলছেন?
    • বদানুবাদ না। Friendly advice. আপনি হুকুম দিলে শিরোধার্য্য।

    12-Sep-2016 4:05 pm

    12-Sep-2016 5:12 pm


    (আগের এক স্টেটাসের এটা নন-সারকিস্টিক ভার্শন)

    মানুষের বিশাল গরু কোরবানী দেয়া নিয়ে অনেক সময় আমরা এই রকম কমেন্ট করি:

    "কোরবানী তো গোস্ত খাওযার জন্য না।"
    "কাউকে দেখাবার জন্য নাম-জশ কামানোর জন্য কোরবানী না।"
    "আপনার নিয়ত খালেস কিনা পরখ করে দেখুন।"
    "লাখ টাকা জাকাত ফরজ হয়ে আছে তার খবর নেই, ৫-৬ লাখ টাকা দিয়ে কোরবানী"
    "ফরজ নামাজের খবর নেই, কুরবানির সুন্নাহ নিয়ে টানা টানি"

    তবে সত্য হলো এই কথাগুলো দ্বারা যত না অন্যের পরিশুদ্ধি হয়, তার থেকে বেশি নিজের অন্তরের সংকির্নতার প্রকাশ পায়।

    প্রথমতঃ আমি অন্যের নিয়ত নিয়ে প্রশ্ন তুলছি, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না।
    দ্বিতীয়তঃ তার জাকাত হয় কিনা, বা গোপনে দেয় কিনা সেসব আমি নিশ্চিৎ না জেনেই খারাপটা ধারনা করে আছি।
    তৃতীয়তঃ অন্যান্য গুনাহ আছে বলে কারো কোরবানীর ওয়াজিব মাফ হয়ে যাবে, সেটাও না। তাকে কোরবানী দিতে হবে, নচেৎ অন্য গোনাহ এর সাথে কোরবানী না দেবার গুনাহ যোগ হবে। মানে গুনাহ বাড়বে।

    আল্লাহ তায়ালা আমাদের অন্তরের সংকির্নতা আর মুসলিমদের দোষ ধরা থেকে রক্ষা করুন।

      Comments:
    • আমার এই টিপস নিজে এক্সিকিউট করার জন্য না। অন্যে যখন করতে থাকে তখন সে কি করছে এটা বুজে তাকে ইগনোর করা বা তার থেকে নিজেকে রক্ষা করার জন্য।

    12-Sep-2016 5:12 pm

    12-Sep-2016 7:15 pm


    তোমরা যারা এখনো "ক্লিনটন ক্লিনটন" করছো। :-D

    https://www.youtube.com/watch?v=8xezBbim1Ec

    12-Sep-2016 7:15 pm

    12-Sep-2016 7:47 pm

    12-Sep-2016 10:06 pm


    কুরবানীর সাইজ সম্পর্কিত ৩টি হাদিস:


    কুতায়বা (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে কুরবানীর ঈদে প্রত্যক্ষ করেছি। তিনি খুতবা প্রদান শেষ করে মিম্বর থেকে নেমে এলেন। একটি মেষ আনা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেটিকে যবাহ করলেন। বললেন, ''বিসমিল্লাহি আল্লাহ আকবর। এটি হল আমার পক্ষ থেকে এবং আমার উম্মাতের মধ্যে যারা কুরবানী দিতে পারেনি তাদের পক্ষ থেকে।''
    [ সুনান তিরমিজী - ১৫২৭ ]
    এই সূত্রে হাদীসটি গারীব।


    সালামা ইবনু শাবীব (রহঃ) আবূ উমামা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম কুরবানী হল মেষ আর সর্বোত্তম কাফন হল হুল্লা।
    [ সুনান তিরমিজী - ১৫২৩ ]
    এই হাদীসটি গারীব।


    ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) 'আতা ইবনু ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ আইয়্যুব রাদিয়াল্লাহু আনহ-কে জিজ্ঞাসা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে কুরবানী কেমন হতো?

    তিনি বললেন, একজন নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে একটি বকরী কুরবানী করতো, নিজেরাও খেত অনূদেরকেও খাওয়াতো। শেষে লোকেরা এ বিষয়ে প্রতিযোগিতা করে বাহাদুরী প্রদর্শন শুরু করল। ফলে তা-ই হয়েছে তুমি যা দেখেছ।
    [ সুনান তিরমিজী - ১৫১১ ]

      Comments:
    • জানা নেই।

    12-Sep-2016 10:06 pm

    12-Sep-2016 11:45 pm


    ঈদ তার জন্য না যে নতুন জামা পড়ে
    ঈদ তার জন্য যে আল্লাহর পথে চলে।

    ঈদ তার জন্য না যার সুন্দর কাপড় আর গাড়ি,
    ঈদ তার জন্য যার নেকির পাল্লা ভারি।

    ঈদ তার জন্য না যার ঘর সজ্জিত
    ঈদ তারা জন্য যে ক্ষমা প্রাপ্ত।

    ঈদ তারা জন্য না যে নতুন জামায় প্রীত
    ঈদ তার জন্য, যে ঐ দিনের ভয়ে ভীত।

    ঈদ তার জন্য না যে দামি কাপড় কিনে
    ঈদ তার জন্য যে নিজের রাস্তা চিনে।।

    ______
    ছোটকাল থেকে ঈদের নামাজের খুতবায় এই ধরনের কথাগুলো শুনে এসেছি।

    লাইছাল ঈদ লিমান লাবাছা আল জাদিদ,
    ওয়ালাকিন্নার ঈদ লিমান....

    অর্থ, ঈদ তার জন্য না যে ___
    বরং ঈদ তার জন্য যে ____

    একসময় ধারনা করতাম এগুলো বোধহয় হাদিস। আজকে জানলাম, হাদিস না এগুলো খুতবার জন্য লিখা। সব দেশেই ঈদের খুতবায় পড়া হয়।

      Comments:
    • it's being said that anyone who has lived for 60 years, has personally witnessed 1% of all known human history.

      As known huaman history runs back up to 4000 BC only.

    • Historically চলে আসছে। নির্দিস্ট কেউ লিখেছে এটা পাই নি।

    12-Sep-2016 11:45 pm

    13-Sep-2016 2:40 pm


    পৃথিবীর চারিদিকে নদী হটাৎ করে রক্তলাল হয়ে যাচ্ছে।
    যেমন:

    রাশিয়াতে:
    http://gizmodo.com/why-this-russian-river-suddenly-turn-blood-red-1786336790

    চীনে:
    http://www.dailymail.co.uk/news/article-2706522/Red-China-Villagers-baffled-river-suddenly-turns-colour-blood-overnight.html

    ইরানে:
    http://news.nationalgeographic.com/2016/08/why-giant-green-lake-turned-blood-red-iran-algae/

    মেক্সিকোতে:
    https://www.sott.net/article/313800-Lagoon-becomes-blood-red-in-Mexico

    মিশরে:
    http://www.dailymail.co.uk/sciencetech/article-3519683/The-incredible-blood-Nile-picture-shows-river-running-red-s-actually-vegetation.html

    এবং, সম্প্রতি বাংলাদেশে :-P



      Comments:
    • এটাকে কি গিট্টু পোস্ট বলা যায় ফ্রেন্স? Mohammad Zahidul Alam

    13-Sep-2016 2:40 pm

    13-Sep-2016 2:57 pm


    (নন-সারকাস্টিক ভার্শন)

    আজকে ঠিক সকাল ৮টায় কোরবানী আরম্ভ হবার সময় প্রচন্ড বৃষ্টি ঢাকা শহরে। সব ধুয়ে যাচ্ছে। এর মাঝেই ঘরে ঘরে কোরবানী। বৃষ্টির পানিতে কোরবানীর রক্ত ভেসে শহরের অলি গলিতে একেবারে আক্ষরিক রক্তের বন্যা।

    মনে পড়লো ইদানিং কিছু weird news. যেখানে রাশিয়া, চীন, ইরানে নদীর পানি রক্ত লাল হয়ে গিয়েছে হটাৎ করে। কিন্তু এগুলো পরিবেশ দুষনের কারনে। পাশের ফ্যক্টরি নদীতে ক্যমিক্যল ছেড়ে দিয়েছে, বা নদীতে এলজি জন্মেছে এসব কারেন।

    এগুলোতে বিশেষ কোনো "নিদর্শন" নেই, যদি কেউ খুজি।

      Comments:
    • আমি ধরে নিয়েছি সবগুলো অরিজিনাল।

    13-Sep-2016 2:57 pm

    13-Sep-2016 5:56 pm


    ঈদের দিন থেকে আর হেইট পোস্ট, সারকাস্টিক পোস্ট এসব দেবো না চিন্তা করছিলাম। Think Positive. কিন্তু ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। :V

    এনিওয়ে, আজকে মাওলানা ফরিদুউদ্দিন মাসুদের ইমামতিতে দেশের বৃহত্তম ঈদের জামাত অনুস্ঠিত হচ্ছে "সোয়া লাখ মুসুল্লির" মাঠ, শোলাকিয়াতে। :V তার ছবি।

    শষ্যের চেয়ে টুপি বেশি, মানে মুসুল্লির থেকে rab এর কালো টুপি বেশি। :V

    Deja-vu anyone? শাহবাগের শেষ দিনগুলোর কথা মনে পড়ে?

    13-Sep-2016 5:56 pm

    14-Sep-2016 7:34 am


    Dhaka's blood river gets international media coverage, not surprisingly.

    http://www.abc.net.au/news/2016-09-14/dhaka-streets-run-with-blood-after-eid-sacrifices-heavy-rain/7843222

      Comments:
    • সন্দেহ থাকলে যে আলেমদের আপনি অনুসরন করেন তাদের থেকে জেনে নিয়ে, তাদেরটাই অনুসরন করেন।
    • বাসায় আসার খবর নেই, শুধু ফেসব...

    14-Sep-2016 7:34 am

    14-Sep-2016 2:54 pm


    খৃস্টান ধর্মে পাপের জন্য তৌবা করতে হলে পাপকে প্রকাশ করতে হয়। কোনো পাদ্রীর কাছে গিয়ে বলতে হয় আমি এই করেছি সেই করেছি। এবং এভাবে যেই পাপের কথা প্রকাশ করবে শুধু সেই পাপের গুনাহ মাফ হবে। এটাকে বলে কনফেশন। এবং এ জন্য পাপীকে তার জীবনের সব পাপের কথা প্রকাশ করতে উৎসাহ দেয়া হয়।

    ইসলাম ধর্মে পাপকে গোপন রাখতে উৎসাহ দেয়া হয়েছে। আল্লাহর কাছে গোপনে তৌবা করার পর নিজের পাপকে প্রকাশ করলে ঐ পাপের শাস্তি আবার ফিরে আসার সম্ভাবনা আছে যেটা আল্লাহ তায়ালা মাফ করে দিয়েছিলেন।

    আল্লাহ তায়ালা আমাদের যার যার পাপকে ক্ষমা করুন এবং গোপন রাখুন।

      Comments:
    • আমাকে দাওয়াত দেন নাই।
    • শুনে আনন্দিত হলাম :-D

    14-Sep-2016 2:54 pm

    14-Sep-2016 7:02 pm


    গরু:

    ধারনা ছিলো ইন্ডিয়ার গরু না এলে শুধু এই দেশের গরু দিয়ে কোরবানীর চাহিদা পূর্ন হবে না। এই বছর ইন্ডিয়ার গরু আসে নি। এর পরও শেষে ঢাকায় গরু অতিরিক্ত হয়েছে। ব্যপারিরা পানির দামে বিক্রি করেছে, আর কেউ লস দিয়ৈ গরু ফিরিয়ে নিয়ে গিয়েছে।

    কোরবানির জন্য ইন্ডিয়ার গরু দরকার নেই, Proven.


    যেই গরুগুলোকে কোরবানী দেয়া হয়েছে সেগুলো পালা হয়েছে কোরবানী দেবার জন্য। কোরবানী নিষিদ্ধ হলে এগুলো ভারতের মত ছেড়ে দেয়া হতো রাস্তায়। এর পর না খেয়ে অনাহারে শত শত মরে পরে থাকতো, যেমন এখন হচ্ছে ইন্ডিয়াতে।

    তাই শেষে গরুটা ঠিকই মরবে: হয় অনাহারে মরবে, নয়তো কোরবানী হয়ে মরবে। পশু প্রেমীরা এই গরু গুলোকে জীবন ভর খাওয়াবে না।


    Just to balance off, গরুর গোস্ত খাওয়ার ব্যপারে যে উৎসাহিত করা হয়েছে তাও কিন্তু না। "গরুর গোস্তে রোগ, আর দুধে রোগমুক্তি" কথাটা একটা হাদিসে আছে। তাই কোরবানীর বাইরে শুধু খাবার জন্য হলে ছাগল, উট এগুলো খারাপ না।

    হাদিসটার রেফারেন্স নিজে নিজে খুজে নিতে হবে। এখানে google এর একটা হিট।
    http://islamqa.org/hanafi/seekersguidance-hanafi/85866

    14-Sep-2016 7:02 pm

    14-Sep-2016 7:41 pm


    কুরবানী না করে আল্লাহর নামে গরু ছেড়ে দিলেন আওয়ামি নেত্রী।
    "একটা গরুর জীবন বাচালাম। ভোগ না করে ত্যগ করলাম। আল্লাহু আকবার।"

    তুমরা যারা বিংশ শতাব্দিতে এসে এখনো গরু কুরবানী করো :-D :V :V

    নন-সারকাস্টিক ভাবে এই খবর পরিবেশনের উপায় কেউ আমাকে জানালে খুশি হবো। :-P

    নেত্রীর পোস্টের লিংক কমেন্টে।

      Comments:
    • https://www.facebook.com/photo.php?fbid=1047408082040956&set=a.733261930122241.1073741826.100003153238796&type=3&theater

    14-Sep-2016 7:41 pm

    14-Sep-2016 10:34 pm


    অনেকের ধারনা মানুষের প্রশংসা মানে খারাপ। কারন ইসলামের পক্ষে থাকলে মানুষ নিন্দা/বিরোধিতা করবে। এর বিপরিত ৪ টি হাদিস:

    রাসুলুল্লাহ ﷺ বলেছেন: অচিরেই তোমরা জান্নাতী লোকেদেরকে জাহান্নামীদের থেকে পৃথকভাবে চিনতে পারবে।

    তারা বলেন, হে আল্লাহর রাসূল! তা কিভাবে?

    তিনি বলেন: সুপ্রশংসা ও কুপ্রশংসা দ্বারা। তোমরা যে মৃতের প্রশংসা করবে সে জান্নাতী এবং যে মৃতের দুর্নাম করবে সে জাহান্নামী। তোমরা (পৃথিবীতে) পরস্পরের বিরুদ্ধে আল্লাহর সাক্ষী।
    [ সুনানে ইবনে মাজাহ - ৪২২১ ]

    এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি ভালো কাজ করলে কিভাবে জানতে পারবো যে, আমি ভালো কাজ করেছি এবং মন্দ কাজ করলেই বা কিভাবে বুঝবো যে,আমি মন্দ কাজ করেছি?

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন তোমার প্রতিবেশী বলে যে, তুমি ভালো কাজ করেছো, তবেই তুমি ভালো কাজ করেছো এবং যখন তারা বলে যে, তুমি মন্দ করেছো তবেই তুমি মন্দ কাজ করেছো।
    [ সুনানে ইবনে মাজাহ - ৪২২২ ]

    এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললো, আমি কিভাবে জানবো, যখন আমি ভালো কাজ করি এবং যখন আমি মন্দ কাজ করি?

    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে, তুমি ভালো কাজ করেছো, তবেই তুমি ভালো কাজ করেছো। আর যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে, তুমি মন্দ কাজ করেছো, তবেই তুমি মন্দ কাজ করেছো।
    [ সুনানে ইবনে মাজাহ - ৪২২৩ ]

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ মানুষের উত্তম প্রশংসায় যার দু' কান পূর্ণ করেছেন এবং সেও তা শুনতে পেয়েছে, এমন ব্যক্তিই জান্নাতের অধিবাসী। তিনি যার কান মানুষের দুর্নামে পূর্ণ করেছেন এবং সেও তা শুনতে পেয়েছে, এমন ব্যক্তিই জাহান্নামী।
    [ সুনানে ইবনে মাজাহ - ৪২২৪ ]

      Comments:
    • জীবনে ব্যলেন্স করে চলতে হয়। ব্যলেন্স বলতে বুঝাচ্ছি মধ্যপন্থা এবং মধ্যরাস্তা।

      যখন আমার চোখে মনে হয় অধিকাংশ মুসলিমই বিপথগামী -- তখন আমি ধরে নেই আসলে আমি নিজেই ভুল পথে সরে গিয়েছি। আমার নিজের পথ সংশোধন করতে হবে। এবং সঠিক পথ আবার নতুন করে খুজে নিতে হবে।

      অমি এভাবে দেখি।

    14-Sep-2016 10:34 pm

    15-Sep-2016 8:06 am


    আমেরিকার সরকার ৪৫ হাজার ঘোড়া মেরে ফেলার প্লেন করেছে গরুর ফার্ম করার জন্য। কয়েকদিন ধরে মিডিয়ায় এটা নিউজ।

    http://www.telegraph.co.uk/news/2016/09/14/us-government-could-kill-45000-wild-horses/

    Rings a bell? ইন্টারেস্টিং কারন: "...শেষ যুগে ঘোড়ার দাম কমে যাবে, ষাড়ের দাম বেড়ে যাবে। ঘোড়ার দাম কমে যাবে কেন? কারন যুদ্ধে ঘোড়া আর ব্যবহৃত হবে না। ষাড়ের দাম বেড়ে যাবে কারন জমি চাষ করতে ষাড় লাগবে।"

    http://sunnah.com/ibnmajah/36/152

    তবে কথাগুলো বর্তমান যুগের জন্য না, বরং বলা হয়েছে ঈসা আ: এর পরবর্তি যুগে।

    এখন এটা আগাম বাতাস।

    15-Sep-2016 8:06 am

    15-Sep-2016 9:32 pm


    সম্ভবতঃ আহলে হাদিসের অনুসারীদের নিয়ে এই কৌতুক।

    ১। এই ধরনের কৌতুক এটা প্রথম না। এর আগেও করা হয়েছে। ভিডিও ইউটুবে আছে।

    ২। বরং ইমাম আবু হানিফার মতে নিজ নিজ অনারব ভাষায় নামাজ পড়া জায়েজ।

    ৩। কৌতুকটা মূলতঃ নামাজ আর তিলওয়াতের উপর পড়েছে।

    এখান থেকে শিক্ষানীয়? -- বিরোধিতা করাকে মানুষ একসময় নিজের নেশায় পরিনত করে, সেখান থেকে ঘৃনায়। এর পর পরিনতি হয় এরকম।

    আল্লাহ তায়ালা যেন আমাদেরকে ঐ ফাদ থেকে রক্ষা করেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    15-Sep-2016 9:32 pm

    16-Sep-2016 12:42 am


    Practical BMI calculator:

    http://habibur.com/bmi/

    ঈদে অতিরিক্ত খেযে যারা ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য।

    এবং বাংগালদের মত এখানে উচ্চতা দিতে হবে ফিট ইঞ্চিতে, কিন্তু ওজন কেজিতে :-P অন্য কোথাও এই সুযোগ পাবেন না :V

    প্লাস, কত কেজি ওজন হলে আপনি নরমাল-ওভার ওয়েটের হতেন, এবং কোন পজিশনে পড়তেন সেটাও টেবেল দেখে ধারনা করে নিতে পারবেন।

    http://habibur.com/bmi/

    http://habibur.com/bmi/

    16-Sep-2016 12:42 am

    16-Sep-2016 3:13 pm


    আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা কর, কিন্তু আল্লাহ সম্পর্কে চিন্তা করো না -- এই সম্পর্কিত হাদিসসমুহ:

    আল্লাহ সম্পর্কে চিন্তা করা মানে আল্লাহ তায়ালার আকৃতি কেমন? কোথায় থাকেন? এই সব নিয়ে চিন্তা, আলোচনা করা।

    আরবীটা দিয়ে রাখলাম শুধু।

    في كتاب الزهد (هناد بن السري الكوفي) بسنده ونصه كما يلي :
    945 - حدثنا محمد بن عبيد عن الأعمش عن عمرو بن مرة قال مر النبي على قوم يتفكرون فقال تفكروا في الخلق ولا تفكروا في الخالق
    946 - حدثنا أبو معاوية عن اسماعيل بن مسلم عن الحسن قال تفكروا في خلق الله ولا تفكروا في الله
    وفي كتاب الإبانة عن شريعة الفرقة الناجية ومجانبة الفرق المذمومة لابن بطة العكبري الحنبلي تحقيق : د.عثمان عبدالله آدم الأثيوبي :
    108 - حدثنا أبو بكر أحمد بن هشام الحضرمي قال ثنا أبو بكر يحيى بن أبي طالب قال ثنا علي بن عاصم عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس قال تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين كرسيه إلى السماء السابعة سبعة الآف نور وهوفوق ذلك // أثر ابن عباس إسناده ضعيف //(أظنه حكم المحقق)

    وفي مجمع الزوائد ومنبع الفوائد للهيثمي :
    260 - عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم :
    تفكروا في آلاء الله ولا تفكروا في الله
    رواه الطبراني في الأوسط وفيه الوازع بن نافع وهو متروك

    وفي المغني عن حمل الأسفار في الأسفار : في تخريج ما في الإحياء من الأخبار :
    1 - حديث ابن عباس : إن قوما تفكروا في الله عز وجل فقال النبي صلى الله عليه وسلم " تفكروا في خلق الله ولا تفكروا في الله فإنكم لن تقدروا قدره "
    أخرجه أبو نعيم في الحلية بالمرفوع منه بإسناد ضعيف ورواه الأصبهاني في الترغيب والترهيب من وجه آخر أصح منه ورواه الطبراني في الأوسط والبيهقي في الشعب من حديث ابن عمر وقال هذا إسناد فيه نظر قلت فيه الوازع بن نافع متروك
    2 - حديث : خرج على قوم ذات يوم وهم يتفكرون فقال " ما لكم لا تتكلمون ؟ " فقالوا : نتفكر في خلق الله عز وجل قال " فكذلك فافعلوا تفكروا في خلقه ولا تفكروا فيه فإن بهذا المغرب أرضا بيضاء نورها بياضها وبياضها نورها مسيرة الشمس أربعين يوما بها خلق من خلق الله عز وجل لم يعصوا الله طرفة عين " قالوا : يا رسول الله فأين الشياطين منهم ؟ قال " ما يدرون خلق الشيطان أم لا قالوا : من ولد آدم ؟ قال " لا يدرون خلق آدم أم لا "
    رويناه في جزء من حديث عبد الله بن سلام

    وفي كشف الخفاء (كشف الخفاء ومزيل الإلباس عما اشتهر من الأحاديث على ألسنة الناس)
    لاسماعيل بن محمد بن عبد الهادي بن عبد الغني الشهير بالجراحي الشافعي العجلوني المولد الدمشقي :
    1005 - تفكروا في خلق الله ولا تفكروا في الله
    رواه أبو نعيم في الحلية عن ابن عباس رضي الله عنهما ورواه ابن أبي شيبة في كتاب العرش له من قوله عن ابن عباس بلفظ تفكروا في كل شيء ولا تتفكروا في الله
    رواه الأصبهاني في ترغيبه بهذا اللفظ ولأبي نعيم عن ابن عباس رضي الله عنهما أنه صلى الله عليه وسلم خرج على أصحابه فقال ما جمعكم ؟ فقالوا اجتمعنا نذكر ربنا ونتفكر في عظمته فقال تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره - الحديث
    وللطبراني قي الأوسط والبيهقي في الشعب عن ابن عمر مرفوعا تفكروا في آلاء الله ولا تفكروا في الله
    وروى أبو الشيخ في العظمة عن ابن عباس تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين السماء السابعة إلى كرسيه سبعة آلاف سنة نور وهو فوق ذلك
    وفي رواية للديلمي عن ابن عباس زيادة وإن ملكا من حملة العرش يقال له إسرافيل زاوية من زوايا العرش على كاهله قد مرقت قدماه في الأرض السفلى ومرق رأسه من السماء السابعة والخالق أعظم من المخلوق
    وروى أحمد مرفوعا والطبراني وأبو نعيم عن عبد الله بن سلام قال خرج رسول الله صلى الله عليه وسلم على أناس من أصحابه وهم يتفكرون في خلق الله فقال لهم فيما كنتم تتفكرون ؟ قالوا نتفكر في خلق الله فقال لا تتفكروا في الله وتفكروا في خلق الله فإن ربنا خلق ملكا قدماه في الأرض السابعة السفلى ورأسه قد جاور السماء العليا من بين قدميه إلى كعبيه مسيرة ستمائة عام وما بين كعبيه إلى أخمص قدميه [ صفحة 371 ] مسيرة ستمائة عام والخالق أعظم وأسانيدها ضعيفة ولكن اجتماعها يكسبه قوة ومعناه صحيح
    وفي صحيح مسلم عن أبي هريرة رفعه لا يزال الناس يتساءلون حتى يقال هذا خلق الله فمن خلق الله ؟ فمن وجد ذلك شيئا فليقل آمنت بالله
    ومن شواهده ما رواه الحكيم الترمذي وابن لال عن ابن مسعود رأس الحكمة مخافة الله

    وفي الدرر المنتثرة في الأحاديث المشتهرة :

  • ( حديث ) " تفكروا في كل شيء ولا تتفكروا في الله " ابن أبي شيبة في كتاب العرش عن ابن عباس موقوفا وأبو نعيم في الحلية عنه مرفوعا بلفظ : " تفكروا في خلق الله ولا تفكروا في الله "

    وفي حلية الأولياء لأبي نعيم الأصبهاني من طريق:
    حدثنا سليمان بن أحمد ثنا عبدالله بن أحمد بن حنبل حدثني أبي ثنا عبد الصمد بن عبدالوارث ثنا عبدالجليل بن عطية عن شهر عن عبدالله بن سلام قال خرج رسول الله صلى الله عليه وسلم على ناس من أصحابه وهم يتفكرون في خلق الله فقال رسول الله صلى الله عليه وسلم فيم تتفكرون قالوا نتفكر في الله قال لا تفكروا في الله وتفكروا في خلق الله فإن ربنا خلق ملكا قدماه في الأرض السابعة السفلى ورأسه قد جاوز السماء العليا ما بين قدميه الى ركبتيه مسيرة ستمائة عام وما بين كعبيه إلى أخمص قدميه مسيرة ستمائة عام والخالق أعظم من المخلوق
    وفي تفسير ابن كثير في تفسير قوله تعالى (وَأَنَّ إِلَى رَبِّكَ الْمُنتَهَى )[النجم : 42]
    وذكر البغوي من رواية أبي جعفر الرازي عن الربيع بن أنس عن أبي العالية عن أبي بن كعب عن النبي صلى الله عليه وسلم في قوله : { وأن إلى ربك المنتهى } قال : لا فكرة في الرب قال البغوي : وهذا مثل ما روي عن أبي هريرة مرفوعا [ تفكروا في الخلق ولا تفكروا في الخالق فإنه لا تحيط به الفكرة ] وكذا أورده وليس بمحفوظ بهذا اللفظ وإنما الذي في الصحيح [ يأتي الشيطان أحدكم فيقول : من خلق كذا من خلق كذا ؟ حتى يقول : من خلق ربك ؟ فإذا بلغ أحدكم ذلك فليستعذ بالله ولينته ] وفي الحديث الاخر الذي في السنن [ تفكروا في مخلوقات الله ولا تفكروا في ذات الله تعالى فإن الله خلق ملكا ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة ثلاثمائة سنة ]

    وفي الدر المنثور في التفسير بالمأثور للسيوطي :
    وأخرج أبو الشيخ في العظمة والبيهقي في الأسماء والصفات عن ابن عباس قال : تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين السماء السابعة إلى كرسيه سبعة آلاف نور
    وهو فوق ذلك
    ____ وفي موضع آخر
    أخرج ابن أبي حاتم وأبو الشيخ في العظمة والأصبهاني في الترغيب عن عبد الله ابن سلام قال " خرج رسول الله صلى الله عليه وسلم على أصحابه وهم يتفكرون فقال : لا تفكروا في الله ولكن تفكروا فيما خلق "
    وأخرج ابن أبي الدنيا في كتاب التفكر والأصبهاني في الترغيب عن عمرو بن مرة قال " مر النبي صلى الله عليه وسلم على قوم يتفكرون فقال : تفكروا في الخلق ولا تفكروا في الخالق "
    وأخرج ابن أبي الدنيا عن عثمان بن أبي دهرين قال " بلغني أن رسول الله صلى الله عليه وسلم انتهى إلى أصحابه وهم سكوت لا يتكلمون فقال : ما لكم لا تتكلمون ؟ ! قالوا : نتفكر في خلق الله قال : كذلك فافعلوا تفكروا في خلقه ولا تفكروا فيه "
    ____وفي موضع آخر
    أخرج الدارقطني في الأفراد والبغوي في تفسيره عن أبي بن كعب عن النبي صلى الله عليه وسلم في قوله وأن إلى ربك المنتهى قال : لا فكرة في الرب وأخرج أبو الشيخ في العظمة عن سفيان الثوري في قوله وأن إلى ربك المنتهى قال : لا فكرة في الرب
    وأخرج أبو الشيخ عن ابن عباس قال : مر النبي صلى الله عليه وسلم على قوم يتفكرون في الله فقال : " تفكروا في الخلق ولا تتفكروا في الخالق فإنكم لن تقدرونه "
    وأخرج أبو الشيخ عن أبي ذر قال : قال رسول الله صلى الله عليه وسلم : " تفكروا في خلق الله ولا تفكروا في الله فتهلكوا "
    وأخرج أبو الشيخ عن يونس بن مسيرة قال : خرج رسول الله صلى الله عليه وسلم على أصحابه وهم يذكرون عظمة الله تعالى فقال : " ما كنتم تذكرون ؟ " قالوا : كنا نتفكر في عظمة الله تعالى فقال رسول الله صلى الله عليه وسلم : " ألا في الله فلا تفكروا ثلاثا ألا فتفكروا في عظم ما خلق ثلاثا "
    _____وفي موضع آخر
    وأخرج أبو الشيخ عن ابن عباس قال : دخل علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في المسجد حلق حلق فقال لنا : فيم أنتم ؟ قلنا : نتفكر في الشمس كيف طلعت وكيف غربت ؟ قال : " أحسنتم كونوا هكذا تفكروا في المخلوق ولا تفكروا في الخالق فإن الله خلق ما شاء لما شاء وتعجبون من ذلك إن من وراء ق سبع بحار كل بحر خمسمائة عام ومن وراء ذلك سبع أرضين يضيء نورها لأهلها ومن وراء ذلك سبعين ألف أمة خلقوا على أمثال الطير هو وفرخه في الهواء لا يفترون عن تسبيحة واحدة ومن وراء ذلك سبعين ألف أمة خلقوا من ريح فطعامهم ريح وشرابهم ريح وثيابهم من ريح وآنيتهم من ريح ودوابهم من ريح لا تستقرحوا فردوا بهم إلى الأرض إلى قيام الساعة أعينهم في صدروهم ينام أحدهم نومة واحدة ينتبه وعند رأسه رزقه ومن وراء ذلك ظل العرش وفي ظل العرش سبعون ألف أمة ما يعلمون أن الله خلق آدم ولا ولد آدم ولا إبليس ولا ولد إبليس وهو قوله تعالى ويخلق ما لا تعلمون سورة النحل 8 "

    و في مفردات القرآن للحسين بن محمد بن المفضل الراغب في كلمة اله:
    إله

  • الله : قيل : أصله إله فحذفت همزته وأدخل عليها الألف واللام فخص بالباري تعالىن ولتخصصه به قال تعالى : { هل تعلم له سميا } [ مريم / 65 ] . وإله جعلوه اسما لكل معبود لهم وكذا اللات وسموا الشمس إلاهة ( وقال في ذلك ابن مالك في مثلثه :
    والشمس سماها صدوق النبأة ... إلاهة واضممه للإضراب ) لاتخاذهم إياها معبودا
    وأله فلان يأله الآلهة : عبد وقيل : تأله . فالإله على هذا هو المعبود ( وفي ذلك يقول الفقيه محمد سيد بن أبت اليعقوبي الشنقيطي رحمه الله :
    الله مشتق وقيل : مرتجل ... وهو أعرف المعرفات جل
    أله أي : عبد أو من الأله ... وهو اعتماد الخلق أو من الوله
    أو المحجب عن العيان ... من : لاهت العروس في البنيان
    أو أله الحيران من قول العرب ... أو من : ألهت أي : سكنت للأرب )
    وقيل : هو من : أله أي : تحير وتسميته بذلك إشارة إلى ما قال أمير المؤمنين علي رضي الله عنه : ( كل دون صفاته تحبير الصفات وضل هناك تصاريف اللغات ) وذلك أن العبد إذا تفكر في صفاته تحير فيها ولهذا روي : ( تفكروا في آلاء الله ولا تفكروا في الله ) ( الحديث رواه أبو نعيم في الحلية عن ابن عباس بلفظ : ( تفكروا في خلق الله ولا تفكروا في الله ) ورواه ابن أبي شيبة في كتاب العرش ص 59 من قوله عن ابن عباس بلفظ : ( تفكروا في كل شيء ولا تتفكروا في الله )
    وجاء أحاديث كثيرة بمعناها قال العجلوني : وأسانيدها ضعيفة لكن اجتماعها يكسبه قوة ومعناه صحيح
    راجع : كشف الخفاء 1 / 311 والنهاية في غريب الحديث 1 / 63 )
    وقيل : أصله : ولاه فأبدل من الواو همزة وتسميته بذلك لكون كل مخلوق والها نحوه إما بالتسخير فقط كالجمادات والحيوانات وإما بالتسخير والإرادة معا كبعض الناس ومن هذا الوجه الوجه قال بعض الحكماء : الله محبوب الأشياء كلها ( انظر : عمدة الحفاظ : ( أله ) ) وعليه دل قوله تعالى : { وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم } [ الإسراء / 44 ]
    وقيل : أصله من : لاه يلوه لياها أي : احتجب . قالوا : وذلك إشارة إلى ما قال تعالى : { لا تدركه الأبصار وهو يدرك الأبصار } [ الأنعام / 103 ] والمشار إليه بالباطن في قوله : { والظاهر والباطن } [ الحديد / 3 ]
    وإله حقه ألا يجمع إذ لا معبود سواه لكن العرب لاعتقادهم أن ههنا معبودات جمعوه فقالوا : الآلهة . قال تعالى : { أم لهم آلهة تمنعهم من دوننا } [ الأنبياء / 43 ] وقال : { ويذرك وآلهتك } [ الأعراف / 127 ] وقرئ : ( وإلاهتك ) ( وبها قرأ علي بن أبي طالب وابن عباس والضحاك وهي قراءة شاذة راجع : القرطبي 7 / 262 ) أي : عبادتك . ولاه أنت أي : لله وحذف إحدى اللامين
    ( اللهم ) قيل : معناه : يا الله فأبدل من الياء في أوله الميمان في آخره ( وهذا قول الخليل رحمه الله انظر : اللسان ( أله ) ومعاني الفراء 1 / 203 والغريبين للهروي 1 / 79 ) وخص بدعاء الله وقيل : تقديره : يا الله أمنا بخير ( وهذا قول الفراء ذكره في معاني القرآن 1 / 203 ) مركب تركيب حيهلا
    ____وفي موضع آخر (فكر)
    فكر
  • الفكرة : قوة مطرقة للعلم إلى المعلوم والتفكر : جولان تلك القوة بحسب نظر العقل وذلك للإنسان دون الحيوان ولا يقال إلا فيما يمكن أن يحصل له صورة في القلب ولهذا روي : ( تفكروا في آلاء الله ولا تفكروا في الله ) ( الحديث تقدم في مادة ( أله ) ) إذ كان الله منزها أن يوصف بصورة . قال تعالى : { أو لم يتفكروا في أنفسهم ما خلق الله السموات } [ الروم / 8 ] { أو لم يتفكروا ما بصاحبهم من جنة } [ الأعراف / 184 ] { إن في ذلك لآيات لقوم يتفكرون } [ الرعد / 3 ] { يبين الله لكم الآيات لعلكم تتفكرون ... في الدنيا والآخرة } [ البقرة / 219 - 220 ] . ورجل فكير : كثير الفكرة قال بعض الأدباء : الفكر مقلوب عن الفرك لكن يستعمل الفكر في المعاني وهو فرك الأمور وبحثها طلبا للوصول إلى حقيقتها

    وفي الإتقان في علوم القرآن للسيوطي :
    6609 - وأخرج البغوي من طريق أبي العالية عن أبي بن كعب عن النبي في قوله وأن إلى ربك المنتهى قال لا فكرة في الرب
    قال البغوي وهو مثل حديث تفكروا في مخلوقات الله ولا تفكروا في ذات الله

    وجاء في إثبات صفة العلو لابن قدامة :
    اخبرنا ابو بكر بن النقور قال أنبأنا ابو بكر الطيرثيثي قال حدثنا ابو القاسم الطبري أنبا الحسن بن عثمان أنبأ علي بن محمد بن الزبير ثنا ابراهيم ابن ابي العنبس ثنا يعلى بن عبيد عن سفيان عن ابي هاشم عن مجاهد قال قيل لابن عباس ان ناسا يقولون بالقدر فقال يكذبون بالكتاب لئن اخذت بشعر احدهم لانضونه ان الله تعالى كان على عرشه قبل ان يخلق شيئا فخلق الخلق وكتب ما هو كائن الى يوم القيامة وانما يجري الناس على امر قد فرغ منه
    قال واخبرنا احمد بن محمد اخبرنا عبد الله بن محمد بن زياد حدثنا ابن شيرويه حدثنا اسحاق ابن راهويه ثنا ابراهيم بن الحكم بن ابان عن ابيه في عكرمة في قوله تعالى ثم لآتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم قال ابن عباس لم يستطع ان يقول من فوقهم علم ان الله من فوقهم
    وروى عبد الله بن احمد ثنا ابو بكر ثنا عاصم بن علي ثنا ابي عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين السموات السبع الى كرسيه سبعة آلاف سنة وهو فوق ذلك تبارك وتعالى

    وفي اعتقاد أهل السنة ل اللاكلائي :
    927 - أخبرنا علي بن محمد بن أحمد بن يعقوب قال أخبرنا عبد الرحمن بن أبي حاتم قال ثنا الحسن بن عرفة قال حدثني علي بن ثابت عن الوازع بن نافع
    عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله ولا تفكروا في الله عز وجل
    وسئل ربيعة بن أبي عبد الرحمن عن قوله الرحمن على العرش استوى
    فقال الاستواء معقول والكيف مجهول والإيمان به قال ابن الجراح واجب والله عز وجل لا يحد
    929 - ذكره عبد الرحمن قال وجدت في كتاب أبي نعيم بن حماد قال حق على كل مؤمن أن يؤمن بجميع ما وصف الله به نفسه ويترك التفكر في الرب تبارك وتعالى ويتبع حديث النبي صلى الله عليه وسلم أنه قال تفكروا في الخلق ولا تتفكروا في الخالق
    قال نعيم ليس كمثله شيء ولا يشبهه شيء من الأشياء

    وفي الأربعين في دلائل التوحيد أبو إسماعيل الهروي :
    38 - أخبرنا الإمام عمر بن ابراهيم أنا بشر بن أحمد ثنا الهيثم بن خلف ثنا بشر بن الوليد
    ح وثنا محمد بن محمد بن عبدالله بن محمود ثنا محمد بن العباس العصمي ثنا محمد بن معاذ ان الفريابي حدثه
    ح وأنبا عمر بن ابراهيم أنا عبدالله بن عمر الجويري ثنا أحمد بن محمد الكشميهيني أنا الفريابي ثنا علي بن ثابت ثنا الوازع ابن نافع عن سالم بن عبدالله عن أبيه رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم تفكروا في آلاء الله عز وجل ولا تفكروا في الله عز وجل

    وفي التحفة المدنية في العقيدة السلفية حمد بن ناصر بن عثمان آل معمر :
    وقال عبد الله بن عباس تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين السموات السبع إلى كرسيه سبعة أنوار والله فوق ذلك ورواه عبد الله بن الإمام أحمد

    وفي العظمة لأبو الشيخ الأصبهاني وهو أكثر من حوى الروايات بأسانيدها :
    1 - حدثنا محمد بن يحيى المروزي انا بشر بن الوليد الكندي انا علي بن ثابت الجزري عن الوازع بن نافع عن سالم بن عبدالله بن عمر عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله ولا تفكروا في الله
    2 - حدثنا محمد بن يحيى المروزي انا عاصم بن علي انا ابي عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال تفكروا في كل شيء ولا تفكروا في الله فإن بين السماء السابعة الى كرسيه سبعة آلاف سنة نور وهو فوق ذلك تبارك وتعالى
    3 - حدثنا الوليد بن ابان حدثنا احمد بن مهدي انا عاصم بن علي انا ابي عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم مثله
    4 - حدثنا محمد بن سعيد العسال حدثنا ابو سليمان السغدي - بعجمة غين - انا عبدالعزيز بن موسى ابو روح انا سيف بن اخت سفيان عن الأ عن مجاهد عن ابي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله فتهلكوا
    5 - حدثنا محمد بن ابي يعلى انا اسحاق بن ابراهيم انا سعد بن الصلت انا الأعمش عن عمرو بن مرة عن رجل حدثه عن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم على قوم يتفكرون في الله فقال تفكروا في الخلق ولا تفكروا في الخالق فإنكم لا تقدرون قدره
    6 - حدثنا عبدالله بن سليمان بن الاشعث انا موسى بن حزام عن عبدالعزيز بن خالد عن سفيان في قوله عز وجل وأن الى ربك المنتهى قال لا فكرة في الرب عز وجل
    22 - حدثنا محمد بن العباس بن ايوب حدثني عبدالوهاب بن عبدالحكم الوراق حدثنا علي بن عاصم حدثنا عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال فكروا في كل شيء ولا تفكروا في ذات الله تعالى فإن ما بين كرسيه الى السماء السابعة سبعة آلاف نور وهو فوق ذلك تبارك وتعالى
    9534 3 - 4 حدثنا أبو العباس الهروي حدثنا محمد بن زياد الزيادي حدثنا معتمر عن المغيرة بن سلمة قال أخبرني أبو أمية مولى شبرمة واسمه الحكم عن بعض أئمة الكوفة قال قام ناس من أصحاب رسول الله ص - فقصد رسول الله صلى الله عليه وسلم نحوهم فسكتوا فقال ما كنتم تقولون قال يا نبي الله ص - نظرنا إلى الشمس فتفكرنا فيها من أين تجىء وأين تذهب وتفكرنا في خلق الله عز وجل فقال ص - كذلك فافعلوا تفكروا في خلق الله ولا تفكروا في الله فإن لله تبارك وتعالى وراء المغرب أرضا بيضاء بياضها نورها - أو نورها بياضها مسيرة الشمس أربعين يوما فيها خلق من خلق الله عز وجل لم يعصوا الله عز وجل طرفة عين قيل يا نبي الله من ولد آدم هم قال ما يدرون خلق آدم أو لم يخلق قيل يا نبي الله فأين إبليس عنهم قال ما يدرون خلق إبليس أم لم يخلق
    9825 2 - 5 حدثنا أبو الطيب أحمد بن روح حدثنا علي بن عمرو عن إبراهيم بن موسى البحراني عن مقاتل عن عكرمة عن ابن عباس رضي الله عنهما قال دخل علينا رسول الله ص - ونحن في المسجد حلق حلق فقال لنا رسول الله ص - فيم أنتم قلنا نتفكر في الشمس كيف طلعت وكيف غربت قال أحسنتم كونوا هكذا تفكروا في المخلوق ولا تفكروا في الخالق فإن الله عز وجل خلق ما شاء لما شاء وتعجبون من ذلك إن من وراء ق سبع بحار كل بحر خمسمائة عام ومن وراء ذلك سبع أرضين يضيىء نورها لأهلها ومن وراء ذلك سبعين ألف أمة يطيرون خلقوا على أمثال الطير هو وفرخه في الهواء لا يفترون عن تسبيحة واحدة ومن وراء ذلك سبعين ألف أمة خلقوا من ريح فطعامهم ريح وشرابهم ريح وثيابهم من ريح وآنيتهم من ريح ودوابهم من ريح لا تستقر حوافر دوابهم على الأرض إلى قيام الساعة أعينهم في صدورهم ينام أحدهم نومة واحدة ورزقه عند رأس ومن وراء ذلك سبعين ألف أمة ومن وراء ذلك ظل العرش وفي ظل العرش سبعين ألف أمة ما يعلمون أن الله تبارك وتعالى خلق آدم ولا ولد آدم ولا إبليس ولا ولد إبليس وهو يقول سبحانه وتعالى ويخلق ما لا تعلمون

    وفي كتاب العرش لابن أبي شيبة :
    16 - حدثنا وهب بن بقية نا خالد بن عبد الله عن عطاء عن سعيد بن جبير عن ابن عباس قال تفكروا في كل شيء ولا تفكروا في الله فإن بين السماء السابعة إلى كرسيه ألف نور وهو فوق ذلك

    وفي لسان الميزان لابن حجر العسقلاني :
    750 - الوازع بن نافع العقيلي الجزري روى عن أبي سلمة بن سالم بن عبد الله وعنه علي بن ثابت وبقية جماعة قال يحيى بن معين ليس بثقة وقال البخاري منكر الحديث وقال النسائي متروك وقال أحمد ليس بثقة
    على بن ثابت عن الوازع عن سالم عن أبيه رضي الله عنه مرفوعا من شهد الفجر في جماعة فكأنما قام ليلة ومن شهد العشاء في جماعة فكأنما قام نصف ليلة
    علي بن ثابت الجزري عن الوازع بن ثابت عن سالم عن أبيه رضي الله عنه مرفوعا تفكروا في آلاء الله ولا تفكروا في الله

    وفي الكامل في الضعفاء لابن عدي :
    2017 - وازع بن نافع العقيلي الجزري ثنا بن حماد ثنا عبد الله بن احمد سئل يحيى بن معين وانا اسمع عن الوازع بن نافع فقال ليس بثقة وهو عقيلي من أهل الجزيرة ثنا بن حماد ثنا عباس عن يحيى قال الوازع الذي روى عنه علي بن ثابت ليس بثقة ثنا بن حماد ثنا عبد الله بن احمد سألت أبى عن الوازع بن نافع فقال ليس حديثه بشيء ثنا الجنيدي ثنا البخاري قال وازع بن نافع العقيلي عن أبى سلمة وسالم منكر الحديث سمع منه علي بن ثابت وقال النسائي وازع بن نافع متروك الحديث
    ثنا أبو يعلى أخبرنا عمرو الناقد ثنا علي بن ثابت الجزري ثنا الوازع بن نافع عن أبي سلمة عن جابر بن عبد الله قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم في غزوة إذ تبسم في صلاته فلما قضى صلاته قلنا يا رسول الله رأيناك تبسمت قال مر بي ميكائيل وعلى جناحه أثر غبار وهو راجع من طلب القوم فضحك الي فتبسمت إليه أخبرنا الحسن بن سفيان ثنا الصلت بن مسعود ثنا سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في الاء الله ولا تفكروا في الله

    وفي المجروحين لابن حبان البستي :
    1144 - الوازع بن نافع العقيلي أصله من المدينة سكن الجزيرة يروي عن سالم بن عبد الله وأبي سلمة بن عبد الرحمن روى عنه أهل الجزيرة كان ممن يروي الموضوعات عن الثقات على قلة روايته ويشبه أنه لم يكن المتعمد لذلك بل وقع ذلك في روايته لكثرة وهمه فبطل الاحتجاج به لما انفرد عن الثقات بما ليس من أحاديثهم أخبرنا الحنبلي قال حدثنا أحمد بن زهير عن يحيى بن معين قال وازع بن نافع ليس بثقة قال أبو حاتم وهو الذي روى عن سالم عن بن عمر أن النبي صلى الله عليه وسلم قال تفكروا في خلق الله ولا تفكروا في الله أخبرنا بالحديثين جميعا الحسن بن سفيان قال حدثنا الصلت بن مسعود قال حدثنا علي بن ثابت قال حدثنا الوازع بن نافع عن سالم في نسخة كتبناها عنه بهذا الإسناد لا يخلو أن تكون موضوعة أو مقلوبة

    وفي فتح الباري لابن حجر العسقلاني :
    ( قوله باب ما يذكر في الذات والنعوت وأسامي الله عز وجل )
    وحديث أبي هريرة المذكور في الباب وحديث ابن عباس تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله موقوف وسنده جيد وحديث أبي الدرداء لا تفقه كل الفقه حتى تمقت الناس في ذات الله ورجاله ثقات الا انه منقطع

    وفي فيض القدير للمناوي :
    في حديث 3348 تفكروا في آلاء الله ولا تفكروا في الله (في تعليقات المحقق على ما أظن)
    أبو الشيخ [ ابن حبان ] [ ابن حبان ] ) في العظمة ( طس عد هب عن ابن عمر ) بن الخطاب قال البيهقي : هذا إسناد فيه نظر قال الحافظ العراقي : قلت فيه الوزاع بن نافع متروك
    ( حل عن ابن عباس ) قال : خرج علينا النبي صلى الله عليه وآله وسلم فقال : ما تفكرون قالوا : نتفكر في الله فذكره قال الهيثمي : فيه الوزاع متروك شيخه العراقي سنده ضعيف جدا قال : ورواه الأصبهاني في الترغيب والترهيب من وجه أصح من هذا وقال السخاوي : هذه الأحاديث أسانيدها كلها ضعيفة لكن اجتماعها يكسب قوة
    وفي المعجم الأوسط للطبراني :
    6319 - حدثنا الصائغ نا مهدي بن جعفر ( 292 أ ) الرملي نا علي بن ثابت عن الوازع بن نافع عن سالم عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلآء الله ولاتتفكروا في الله : لم يرو هذا الحديث عن سالم إلا الوازع تفرد به علي بن ثابت

    وفي درء تعارض العقل والنقل لابن تيمية في معرض نقاشه الأشعري :
    قال الأشعري أيضا : ( وروت العلماء عن ابن عباس رضي الله عنهما أنه قال : تفكروا في خلق الله ولا تفكروا في ذات الله فإنه بين كرسيه إلى السماء ألف عام والله عز وجل فوق ذلك
    قلت(ابن تيمية) : وهذا الحديث رواه الحاكم أبو محمد العسال في كتاب المعرفة له من حديث عبد الوهاب الوراق الرجل الصالح : ثنا علي بن عاصم عن عطاء بن السايب عن سعيد بن جبير عن ابن عباس : قال تفكروا في خلق الله ولا تفكروا في ذات الله فإن ما بين كرسيه إلى السماء السابعة سبعة آلاف نور وهو فوق ذلك قال عبد الوهاب الوراق : من زعم أن الله ههنا فهو جهمي خبيث إن الله فوق العرش وعلمه محيط بالدنيا والآخرة.

    وفي الصواعق المرسلة على الجهمية والمعطلة لابن القيم الجوزية :
    قال الأشعري وروت العلماء عن ابن عباس أنه قال تفكروا في خلق الله ولا تفكروا في ذات الله فإن بين كرسيه إلى السماء ألف عام والله عز وجل فوق ذلك
    وهذا الحديث قد رواه أبو أحمد العسال في كتاب المعرفة من حديث عبدالوهاب الوراق ثنا علي بن عاصم عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس تفكروا في خلق الله ولا تفكروا في ذات الله فإن ما بين كرسيه إلى السماء السابعة سبعة آلاف نور وهو فوق ذلك ثم قال عبدالوهاب الرجل الصالح العالم الذي سئل الإمام أحمد من يُسأَلُ بعدك؟ فقال : سلوا عبدالوهاب الوراق
    قال(عبد الوهاب الوراق) : من زعم أن الله هاهنا فهو جهمي خبيث إن الله فوق العرش وعلمه محيط بالدنيا والآخرة

    وفي حاشية ابن القيم :
    وفي كتاب السنة لعبد الله بن أحمد من حديث سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين السموات السبع إلى كرسيه سبعة آلاف نور وهو فوق ذلك

    وفي اجتماع الجيوش الإسلامية على غزو المعطلة والجهمية لابن القيم الجوزية
    ذكر عبد الله بن أحمد بن حنبل في كتاب السنة من حديث سعيد بن جبير رضي الله عنه قال تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله فإن بين السموات السبع إلى كرسيه سبعة آلاف نور وهو فوق ذلك
    قلت (أبو عمر) :لم أجده في السنة لعبد الله بن أحمد بن حنبل.
    أما عن الحكم على الحديث فلا أعلم في ذلك شيئا وهذا النقل أرجو أن يراه من له دراية بالحديث ثم يحكم وبوركتم.
    وآخر دعوانا أن الحمد لله رب العالمين.

    16-Sep-2016 3:13 pm

  • 16-Sep-2016 3:56 pm


    বায়োস্কোপ:
    বায়োস্কোপ বলতে খুব খারাপ কিছু আমরা ধারনা করি। ৮০ দশকে যখন বড় হচ্ছিলাম তখন এর দিন শেষ। তারা পরও দেখা হয়েছিলো।

    এটা কি?
    ধরেন আমার কাছে সুন্দর সুন্দর অনেক ছবি আছে। ছবিগুলো দেখিয়ে আমি টাকা আদায় করবো। তাই ছবিগুলো একটা বড় বাক্সে রেখে চারদিকে কয়েকটা গর্ত করে দিলাম। টাকা দিয়ে এই ফাকগুলো দিয়ে দেখতে পারবে। এই হলো বায়োস্কোপ।

    কিসের ছবি?
    কাবা শরিফের ছবি, রওজা শরিফের ছবি, বোরাকের ছবি এইসব। ছবিগুলো হাতে আকা থাকতো, ফটো প্রিন্ট না। ঐ সময়ে ফটো প্রিন্ট এসব ছিলো না।

    কিন্তু এসব ছবি তো লক্ষ লক্ষ আছে?
    ঐ যুগে সারা গ্রামে বই ছিলো একটা দুটো, আর ঐ সব বইয়ে কোনো ছবি ছিলো না। মসজিদে নববীর ছবি আমি প্রথম দেখেছিলাম ইউনিভার্সিটিতে উঠার পরে। বায়োস্কোপে না, একটা পোস্টারে।

    যুগ বদলায়,
    এখন ফেসবুকে লক্ষ লক্ষ ছবি।
    আর একযুগে বায়োস্কোপের ১০ টা ছবি দেখা ছিলো খারাপ।

    16-Sep-2016 3:56 pm

    16-Sep-2016 11:20 pm


    https://habibur.com/salat/

    এ এখন GPS সাপোর্ট দিয়ে দিয়েছি।

    আপনি শহরের যে পয়েন্টে বসে আছেন ঐ পয়েন্টের নামাজের সময় সূচি দেখাবে। যদি আপনার মোবাইলে GPS থাকে।

    প্রথমে প্রম্পট করবে, "Want to share your location?" Accept করার পর শহরের কেন্দ্র থেকে আপনি কত কিলোমিটার দূরে সেটা দেখিয়ে, আপনার লোকাল পয়েন্টের নামাজের সময় সূচি দেখাবে।

    বিশ্বের যে কোনো জায়গায় কাজ করার কথা। যদিও আমি ঢাকা ছাড়া অন্য কোথাও টেস্ট করতে পরিনি :-)

    https://habibur.com/salat/

      Comments:
    • লোকেশন-শেয়ার-কে ডিনাই করলে এটা আগের মত কাজ করবে। শহর খুজে নিয়ে এর পর সময়সূচি।
    • লোডিং এ প্রবলেম কবে ছিলো? অনেক দিন ধরেই হতো না?
    • হুম। প্রোবাবলি ipv6 একটিভ করা ছিলো না বলে। এটা একটিভ করেছি গত সপ্তাহে।
    • Fixed. এখন হবে। Try again.
    • Let me check. সম্ভবতঃ IPv6 প্রবলেম।
    • Apparently হেকিং এর অপরাধে আপনার আইপি ব্লকড ছিলো। ُThat has been resolved. :-D

    16-Sep-2016 11:20 pm

    17-Sep-2016 8:11 pm


    ব্যসিক্যলি এই নিউজটা বলছে, তোমরা যারা মোটকু হয়ে গিয়েছো --- তারা ভাত না খেয়ে যদি রেগুলারলি বিরিয়ানি খাও তবে আবার শুটকু হতে পারবে। :-P সারকাজাম না, রিয়াল নিউজ। :-D
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • মোবাইল থেকে?
    • বাংলা লিংক? নাকি অন্য? সাইটই আসে না। ঠিক?
    • এখন আসবে, আবার ট্রাই করেন। DNS server change করছিলাম। এখন রিভার্ট করে দিয়েছি।
    • Try again now.

    17-Sep-2016 8:11 pm

    18-Sep-2016 1:42 am


    Exponential-Compound, growth-decay rate calculator.

    https://habibur.com/rate/

    এটা আমার প্রায়ই দরকার হয় estimation এর জন্য। তখন online থেকে formula খুজতে হয়।

    এখন টেবুলার আকারে easy calculation.

    এখান থেকে উত্তর পাওয়া যায়, যেমন: "যদি আমার কাছে ৪০ লাখ টাকা থাকে এবং প্রতি বছর জাকাত ৪০ টাকায় ১ টাকা হিসাবে ১ লাখ টাকা করে দেই। তবে তো ৪০ বছর পরে আমার সব টাকা শেষ হয়ে যাবে?!?!"

    না ভাই, এই টেবেল থেকে দেখা যায়, ৪০ বছর পরে আপনার কাছে ১৪ লাখ টাকা থাকবে।
    https://habibur.com/rate/?amount=4000000&inc=decrease&percent=2.5&show=Show

    আরো উত্তর পাওযা যায় যেমন, "আমার বেতন এখন ২৫ হাজার টাকা, ২০০০ সালে ছিলো ৮ হাজার টাকা। আমার বেতন বেড়েছে নাকি কমেছে?"

    গড় মূদ্রাস্ফিতি ৬% ধরলে, আপনার বেতন এখন প্রায় একই আছে। নিচের টেবেল থেকে দেখা যায়, বর্তমান কালের ২৫ হাজার টাকা ১৬ বছর আগের প্রায় ৯০০০ টাকার সমান।

    https://habibur.com/rate/?amount=25000&inc=decrease&percent=6&show=Show

    https://habibur.com/rate/

      Comments:
    • ব্যক্তিগত ভাবে আমি একই টাকা নেই। এর পরও কিছু পাওনা থাকলে এটা আল্লাহর কাছে। ঐ লোকের কাছে আর কিছু নেই।
    • Invalid SSL certificate error? Which browser?
    • Shajeed vai, Try again. Should work without any ssl error now. Shajeed Hossain

    18-Sep-2016 1:42 am

    18-Sep-2016 12:36 pm


    নামাজের সময় ক্যলকুলেশন মেথড:


    সেহরীর শেষ সময়, সুবহে সাদিক, ফজর আরম্ভ:

    আমি যেটা করি: সূর্যের কেন্দ্র যখন দিগন্তের ঠিক ১৮ ডিগ্রী নিচে আসে তখন সুবহে সাদিক। ভারত পাকিস্তান, বাংলাদেশ এবং পৃথিবীর আরো অনেক দেশে এটা ফলো করা হয়। এটা নিয়ে এই দেশে হানাফি আহলে হাদিসে কোনো মত বিরোধ আছে বলে শুনি নি।

    সৌদিতে যেটা করে: সূর্যোদয়ের ঠিক দেড় ঘন্টা আগে সুবহে সাদিক ধরে। কিন্তু এই হিসাব ধরে চললে পৃথিবীর আরো উত্তরে গেলে বেশি দেরী হয়ে যাবে, আর দক্ষিনে বেশী আগে আগে হবে।

    অন্যান্য মত: মিশরে ১৯ ডিগ্রি ধরে বলে শুনেছি। মাঝে একবার আমেরিকার কিছু মুসলিম সুবহে সাদিকের যে বর্ননা কিতাবে আছে সেটা প্রেকটিক্যলি কয়েকদিন দেখে বের করেছিলো ১৫ ডিগ্রি ধরলে এটা ঠিক হয়। কিন্তু এর অনেক বছর পরে অন্য কিছু আলেম বলেছেন ১৫ ডিগ্রি ধরলে এটা বেশি দেরি হয়ে যায়। বরং ১৭, সাড়ে ১৭ ঠিক।

    এজন্য আমি ১৮ তেই স্টিক করেছি। প্রচলিত যেটা। ওয়েদার ডিপার্টমেন্টে এটাকে বলে এস্ট্রনোমিক্যল টোয়েলাইট।


    সূর্যোদয়:
    সূর্যের কেন্দ্র দিগন্তের ০.৮৩৩ ডিগ্রী অর্থাৎ ৫০ মিনিট নিচে। এই মিনিট ঘড়ির মিনিট না, বরং ডিগ্রি-মিনিট।

    এটা গ্লোবালি ওয়েদার ডিপার্টমেন্টের হিসাবের মেথড। মাজহাব ভেদে মতভেদ নেই। তবে এর উপর আমার লিখা একটা লম্বা আর্টিক্যল আছে, সেটা নিচে সূর্যাস্তে পাবেন।


    জোহর:
    সাধারনতঃ এটা হিসাব করা হয় সূর্যের কেন্দ্র কখন সর্বোচ্চ অবস্থানে গিয়েছে সেটার উপর। এটাকে বলে "জাওয়াল"। ক্যলেন্ডারে এই সময় দেয়া থাকলেও এই মুহুর্তে নামাজ পড়া নিষেধ। সূর্য হেলে পরতে হবে। কতটুকু হেলতে হবে এই ব্যপারে ফিক্সড কোনো কথা পাই নি। সূর্যের কেন্দ্র মাথার উপরের মধ্য রেখা পার হতে সোয়া মিনিট লাগে।

    সৌদিতে এর ১ মিনিট পরই আজান দিয়ে দেয়। আমার ক্যলেন্ডারে তিন মিনিট ধরেছি।


    আসর:
    মধ্য দুপুরে একটা কাঠির ছায়ার দৈর্ঘ যত হয়, সেটা বাদ দেবার পর:
    যখন কাঠির ছায়া এর দৈর্ঘের সমান হয়, তখন হাম্বলি-শাফেয়ি-মালেকি, অর্থাৎ হানাফি ছাড়া বাকি সব মাজহাবে আসরের সময় হয়।

    হানাফি মাজহাবে আসরের সময় হয় যখন ছায়া কাঠির দৈর্ঘের দ্বিগুন হয় তখন। আমার হিসাবে দুটোই দেখিয়েছি। একটা "আসর" অন্যটা "আসর (হানাফি)" নাম দিয়ে।


    সূর্যাস্ত, ইফতার:
    সূর্যের কেন্দ্র দিগন্তের ০.৮৩৩ ডিগ্রী নিচে। আমি সাবধানতার জন্য ৪ মিনিট যোগ করেছি। হিসাবের মূল সময়টাও সেকেন্ড ধরে পাশে দেয়া আছে, কম্পেরিশন বা আপনি নিজে বুঝে-শুনে ইচ্ছা মত সাবধানতার জন্য কিছু সময় যোগ করার জন্য।

    এই সময়ে ইফতার করতে গেলে এর উপর আমার লম্বা আর্টিক্যল আছে। এখানে পাবেন।

    https://habibur.com/page/sunset-and-iftar/

    তবে আমার লোকাল পয়েন্টে সূর্যাস্তের সময় জানতে পারলে আমি ৪ মিনিটের জায়গায় দুই মিনিট যোগ করবো। এটা এখনও ক্যলেন্ডারে দেয়া হয় নি।


    ইশা:
    সুর্যের কেন্দ্র দিগন্তের ১৮ ডিগ্রি নিচে ধরে হিসাব করে টেবিলে দেয়া হয়েছে। যেটা প্রচলিত। সৌদিতে এখানেও সুর্যাস্ত থেকে ঠিক দেড় ঘন্টা ধরা হয়। সৌদির হিসাব একটু দেরিতে হয়। কিন্তু ইশা দেরিতে পড়লেও সমস্যা নেই।

      Comments:
    • ঘড়ির ১ মিনিটে সূর্য আকাশে ডিগ্রির ১৫ মিনিট দুরত্ব চলে যায়। তাই পার্থক্য has :-D
    • এই ১৮ ডিগ্রি হলো ঠিক উপর থেকে নিচ বরাবর ১৮ ডিগ্রি।
      সূর্য আকাশে চলে উপর থেকে নিচে না বরং একটা এংগেলে বাম থেকে ডানে।
      এখানে আরেকটা পার্থক্য আছে। সহজ করে বললাম।
    • এন্ড্রইডের জন্য করা নামাজের এপসগুলোর অল্প কয়েকটা ছাড়া বাকিগুলোতে কিছু না কিছু ভুল সময় দেয় আমি দেখেছিলাম। বিশেষ করে ইশার ওয়াক্ত ১০ মিনিট আগে পরে করে।

      ১৯.৫ দিলে যদি ১৮ এর রেজাল্ট দেয় তবে ১৯.৫ সেট করে ইউজ করে যেতে পারেন। সময়টা ঠিক থাকলেই হলো।

    18-Sep-2016 12:36 pm

    18-Sep-2016 7:11 pm


    আজকের খবর: কাশ্মিরে ৪ জন মুজাহি... মানে...:-P স্বাধিনতাকামীদের আক্রমনে ১৭ জন হিন্দুস্তানী সন্য নিহত। অনেকদিন পর একটা ভালো নিউজ। আমরা বীর মুক্তিসেনাদের পক্ষে :-D (Y)
      Comments:
    • যুগ যুগ ধরে সকল আলেমদের মতে পৃথিবী গোল হলেও যে কোনো প্রান্তে নামাজ হয়। "আমরা ইসলাম আলেমদের থেকে শিক্ষা করি, সেকুলারদের কাছ থেকে না।" -- এটাই যুক্তি।
    • মেথড হলো নির্দিস্ট পয়েন্ট থেকে কাবার দিকে যেটা great circle bearing for shortest distance হবে সে দিকে ফিরে নামাজ পড়া।

      নেটে এর বিস্তারিত ব্যখ্যা আছে। কিন্তু Spherical Geometry পড়া না থাকলে এটা তাকে বুঝাতে পারবেন না, বা আপনি বুঝবেন না।

      বেসিক্যলি, সে যদি আপনার থেকে বুদ্ধিমান হয় তবে তাকে আপনি তর্কে হারাতে পারবেন না।
      সে যদি আপনার থেকে বোকা হয় তবে সে আপনার যুক্তি বুঝবে না এবং গ্রহন করবে না, এবং আপনি তাকে এবারও তর্ক হারাতে পারবেন না।

    18-Sep-2016 7:11 pm

    20-Sep-2016 8:34 am


    "যা- কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্ট বেটাই চোর।”

    সারা জীবন প্রথম দুই লাইন পড়া ছিলো। আজকে পড়লাম পুরো কবিতাটা, নিজের জীবনের এই শেষ প্রান্তে এসে।

    এর কাহিনী,
    একজনের এক চাকর ছিলো। সারাদিন অত্যাচার চলতো তার উপর।
    তাকে নিয়ে সফরে গেলো মালিক।
    জ্বরে পড়ার পর চাকর তারা সেবা যত্ন করে।
    মালিক সুস্থ হবার পর চাকর একই জ্বরে পড়ে মারা যায়।
    মালিক বাসায় একা ফিরে আছে।

    Pathetic? হুম। কিন্তু আমার এই কাহিনী জেনে লাভ কি?

    "সব কিছুতে লাভ খুজে...", "এটা পড়ে শিক্ষা....", "কবিতা সবাই বুঝে না..."

    কহিলাম, হুম। :-D

    20-Sep-2016 8:34 am

    20-Sep-2016 1:17 pm


    habibur.com এ যে সার্ভিসগুলো দেয়া আছে, সেগুলো কোনোটাই ইউনিক না। এই তখ্যগুলো অন্যান্য সাইটেও আছে।

    কিন্তু অন্যান্য সাইটগুলোতে এগুলো থাকে অনেক ইমেজ, ডিজাইন ও advertisement এর সংগে। যেগুলো ব্যবহারের জন্য সমস্যা তৈরি করে।

    আর প্রচুর জাভাস্ক্রিপ্ট দিয়ে single page application, বা SPA, তৈরি করে দেখেছি, একই জাভা স্ক্রিপ্ট সার্ভার সাইডে রান করলে যত তাড়াতাড়ি পেইজ রেন্ডার হয়, ক্লায়েন্ট সাইডে তার থেকে অনেক বেশি সময় লাগে।

    প্লাস client side javascript ডিপেন্ডেন্ট সাইটগুলোতে state maintain করতে সমস্যা হয়।

    যেমন quran.com এ কোরআন শরিফে অনুবাদ আছে। কিন্তু আমি যদি সুরা বাকারার মাঝের কোনো আয়াত দেখতে চাই, তবে অনেকক্ষন স্ক্রল করে ওয়েট করতে হয় infinite scroll java script একটা একটা করে পাতা লোড করার জন্য। কোনো নম্বরে ক্লিক করে মাঝের কোনো পাতায় যাবার উপায় নেই।

    আবার hadithbd.com তে হাদিসগুলো আছে। কিন্তু প্রতিটা পেইজ লোড হতে, এবং নেভিগেশন করতে অনেক সময় লাগে। অসংখ্য এড এবং বড় বড় ইমেজ এর জন্য।

    তেমনি নামাজের সময়সূচি অন্যান্য যে পেইজগুলোতে আছে, সেখানে এড/ডিজাইনের মাঝে প্রকৃত সময়টা খুব ছোট ফন্টে লিখা থাকে। মোবাইল থেকে পড়তে সমস্যা। অথচ এই তথ্যটাই আসল।

    এগুলো একবার ব্যবহারের জন্য ঠিক আছে। দিনে কয়েকবার করে ব্যবহার করা সমস্যা।

    একারনে URL এ স্টেইট দিয়ে দিয়ে, ad, heavy image, heavy design, heavy javascript বিহিন এই সাইট করেছি, যেন সার্ভিসগুলো ব্যবহার করা সহজ হয়।

      Comments:
    • "আমাদের সময় এটা ইম্পর্টেন্ট ছিলো না"

      সত্যি কথা হলো, ঐ সিলেবাস আমাদের দুই বছর আগে শেষ হয়ে গিয়েছিলো। আমরা নতুন সিলেবাসে পড়েছিলাম।

    • এটা জানি। কিন্তু এই ক্ষেত্রে আমাকে আয়াত নম্বর জানতে হবে।
      অধিকাংশ ক্ষেত্রে আমি আয়াত নম্বর জানি না, কিন্তু জানি "প্রথম পারার শেষের দিকে", বা "দ্বিতীয় পারার মাঝা মাঝি", "ঐ আয়াতগুলোর পরে এই আয়াত আছে" এই ভাবে।

      এরকম করতে হলে স্ক্রলে যেতে হয় আল্টিমেটলি। এক সময় আমি quran.com এর পেইজ ডেস্কটপে সেইভ করে রেখেছি infinite scroll থেকে বেচে, রেফারেন্সের জন্য। কিন্তু তাতেও অন্য javascript এর জন্য পেইজ রেন্ডার হয় না। মেুনুয়েলি HTML এডিট করতে হয়েছিলো।

    20-Sep-2016 1:17 pm

    20-Sep-2016 4:11 pm


    গুগুল ইনডেক্স ও ওয়েবের পেইজ সংখ্যা:

    একসময় ধারনা করতাম ওয়েবের পেইজের সংখ্যা নির্দিস্ট, কিন্তু প্রতিদিন বাড়ে। এবং গুগুল এর সম্ভবতঃ ৯৫% ইনডেক্স করে রেখেছে।

    পরে জেনেছি, এটা ভুল। ওয়েবের পেইজের সংখ্যা অনেকটা ইনফিনিট এর মত। এবং গুগুল এর ১% ও ইনডেক্স করে না। শুধু জরুরী পেইজগুলো করে।

    যেমন কেউ একজন একটা Todo লিস্ট করে ওয়েবে দিলো যেখানে Next, Previous করে আগের দিন পরের দিনে যাওয়া যায়।

    এখন তার স্ক্রিপ্টে যদি লিমিট দেয়া না থাকে তবে next, previous করে হাজার হাজার বছর পর্যন্ত যাওয়া যাবে। এবং প্রতিটা পেইজই রেন্ডার হবে। এই একটা স্ক্রিপ্ট দিয়েই লক্ষ লক্ষ পেইজ জেনারেট হচ্ছে।

    নামাজের সময় সূচিতে আমি শুধু মাত্র আজকের সময় দেখিয়েছি। তারিখ বলে দিয়ে অন্য কোনো দিন দেখা যায় না। এর পরও ২০ হাজার শহরের জন্য ২০ হাজার পেইজ আছে। যেগুলো প্রতিদিন বদলায়।

    এখন তারিখ দিয়ে দিলে এই ২০ হাজার শহরের প্রতিটার জন্য আরো ১০ লক্ষ করে পেইজ রেন্ডার হবে।

    অথচ গুগুল একটা সাইট থেক সর্বোচ্চ ৫০ হাজার পেইজ ইনডেক্স করে।

    এজন্য পারলেও, এবং সহজ হলেও অনেক কিছু সিমিত রাখতে হয় গুগুলকে খুশি রাখার জন্য।

    20-Sep-2016 4:11 pm

    20-Sep-2016 7:25 pm


    [ মূলধারার বাইরে পোস্ট। স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের জন্য। প্রথম লাইন বুঝতে না পরলে পুরো স্টেটাসটা স্কিপ করে যান। সব ইলম দরকারি ইলাম না। এবং আমি আপনার ইমাম না, বা আপনিও আমার ইমাম না। ]

    প্রসংগ কাশ্মির:
    শাহ নিয়ামতুল্লাহ ওলির কাসিদা যারা পড়েছেন তারা জানেন যে আরেকটা যুদ্ধ আসন্ন। এবং এই যুদ্ধ আরম্ভ হবে কাশ্মির থেকে।

    তাই "আরেফ"রা ঐ দিক কিছু হলে আৎকে উঠে। তবে সত্য হলো প্রফেসাইজড কোনো ঘটনা সত্যি ঘটার আগে অনেকগুলো ফলস এলার্ম আসে। এর পর কোনো একবার ঘটনা সত্যি সত্যি ঘটে যায়।

    তাহলে এবারই কি? এখনই হবার সম্ভাবনা কম। বলবো ৯০% সম্ভাবনা কিছু হবে না। তবে গরম বাড়ছে। এবং কিছু হবার টাইমলিমিট একেবারে কাছিয়ে আসছে, অনেকের এই মত।

    এবার এন্টিডোট:
    Self full filling prophecy বলে একটা কথা আছে। মনে করেন, আমার দাদি আমাকে বলে গিয়েছিলো ২৩ বছর বয়সে তোমার বিয়ে হবে তাই ২৩ বছর বয়সে আমি বিযে করলাম। এটা "সেলফ ফুলফিলিং"। দাদি বলেছেন দেখে করেছি। দাদীর কেরামতী এখানে খুব বেশী নেই।

    কাশ্মিরের ঘটনাও self full filling এর দিকে যেতে পারে। আমরা বাংগালিরা এই কাসিদা যত না জানি বা মানি, তার থেকে পাক-ভারতের উপর থেকে নিচ পর্যন্ত প্রায় সবাই গত শত বছর ধরে এটা পড়ে আসছে আর অপেক্ষা করে আসছে। তাই তারা জানে আরম্ভ হবে কাশ্মির থেকে, তাই কাশ্মির থেকেই হয়তো তারা ঘটাবে।

    শেষ কথা:
    তার পরও its a wonder ঘটনা কত দূর এসেছে।
    Link with other prophecies: আমিন বেগ ভাই একজনের স্বপ্নের কথা বলেছিলেন যে আরব থেকে পাকিস্তান পর্যন্ত যুদ্ধ আরম্ভ হবে। আরবে চলছে। পাকিস্তান এখনো বাকি আছে।
    /End wild guess.

      Comments:
    • আর কোনো খবর পাই নি যেহেতু তাই ধরে নিতে পারি উনি এখনো জেলে। ব্যক্তিগতভাবে আমি উনাকে চিনি না, বা কখনো দেখি নি।

    20-Sep-2016 7:25 pm

    20-Sep-2016 11:41 pm


    habibur.com এর আজকের আপডেটস:

    নামাজের সময় সূচি এবার বাংলাতেও পাবেন, GPS এবং ৬৪ জেলার জন্য।
    https://habibur.com/salat/bangla/

    এবং সাইটের জন্য নতুন Facebook Page.
    এই পেইজের চ্যটে গিয়ে যদি আপনার জেলার নাম ইংরেজিতে লিখে মেসেজ পাঠান তবে সংগে সংগে রিপ্লাই মেসেজে ঐ জেলার সময় সূচি পেয়ে যাবেন।
    উদাহরন: dhaka, chittagon, khulna এই সব নাম। জেলার বানান নিযে বেশি চিন্তা করার দরকার নেই। উচ্চারন কাছাকাছি হলেই জেলা চিনতে পারবে ইনশাল্লাহ। :-P

    https://www.facebook.com/habiburcom/

      Comments:
    • জিরোতে কাজ করার কথা। করে না?
    • জিরো দিয়ে ঢুকা যায না? ফেইসবুকই তো!
    • https://free.facebook.com/habiburcom/

    20-Sep-2016 11:41 pm

    21-Sep-2016 12:39 am


    habibur.com এর নতুন পেইজ।

    facebook.com

      Comments:
    • Mohammad Naimul Islam এই লিংক দিয়ে চেষ্টা করে দেখেন।
    • কেমনে? পেইজ খুলা ২ মিনিটের কাজ। যে কেউ করতে পারে।
    • সাহস কেন? কেউ মারবে নাকি?
    • হেকিং করলেন নাকি?

    21-Sep-2016 12:39 am

    21-Sep-2016 6:49 am


    দেশে গত দুই দিনে বজ্রপাতে বিভিন্ন জায়গায় একজন দুইজন করে, সারা দেশে মোট ২৩ জনের মৃত্যু।

    "পালাবি কোথায় ওরে পাঠা? ঘরে ভুমিকম্প, বাইরে ঠাডা।" ~ এর মত অবস্থা।

    বজ্রপাতে হটাৎ করেই এই উপমহাদেশে মৃত্যু বেড়ে গিয়েছে এই বছর। কারনটা কি জানি না। কেউ কেউ বলছে হাতের মোবাইলের জন্য। কিন্তু মোবাইল আছে গত ১০ বছর ধরে, বজ্রপাত তাহলে তখন থেকেই বাড়তো।

    ১০-২০ বছর আগে ভারতের যোগীরা এই দেশে বজ্রপাতে নিহত মানুষের হাড় নেবার জন্য টাকা দিয়ে লোক পাঠাতো। বজ্রপাতে নিহত কারো লাশ কবর থেকে কিছু দিন পর চুরি হয়ে যেতো। এই খবর একের পর এক ছাপানো হতো। শেষে বজ্রপাতে নিহতদের লাশ পাহারা দেবার ব্যবস্থা করা হয়েছিলো।

    এখন চারদিকে এত লাশের ছড়াছড়ি, যে বজ্রপাতে নিহতদের কংকাল জোগাড় করতে তাদের এত কস্ট করার আর দরকার নেই।

    এর আগে এই বছর দুই দিনে সারা দেশে ৮০ জন বজ্রপাতে মারা গিয়েছিলো।
    ভারতে মারা গিয়েছিলো দুই দিনে ১২০ জন।

    21-Sep-2016 6:49 am

    21-Sep-2016 2:22 pm


    শত্রুর সাথে ব্যবহার দেখে বন্ধু চেনা যায়।

    একটা উদাহরন দিয়ে বুঝাই:

    আব্দুল্লাহ অমার নিউ ফেসবুক ফ্রেন্ড। একই মতাদর্শ, একই পথ। কিন্তু কিছু দিন তার ফিড দেখে বুঝলাম সে আমাদের বিরোধিদের ছোট বড় সব দোষ বের করে আক্রমন করে, মানে "মুখোশ উন্মোচনে" ব্যস্ত।

    আমি চিন্তা করলাম, সে যদিও এখন আমার বন্ধু, কিন্তু সে যে সকল পয়েন্ট নিয়ে মানুষকে আক্রমন করছে, তার থেকে বড় দোষ আমার মাঝে আছে। আমি তার পক্ষে তাই হয়তো সে আমাকে কিছু বলছে না, কিন্তু একটু মতানৈক্য হলেই সে আমাকে এর থেকে আরো বেশি আক্রমন করবে। "ছুপা", "ঘরের শত্রু বিভিষন", "উনি হলেন গোপনে ..." এরকম।

    এটা বুঝে আমি তাকে আনফ্রেন্ড বা আনফলো করে রাখলাম।
    যদিও সে আমার বন্ধু, কিন্তু শত্রুর সাথে ব্যবহার দেখে বন্ধুকে চেনা যায়।

    ______
    খুজলে লানত দেবার পক্ষে হাদিস বের করে কেউ প্রমান করতে পারবে লানত দেয়া হলো ক্ষেত্র বিশেষে সুন্নাহ। আবার খুজলে এর বিপক্ষের হাদিস দিয়েও কেউ প্রমান করতে পারবে লানত দেয়া খারাপ।

    কে কোনটা অনুসরন করে এটা দেখে তার দিক চেনা যায়।

    সুন্নি আলেমগন লানত দেয়াকে নিরুৎসাহিত করেন।
    আবার শিয়ারা এব্যপারে উৎসাহিত করে। শিয়াদের স্টেটাস, অর্টিক্যলে আমি আবু-বকর, ওমর রা: এর নামের শেষে লিখে La. বা "লা" দেখতে পাই। লানতের সংক্ষিপ্ত।

    মজলুম অবস্থায় কেউ জালেমকে লানত দিলো এটা ভিন্ন কথা।
    কিন্তু কেউ ভুল পথে চলছে, বা ভুল কথা প্রচার করছে এ রকম দাবি করে বিভ্রান্তকে লানত দিলে এটা অন্য দিকে যায়।

    এবং এধরনের কাজ আমি বেরলভিদের করতে দেখেছি সবচেয়ে বেশি। এবং তাদের একাংশ এটা করাকে সুন্নাহ মনে করে। এটা একটা পয়েন্ট যেখানে শিয়া আর বেরলভিদের মাঝে মিল আমার চোখে পড়ে।

    আল্লাহ তায়ালা আমাদের সত্যের পথে রাখুন।

      Comments:
    • typo ছিলো। ঠিক করেছি।

    21-Sep-2016 2:22 pm

    22-Sep-2016 12:35 pm


    সব বিষয়ে আমার মত থাকতে হবে, বা স্পস্ট করে ব্যখ্যা করতে হবে কি বুঝলাম এটা শর্ত না। প্রশ্ন করলে শুধু হাদিস শুনিয়ে দেয়া যথেষ্ট। এর পর শ্রোতা বুঝলো নাকি বুঝলো না -- সেই দায়িত্ব আমার না।

    এক লোক ইবনে উমর রা-জিজ্ঞাসা করলেন
    : কোরবানী কি অবশ্য করনীয়?
    : রাসূলুল্লাহ ﷺ নিজে কুরবানী করেছেন এবং মুসলিমগণও তা করেছেন।
    লোকটি আবার প্রশ্ন করল।
    উনি আবার জবাব দিলেন,
    : রাসূলুল্লাহ ﷺ কুরবানী করেছেন এবং মুসলিমগণ তা করেছেন, বুঝেছ?

  • সুনান তিরমিজী - ১৫১২

    উনি এর পরও স্পস্ট করে বলেন নি কোরবানী ওয়াজিব কিনা। শুধু হাদিস শুনিয়ে দিয়ে খালাস।
    ______
    যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ফিতনার হাদিসগুলো প্রথম পড়েছিলাম।

    "ঐ সময়ে দাড়ানো লোকের থেকে বসে থাকা উত্তম..." এই হাদিসগুলো পড়েছিলাম কোনো ব্যখ্যা ছাড়া। এবং যা বুঝার বুঝে নিয়েছিলাম।

    এবং "এই হাদিসগুলো প্রযোজ্য না", "ঐ যুগ এই যুগ পার্থক্য আছে", "ফিকাহর ব্যসিক আপনার থেকে আমি বেশি বুঝি" এই ধরনের কথা ইসলামি পলিটিক্যল এক্টিভিস্টরা তখনও শুনিয়ে যেতো। এ সব কথা আমাকে sway করতে পারে নি। কারন আমার কাছে স্পস্ট হাদিস পৌছেছে।

    "আলেম না" এ কারনে আমি যদি অন্ধ হই। তবে দ্বীন শেখাতে আসা সেই বড় ভাই ও অন্ধ, কারন সেও আলেম না, সে যত বড় বড় কথা বলুক না কেন। এক অন্ধ অন্য অন্ধকে পথ দেখাতে পারে না।

    আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।
    এবং বিভ্রান্তি থেকে হিফাজত করুন।

    22-Sep-2016 12:35 pm

  • 22-Sep-2016 1:57 pm


    প্রসংগ: হিন্দ

    ভারত আর চীন। দুই দেশের মাঝে হিমালয় পর্বত। তাই এই দু দেশের মাঝে সরাসরি যুদ্ধ হবার উপায় নেই।

    উপায় দুটো।
    এক, কাশমিরের দিক থেকে হিমালয়ের ঐ প্রান্ত ঘুরে।
    আর দুই, সিলেটের দিক দিয়ে, হিমালয়ের এই প্রান্ত দিয়ে।

    ৬২ সালে যখন চীন-ভারত যুদ্ধ যখন লেগেছিলো তখন বাংলাদেশের এই সাইড দিয়েই লেগেছিলো।

    সামনে যদি পাকিস্তান-ভারত যুদ্ধ লাগে তবে চীনও এই যুদ্ধ সামিল হবে বলে আশংকা।

    এবং বর্ডারের এই প্রান্ত ভারতকে সামলাতে হবে। এবং এর সহজ উপায় - বাংলাদেশের উপর দিয়ে ট্যংক-সেনা বহন করে।

    তাই পাকিস্তান-ভারত যুদ্ধ লাগলে আমরা সেইফ না।

    বাংলাদেশও যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। আমার আশংকা।

    22-Sep-2016 1:57 pm

    23-Sep-2016 3:52 am


    A very strong man, who isn't following police orders, walks toward his open car window. Shooting him sounds fair judgement while standing in her shoes. The situation could have gone either way. Especially if he had a bomb in his car.

    #Tulsa_Murder
    #Anti_Mob_Lynching

    23-Sep-2016 3:52 am

    23-Sep-2016 3:53 pm


    আজকে হারাম শরিফে খুতবা এবং জুম্মা পড়িয়েছেন শেখ সালেহ আল তালিব। ইউটুবে লাইভ দেখা যায়। শেখ সুদাইসের থেকে উনার রিসাইটেশন আমার কাছে ভালো লাগে।

    খুতবা দিয়েছেন হজ্জে কি করা হলো এবং হজ্জ পরবর্তি কি করতে হবে তার উপর। দুই খুতবাতে একই প্রসংগ।

    কোটেশন: ঐ সময়ে মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, তবে তাকওয়ার ক্ষেত্রে আছে।

    তিলওয়াত করলেন সুরা বাকারার, "ফা ইদা কাদাইতুম মানাসিকাকুম...।" এতে হজ্জ পরবর্তি কাজের লম্বা বর্ননা আছে।

    23-Sep-2016 3:53 pm

    23-Sep-2016 9:28 pm


    habibur.com এর আপডেটস:

    হিজরী ক্যলেন্ডার সেকশনটা রিওয়ার্ক করা হয়েছে। এখন তারিখ সৌদি ডিকলেরেশনের মত একই তারিখ দেখাবে ইনশাল্লাহ -- যদি কোনো বাগ না থাকে। আগে খালি চোখে দেখার উপর ভিত্তি করে ছিলো, এখন এটা টেলিস্কোপ দিয়ে দেখার সাথে মিল রেখে করা হয়েছে।
    https://habibur.com/hijri/

    বাংলাদেশ থেকে চাদ দেখার সম্ভাবনার উপর ভিত্তি করে সেপারেট ক্যলেন্ডার, শুধু বাংলাদেশের জন্য। এটা ভারত-পাকিস্তানের জন্য ও প্রযোজ্য।
    https://habibur.com/hijri/bd/

    এবং আরবী ভার্শন। আরবদের অনেক google translate দিয়ে পেইজ ট্রেন্সলেশন করে। এবার তাদের জন্য সহজ হবে।
    https://habibur.com/hijri/ar/

    এবং habiburcom এর FB পেইজে গিয়ে মেসেঞ্জারে "date" বা "hijri" লিখে পাঠালে আজকের হিজরি তারিখ জানিয়ে দেবে।
    https://facebook.com/habiburcom/

    habibur.com এর হোমপেইজে আজকের হিজরী তারিখ বড় করে দেখানো হয়েছে। দেশের বিদেশের দুটোই। মাস বা বছরের উপর ক্লিক করলে সংশ্লিস্ঠ ক্যলেন্ডারে নিয়ে যাবে।
    https://habibur.com/

    23-Sep-2016 9:28 pm

    24-Sep-2016 6:17 am


    কোরআন হাদিসের "ব্যখ্যার উপর ব্যখ্যা" যদি কেউ আমাকে শুনাতে থাকে যেটা মূল কথার বিপরিত তবে আমি ধরে নেই সে পথচ্যুত।

    যেমন:

  • বর্তমান সরকারে যারা আছে সবাই ত্বাগুত।
  • কেন?
  • যারা আল্লাহর হুকুম মত শাসন করে না, তারাই ত্বাগুত।
  • এই ব্যখ্যা কোনো হাদিসে আছে?
  • না, কিন্তু...
  • মূলধারার কোনো তফসিরে আছে?
  • না কিন্তু...
  • কোনো শরিয়ার কিতাবে লিখা আছে?
  • না কিন্তু...
  • তাহলে কোথায় পেলেন?
  • তফসিরের অমুক কিতাবে লিখা আছে "ত্বাগুত মানে হলো শয়তান আর মানুষ-শয়তান" এর থেকে বুঝা যায়....
  • তাহলে বলছেন, তফসিরে সরাসরি বলা হয় নি। কিন্তু তফসির থেকে একটা শব্দ তুলে নিয়ে এর উপর নিজের তফসির চালিয়ে এই কংক্লুশনে পৌছছেন?
  • হুম...
  • এবং এর উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষকে কতল করা জায়েজ ঘোষনা করছেন?
  • উম...
  • অথচ তফসির মানেই হলো ব্যখ্যা, এত জরুরী জিনিষ যা না হলে ঈমানই থাকবে না, সেটা তফসিরকারী এত ব্যখ্যা করলেন, কিন্তু এটা ব্যখ্যা করলেন না?

    _____
    অনুরূপ ভাবে হাদিস থেকেও করা হয়।

    - মুসলিমদের শাসক যদি ইসলামি আইন মত শাসন না করে, এবং মানব গড়া আইনে শাসন করে তবে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

  • কিন্তু আমি হাদিসে এমন কোনো কথা পাচ্ছি না। বরং মুসলিম শরিফের হাদিসে লিখা আছে ধর্য্য ধরতে হবে, বিদ্রোহীদের সংগী না হয়ে মূল জামাতের সংগে থাকতে হবে, এইসব।
  • হাদিসে নেই, মুসলিম শরিফের ব্যখ্যায় লিখা আছে...
  • মানে আপনি বলছেন এই হাদিসগুলোর ব্যখ্যায় এর বিপরিত কথা লিখা আছে?
  • উম...
  • এবং এর উপর ভিত্তি করে আমাকে জীবন দিতে হবে?
  • উম...

    বুঝলাম এখানেও "ব্যখ্যার ব্যখ্যা" এর উপর আশ্রয় করা হয়েছে। যেহেতু স্পস্ট কথার হাদিসে এধরনের কোনো কথা নেই। এবং "ব্যখ্যার ব্যখ্যার" উপর ভিত্তি করে মূলধারার বাকি সব কথাকে ছুড়ে ফেলা হয়েছে, যেগুলো স্পস্টতঃই উনার কথার বিপরিত।

    ______
    শরিয়ার ক্ষেত্রেও একই জিনিস। কিন্তু ভালো হলো শরিয়ার ক্ষেত্রে তারা বলে না শরিয়ার এই কিতাবে, এই লিখা আছে। বরং রেফারেন্স দেয় আমাদের শায়েখ অমুক এই ফতোয়া দিয়েছেন এটাই শরিয়া।

    এতে আমার আপত্তি নেই। ঠিক আছে। কিন্তু উক্ত শায়েখ আমার ইমাম না। তাই উনার কথা আমাকে মানতে হবে, তা না। আপনি মানলে আমার কোনো সমস্যা নেই।

    আল্লাহ তায়ালা আমাদেরকে সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।

      Comments:
    • ......একাউন্ট ডিজেবেল্ড হয়ে যেতো।
    • শরিয়ার বইগুলোতে কিন্তু এই ব্যপারগুলো বিস্তারিত বলা আছে Mohammed Tawsif Salam । ওগুলো মানলে নিজস্ব ব্যখ্যার খুব বেশি প্রয়োজন পড়ে না।
    • ৬০ দশকের কম্পিউটার এরকম হতো। তবে রিসেন্টলি এর থেকে বরং হাজার হাজার relay দিয়ে একজন বানিয়েছিলো। সেটা আরো ইন্টারেস্টিং। চলতে থাকলে কট কট শব্দে ভরে যায়।

    24-Sep-2016 6:17 am

  • 24-Sep-2016 4:16 pm


    ভাইয়েরা অনুরোধ: যদি কিছু নিশ্চিৎ জানেন, তবে যেটা নিশ্চিৎ জানেন সেটাই অনুসরন করুন। আমি কোনো আলেম না।

    যদি মনে করেন আমি আপনাকে কনফিউজ করছি তবে আমাকে আন ফলো করে ব্লক করে দেন।

    যদি কিছুতে কনফিউশন থাকে, তবে যার উপর আপনার আস্থা আছে তার কাছে গিয়ে প্রশ্ন করে জেন নিন। এবং তার উত্তরই অনুসরন করুন।

    তবে আপনাদের জালালী মেজাজের বড় ভাইদের এখানে ট্যগ করে ডাক দেবেন না। প্লিজ। :-D

    আর যদি বাংলা বই পড়তে পারেন, তবে সব তফসির-হাদিসের বই অনলাইনে আছে। নিজে দেখে নিন। তবে এ ধরনের লোক কম।

    24-Sep-2016 4:16 pm

    24-Sep-2016 5:42 pm


    habibur.com এ প্রতিটা হিজরী মাসের নিচে চাদ দেখার ক্রাইটেরিয়া কিভাবে বের করেছি সেটা দিয়ে দিয়েছি। এটা দেখে পসিবিলিটি সম্পর্কে আইডিয়া পাওয়া যবে।

    বর্তমান ক্রাইটেরিয়া হলো আমাবস্যার ৯ ঘন্টা পরে মক্কায় সূর্যাস্ত হতে হবে চাদ দেখা যেতে হলে। এটা দিয়ে মোটামুটি কাছা কাছি রেজাল্ট পাচ্ছি। এর থেকে কমপ্লেক্স যে ফরমুলাগুলো আছে সেগুলো "টেলিস্কোপ" মেথডের জন্য অভার ইঞ্জিনিয়ারিং হয়ে যায়।

    সেম্পল: এই মাসের জন্য।
    https://habibur.com/hijri/1437/12/

    এটা ১৩৭০ হিজরির পরে থেকে। এর আগের বছরগুলোর জন্য ভূপৃষ্ঠ থেকে চাদ দেখার উপর ভিত্তি করে, আগের মত। এই হিসাব এখনো দেখানো হয় নি।

    বাংলাদেশের জন্য হিসাব আলাদা। এটা সৌদির জন্য শুধু।

    Testing pending.

    24-Sep-2016 5:42 pm

    24-Sep-2016 9:13 pm


    দ্বিতীয় ভিডিওটা দেখলাম। "কোন ভিডিও?" প্রশ্ন থাকলে এই স্টেটাসটা স্কিপ করে যান :-P
    কমেন্টস:
    ১। ফরিদউদ্দিন মাসুদ আর শামিম আফজাল বুঝলাম। কিন্তু তারেক মনওয়ার আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখানোর কারন বুঝলাম না।
    ২। "নামাজ, রোজা, হজ্জ, জিহাদের থেকে সবচেয়ে বেশি ভালো কাজ হলো ভালোবাসা" - মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। আগে শুনি নি। আজকে জানলাম :-D
    ৩। "বাংলাদেশে টার্গেটের অভাব নেই।" বলা হয়েছে আলেমদের ছবি দেখানো পর। তাহলে এই আলেমরাই কি টার্গেট? চিন্তার বিষয়।

    শেষে:
    Pro: টার্গেটদের মাঝে আমার ছবি নাই :-D
    Con:

      Comments:
    • জিনিসটাকে এভাবে দেখেন, আমি তার সাথে তর্ক করবো না। তাহলে তার এখানে এসে কাজ কি? কিছু গালি দিয়ে চলে যাবে।

      আমি বেরলভিদের বিরুদ্ধেও অনেক লিখি। এর উদ্যেশ্য তাদের সাথে তর্ক করা না। তাই ট্যগ করে তাদের কাউকে ডেকে আনলে সেও কিছু গালি দিয়ে চলে যাবে।

      কন্সট্রাকটিভ ডিসকাশনে আমার আপত্তি নেই। কিন্তু বাংগালিদের অধিকাংশ এটা পারে না। এবং আমার শিক্ষনীয় কিছু না থাকলে আমিও এতে আগ্রহ পাই না।

      শেষে আননোন কোনো ফেসবুক আইডি -- যে আল্টিমেটলি গালি দিয়ে চলে যাবে -- তার পেছনে সময় দিয়ে আমার লাভ কি?

    24-Sep-2016 9:13 pm

    24-Sep-2016 11:55 pm


    A10 ARM processor found in iPhone 7 is faster than all mobile processors, iMac, Macbook Air and even the latest Macbook pro.

    Amazing!!! (Y) I was hoping that someday ARM might catch up with Intel in speed. But never believed, I shall live long enough to see that.

    24-Sep-2016 11:55 pm

    25-Sep-2016 6:09 am


    আলোচিত ভিডিওর মাওলানা ফরিদউদ্দিন মাসুদের "নামাজ রোজার থেকে সবচেয়ে ভালো কাজ হলো ভালোবাসা" হাদিস এর রেফারেন্স খুজে পেলাম।

    رقم الحديث: 89
    (حديث مرفوع) حَدَّثَنَا جَعْفَرٌ ، قثنا الْوَلِيدُ بْنُ صَالِحٍ ، قثنا أَبُو عَوَانَةَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنْ أَبي ذَرٍّ ، قَالَ : بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ فِي الْمَسْجِدِ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَّرَنَا وَذَكَرَ مَا شَاءَ اللَّهُ ، ثُمَّ قَالَ : " أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ ؟ " ، قَالَ بَعْضُهُمْ : الصَّلاةُ ، وَقَالَ بَعْضُهُمْ : الزَّكَاةُ ، وَقَالَ بَعْضُهُمُ : الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ، وَسَكَتَ بَعْضُهُمْ فَلَمْ يَقُلْ شَيْئًا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَفْضَلُ الْعَمَلِ الْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ " .

    http://library.islamweb.net/hadith/display_hbook.php?hflag=1&bk_no=1323&pid=881111

    রাসুলুল্লাহ ﷺ একদিন সাহাবাদের জিজ্ঞাসা করলেন কোন আমল সবচেয়ে উত্তম? কেউ বললো নামাজ, কেউ জাকাত, কেউ জিহাদ কেউ চুপ থাকলেন। তখন রাসুলুল্লাহ ﷺ বললেন সর্বোত্তম কাজ হলো "অল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃনা।"
    ____

    এই হাদিসটা জানা। কিন্তু উনি যেভাবে শুধু এককথায় "ভালোবাসা" বলে শেষ করে দিয়েছিলেন তাতে মনে হচ্ছিলো "মানব সেবাই পরম ধর্ম" এটা দাবি করছেন।

    ছোট কিছু শব্দ ওলট পালট করলে অনেক পরিবর্তন।

    যাই হোক। আমি আলেম না, উনি আলেম।

    25-Sep-2016 6:09 am

    25-Sep-2016 2:39 pm


    মসজিদের দরজা স্পিরিট দিয়ে বার্নিশ করা যাবে কিনা এর উত্তর এখান থেকে পাওয়া যায়।

    উল্লেখ্য, এটা সেনসিটিভ বিষয় যেহেতু তাই আমি চুপ থাকি। ফতোয়া দেয়া আলেমদের কাজ।

    কিন্তু ব্যক্তিগত ভাবে গ্রহন করি ঐটাই যেটা নিচে বলা হয়েছে।

    // ফুটনোট: মূল বিষয়ে হাম্বলি-সালাফি মাজহাবের মত ভিন্ন। কেউ এরকম থাকলে নিজ আলেমদের থেকে জেনে নিবেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    25-Sep-2016 2:39 pm

    25-Sep-2016 3:18 pm


    habibur.com সংক্রান্ত অপডেটগুলো এখন থেকে মূলতঃ এই গ্রুপে পোস্ট করা হবে, ইনশাল্লাহ।

    https://www.facebook.com/habiburcom/

    এই মুহুর্তে সাইটে প্রচুর কাজ চলছে বলে কিছু না কিছু আপডেটস ডেইলি আসছে।

    এগুলো সব পার্সোনাল আইডিতে দিলে ফ্লাড হয়ে যাবে। এ জন্য পেইজে দেয়া হবে, ইনশাল্লাহ।

    facebook.com

    25-Sep-2016 3:18 pm

    25-Sep-2016 7:22 pm


    আমরা এইসব নিয়ে একটা কথা বলার সাহস পাই না। অথচ মডারেটরা এর উপর বিশাল আর্টিক্যলে লিখে পেপারে ছাপিয়ে দেয়। :-D

    আশা করা যায় ব্যপরটা আরেকটু মেইনস্ট্রিম হলে আমিও লিখতে পারবো, ইনশাল্লাহ। :-D

    Quote__
    বাংলাদেশ ভৌগলিক ও সামুদ্রিক কারণে ভারতের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বপূর্ণ চীনের কাছেও। পাক-ভারত যুদ্ধ হলে চীন ভারত উভয়ই চাইবে বাংলাদেশে গ্রাউন্ড ফোর্স পাঠাতে। কৌশলগত দিক থেকে বাংলাদেশ যাদের নিয়ন্ত্রনে থাকবে তারা অনেক সুবিধা পাবে। যদি ইন্ডিয়া বাংলা দখল করে তাহলে চীন চাইবে শিলিগুরি করিডর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে।
    ইন্ডিয়া তাই চীনকে (+বাংলাদেশ) ঠেকানোর জন্য আসামে গোপনে নিউক্লিয়ার ব্যাস তৈরি করছে এবং এই অঞ্চলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহর সহ সামরিক শক্তি বৃদ্ধি করছে।

    http://www.sheershakhobor.com/বিশেষ-কলাম/2016/09/22/অখণ্ড-ভারত-নাকি-গাজওয়াত/

    25-Sep-2016 7:22 pm

    26-Sep-2016 8:40 am


    Arabic-English dictionary.

    http://habibur.com/word/?q=الكتاب

    ৮০ হাজার শব্দ আছে।

    এখন প্রতি সার্চে আধা সেকেন্ড করে সময় লাগে। বেশি সময়।
    এটাকে অনেক ফাস্ট করতে হবে।

    মূল ফ্রি ডিকশনারিটা পাবেন এখানে:
    https://catalog.ldc.upenn.edu/LDC2004L02

      Comments:
    • Right এখনই যুদ্ধ হবে না। (Y) কিন্তু ইমোশনটা যেহেতু মানুষের মাঝে আছে। তাই এর একটা ইফেক্ট পড়বে অনলাইন লিখকদের মাঝে।

      ভবিষ্যতের কথা যেহেতু, কোনো পক্ষই প্রমান করতে পারবে না তার কথাই ঠিক। যে যেটাকে অধিক বিশ্বাসযোগ্য মনে করে, সে সেই ব্যপারে আরো শুনতে পছন্দ করে।

    26-Sep-2016 8:40 am

    26-Sep-2016 2:30 pm


    Arabic-English Dictionary টা "কিতাব" সেকশনের সাথে ইন্ট্রিগ্রেট করে দিয়েছি।

    এখন কিতাব সেকশনে গিয়ে, যে কোনো বইয়ের, যে কোনো আরবী ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে এর ডিকশনারী মিনিং দেখাবে।

    এখানে ট্রাই করে দেখতে পারেন:
    https://habibur.com/kitab/nihaya/list.634/

    স্ক্রিনশট নিচে। মোবাইলে কাজ করে কিনা দেখি নি। সম্ভবতঃ করবে না।

    Extensive testing pending.

    এটা একটা বড় কাজ হলো আলহামদুলিল্লাহ। অনুবাদ করা এখন অনেক অনেক সহজ হয়ে যাবে।

      Comments:
    • যুদ্ধ একটা আসছে। বাতাসে এর গন্ধ, সেন্টিমেন্টও যুদ্ধের জন্য উগ্র। প্রফেসি ছাড়াও এটা বুজা যায়। কিন্তু "এখন" বলতে কে কি বুঝে সেটা হলো প্রশ্ন। কেউ মনে করে "এখন" মানে এই সপ্তাহে, কেউ দুই মাসের মাঝে, কেউ দুই বছর, কেউ বিশ বছর। সবগুলোকেই "এখন" বলা যায়।
    • সবাই তা মনে করে না যদিও। যদি কাউকে বলেন যুদ্ধ লাগবে। তবে অনেকে ধারনা করবে সামনের সপ্তাহে।

    26-Sep-2016 2:30 pm

    27-Sep-2016 12:13 pm


    "Has someone more important than Hillary just arrived?"

    "No. People have all turned their backs to the candidate to take a selfie."

    27-Sep-2016 12:13 pm

    27-Sep-2016 4:01 pm


    "ইশ! সবাইকে যদি আল্লাহ তায়ালা রাতারাতি কোটিপতি করে দিতেন!"

    পর দিন সকালে বাজারে গিয়ে দেখি দোকান বন্ধ।

  • দোকান খুলবে না ভাই?
  • জানেন না? কাল রাত থেকে সবাই কোটিপতি। চার জন কর্মচারি ছিলো দোকানের। কেউ আসে নি। তারা আর চাকরি করবে না।
  • কেন?
  • তারাও যে কোটিপতি হয়ে গিয়েছে তাই।
  • তাহলে?
  • পাশের দোকানে যান, মালিকে চালায়।

    পাশের দোকানে প্রচন্ড ভীড়। অন্যান্য দোকান বন্ধ, তাই সবাই এখানে এসেছে। ভীড় ঠেলে সামনে গিয়ে দেখি মালিক আছে, কিন্তু দোকান বন্ধ করে চলে যাচ্ছে। পাশে থেকে একজন বললো,

    - এই মালিক আর দোকানদারী করবে না। সেও কোটিপতি।

    এদিকে বাসায় চাল শেষ। চাল কিনতে হবে। টিনের ঘরটা ভেঙ্গে একটা দালান তুলবো প্লেন করেছি। আর একটা গাড়ি হলেই আপাততঃ চলবে। বৌয়ে একটা ডায়মন্ডের রিং কিনতে চাচ্ছে, কিন্তু সেটা পরে।

    কিন্তু কাজ করার লোক কই? কেউ কাজ করবে না, কারন সবাই কোটিপতি।

    বাজারে নিজামের বাপ দোকান খুলে দ্বিগুন দামে মাল বিক্রি আরম্ভ করে। মানুষ ভিড় করে তাই কিনে। কিছুক্ষন পরে সে দাম বাড়িয়ে দেয় ১০গুন। তাও সব বিক্রি যায়। এর পর চালের দাম চায় ৪ হাজার টাকা কেজি।

    লোকেরা রেগে তাকে মেরে, তার দোকান ভেঙ্গে দেয়।

    তাই দেখে অন্য দোকানদাররা দোকান বন্ধ করে, মাল মাথায় নিয়ে বাসার দিকে হাটা দেয়।

  • আর দোকান চালাবো না ভাই। টাকার থেকে এখন মালের দাম বেশি।
  • আমরা খাবো কি?
  • আপনারা শহর থেকে কিনে আনেন।

    _____
    শহরে দেখি এলাহি কান্ড। ৪০ টাকা কেজির চাল ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মানুষ তাই কিনছে। প্রতিটা দোকানের সামনে বিশাল মাস্যল-ম্যন, গন্ডোগোলকারীদের ঠেকানোর জন্য। কিন্তু ঐ মাসেলম্যনরাও কোটিপতি! তাই তাদের লক্ষ টাকা বেতন দিয়ে রাখতে হয়েছে। এবং এই টাকাও চালের দাম থেকে তোলা হচ্ছে।

    এর থেকে বরং আমাদের নিজামের বাপের দোকানে দাম আরো কম ছিলো। কেন যে তাকে পিটিয়ে দোকান ভেঙ্গে দিলাম, আফসোস হচ্ছে।

    এখন কি করি? বাড়ি আর গাড়ির জন্য টাকা বাচাতে হবে। চিন্তা করলাম এর চেয়ে বরং বাড়িতে গিয়ে ৪ জন কামলা নিয়ে নিজে চাষ করে খাই। কত আর খরচ? সংগে বুঝলাম কামলাও আর ৪০০ টাকা রোজে নেই। তারাও কোটিপতি।

    ______
    ছয় মাস পর:

  • এখন কি অবস্থা ভাই?
  • আগের মত। আমাদের কেউ ধনী কেউ গরিব।
  • কেন? সবাই না কোটিপতি?
  • একই কথা। আগে এক টাকার যা দাম ছিলো, এখন কোটি টাকার সেই দাম। কোটি টাকায় এখন আর কিছু হয় না। ইশ! আল্লাহ যদি সবাইকে লক্ষ-কোটি টাকা দিয়ে দিতেন। এর কমে আর হয় না।

    27-Sep-2016 4:01 pm

  • 28-Sep-2016 3:52 am


    ইবনে কাসিরের আন-নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম থেকে:

    ذكر كثرة الصواعق عِنْدَ اقْتِرَابِ السَّاعَةِ
    قَالَ الإِمام أَحْمَدُ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، حَدَّثَنَا عُمَارَةٌ، عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
    "تَكْثُرُ الصَّوَاعِقُ عِنْدَ اقْتِرَابِ السَّاعَةِ حَتَّى يَأْتِيَ الرَّجُلُ الْقَوْمَ فَيَقُولُ مَنْ صُعِقَ قِبَلَكُمُ الْغَدَاةَ فَيَقُولُونَ: صعق فلان وفلان وفلان

    কিয়ামতের সময় কাছিয়ে অসলে অনেক অনেক বজ্রপাত হবে বলে হয়েছে।
    ইমাম আহমেদ বলেছেন... আবু সাইদ খুদরী বলেছেন
    : কিয়ামতের আগে দিয়ে বজ্রপাত বেড়ে যাবে। এমনকি এক লোক গ্রামে এসে জিজ্ঞাসা করবে, গতকাল তোমাদের পরিবারের কে কে মারা গেলো? তারা বলবে: অমুক অমুক অমুক।

    https://habibur.com/kitab/nihaya/list.323/

    হটাৎ করেই যেন এই বছর বজ্রপাতে মৃত্যু বেড়ে গিয়েছে। সারা বিশ্বে।

    28-Sep-2016 3:52 am

    28-Sep-2016 7:51 pm


    আসৎ, জালিম এবং আল্লাহর হুকুম মত যে শাসন করে না এমন কেউ আমীর হলে করনীয় কি সেটা খুজছিলাম। একজন বললো ফিতনার চ্যপ্টার না দেখে মুসলিম শরিফের "কিতাবুল ইমারাহ" বা প্রশাসন চ্যপ্টার দেখতে।

    দেখলাম, পুরো চ্যপ্টারটা এখানে আছে।
    http://habibur.com/kitab/hadith/book.muslim/part.134/

    যেই হাদিসগুলো পেলাম নিচে রেলিভেন্ট পোরশন কোট করলাম।
    আর ব্যখ্যা দিলাম না। যার যার বুঝ।

    _______
    হুযায়ফা ইবনু ইয়ামান (রাঃ) থেকে বর্ণিত... ...তিনি [ রাসুলুল্লাহ ﷺ ] বললেন, আমার পরে এমন সব নেতার উদ্ভব হবে, যারা আমার হেদায়েতে হেদায়েতপ্রাপ্ত হবে না এবং আমার সুন্নাতও তারা অনুসরণ করবে না। তাদের মধ্যে এমন সব লোকের উদ্ভব হবে, যাদের অন্তঃকরণ হবে মানব দেহে শয়তানের অন্তঃকরণ। রাবী বলেন, তখন আমি বললামঃ তখন আমরা কি করবো ইয়া রাসুলাল্লাহ! যদি আমরা সে পরিস্থিতীর সম্মুখীন হই? বললেনঃ তুমি শুনবে এবং মানবে যদি তোমার পিঠে বেত্রাঘাত করা হয় বা তোমার ধন-সস্পদ কেড়েও নেয়া হয়, তবুও তুমি আনুগত্য করবে।
    [ সহীহ মুসলিম - ৪৬৩২ ]

    সাঈদ ইবনু মনসূর ও কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি অবশ্যই আমীরের কথা শুনবে এবং মানবে (পূর্ণ আনুগত্য করবে) তোমার সংকট কালে ও সাচ্ছন্দ্যের সময়, অনুরাগ ও বিরাগে এবং যখন তোমার উপর অন্যকে অগ্নাধিকার দেয়া হচ্ছে তখনও।
    [ সহীহ মুসলিম - ৪৬০২ ]

    কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... ইবনু উমার (রাঃ) এর সুত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, মুসলিম ব্যক্তির অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে তার প্রতিটি প্রিয় ও অপ্রিয় ব্যাপারে আনুগত্য করা যাবৎ না তাকে আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয়। যদি আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয় তাতে আনুগত্য (করার বিধান) নেই।
    [ সহীহ মুসলিম - ৪৬১১ ]

    28-Sep-2016 7:51 pm

    29-Sep-2016 12:08 pm


    News: "ISIS prepares for FINAL BATTLE in Dabiq: US troops 3 MILES from site."

    Trying to incite a prophecy before its time, actually doesn't work.

    The last time such thing happened was in 1979, when the grand mosque in Mecca was captured by armed fighters, believing they were part of a prophecy. That didn't end well, for any side.

    29-Sep-2016 12:08 pm

    29-Sep-2016 2:03 pm


    মাইক্রো ওভেনের রেডিয়েশন মেশিনের ভেতরের গোস্ত সিদ্ধ করে ফেলে কয়েক মিনিটে। কিন্তু পাশে দাড়ানো আমার শরিরের গোস্ত সিদ্ধ হয় না। কেন? কারন ওভেনে থেকে রেডিয়েশন যেন না বের হতে পারে তার জন্য একটা আবরন বা শিল্ড দেয়া থাকে।

    সস্তা মাইক্রো ওভেনে এই শিল্ড যদি না থাকে বা নস্ট হয়ে থাকে তবে আশে পাশের লোকের শারীরিক ক্ষতি করবে।

    কিন্তু কিভাবে টেস্ট করবো মাইক্রোওভেন থেকে রেডিয়েশন লিক করছে কিনা?

    একটা মোবাইল নিয়ে মাইক্রোর ভেতর রেখে দরজা বন্ধ করে দিন। মাইক্রো অন করবেন না। শুধু দরজা বন্ধ করলেই হবে। দরকার হলে মাইক্রোর প্লাগ খুলে রাখেন।

    এর পর অন্য মোবাইল থেকে কল দেন। যদি ভেতরের মোবাইলটা বাজে তবে রেডিয়েশন লিক আছে।

    বাজার থেকে মাইক্রো কেনার আগে আমি সাধারনতঃ সব মাইক্রো এইভাবে টেস্ট করে দেখি। অধিকাংশতেই শিল্ডিং আছে। শুধু মিয়াকো কম্পানির কয়েকটা মাইক্রো দেখেছিলাম গুলশান মার্কেটে, সেগুলোতে কোনো শিল্ড ছিলো না। পুর্নউদ্যোমে বাজছিলো মোবাইল।

    বাকিগুলো ঠিক ছিলো। আপনারটা এইভাবে কয়েক মিনিটে টেস্ট করে নিতে পারেন।

    আরো তথ্যের জন্য google এ "microwave radiation leakage test" দিয়ে সার্চ দিন।

      Comments:
    • কিন্তু... .... .... ... কেইক? :-P
    • জানা নেই মাহবুব ভাই।
    • মাইক্রোর প্লাগ খুলে রাখতে হবে। অন করবেন না।
    • না ওভেনের জন্য প্রযোজ্য না। ওভেন আর হিটার একই জিনিস।
    • দুটোতেই রান্না আর গরম করা যায়। দোকানে জিজ্ঞাসা করে নিয়েন এটা মাইক্রো ওয়েভ নাকি শুধু ইলেকট্রিক ওভেন।
    • কিন্তু Wi-Fi network এর ফ্রিকুয়েন্সি এক। 2.4GHz. কিন্তু এটা ব্যখ্যা করলে সবাই বুঝবে না। বা নিজেরা টেস্ট করতে পারবে না। সে ক্ষেত্রে Cell phone টা একটা good approximation.

      Basic জিনিসটার উপর Skeptic অনেকেই আছেন। প্রথম কমেন্ট দ্রস্টব্য। ডিটেলস এর পরের ধাপ।

    • ১০০ লাইকের নিচে সেলিব্রিতি হওয়া যায না। আশায় আছি (Y) :-P

    29-Sep-2016 2:03 pm

    29-Sep-2016 11:03 pm


    ইন্ডিয়া পাকিস্তন বর্ডার গরম হয়ে উঠছে।
  • ইন্ডিয়া বলছে তারা পাকিস্তানে ঢুকে ৪০ জনকে মেরেছে, ২ জন সন্য সহ। পাকিস্তান বলছে শুধু ২ জন সন্য মরেছে।
  • পাকিস্তান বলছে ১৪ জন ভারতীয় সেনাকে মেরেছে। ভারত কি বলছে সেটা এখনো জানা বাকি।

    29-Sep-2016 11:03 pm

  • 30-Sep-2016 1:16 am


    উস্তাদের সাথে দেখা করলাম।
    জিজ্ঞাসা করলাম, "তাহলে কি শুরু হয়ে গেলো?"

    "গত সপ্তাহে স্বপ্ন দেখেছি সূর্য প্রায় ডুবে গিয়েছে। আর দশ-পনের মিনিট বাকি আছে সূর্যাস্তের।"

    "সূর্য ডুবলে কি হবে?", জিজ্ঞাসা করলাম।

    "জানি না। হয় আমার মৃত্যু, নয়তো সেই সব ঘটনার আরম্ভ।"

    সেই-সব-ঘটনা কি সেটা জানি। তাই জিজ্ঞাসা করলাম না।

    "এখন তাহলে কি হবে বলে মনে করেন?"

    "প্রফেসির সময় শেষ, এখন শুধু দেখার সময় কি হয়।"

    "তার পরও প্রফেসি কি বলে?" উৎসুক আমি। প্রফেসি জানার জন্যই তার কাছে আসা। খবর জানার জন্য নিউজ আছে।

    "এনালিস্টরা বলছে এখন যুদ্ধ হবে দুটো। প্রথমটা হবে ভারতের ভেতর থেকে। আভ্যন্তরিন একটা গন্ডোগোল। এটার সময়ে ভারত আনবেলেন্সড হয়ে যাবে। রায়ট ছড়িয়ে পড়বে। মুসলিমদের গনহত্যা করা হবে। এর পরে দ্বিতীয় ফেইজে হবে বিশাল যুদ্ধ।"

    "হাদিসে আছে?"

    "না কাসিদায়।"

    "কাসিদা বিশ্বাস করা যায়?"

    উস্তাদ হাসলেন, "সেটা জানার জন্যই তাকিয়ে আছি।"

      Comments:
    • Things might just fall back to normal level next year, you know. A temporary spike?
      // look critically.

    30-Sep-2016 1:16 am

    30-Sep-2016 9:04 am


    প্রসংগ: ট্রাম্প
    ইউএস প্রেসিডেনশিয়াল ডিবেটটা আমি দেখি নি। যদিও একযুগে এগুলো সব দেখতাম। তবে এবার এর হাইলাইটস দেখেছি নেটে। যতটুকু বুঝেছি প্রেসিডেন্ট হবার মত যোগ্যতা ট্রাম্প রাখে না। মাথা গরম। অন্যের কথার মাঝে বার বার বাধা দেয়।

    আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে খুব বেশি জ্ঞান লাগে না। এডভাইজররাই সব বলে দেয় কি করতে হবে। কিন্তু ট্রাম্পের মাঝে এই এডভাইজরদের কথা শুনার মত ধর্য্য বা যোগ্যতা নেই।

    _____
    এবং এটাই কারন হওয়া উচিৎ কেন আমি ট্রাম্পকে সাপোর্ট করবো।
    একজন ইসলামিস্টের সাথে কথপোকথন:
    তার প্রশ্ন আমাকে,

  • মুসলিম হয়ে আপনি ট্রাম্পকে সাপোর্ট করেন কিভাবে?
    বললাম,
  • আপনি নিজে ঘন ঘন ফেসবুকে লিখেন না যে আমেরিকা হলো শত্রু?
  • হুম।
  • তাহলে আপনি চান শত্রু আরো শক্তিশালি হোক একজন ভালো প্রেসিডেন্ট পেয়ে?
      Comments:
    • কেউ চায় না আমি তার অপছন্দের বিষয়ে পোস্ট দেই। এবং সবাই চায় আমি তার পছন্দের বিষয়ে পোস্ট দেই। সব পক্ষেই কঠিন যুক্তি আছে। কিন্তু দিনের শেষে যেটা যার চয়েস Asif Imran

    30-Sep-2016 9:04 am

  • 30-Sep-2016 6:34 pm


    1992: Supported Bush. Winner was Clinton
    1996: Supported Bob Dole, Winner was Clinton, but that was no surprise.
    2000: Supported Al Gore, Winner was Bush Jr
    2004: Supported Kerry, Winner was Bush. Year of hanging chads.
    2008, 2012: Was neutral.
    2016: Supporting Trump. Guess who the winner will be.

    30-Sep-2016 6:34 pm

    30-Sep-2016 9:14 pm


    সন্তানদের জন্য:

    কারো বিরোধিতায় যদি তুমি "অবসেসিভ" [বাংলায় "মরিয়া"?] হয়ে যাও, তবে আশংকা আছে তোমার মাঝে ঐ দোষগুলো চলে আসবে যেই দোষগুলোর জন্য তুমি তাকে দায়ি করছো।

    কোনো দল ভুল পথে আছে? তাদের ভুল ধরতে যদি তুমি মরিয়া হয়ে যাও তবে এটা তোমার ক্ষতির কারন হবে।

    কেউ তোমাকে তর্কে পরাজিত করেছে? যদি হক পথে থাকো তবে মাথা নিচু করে চুপ করে চলে আসবে। সত্যকে সত্য বুঝতে তর্কে বিজয়ী হতে হয় না। মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে তর্কে জিততে হয়, কারন এ ছাড়া তাদের উপায় নেই।

    অবসেসিভলি যদি তুমি বামদের সাথে তর্ক করো তবে তুমি নিজেকে দেখবে ফার রাইটে চলে গিয়েছো।

    অবসেসিভলি যদি তুমি খাওয়ারিজদের সাথে তর্ক করো তবে তুমি নিজেকে দেখবে দরবারী হয়ে গিয়েছো।

    অবসেসিভলি যদি তুমি বেরলভীদের সাথে তর্ক করো তবে তুমি দেখবে আহলে বাইতদের থেকে তোমার দুরত্ব তৈরি হয়ে গিয়েছে।

    Take it easy. সব বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা তোমাকে দুনিয়াতে পাঠান নি। বাতিলকেও আল্লাহ তায়ালা টিকিয়ে রাখবেন পথ ভ্রষ্টদের জন্য। তোমাকে এর মাঝে সত্যের পথ খুজে নিয়ে ঐ পথে চলতে হবে। অন্যদের শুধু জানিয়ে দেয়াই যথেষ্ঠ তুমি কোনটাকে সত্য মনে করো। সব কথা যুক্তি দিয়ে প্রমান করা তোমার কাজ না।

    দিনের শেষে, তোমাকে আর আমাকে আল্লাহ তায়ালা সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন উনার ইবাদতের জন্য। এটাই মুখ্য। এটাই উদ্যেশ্য।

      Comments:
    • "এখনই হবে না" বলতে সামনের ৬ মাস বুঝিয়েছি। সামনের ছয় মাসে ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে, এটা আমার এখনো মনে হয় না। ওটা যখন লিখেছিলাম তখন সবাই ধারনা করছিলো এখনই লেগে যাবে।

      তবে কি হবে আল্লাহ তায়ালা জানেন। Wait and see. আমাদের "ধারনা" শুধুই ধারনা। উনি যা ইচ্ছে, যেভাবে ইচ্ছে সেভাবে করেন। উনি কারো মুখাপেক্ষি না।

    30-Sep-2016 9:14 pm