Exponential-Compound, growth-decay rate calculator.
https://habibur.com/rate/
এটা আমার প্রায়ই দরকার হয় estimation এর জন্য। তখন online থেকে formula খুজতে হয়।
এখন টেবুলার আকারে easy calculation.
এখান থেকে উত্তর পাওয়া যায়, যেমন: "যদি আমার কাছে ৪০ লাখ টাকা থাকে এবং প্রতি বছর জাকাত ৪০ টাকায় ১ টাকা হিসাবে ১ লাখ টাকা করে দেই। তবে তো ৪০ বছর পরে আমার সব টাকা শেষ হয়ে যাবে?!?!"
না ভাই, এই টেবেল থেকে দেখা যায়, ৪০ বছর পরে আপনার কাছে ১৪ লাখ টাকা থাকবে।
https://habibur.com/rate/?amount=4000000&inc=decrease&percent=2.5&show=Show
আরো উত্তর পাওযা যায় যেমন, "আমার বেতন এখন ২৫ হাজার টাকা, ২০০০ সালে ছিলো ৮ হাজার টাকা। আমার বেতন বেড়েছে নাকি কমেছে?"
গড় মূদ্রাস্ফিতি ৬% ধরলে, আপনার বেতন এখন প্রায় একই আছে। নিচের টেবেল থেকে দেখা যায়, বর্তমান কালের ২৫ হাজার টাকা ১৬ বছর আগের প্রায় ৯০০০ টাকার সমান।
https://habibur.com/rate/?amount=25000&inc=decrease&percent=6&show=Show
- Comments:
- ব্যক্তিগত ভাবে আমি একই টাকা নেই। এর পরও কিছু পাওনা থাকলে এটা আল্লাহর কাছে। ঐ লোকের কাছে আর কিছু নেই।
- Invalid SSL certificate error? Which browser?
- Shajeed vai, Try again. Should work without any ssl error now. Shajeed Hossain