তর্কে কোরআন শরিফের কোনো আয়াত দলিল হিসাবে পেশ করলে আমি চুপ করে যাই:
১
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
তোমরা কোরআন নিয়ে তর্ক করো না, এটা নিয়ে তর্ক করা কুফরি।
২
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
কোরআন নিয়ে তোমরা [একে অন্যের সাথে] তর্ক করো না। আল্লাহর কিতাবের এক অংশ দিয়ে অন্য অংশকে মিথ্যা বলো না। ওয়াল্লাহ! মু'মিন কোরআন নিয়ে তর্কে হেরে যাবে, আর মুনাফিক কোরআন নিয়ে তর্কে জিতে যাবে।
৩
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি যে তোমাদের মাঝে কোনো লোক এত বেশি কোরআন পড়বে যে তার চেহারায় এর প্রভাব দেখা যাবে। সে মাশাল্লাহ ইসলামের জন্য বর্ম হয়ে যাবে।
এর পর সে কোরআনকে ছেড়ে দিবে, এবং কোরআনকে পেছনে ফেলে দিবে। এর পর তার প্রতিবেশির দিকে সে দৌড়ে যাবে নিজের তলোয়ার নিয়ে। তার প্রতিবেশিকে সে শিরকের দোষে দোষারোপ করবে।
একজন জিজ্ঞাসা করলেন: ইয়া নবী আল্লাহ ﷺ, এদের মাঝে কে শিরক করেছে? অভিযোগকারী নাকি অভিযুক্ত?
উনি ﷺ বললেন: অভিযোগকারী।
- ইবনে হিব্বান ৮১ [সহিহ]