Post# 1473527550

10-Sep-2016 11:12 pm


habibur.com এর আপডেটস:

আল বিদায়া ওয়ান্নিহায়ার ১ম থেকে ১০ খন্ডের ইফা অনুবাদকৃত ৬০০০ পৃষ্ঠার সবগুলো আপলোড করে সুচি দিয়ে ভাগ করে দেয়া হয়েছে।
এর পরের কাজ হবে এগুলো প্রথমে যতটুকু পারা যায় অটো কারেক্ট করা। এর পর ম্যনুয়ালি কারেক্ট করা
http://habibur.com/kitab/bidaya1/

নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান এ আরো ২০০ হাদিসের অনুবাদ দেয়া হয়েছে। এখন শুধুমাত্র ৪০ টার মত বাকি আছে।
http://habibur.com/kitab/nuaim/

এর পর কোন বই দেয়া যায় সেটা চিন্তা করছি। বইয়ের কপিরাইট থাকলে এগুলো দেয়া উচিৎ হবে না। মাসলা মাসায়েল আর শরিয়ার বইগুলো দেয়ার প্রয়োজন বোধ করছি।

"ফতোয়ায়ে আলমগিরী" দিতে পারলে ভালো হতো কিন্তু কপিরাইটওয়ালারা আপত্তি করবে। ইফার হিদায়ার চার খন্ড এর পরিবর্তে দিতে পারি। বেহেস্তি জেওরের অনেক পুরানো কোনো অনুবাদ থাকলে সেটাও দেয়া যায় যেটার কপিরাইট এখন আর নেই।

10-Sep-2016 11:12 pm

Published
10-Sep-2016