Post# 1472738516

1-Sep-2016 8:01 pm


যে কারনে ফেসবুকে এখন আর "নিজস্ব মত" ব্যক্ত করি না (Y)
________

(copied from কাউসার আলম)
কে আলম নামে জনৈক নিরীহ ভদ্র শান্তশিষ্ট সরল সচ্চরিত্রবান তরুন একদিন ফেসবুকে একটা পোস্ট দিলো, "বদনার রঙ নীল!"
তৎক্ষণাৎ কমেন্টের ঝড় বইতে শুরু করলো...
.
কমেন্ট-এক: হায়রে! ফেসবুক এখন মূর্খদের দখলে। দিনে দিনে আরো কতো কী দেখবো! আজকাল বদনা নিয়েও স্ট্যাটাস দিতে হয়! আমরা যখন ফেসবুক ইউজ করতাম, আমরা বালতি নিয়ে পোস্ট দিয়েছি, কিন্তু এসব বদনা টদনা নিয়ে জীবনেও পোস্ট দেই নি।
.
কমেন্ট-দুই: ভাই, রহস্যের গন্ধ পাচ্ছি! নতুন ফ্যামিলি স্টার্ট করতেছেন নাকি? বালতি বদনা সব কিনতেছেন! দাওয়াত দিয়েন প্লিজ!
.
কমেন্ট-তিন: ভাই, বানান নিয়ে তো বহু লেকচার দেন, আজকে তো নিজেই ধরা খাইলেন। "রঙ" না, এটা "রং" হবে! আগে নিজে ঠিক হন, পরে অন্যরে ঠিক করতে আইসেন!
.
কমেন্ট-চার:(মেয়ে) ভাইয়ায়ায়ায়ায়া, নীল আপনার প্রিয় রঙ নাকি? নীল আমারও খুব প্রিয়। আমার সাবেক বিএফের নাম নিলয়, আমার নাম নীলিমা, আমার পোষা বিড়ালের নাম নিলু। আমার প্রিয় উপন্যাস নীলদর্পণ। আমি ব্লু-বেরি মোবাইল ইউজ করি। আমার দাদার দাদা ইংরেজ আমলে নীল চাষ করতেন।
ভাইয়া, ইনবক্সে আমার নীল রঙের জামার ছবিটা পাঠিয়েছি। দেখুন তো কেমন হলো! প্লিজ, ভাইয়ায়ায়ায়া, রিপ্লাই দিবেন!
.
কমেন্ট-পাঁচ: কিছু ভালো লেখা পড়ার জন্যে আপনাকে ফলো করতাম। আজকাল কী সব আবোলতাবোল লেখেন! আনফলো করলাম!
.
কমেন্ট-ছয়: সুন্দরবন নিয়া তো বহুত লাফালাফি করছেন। পরিবেশ নষ্ট হবে, এটা হবে সেটা হবে! আজ নিজেই প্লাস্টিকের বদনা ইউজ করেন। প্লাস্টিক কি পরিবেশের ক্ষতি করে না? এতই যদি দেশপ্রেমিক হতেন, তাহলে পাটের বদনা ইউজ করতেন!
.
কমেন্ট-সাত: এখনও যে মানুষ বদনা ব্যাবহার করে, তা জানতামই না। থ্যাংক্স!
.
কমেন্ট-আট: দেশীয় মেয়ে অলিম্পিক জিতলে সেটা নিয়ে কোনো পোস্ট দেন না, মুস্তাফিজ সুস্থ হয়ে দেশে ফিরলো তা নিয়েও কোনো পোস্ট দিলেন না, পোস্ট দিলেন বদনা নিয়ে। আপনাদের মতো মানুষের জন্যেই দেশের এই অবস্থা!
.
কমেন্ট-নয়: ভাইয়েরা, ছাগুটাকে ব্লক মারেন। সে নীল রঙের বদনা নিয়ে পোস্ট দিয়ে বুঝাতে চায়, এই সরকারের আমলে দেশের মানুষ খুব কষ্টে আছে, গরীব হয়ে যাচ্ছে। তাদের এলুমিনিয়ামের বদনা কেনার টাকা নাই, তাই কম দামী প্লাস্টিকের বদনা কিনে!
কিরে, তোদের বিএনপি জামায়াতের আমলে কি মানুষ স্বর্ণের বদনা ইউজ করতো? পাকি দালাল কোথাকার!
.
কমেন্ট- দশ: বিশ্বাস করলাম না। পারলে লিংক দেন। নাহয় স্ক্রিনশট দেন।
.
কে আলম ফেসবুকে ঢুকে কমেন্ট পড়ে অবাক হলো। পরে বুঝলো, সে বানান ভুল করেছে। আসলে সে লিখতে চেয়েছিলো, "বেদনার রঙ নীল"! ভুল করে এ-কারটা দেওয়া হয় নি!

    Comments:
  • এই কাউসার আলম ভাই নারী বিদ্বেষী হিসাবে পরিচিত। তাই চার নম্বরে এ রকম বানোয়াট কথা লিখেছেন। সত্যি সত্যি এরকম হয় না। Asif Imran

    আর কৌতুকটা পুরানো। উনি রিরাইট করেছেন।

1-Sep-2016 8:01 pm

Published
1-Sep-2016