বায়োস্কোপ:
বায়োস্কোপ বলতে খুব খারাপ কিছু আমরা ধারনা করি। ৮০ দশকে যখন বড় হচ্ছিলাম তখন এর দিন শেষ। তারা পরও দেখা হয়েছিলো।
এটা কি?
ধরেন আমার কাছে সুন্দর সুন্দর অনেক ছবি আছে। ছবিগুলো দেখিয়ে আমি টাকা আদায় করবো। তাই ছবিগুলো একটা বড় বাক্সে রেখে চারদিকে কয়েকটা গর্ত করে দিলাম। টাকা দিয়ে এই ফাকগুলো দিয়ে দেখতে পারবে। এই হলো বায়োস্কোপ।
কিসের ছবি?
কাবা শরিফের ছবি, রওজা শরিফের ছবি, বোরাকের ছবি এইসব। ছবিগুলো হাতে আকা থাকতো, ফটো প্রিন্ট না। ঐ সময়ে ফটো প্রিন্ট এসব ছিলো না।
কিন্তু এসব ছবি তো লক্ষ লক্ষ আছে?
ঐ যুগে সারা গ্রামে বই ছিলো একটা দুটো, আর ঐ সব বইয়ে কোনো ছবি ছিলো না। মসজিদে নববীর ছবি আমি প্রথম দেখেছিলাম ইউনিভার্সিটিতে উঠার পরে। বায়োস্কোপে না, একটা পোস্টারে।
যুগ বদলায়,
এখন ফেসবুকে লক্ষ লক্ষ ছবি।
আর একযুগে বায়োস্কোপের ১০ টা ছবি দেখা ছিলো খারাপ।