Trends:
১
৯০ দশকে আহলে হাদিস মসজিদগুলোতে সুরা ফাতেহা পড়ার পর ইমাম সাহবে বেশ অনেকক্ষন চুপ করে থাকতেন। মুক্তাদিদের সময় দিতেন সুরা ফাতিহা পড়ে নিতে, এবং এই সময়ে মুক্তাদিগন কিছু আওয়াজ করে পড়ে নিতো।
এর কারন ছিলো "সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না" হাদিসটা।
২০০০ এর পরেও হারাম শরিফের কিছু ইমাম এরকম করতেন।
বর্তমানে এটা আর কোথাও দেখা যায় না। সব মসজিদেই ইমাম সাহবে সুরা ফাতিহার পরই অন্য সুরায় চলে যান।
২
১৯০০ সালের মাঝামাঝি সময় মাইক দিয়ে নামাজ পড়ালে নামাজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে। ভারত/পাকিস্তানের উলামারা প্রথমে কনক্লুশনে আসে মাইক দিয়ে জামাত পড়ালে হবে না।
এর কারন ছিলো মাইকের আওয়াজ "ধ্বনি না, বরং প্রতিধ্বনি"।
২০০০ সাল পূর্ব পর্যন্ত বিশ্ব ইজতমাতেও মাইকে নামাজ পড়ানো হতো না।
বর্তমানে সব জায়গায় মাইকেই পড়ানো হয়।
৩