Post# 1474446168

21-Sep-2016 2:22 pm


শত্রুর সাথে ব্যবহার দেখে বন্ধু চেনা যায়।

একটা উদাহরন দিয়ে বুঝাই:

আব্দুল্লাহ অমার নিউ ফেসবুক ফ্রেন্ড। একই মতাদর্শ, একই পথ। কিন্তু কিছু দিন তার ফিড দেখে বুঝলাম সে আমাদের বিরোধিদের ছোট বড় সব দোষ বের করে আক্রমন করে, মানে "মুখোশ উন্মোচনে" ব্যস্ত।

আমি চিন্তা করলাম, সে যদিও এখন আমার বন্ধু, কিন্তু সে যে সকল পয়েন্ট নিয়ে মানুষকে আক্রমন করছে, তার থেকে বড় দোষ আমার মাঝে আছে। আমি তার পক্ষে তাই হয়তো সে আমাকে কিছু বলছে না, কিন্তু একটু মতানৈক্য হলেই সে আমাকে এর থেকে আরো বেশি আক্রমন করবে। "ছুপা", "ঘরের শত্রু বিভিষন", "উনি হলেন গোপনে ..." এরকম।

এটা বুঝে আমি তাকে আনফ্রেন্ড বা আনফলো করে রাখলাম।
যদিও সে আমার বন্ধু, কিন্তু শত্রুর সাথে ব্যবহার দেখে বন্ধুকে চেনা যায়।

______
খুজলে লানত দেবার পক্ষে হাদিস বের করে কেউ প্রমান করতে পারবে লানত দেয়া হলো ক্ষেত্র বিশেষে সুন্নাহ। আবার খুজলে এর বিপক্ষের হাদিস দিয়েও কেউ প্রমান করতে পারবে লানত দেয়া খারাপ।

কে কোনটা অনুসরন করে এটা দেখে তার দিক চেনা যায়।

সুন্নি আলেমগন লানত দেয়াকে নিরুৎসাহিত করেন।
আবার শিয়ারা এব্যপারে উৎসাহিত করে। শিয়াদের স্টেটাস, অর্টিক্যলে আমি আবু-বকর, ওমর রা: এর নামের শেষে লিখে La. বা "লা" দেখতে পাই। লানতের সংক্ষিপ্ত।

মজলুম অবস্থায় কেউ জালেমকে লানত দিলো এটা ভিন্ন কথা।
কিন্তু কেউ ভুল পথে চলছে, বা ভুল কথা প্রচার করছে এ রকম দাবি করে বিভ্রান্তকে লানত দিলে এটা অন্য দিকে যায়।

এবং এধরনের কাজ আমি বেরলভিদের করতে দেখেছি সবচেয়ে বেশি। এবং তাদের একাংশ এটা করাকে সুন্নাহ মনে করে। এটা একটা পয়েন্ট যেখানে শিয়া আর বেরলভিদের মাঝে মিল আমার চোখে পড়ে।

আল্লাহ তায়ালা আমাদের সত্যের পথে রাখুন।

    Comments:
  • typo ছিলো। ঠিক করেছি।

21-Sep-2016 2:22 pm

Published
21-Sep-2016