১
পরিচিতদের সাথে দেখা হলে এখন কথোপকথন এই দিকে যায়:
- আচ্ছা তুমি যে ফেসবুকে লিখেছ .... "এটা কি সত্যি?" "কারন কি?" "কি বুঝাতে চাচ্ছিলে?" "আমি জানি কোরআন শরিফে/হাদিস এই এই আছে" ....
I don't budge. তার প্রশ্নের জবাব দেই না। শুধু তার দিকে তাকিয়ে হাসতে থাকি।
শেষে আর কোনো কথা বের করতে পারবে না বুঝে উপদেশে চলে যায়: এই সব লিখো না, দেশের এই সময় পরিস্থিতি....
২
এই কথোপকথন এত বেশি বার রিপিট হয়েছে যে, এখন কথা উঠলেই দ্রুত ফিনিশিংটা নিজেই দিয়ে দেই।
কেউ বললো...
আমি, "এই সব লিখা উচিৎ না... দেশের পরিস্থিতি ভালো না..... দরকার কি রিস্ক নিয়ে?"
সে: "ঠিক...."
কথা শেষ। :-D