(নন-সারকাস্টিক ভার্শন)
আজকে ঠিক সকাল ৮টায় কোরবানী আরম্ভ হবার সময় প্রচন্ড বৃষ্টি ঢাকা শহরে। সব ধুয়ে যাচ্ছে। এর মাঝেই ঘরে ঘরে কোরবানী। বৃষ্টির পানিতে কোরবানীর রক্ত ভেসে শহরের অলি গলিতে একেবারে আক্ষরিক রক্তের বন্যা।
মনে পড়লো ইদানিং কিছু weird news. যেখানে রাশিয়া, চীন, ইরানে নদীর পানি রক্ত লাল হয়ে গিয়েছে হটাৎ করে। কিন্তু এগুলো পরিবেশ দুষনের কারনে। পাশের ফ্যক্টরি নদীতে ক্যমিক্যল ছেড়ে দিয়েছে, বা নদীতে এলজি জন্মেছে এসব কারেন।
এগুলোতে বিশেষ কোনো "নিদর্শন" নেই, যদি কেউ খুজি।
- Comments:
- আমি ধরে নিয়েছি সবগুলো অরিজিনাল।